ব পৃষ্ঠা ৩৩
- Bengali Word বহির্বাটী English definition [বোহির্বাটি] (বিশেষ্য) বৈঠকখানা; বাহির বাড়ি। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+বাটী; মধ্য.}
- Bengali Word বহির্বাণিজ্য English definition [বোহির্বানিজ্জো] (বিশেষ্য) ভিন্ন দেশের বা বিদেশের সাথে বাণিজ্য। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+বাণিজ্য}
- Bengali Word বহির্বাস English definition [বোহির্বাশ] (বিশেষ্য) ১ সন্ন্যাসী বৈষ্ণবরা কৌপীনের উপর যে বস্ত্র পরিধান করে (কটিতটে ডোর ধরি তাহাতে কপীন পরি বহির্বাসে করি আচ্ছাদন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ উত্তরীয় বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+বাস; মধ্য.}
- Bengali Word বহির্ভাগ English definition [বোহির্ভাগ্] (বিশেষ্য) বাইরের অংশ; বহির্দেশ; বাইরের দিক। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+ভাগ}
- Bengali Word বহির্ভূত English definition [বোহির্ভুতো] (বিশেষণ) ১ বহির্গত। ২ বাইরে অবস্থিত; বহিঃস্থ। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+ভূত}
- Bengali Word বহির্মুখ English definition [বোহির্মুখ] (বিশেষণ) ১ বাইরের দিকে মুখ করে আছে এমন। ২ বাহ্য বিষয়ে আসক্ত; বিষয়াসক্ত। ৩ বিমুখ; পরাঙ্মুখ। বহির্মুখা, বহির্মুখী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+মুখ}
- Bengali Word বহিশুল্ক, বহিঃশুল্ক English definition [বোহিশুল্কো, বোহিশ্শুল্কো] (বিশেষ্য) পণ্য আমদানি-রপ্তানির উপর যে শুল্ক ধার্য করা হয়; custom’s duty। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+শুল্ক; মধ্য.}
- Bengali Word বহিষ্করণ, বহিষ্কার English definition [বোহিশ্করোন্, বোহিশ্কার] (বিশেষ্য) ১ দূরীকরণ; বিতাড়ন; বর্জন। ২ নির্বাসন। ৩ আবিষ্কার। ৪ নিষ্কাশন; বের করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+করণ; কার}
- Bengali Word বহিষ্কৃত English definition [বোহিশ্কৃতো] (বিশেষণ) ১ বের করে দেওয়া হয়েছে এমন; বিতাড়িত। ২ দূরীকৃত। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+কৃত}
- Bengali Word বহিষ্ক্রান্ত English definition [বোহিশ্ক্রান্তো] (বিশেষণ) ১ বের হয়ে গিয়েছে এমন। ২ বিদেশে নিষ্কান্ত্র বা নির্বাসিত। {(তৎসম বা সংস্কৃত) বহিঃ+ক্রান্ত}
- Bengali Word বহিস্থ, বহিঃস্থ, বহিঃস্থিত English definition [বোহিস্থো, বোহিস্থো, বোহিস্থিতো] (বিশেষণ) বাহ্য; বাইরে আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বহিঃস্থ, বহিঃস্থিত}
- Bengali Word বহী (মধ্যযুগীয় বাংলা) English definition [বোহি] (অব্যয়) বই; ব্যতীত (এ বাটে বহী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ব্যতীত>বহী}
- Bengali Word বহু ১ English definition [বোহু] (বিশেষণ) ১ অনেক; প্রচুর; অধিক; বেশি; যথেষ্ঠ (বহু টাকা)। ২ নানা; নানাবিধ; বিবিধ (বহু লোক)। ৩ মহা; প্রকাণ্ড; বিশাল (বহু বলশালী)। ৪ দীর্ঘ (বহুকাল)। ৫ একের অধিক; একাধিক (বহুবিবাহ)। ৬ অতি; খুব; অতিশয়; অত্যন্ত (বহু কষ্ট)। বহুজ্ঞ (বিশেষণ) ১ বহুবিষয়বিদ; অনেক বিষয় জানে এমন। ২ বহুদর্শী। ৩ অভিজ্ঞ; জ্ঞানী। বহুতা (বিশেষণ) অনেক; বিস্তার; প্রভূত (বহুত মিনতি করি তোয়-বিজয় গুপ্ত)। বহুত/বহুতঃ (ক্রিয়াবিশেষণ) অনেক প্রকারে। বহুতর (বিশেষণ) ১ আরও বেশি। ২ বহু; অনেক; প্রচুর (দাসদাসী ছিল সঙ্গে সৈন্য বহুতর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ অত্যধিক; অত্যন্ত। ৪ বহু প্রকার; বিবিধ। বহুতা, বহুত্ব (বিশেষ্য) আধিক্য। বহুত্বক (বিশেষণ) বহু স্তরবিশিষ্ট। বহুত্র (অব্যয়) বহু স্থলে; অনেক স্থানে; অনেক ক্ষেত্রে। বহুদর্শী (-শিন্) (বিশেষণ) ১ বিচক্ষণ; অভিজ্ঞ; অনেক কিছু দেখেছে এমন। ২ অনেক কিছু সম্পর্কে অভিজ্ঞ। ৩ দূরদর্শী। বহুদর্শিতা বি। বহুদশির্নী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বহুদূর (বিশেষ্য) অনেক দূর; বহু ব্যবধান (বহুদূর থেকে তাকে এখানে আসতে হয়)। □ (বিশেষণ) ১ অনেক দূর অবস্থিত (বহু দূরদেশ)। ২ যথেষ্ঠ বা অত্যন্ত দীর্ঘ (বহুদূর পথ)। বহুদোষ (বিশেষ্য) অনেক দোষ; বহু দোষযুক্ত। বহুধা (অব্যয়) অনেক প্রকারে; বিভিন্ন দিকে; বহু ভাগে (বহুধাবিভক্ত)। বহুধার (বিশেষণ) অনেক ধারাবিশিষ্ট। বহুপত্নীক (বিশেষণ) একাধিক বা অনেক পত্নী আছে এমন; অনেক বিবাহ করেছে এমন। বহুপর্ণা (বিশেষ্য) ছাতিম গাছ। বহুপুত্রবতী (বিশেষণ) বহু পুত্রের মাতা। বহুপুষ্প (বিশেষ্য) নিমগাছ। □ (বিশেষণ) বহু পুষ্পযুক্ত। বহুপ্রজ (বিশেষ্য) শূকর। □ (বিশেষণ) অনেক সন্তান হয় এমন। বহুপ্রসবিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অনেক সন্তানের জন্মদান করেচে এমন। অনেক সন্তান হয়েছে এমন। বহুবচন (বিশেষ্য) (ব্যাকরণ) একের অধিক ব্যক্তি বস্তু বা বিষয়বাচক শব্দ। বহুবল (বিশেষ্য) যার প্রচুর শক্তি বা সৈন্য আছে। বহুবল্লভ (বিশেষ্য) ১ বহু রমণী বা নায়িকার প্রিয়। ২ শ্রীকৃষ্ণ। বহুবল্লভা (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) । বহুবিধ, বহুবিৎ (বিশেষণ) অনেক বিষয়ে জানে এমন। বহুবিধ (বিশেষণ) অনেক রকম; নানা প্রকার। বহুবিবাহ (বিশেষ্য) একাধিক পত্নী গ্রহণ (বহুবিবাহ প্রথা সমর্থন করা উচিত নয়)। বহুবহুবিস্তীর্ণ (বিশেষ্য) দূর পর্যন্ত প্রসারিত। বহু বীজ (বিশেষ্য) যে ফলে অনেক বীজ থাকে। বহুবেত্তা (বিশেষণ) ১ বহুবিদ। ২ অনকে বিষয়ে জানে এমন; বহুদর্শী। ৩ অভিজ্ঞ। বহুব্যয়ী (বিশেষ্য) অমিতব্যয়ী; যে অত্যধিক খরচ করে। বহুব্রীহি (বিশেষ্য) ১ বহুশস্যবিশিষ্ট। ২ (ব্যাকরণ) সমাস বিশেষ; যে সমাসে দুই বা বহুপদ দ্বারা সমাস হয়ে সমাসঘটিত পদগুলোকে না বুঝিয়ে অন্য কোনো পদ বা বস্তুকে বুঝায় (দশানন; পীতাম্বর)। বহুভঙ্গিম (বিশেষণ) বহু প্রকার অভিব্যক্তি আছে এমন (প্রতিভাবলে একতরফা একঝোঁক সমজদার বহুভঙ্গিম-মোতাহের হোসেন চৌধুরী)। বহুভাগ, বহুভাগ্য (বিশেষণ) অতিশয় ভাগ্যবান। ২ অত্যন্ত সদয় বা অনুকূল অদৃষ্ট। বহুভাগী( স্ত্রীলিঙ্গ) । বহুভাষী (-ষিন্) বিন ১ অনেক ভাষাবিদদ; বহু ভাষাভিজ্ঞ; বিভিন্ন ভাষায় কথা বলে এমন। ২ বেশি কথা বলে এমন; বাচাল। বহুভাষিণী( স্ত্রীলিঙ্গ) । বহুভূজ (বিশেষণ) ১ বহু বাহুবিশিষ্ট। ২ (জ্যামিতি) চারটির বেশি বাহু আছে যে ক্ষেত্রের; polygon। বহুভোজী (বিশেষণ) যে প্রচুর খায়। বহুমঞ্জরি (বিশেষ্য) তুলসী; যে গাছে বহু মুকুল হয়। বহুমত (বিশেষণ) অতি সমাদৃত; অত্যন্ত সম্মানিত। বহুমান (বিশেষ্য) অত্যন্ত সমাদর; প্রভূত সম্মান ও গৌরব। বহুমানাস্পদ (বিশেষ্য) অতিশয় মাননীয় ব্যক্তি বা সম্মানের পাত্র। বহুমাত্রিক (বিশেষণ) বহু ব্যঞ্জনা বা তাৎপর্য সম্পন্ন। বহুমার্গ (বিশেষণ) অনকে পথওয়ালা; অনেক পথযুক্ত। বহুমুখ, বহুমুখী (বিশেষণ) ১ অনেক মুখযুক্ত। ২ যার নানাদিকে মুখ বা প্রবণতা। ৩ বিভিন্ন বিষয়ে দক্ষতা (বহুমুখী প্রতিভার অধিকারী)। বহুমূত্র (বিশেষ্য) রোগ বিশেষ; মধুমেহ; যে রোগে বার বার প্রস্রাব হয় ও প্রস্রাবের সঙ্গে শর্করা নির্গত হয়। বহুমূর্তি (বিশেষণ) অনেক মূর্তিবিশিষ্ট। (বিশেষ্য) হিন্দুদের দেবতা শিব; বিষ্ণু। বহুমূল, বহুমূলক (বিশেষ্য) ১ ঘাসবিশিষ। ২ বটবৃক্ষ। □ (বিশেষণ) বহুমূল বিশিষ্ট; অনেক শিকড়যুক্ত। বহুমূল্য (বিশেষণ) অতিশয় দামি; মহার্ঘ; মূল্যবান; গভীর অর্থপূর্ণ। বহুরন্ধ্র (বিশেষ্য) অনেক ছিদ্রবিশিষ্ট। বহুরশিক (বিশেষণ) অনেক রাশিযুক্ত। বহুরূপ (বিশেষণ) নানান রকম; বিভিন্ন প্রকার; নানারূপ। বহুরূপী (বিশেষ্য) কাঁকলাস; গিরিগিটি। □ (বিশেষণ) নানা রূপ ধারণ করে এমন; বহু রূপে সেজে লোকের চিত্ত বিনোদন করে এমন। বহুশ, বহুশঃ (অব্যয়) ১ অনেকবার। ২ নানাভাবে। বহুশত্রু (বিশেষ্য) চড়ুই পাখি। □ (বিশেষণ) অনেক শত্রু বিশিষ্ট। বহুশাখ (বিশেষণ) অনেক ডাল যুক্ত। বহুশিখ (বিশেষণ) অনেক শিখাবিশিষ্ট। বহুশ্রুত (বিশেষণ) অনেকবার বেদাদি শ্রবণ করেছেন এমন; সুপণ্ডিত। বহুসন্ততি (বিশেষ্য) বেউড় বাঁশ। □ (বিশেষণ) অনেক সন্তানযুক্ত। বহুস্বামিক (বিশেষ্য) যার অনেক প্রভু বা মালিক। {(তৎসম বা সংস্কৃত) √বংহ্+উ(কু)}
- Bengali Word বহু ২ (ব্রজবুলি) English definition [বোহু] (ক্রিয়া) বহে; প্রবাহিত হয়; বহুক (মলয় পবন বহু মন্দা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্>}
- Bengali Word বহু ৩ (মধ্যযুগীয় বাংলা) English definition [বোহু] (বিশেষ্য) বধূ। {(তৎসম বা সংস্কৃত) বধূ>}
- Bengali Word বহুত, বহুৎ English definition [বোহুত্] (বিশেষণ) ১ অনেক; প্রচুর (তাহাদের বহুত ভাল করিব-রামরাম বসু)। ২ অনেক ভালো (সৈয়দ সাহেব একখানা বহুৎ উম্দা গল্প পেশ করেছেন-সৈয়দ মুজতবা আলী)। {(হিন্দি) বহুত}
- Bengali Word বহুনি, বহুনী English definition ⇒বউনি
- Bengali Word বহুবাড়ম্বর English definition [বওভাড়ম্বর্] (বিশেষ্য) অত্যন্ত ঘটা ও জাঁকজমক। {(তৎসম বা সংস্কৃত) বহু+আড়ম্বর; কর্মধারয় সমাস}
- Bengali Word বহুল ১ English definition [বোহুল্] (বিশেষণ) ১ অনেক; প্রচুর; পর্যাপ্ত। বহুলতা, বহুলত্ব, বাহুল্য বিণ। {(তৎসম বা সংস্কৃত) বহু+√লা+অ(ক)}
- Bengali Word বহুল ২ English definition [বোহুল্] (বিশেষণ) ১ কালো বর্ণযুক্ত। ২ কালো রং; কৃষ্ণপক্ষ। বহুলা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) গরু; কৃত্তিকা নক্ষত্র। {(তৎসম বা সংস্কৃত) বহু+√লা+অ(ক)}