ব পৃষ্ঠা ৪১
- Bengali Word বাঘা English definition [বাঘা] (বিশেষ্য) বাঘ। □ (বিশেষণ) ১ বিশাল; বৃহৎ; প্রকাণ্ড; মস্ত বড় (বাঘা কুকুর)। ৩ কড়া; তীব্র টক (বাঘা তেঁতুল)। ৩ রাশভারী; অত্যন্ত গম্ভীর ও ব্যক্তিত্বসম্পন্ন (বাঘা বাঘা ব্যক্তি)। বাঘাটে (বিশেষণ) তীব্র; প্রচণ্ড (এই বাঘাটে শীত-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বাঘাম্বর (বিশেষ্য) ব্যাঘ্রাম্বর; এক প্রকার বস্ত্র; বাঘের ছালের বস্ত্র (বিচিত্র বসন অঙ্গে শোভে বাঘাম্বর-সৈয়দ আলাওল)। {বাঘ+আ}
- Bengali Word বাঘাড় English definition ⇒ বাগাড়
- Bengali Word বাঙাল, বাঙ্গাল, বঙ্গাল English definition [বাঙাল্, বাঙ্গাল্, বঙ্গাল্] (বিশেষ্য) (অশিষ্ট) ১ পূর্ববঙ্গের অধিবাসী। ২ গ্রাম্য ও অমার্জিত লোক (শহরের ছেলেরা এইসব লক্ষণ দেখিয়া আমাদিগকে বাঙাল বলিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) পূর্ববঙ্গীয় (বাঙাল প্রথা)। {(তৎসম বা সংস্কৃত) বঙ্গ>+(বাংলা) আল}
- Bengali Word বাঙালি, বাঙালী English definition [বাঙালি] (বিশেষ্য) বাংলাদেশের মানুষের জাতি-সত্তা। □ (বিশেষণ) ১ বাংলাভাষী। ২ বাংলাদেশী; বাংলাদেশ সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বঙ্গ>+(বাংলা) আলি, আলী}
- Bengali Word বাঙ্গি English definition [বাঙ্গি] (বিশেষ্য) পাকলে ফেটে যায় এমন শশাজাতীয় ফল। {(তৎসম বা সংস্কৃত) বিহঙ্গিকা>}
- Bengali Word বাঙ্মাত্র English definition [বাঙ্মাত্ত্রো] (বিশেষণ) কথার কথা; আমার শব্দ বা বাক্য মাত্র। {(তৎসম বা সংস্কৃত) বাক্+মাত্র; নিত্য সমাস}
- Bengali Word বাঙ্নিষ্ঠ English definition [বাঙ্নিশ্ঠো] (বিশেষণ) কথা দিয়ে কথা রাখে এমন; প্রতিজ্ঞাপালক। বাঙ্নিষ্ঠা (বিশেষ্য) প্রতিশ্রুতি রক্ষা। {(তৎসম বা সংস্কৃত) বাক্+নিষ্ঠ}
- Bengali Word বাঙ্নিষ্পত্তি English definition [বাঙ্নিশ্পোত্তি] (বিশেষ্য) ১ বাক্যোচ্চারণ; মুখ দিয়ে কথা বের হওয়া; কিছু বলা (এমন কথা শোনার পর বাঙ্নিষ্পত্তি না করে চলে যাওয়া ভালো)। {(তৎসম বা সংস্কৃত) বাক্+নিষ্পত্তি; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাঙ্মন্ঃ, বাঙ্মনস্ English definition [বাঙ্মনোহ্, বাঙ্মনোস্] (বিশেষণ) বাক্য ও মন (অবাঙ্মনসগোচর)। {(তৎসম বা সংস্কৃত) বাক্+মনঃ, মনস}
- Bengali Word বাঙ্মুখ English definition [বাঙ্মুখ্] (বিশেষ্য) বাক্যের সূচনা; অবতরণিকা; মুখবন্ধ। {(তৎসম বা সংস্কৃত) বাক্; মুখ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাঙ্ময় English definition [বাঙ্ময়্] (বিশেষণ) ১ বাক্যাত্মক; শব্দজাত। ২ অলঙ্কারশাস্ত্র। বাঙ্ময়ী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বাক্+ময়(ময়ট্)}
- Bengali Word বাচ ১ English definition ⇒ বাইচ
- Bengali Word বাচ ২, বাছ English definition [বাচ্, বাছ্] (বিশেষ্য) নির্বাচন; বাছাই; পছন্দ। {(তৎসম বা সংস্কৃত) নির্বাচন>}
- Bengali Word বাচক English definition [বাচোক্] (বিশেষণ) ১ অথপ্রকাশক; দ্যোতক। ২ কথক। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বাচন English definition [বাচোন্] (বিশেষ্য) ১ কথন; উক্তি। ২ পঠন; পাঠ। ৩ ব্যাখ্যান (এরপর আর ছবি নেই বর্ণনা নেই সুধু কথা দিয়ে বাচন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বাচনিক (বিশেষণ) বাচন দ্বারা নিষ্পন্ন; মৌখিক (বাচনিক বিবাদ, বাচনিক পাপ)। □ (ক্রিয়াবিশেষণ) মুখে; কথায়। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বাচবিচার, বাছবিচার English definition [বাচ্বিচার্, বাছ্বিচার্] (বিশেষ্য) বাছাই বা ভালোমন্দ বিচার (খাওয়া দাওয়াতে তার কোনো বাচবিচারের বালাই নেই)। {(তৎসম বা সংস্কৃত) বাচ+বিচার>; নির্বাচন+বিচার>}
- Bengali Word বাচস্পতি English definition [বাচোশ্পোতি] (বিশেষ্য) ১ বাগ্মী (কথায় বাচস্পতি)। ২ পণ্ডিতের উপাধি (বাচস্পতি মশায়)। {(তৎসম বা সংস্কৃত) বাচঃ+পতি}
- Bengali Word বাচা English definition [বাচা] (বিশেষ্য) একপ্রকার মাছ। {(তৎসম বা সংস্কৃত) বাচ্+(বাংলা) আ}
- Bengali Word বাচাটি English definition [বাচাটি] (বিশেষ্য) সামান্য কুড়ে ঘর (ছনের কয়েকটা ছোট বাচাটি মাত্র-আজা)। {আঞ্চলিক}
- Bengali Word বাচাল English definition [বাচাল্] (বিশেষ্য) যে অকারণে বেশি কথা বলে; প্রগল্ভ (মুখর মুখ আর বাচাল নয়ন লাজমুখে আজ যাচে গুন্ঠন-কাজী নজরুল ইসলাম)। বাচারতা বি.। {(তৎসম বা সংস্কৃত) √বাচ্+আল(আলচ্)}