ব পৃষ্ঠা ৫১
- Bengali Word বামুন English definition ⇒ বামন
- Bengali Word বামেতর English definition [বামেতর্] (বিশেষণ) ডান; ডাহিন; দক্ষিণ (প্রমীলার বামেতর নয়ন নাচিল-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বাম+ইতর}
- Bengali Word বাম্ভন (মধ্যযুগীয় বাংলা) English definition [বাম্ভোন্] (বিশেষ্য) ব্রাহ্মণ (বাম্ভন পণ্ডিত আইল দেব নিরঞ্জন-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) ব্রাহ্মণ>}
- Bengali Word বার ১ English definition [বার্] (বিশেষ্য) ১ সপ্তাহের বিভিন্ন দিন (রবিবার, সোমবার)। ২ নির্দিষ্ট দিন (হাটবার)। ৩ দফা; পালা; পর্যায় (এইবার, প্রতিবার)। ৪ সাধারণ (বারনারী)। ৫ নিবারণ। ৬ নিষিদ্ধ (বার বেলা কাল বেলা সদাসঙ্গে তার-ভারতচন্দ্র রায়গুণাকর)। বারবার, বারংবার, বারম্বার (প্রাপ্র) (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন। {(তৎসম বা সংস্কৃত) বাসর>; (ফারসি) বার}
- Bengali Word বার ২ English definition ⇒ বাহির
- Bengali Word বার ৩ English definition [বার্] (বিশেষ্য) ১ বাইরের দিক; বহির্দেশ (এর ভিতর-বার কিছুই বুঝা যায় না, একটু বাইরে যাও)। ২ অতীত (সে এখন কাজের বার হয়ে পড়েছে)। ৩ সাক্ষাৎ; দর্শন; ভেট (গন্ধরাজ পাত্র ভাল, কিন্তু বড় দেমাগে প্রায় তার বার পাওয়া য়ায় না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৪ দেখা করার বা দেখা দেওয়ার অবসর। ৫ দরবার; সভা; সভাধিবেশন; সভাধিষ্ঠান (বার দিয়া বসিয়াছে বীরসিংহ রায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) বাইরের; প্রকাশ্য (তাকে বার দিক দিয়ে নিয়ে যাও)। বারকরা (ক্রিয়া) ১ বহিষ্কার করা (ঘাড় ধরে বার করা)। ২ ভিতর থেকে বের করা; গুপ্তস্থান থেকে বের করা। বারমুখো (বিশেষ্য) লম্পট। {(তৎসম বা সংস্কৃত) বাহির>বাইর>বার}
- Bengali Word বার ৪ English definition [বার্] (বিশেষ্য) ১ আইনজীবীদের সম্প্রদায়; আদালতের উকিল—সমষ্টি। বার অ্যাসোসিয়েশন (বিশেষ্য) উকিল-সমিতি। বার লাইব্রেরি উকিলদের বসার জায়গা। {(ইংরেজি) Bar}
- Bengali Word বার ৫ English definition [বার্] (বিশেষ্য) শুঁড়িখানা। {(ইংরেজি) Bar}
- Bengali Word বার ৬ English definition ⇒ বারো
- Bengali Word বারই English definition ⇒ বারুই
- Bengali Word বারকোশ, বারকোস English definition [বার্কোশ্] (বিশেষ্য) কাষ্ঠনির্মিত কানা উঁচু বড় থালা; খুঞ্চা (বারকোশ পরিমাণ থালায় এক কুড়ি কোফতা পোলাও–সৈমু)। {(ফারসি) বারকস}
- Bengali Word বারণ ১ English definition [বারোণ্] (বিশেষ্য) নিবারণ; নিষেধ; মানা। বারক (বিশেষণ) ১ নিবারক; নিষেধকারী। ২ প্রতিবন্ধক; বাধাসৃষ্টিকারী।। বারণীয় (বিশেষণ) নিষেধযোগ্য; নিবারণ করা উচিত এমন। বারিত (বিশেষণ) ১ নিবারিত। ২ নিষিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+ণিচ্=√বারি+অন(ল্যুট্)}
- Bengali Word বারণ ২ English definition [বারোন্] (বিশেষ্য) ১ হস্তী; হাতি। ২ বর্ম; অঙ্কুশ। বারণবল্লভা (বিশেষ্য) কলাগাছ। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+ণিচ্=√বরি+অন(ল্যুট্)}
- Bengali Word বারণাবত English definition [বারোনাবত্] (বিশেষ্য) মহাভারতোক্ত নগর বর্তমান প্রয়াগ বা এলাহাবাদ; যেখানে জতুগৃহ দাহ হয়। {(তৎসম বা সংস্কৃত) বারণাবত}
- Bengali Word বারতা (পদ্যে ব্যবহৃত) English definition [বারোতা] (বিশেষ্য) বার্তা; সংবাদ; খবর। {(তৎসম বা সংস্কৃত) বার্তা>বারতা (স্বরাগমে)}
- Bengali Word বারদরিয়া English definition [বার্দোরিয়া] (বিশেষ্য) বাইরের দরিয়া; উন্মুক্ত সমুদ্র; বহিঃসমুদ্র। {(বাংলা) বার+(ফারসি) দরিয়া}
- Bengali Word বারদিগর English definition [বার্দিগর্] (আদালতের ভাষায়) অন্য বার; দ্বিতীয় বার; পুনরায়। {(ফারসি) বারদিগর}
- Bengali Word বারদুয়ারি, বারদুয়ারী English definition [বার্দুয়ারি] (বিশেষ্য) দ্বাদশ দ্বারবিশিষ্ট; বহুদ্বার বিশিষ্ট দরবার বা সভাগৃহ। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশদ্বারী>}
- Bengali Word বারনারী, বারবধু, বারবনিতা, বারবিলাসিনী, বারযোষিৎ English definition [বারোনারি, বারোবোধু, বারোবোনিতা, বারোবিলাশিনি, বারোজ্যোশিত্] (বিশেষ্য) গণিকা; বারাঙ্গনা; বেশ্যা (পরম সমাদর পূর্বক বারনারীর উপর তাপসের আনয়নের ভারার্পণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) দ্বাদশ>বার+(তৎসম বা সংস্কৃত) নারী, বধূ, বনিতা, বিলাসিনী, যোষিৎ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বারফট্টাই English definition [বারফট্টাই] (বিশেষ্য) বড়াই; অনর্থক গর্ব প্রদর্শন; বাগাড়ম্বর (অবশ্য বাইরে নিয়ে বারফট্টাই করতেও ছাড়ে না-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বহবাস্ফোট>}