ব পৃষ্ঠা ৫২
- Bengali Word বারবধু, বারবনিতা English definition ⇒ বারনারী
- Bengali Word বারবরদার, বারবরদারি, বারবরদারী English definition ⇒ বার৬
- Bengali Word বারবার English definition ⇒ বার১
- Bengali Word বারবিলাসিনী English definition ⇒ বারনারী
- Bengali Word বারবেলা English definition [বার্ব্যালা] (বিশেষ্য) লোক-সংস্কার অনুযায়ী দিবসের যে অংশে শুভকার্য করা নিষিদ্ধ (বৃহস্পতিবারের বারবেলা)। {(তৎসম বা সংস্কৃত) √বারি>(বাংলা) বার(=নিষিদ্ধ)+(তৎসম বা সংস্কৃত) বেলা (=সময়)}
- Bengali Word বারভূঁইয়া English definition ⇒ বারো
- Bengali Word বারমতি English definition [বারোমোতি] (বিশেষ্য) ধর্মঠাকুরের পূজা (বার দিনে বা তিথিতে ও বার রকমের উপকরণে অনুষ্ঠেয়)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>(বাংলা) বার(বারো)+মতি}
- Bengali Word বারমাসি, বারমেসে, বারমাস্যা English definition ⇒ বারো
- Bengali Word বারমুখ্যা English definition [বারোমুক্খা] (বিশেষ্য) প্রধান গণিকা। {(তৎসম বা সংস্কৃত) বার(বারো)+মুখ্যা}
- Bengali Word বারযোষিৎ English definition ⇒ বারনারী
- Bengali Word বারশিঙ্গা English definition [বারোশিঙ্গা] (বিশেষণ) হরিণের প্রতিশৃঙ্গে ছয়টি শাখা আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার(বারো)+(তৎসম বা সংস্কৃত) শৃঙ্গ>শিঙ্গা}
- Bengali Word বারা English definition [বারা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) নিবারণ করা; বাধা দেওয়া। ২ ঢেঁকিতে ধান ভানা। {আঞ্চলিক}
- Bengali Word বারাঙ্গনা English definition [বারাঙ্গনা] (বিশেষ্য) বারবধু; বারনারী; গণিকা; বেশ্যা (স্বাগত স্বাগত বারাঙ্গনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার(বারো)+(তৎসম বা সংস্কৃত) অঙ্গনা}
- Bengali Word বারাণ্ডা English definition ⇒ বারান্দা
- Bengali Word বারানি, বারানী English definition [বারানি] (বিশেষ্য) ১ যে স্ত্রীলোক ঢেঁকিতে ধান ভেনে জীবিকা উপার্জন করে (কোন বিরহিনী বারানী বধূর গাড়ীয়াল গেছে চলে দূরান্ত গাজনাতে-আবদুল গনি হাজারী)। {আঞ্চলিক বারা+(বাংলা) আনি}
- Bengali Word বারান্তর, বারান্তরে English definition [বারান্তর্, বারান্তরে] (বিশেষ্য) পুনরায়; সময়ান্তরে; অন্য বারে; অন্য সময়ে (এ আপত্তির বিচার বারান্তরে করবো-প্রথম চৌধুরী)। {বার (সময়)+অন্তর, অন্তরে, নিত্য সমাস}
- Bengali Word বারান্দা, বারাণ্ডা English definition [বারান্দা, বারান্ডা] (বিশেষ্য) ১ ঘরের সম্মুখস্থ চত্বর; অলিন্দ; দাওয়া। {(ফারসি) বরাম্দহ্}
- Bengali Word বারাম English definition [বারাম্] (বিশেষ্য) আসর; বৈঠক; ইয়ার বন্ধুদের নিয়ে গল্পে মশগুল (তারপরে নেকালিয়া বাহিরে বারাম দিয়া মেলে মর্দ সবাবার সাথে-সৈয়দ হামজা)। বারাম খানা (বিশেষ্য) আরাম করবার ঘর; বৈঠকখানা। {(ফারসি) বার+(আরবি) আম}
- Bengali Word বারাহ English definition [বারাহো] (বিশেষ্য) বরাহ সম্বন্ধীয়; শূকর সম্পর্কিত। বরাহ চর্ম নির্মিত পাদুকা। বারাহী (বিশেষ্য) যোগিনী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বরাহ+অ(অণ্)}
- Bengali Word বারি ১ English definition [বারি] (বিশেষ্য) ১ পানি; সলিল; বৃষ্টি। ২ জলপাত্র; ঘট; কলসি (পুজিল হেন বারি জোড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বারি কোষ (বিশেষ্য) অঞ্জলি পরিমিত মন্ত্রপুত পানি (শপথ করার সময়ে ব্যবহার্য)। বারিগর্ভ (বিশেষ্য) মেঘ। বারিঘরট্ট (বিশেষ্য) বায়ুপ্রবাহ দ্বারা চালিত যন্ত্র। বারিচর (বিশেষ্য) জলচর মৎস্য। বারিচামর (বিশেষ্য) শৈবাল। বারিজ (বিশেষ্য) শঙ্খ; শামুক; পদ্ম। বারিতস্কর (বিশেষ্য) মেঘ; সূর্য। বারিত্রা (বিশেষ্য) ছত্র। বারিদ, বারিধর, বারিবাহ, বারিবাহক (বিশেষ্য) মেঘ। বারিদুর্গ (বিশেষণ) দুর্গের চারদিকে গভীর পানি এমন। বারিধানী (বিশেষ্য) জলাধার। বারিধারা (বিশেষ্য) স্রোত; বৃষ্টিপাত। বারিধি, বারিনিধি (বিশেষ্য) সমুদ্র। বারিনাথ (বিশেষ্য) বরুণ; সমুদ্র। বারিপর্ণী (বিশেষ্য) পানা। বারিপ্রবাহ (বিশেষ্য) জলের স্রোত। বারিবরণ (বিশেষ্য) জলহস্তী। বারিমূক (বিশেষ্য) মেঘ। বারিযন্ত্র (বিশেষ্য) কৃত্রিম ফোয়ারা; জল নিক্ষেপ করার যন্ত্র। বারিরথ (বিশেষ্য) ভেলা। বারিরাশি (বিশেষ্য) জলরাশি; সমুদ্র। বারিরুহ (বিশেষ্য) পদ্ম। {(তৎসম বা সংস্কৃত) √বারি+ই(ইঞ্)}