ব পৃষ্ঠা ৫০
- Bengali Word বাবত, বাবদ English definition [বাবোত্, বাবোদ্] (অব্যয়) জন্য; দরুণ; দফা (কোন বাবদে কত টাকা খরচ হয়, তার যথাযথ হিসাব প্রত্যাশা করি)। {(ফারসি) বাবত}
- Bengali Word বাবদূক English definition [বাব্দুক্] (বিশেষ্য) বাচাল; বাক্যবাগীশ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+য(যঙ্)+উক(উকঞ্)}
- Bengali Word বাবরি, বাবরী English definition [বাব্রি] (বিশেষ্য) লম্বা কোঁকড়ানো চুল; কাঁধ পর্যন্ত লম্বা কোঁকড়ানো চুল (বাবরি চুল)। বাবরি কাটা, বাবরি ছাঁটা (বিশেষণ) বাবরির মতো কুঞ্চিত করে কাটা বা ছাঁটা। {(ফারসি) বাবর}
- Bengali Word বাবর্চি English definition ⇒ বাবুর্চি
- Bengali Word বাবলা English definition [বাব্লা] (বিশেষ্য) এক জাতীয় কাঁটাওয়ালা গাছ-যার কাঠে লাঙল ও আঠায় গঁদ প্রস্তুত হয় (বাবলা গাচে হাত লেগে আঙুল গেল ছিঁড়ে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বর্বুর>}
- Bengali Word বাবা English definition [বাবা] (বিশেষ্য) ১ পিতা; জনক। ২ পিতার মতো আশ্রয়স্থল। ৩ পুত্র বা পুত্রস্থানীয়কে আদরে ও স্নেহ সম্বোধনে ব্যবহৃত শব্দ। ৪ সাধু সন্ন্যাসী ও দেবতার প্রতি সম্মান সূচক উপাধি (বাবা বিশ্বনাথ বাবা নানক)। ৫ বৎস (দড়ি ছেঁড়া কেন বাবা-সচ)। ৬ আদর, অনুনয় ইত্যাদিসূচক সম্বোধন (বাবা-সোনা করা)। ৭ বন্ধু-বান্ধবদের পরস্পরের প্রতি সম্বোধন (কেন গোলমাল কর বাবা)। ৮ বিতৃষ্ণাজনক উক্তি (বাবা! ও পথে আর নয়)। ৯ অধিকরত শক্তিশালী (এ মেয়ে পুরুষের বাবা)। বাবাগো (বিশেষণ) দুঃখ, যন্ত্রণা ইত্যাদি সূচক উক্তি (বাবাগো মাগো বলে চিৎকার করতে লাগল)। বাবাজান, বা’জান (বিশেষ্য) ১ পিতা। ২ বৎস। বাবাজি, বাবাজী (বিশেষ্য) ১ (হিন্দু সমাজে) বৈষ্ণব সাধু সন্নাসী সম্পর্কে সম্ভ্রমপূর্ণ উক্তি (কৃষ্ণদাস বাবাজী)। ২ পুত্রস্থানীয়দের প্রতি আরোপিত সম্মানজনক শব্দ। বাবা জীবন (বিশেষ্য) জামাতা বা জামাতৃস্থানীয়ের প্রতি সস্নেহ সম্বোধন। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>; (তুলনীয়) বাবা}
- Bengali Word বাবাঃ English definition [বাবাহ্] (অব্যয়) ভয়, বিস্ময়, বিদ্রূপ প্রভৃতি সূচক ধ্বনিবিশেষ, যাতে বাবাকে স্মরণ করা হয় বলে মনে করা যেতে পারে। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>; তুর্কি বাবা}
- Bengali Word বাবু English definition [বাবু] (বিশেষ্য) ১ পদস্থ বাঙালি হিন্দুর সম্ভ্রমসূচক সাধারণ উপাধি (বাবু দ্বারকানাথ ঠাকুর)। ২ বাঙালি হিন্দু ভদ্রলোকের নামের পরে ব্যবহৃত সম্ভ্রমসূচক সাধারণ উপাধি (শরৎবাবু, রমেশ বাবু)। ৩ (প্রাপ্র) উনিশ শতক ও বিশ শতকের প্রথমার্ধে প্রচলিত প্রধানত হিন্দু সম্প্রদায়ের দাপ্তরিক কর্মচারী (বড়বাবু, ছোটবাবু, টিকিটবাবু)। ৪ হিন্দু সমাজে স্বামী; গৃহস্বামী (বাবু এখনও ঘরে ফেরেননি)। ৫ দৈহিক শ্রমবিমুখ ব্যক্তি (তখন তিনি ঘোর বাবু ছিলেন)। □ (বিশেষণ) শৌখিন; বিলাসী; আয়েশি। বাবুকালচার (বিশেষ্য) উনিশ শতকের গোড়ার দিককার কলকাতাকেন্দ্রিক আধুনিক সংস্কৃতি বা কালচার। বাবুগিরি, বাবুয়ানা, বাবুয়ানি (বিশেষ্য) শৌখিন চালচলন; বিলাসী হালচাল (পরের পয়সায় খুব বাবুগিরি করছো)। বাবুজি, বাবাজি, বাবু মশাই (বিশেষ্য)ভদ্রলোকের প্রতি সম্মানজনক সম্বোধন (বাবুজী শুনুন)। বাবু-বাছা করা (ক্রিয়া) পুত্রবৎ জ্ঞান করে সস্নেহ-বাক্যে কথা বলা। বাবু-বাছা বলা (ক্রিয়া) স্নেহ ও আদর করা। {(তৎসম বা সংস্কৃত) বপ্র>বপ্পা>বাপা>বাপু>বাবু}
- Bengali Word বাবুই, বাবই, বাউই English definition [বাবুই, বাবোই, বাউই] (বিশেষ্য) ১ বয়নপটু ক্ষুদ্র পাখিবিশেষ (বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই-রজনীকান্ত সেন)। ২ দীর্ঘ দৃঢ় তৃণবিশেষ। বাবুই-তুলসী (বিশেষ্য) একপ্রকার তুলসী গাছ। {(তৎসম বা সংস্কৃত) বর্বরী}
- Bengali Word বাবুর্চি, বাবর্চি English definition [বাবুর্চি, বাবোর্চি] (বিশেষ্য) ১ পাচক। ২ মুসলমান পাচক (লক্ষ্ণৌয়েল বাবুর্চির রান্না বিরিয়ানি)। বাবুর্চি খানা (বিশেষ্য) রান্নাঘর; হেঁসেল; kitchen (বাবুর্চিখানা থেকে খানা নিয়ে এসো)। {তুর্কি বাবর্চি}
- Bengali Word বাম ১ English definition [বাম্] (বিশেষ্য) ১ বাঁ দিক; ডান দিকের বিপরীত (বাম দিকে চলে যেয়ো)। ২ বামদিক; বামদিকস্থ (বাম আঁখি, বাম হস্ত)। □ (বিশেষণ) ১ বিমুখ; প্রতিকূল (বিধি বাম)। ২ বিপরীত (বামপন্থি)। ৩ সুন্দর (বামলোচনা, বামাক্ষী)। বামা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বা+ম(মন্)}
- Bengali Word বাম ২ English definition ⇒ বাঁও২
- Bengali Word বামন ১, বামুন English definition [বামোন্, বোমুন্] (বিশেষ্য) ১ ব্রহ্মণ; হিন্দু বর্ণব্যবস্থায় চতুর্বর্ণের মধ্যে শ্রেষ্ঠ বর্ণ (সে যে সে বামুন নয়-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়)। ২ পুরোহিত; পূজক। ৩ পাচক। বামনি, বামনী( স্ত্রীলিঙ্গ) । বামনগেল ঘর তো লাঙল তুলে ধর-(প্রবাদ.) কর্মচারীদের উপর দৃষ্টি না রাখলে তারা কাজ করে না, সেটি বোঝাতে এ প্রবাদের প্রয়োগ হয়ে থাকে। বামন ঠাকুর (বিশেষ্য) পুরোহিত; পূজক; ব্রাহ্মণজাতীয় পাচক। বামন শুদ্দুর তফাত (বিশেষ্য) আকাশ-পাতাল তফাত। বামনের গরু (বিশেষ্য) যে ব্যক্তি বা বস্তুর নিকট অতি অল্প ব্যয়ে প্রচুর কাজ পাওয়া যায়। {(তৎসম বা সংস্কৃত) ব্রহ্মণ>}
- Bengali Word বামন ২ English definition [বামোন্] (বিশেষ্য) ১ বেঁটেলোক; dwarf। ২ হিন্দু পুরাণোক্ত বিষ্ণুর অবতারবিশেষ। বামন হয়ে চাঁদে হাত-অসম্ভব প্রয়াস; অযোগ্য লোকের বিরাট কিছু করার চেষ্টা; অসম্ভব বস্তু লাভের বৃথা চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত) বাম+√নী+অ(ড)}
- Bengali Word বামপন্থি, বামপন্থী English definition [বাম্পোন্থি] (বিশেষ্য) আইন সভায় বিরোধীদলীয় সদস্যবৃন্দ। □ (বিশেষণ) প্রগতিশীল। {(তৎসম বা সংস্কৃত) বাম+পন্থি, পন্থী}
- Bengali Word বামা English definition [বামা] (বিশেষ্য) ১ সুন্দরী রমণী। ২ প্রতিকূলা; বিরুদ্ধচারিণী; অপ্রসন্না। {(তৎসম বা সংস্কৃত) বাম+আ(টাপ্)}
- Bengali Word বামাচার English definition [বামাচার্] (বিশেষ্য) হিন্দু সমাজের তান্ত্রিক আচার; স্ত্রী-পুরুষের মিলিতভাবে এক প্রকার তান্ত্রিক সাধনা। মদ-মাংস-মৈথুন প্রভৃতি পঞ্চ ‘ম’-কার যুক্ত তান্ত্রিক সাধনা। বামাচারী (বিশেষ্য) বামাচার পদ্ধতির সাধক। {(তৎসম বা সংস্কৃত) বাম+আচার}
- Bengali Word বামাবর্ত English definition [বামাবর্তো] (বিশেষণ) বাঁ দিকে যায় এমন; বাঁ দিকে ঘোরে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) বাম+আবর্ত}
- Bengali Word বামাল, বমাল English definition [বামাল্, বমাল্] (বিশেষ্য) চোরাই মাল; অপহৃত বস্তু (হঠাৎ বমাল ধরা পড়িয়া অত্যন্ত অপ্রতিভ হইল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; বমাল আটক করে রেখিছি-মীর মশাররফ হোসেন)। □ (বিশেষণ) মালসমেত। {(ফারসি) বা+(আরবি) মাল}
- Bengali Word বামী English definition [বামি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রী অশ্ব বা মাদি ঘোড়া; গর্দভী; হস্তিনী; শৃগালী (বড়বা নামেতে বামী বাড়বাগ্নিশিখা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বাম+ঈ(ঙীপ্)}