ব পৃষ্ঠা ৪৯
- Bengali Word বান্ধলি, বাঁধুলি English definition [বান্ধুলি] (বিশেষ্য) পুষ্পবিশেষ (লাজে বিম্ব বান্ধুলি গমন বনান্তর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধুলি>}
- Bengali Word বান্ধা English definition [বান্ধা] (ক্রিয়া) বাঁধা (দুয়ারে বান্ধা হাতি)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>(বাংলা) √বান্ধ্+আ}
- Bengali Word বাপ ১, বাপস English definition [বাপ্, বাপ্স্] (অব্যয়) ভয়, বিস্ময় প্রভৃতি সূচক ধ্বনি। {ধ্বন্যাত্মক (হয়তো পিতাকে স্মরণ করা থেকে)}
- Bengali Word বাপ ২ English definition [বাপ্] (বিশেষ্য) ১ বাবা; পিতা; জন্মদাতা। ২ পুত্রস্থানীয় ব্যক্তির প্রতি স্নেহ সম্বোধন। ৩ পিতৃস্থানীয় ব্যক্তি বা পিতৃবৎ পূজ্য ব্যক্তি (ধর্মবাপ)। □ (অব্যয়) ভয় বিস্ময় প্রকাশক শব্দ। বাপকা বেটা (বিশেষণ) পিতার যোগ্য পুত্র। বাপকা বেটা সিপাইকা ঘোড়া কুচ নেহি তো থোড়া থোড়া-পিতার গুণ সন্তানে কিছু না কিছু বর্তায়। বাপকেলে (বিশেষণ)পৈত্রিক; পিতার আমলের; প্রাচীন (বাপকেলে সম্পত্তি)। বাপ বলা (ক্রিয়া) একান্ত নতি স্বীকার করা; বশ্যতা স্বীকার করে নেওয়া (দেবে না? বাপ বাপ বলে দেবে)। বাপ মা তোলা (ক্রিয়া) পিতামাতার উল্লেখ করে গালি দেওয়া। বাপ-মা মরা দায় (বিশেষ্য) বিশেষ দায়; যে বিপদে হীনতা স্বীকার করতে হয়। বাপরে, বাপরে বাপ (অব্যয়) ভয়, বিস্ময়, দুঃখ ইত্যাদি প্রকাশক ধ্বনিবিশেষ (বাপরে বাপ, কী বিরাট দৈত্য)। বাপান্ত করা (ক্রিয়া) পিতা ও পূর্বপুরুষের উল্লেখ করে গালাগালি দেওয়া; (তুলনীয়) চোদ্দ পুরুষ তোলা। বাপের জন্মে, বাপের কালে, বাপের বয়সে-কোনো দিন; কখনও; কোনো কালে (এমন কথা বাপের জন্মেও শুনিনি)। বাপের বেটা (বিশেষ্য) পিতার যোগ্য পুত্র; মরদ; বীরপুরুষ। আপনি বাঁচলে বাপের নাম-বিপদের সময়ে নিজের ভাবনাই আগে ভাবতে হয়। {(তৎসম বা সংস্কৃত) বপ্র (যে বীজ বপন করে)>}
- Bengali Word বাপন English definition [বাপোন্] (বিশেষ্য) (অন্যের দ্বারা) বপন, বয়ন বা মুণ্ডন করা হয়েছে এমন। বাপন (বিশেষ্য), (বিশেষণ) বপনকারী। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+ণিচ্(=√বপি)+অন(ল্যুট্)}
- Bengali Word বাপা, বপা English definition [বাপা, বপা] (বিশেষ্য) বাপ; পিতা (সরহ ভণই বপা উজুকট ভাইলা-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>}
- Bengali Word বাপাত, বাপাতি English definition [বাপাত্, বাপাতি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) বাপকেলে; পিতার কালে। {(বাংলা) বাপ+আত, আতি}
- Bengali Word বাপান্ত, বাপন্ত English definition [বাপান্তো] (বিশেষ্য) বাপ তুরে গালি (উঠতে বসিতে করি বাপান্ত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) বাপ+অন্ত}
- Bengali Word বাপি, বাপী English definition [বাপি] (বিশেষ্য) ১ বড় পুকুর বা দিঘি; জলাশয়। ২ বাপ আদরে বাপি; পিতা। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+ই(ইঞ্), ঈ(ঙীষ্)}
- Bengali Word বাপিত English definition [বাপিতো] (বিশেষণ) ১ বপন করা হয়েছে এমন; মুণ্ডিত বা রোপিত; উপ্ত। ২ বাওয়া ধান। {(তৎসম বা সংস্কৃত) √বপ্+ণিচ্(=বাপি)+ত(ক্ত)}
- Bengali Word বাপী English definition ⇒ বাপি
- Bengali Word বাপু English definition [বাপু] (বিশেষ্য) বাছা; স্নেহপাত্রকে সম্বোধনবিশেষ; বাবু; পিতা (কাজটি শেষ করে ফেলো বাপু)। বাপুজি (বিশেষ্য) মহাত্মা গান্ধীর সম্মানজনক সম্বোধন। বাপু বাছা করা (ক্রিয়া) সস্নেহে বাক্য প্রয়োগ করা। {(তৎসম বা সংস্কৃত) বপ্র}
- Bengali Word বাপুতি English definition [বাপুতি] (বিশেষণ) বাপের; পিতার (বাপুতি সম্পত্তি)। {বাপু+তি}
- Bengali Word বাপুর (মধ্যযুগীয় বাংলা) English definition [বাপুর্] (অব্যয়) বৎস; সন্তানের প্রতি স্নেহসূচক সম্বোধন (ভমর বাপুর বিরহে আকুল তুঅ দরশন লাগি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>}
- Bengali Word বাপুড়া, বাপুড়ী English definition [বাপুড়া, বাপুড়ি] (প্রাচীন বাংলা) (বিশেষণ) বেচারা (তাই চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>বাপু+ড়া, ড়ী}
- Bengali Word বাপ্তিস্মা English definition [বাপ্তিস্মা] (বিশেষ্য) বিশেষ প্রক্রিয়ায় খ্রিষ্টধর্মে দীক্ষা। {গ্রি. Baptismos> (ইংরেজি) Baptism}
- Bengali Word বাফতা English definition [বাফ্তা] (বিশেষ্য) বস্ত্রবিশেষ; রেশম ও কার্পাস মিশিয়ে প্রস্তুত বস্ত্রবিশেষ। {(ফারসি) বাফতাহ}
- Bengali Word বাফোই English definition [বাফোই] (অব্যয়) বাপরে বাপ; ভয়, বিস্ময় ইত্যাদি ব্যঞ্জক (কান্দেরে বাঙ্গাল ভাই বাফোই বাফোই-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {বাপ>বাফ>}
- Bengali Word বাব ((মদ্যযুগীয় বাংলা) ) English definition [বাব্] (বিশেষ্য) বিষয়; রাজস্ব (সেলামী কি বাঁশগাড়ী নানা বাবে যত করি না লইব গুজরাট বাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) বাবত}
- Bengali Word বাবই English definition ⇒ বাবুই