ব পৃষ্ঠা ৫৭
- Bengali Word বাসর ২ English definition [বাশোর্] (বিশেষ্য) দিন (জন্মবাসর); বার। বাসরীয়(বিশেষণ) দিবসের (রবিবাসরীয়)। {(তৎসম বা সংস্কৃত) √বাসি+অর}
- Bengali Word বাসসজ্জা English definition ⇒ বাসক২
- Bengali Word বাসা ১ English definition [বাশা] (বিশেষ্য) ১ বাসস্থান; আবাসস্থল (চোরের বাসা); নীড় (পাখির বাসা)। ২ অস্থায়ী ভাড়াটে আবাস (বাসা ভাড়া করা)। ৩ আশ্রয় (বাসা নেওয়া)। বাসাড়ে, বসাড়িয়া (বিশেষ্য) ভাড়াটে বা অস্থায়ী বাসিন্দা (যখন সব বাসাড়ে মিলিয়া এক সঙ্গে কয়লার উনুনে আগুন দিত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বাস>(প্রাকৃত) বাসা}
- Bengali Word বাসা ২ English definition [বাশা] (ক্রিয়া) ১ বোধ করা; অনুভব করা (ভয় বাসা)। ২ মনে করা; ভালোবাসা (পরান অধিক বাসে-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বশ্(ইচ্ছা করা)>বাস+আ}
- Bengali Word বাসা ৩ English definition [বাশা] (বিশেষ্য) বাসক গাছ। {(তৎসম বা সংস্কৃত) বাসক>}
- Bengali Word বাসি, বাসী English definition [বাশি] (বিশেষণ) ১ মলিন; শুস্ক (বাসি হয় গাঁথা মালা পথের ধূলায় লোটে-কাজী নজরুল ইসলাম)। ২ টাটকা নয় এমন (বাসি ফল)। ৩ পূর্বদিনের বা পূর্বরাত্রের প্রস্তুত (বাসি ভাত)। ৪ গত; পুরনো (সেদিন হয়েছে বাসি-কাজী নজরুল ইসলাম)। ৫ নতুনত্বহীন (বাসি খবর)। বাসি কাপড় (বিশেষ্য) যে কাপড় আগের রাত্রে বিশেষত শয়নকালে ব্যবহৃত হয়েছে। বাসি ঘর (বিশেষ্য) যে ঘরে সকাল বেলা থেকে ঝাঁট পড়েনি (বাসি ঘরগুলো এখনও ঝাড় দেওয়া হয়নি)। বাসি দুধ (বিশেষ্য) পূর্ব দিন দোহন করা বা জ্বাল দেওয়া দুধ। বাসি পানি, বাসি জল (বিশেষ্য) যে পানি পূর্ব দিনে বা রাত্রে তোলা হয়েছে (বাসি পানি পান করানো)। বাসি ফুল বিগত রাতে বা দিনে তোলা ফুল (বাসি ফুল দিয়ে মালা হয় না)। বাসি বিয়ে (বিশেষ্য) হিন্দু বিবাহের পরদিন আচরণীয় অনুষ্ঠানসমূহ। বাসি ভাত (বিশেষ্য) আগের দিন বা রাত্রে রাঁধা ভাত(বাসি ভাত খাওয়া)। বাসি মড়া (বিশেষ্য) হিন্দুমতে যে মৃতদেহ মৃত্যু দিনে রাতের মধ্যে দাহ না করে রাখা হয়েছে। বাসি মুখ (বিশেষ্য) সকালে ঘুম ভাঙার পর যে মুখ ধোয়া হয়নি। {(তৎসম বা সংস্কৃত) পর্যূষিত>; (তৎসম বা সংস্কৃত) বাসিত>(প্রাকৃত) বাসিয়>}
- Bengali Word বাসিত English definition [বাশেতো] (বিশেষণ) ১ সুরভিত; সুগন্ধযুক্ত। ২ বস্ত্রাচ্ছাদিত; পুরাতন। {(তৎসম বা সংস্কৃত) √বাস+ত(ক্ত)}
- Bengali Word বাসিন্দা English definition [বাশিন্দা] (বিশেষ্য) বাসকারী; বসবাসকারী; অধিবাসী (সে পুরাতন ঢাকার আদি বাসিন্দা)। {(ফারসি) বাশিন্দহ্}
- Bengali Word বাসী ২ English definition ⇒ বাসি
- Bengali Word বাসুকি, বাসুকেয় English definition [বাশুকি, বাশুকেয়] (বিশেষ্য) সর্পরাজ অনন্ত। {(তৎসম বা সংস্কৃত) বসুক+ই(ইঞ্), এয়(ঢক্)}
- Bengali Word বাসুদেব English definition [বাশুদেব্] (বিশেষ্য) বসুদেবের পুত্র শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) বসুদেব+অ(অণ্)}
- Bengali Word বাস্তব English definition [বাস্তোব্] (বিশেষণ) ১ বস্তু বিষয়ক; প্রকৃত; যথার্থ; সত্তাযুক্ত। ২ ইন্দ্রিয়গোচর। □ (বিশেষ্য) সত্য (কাল্পনিক নয়, বাস্তব)। বাস্তবতা, বাস্তববাদ (বিশেষ্য) ইন্দ্রিয়গোচর জগৎই একমাত্র সত্য-এ মতবাদ; realism। বাস্তবাদী (বিশেষ্য), (বিশেষণ) বাস্তববাদ মানে এমন; যে কল্পনাসর্বস্ব নয়; বস্তুবাদী। বাস্তবিক (বিশেষণ) যথার্থ; সত্য; প্রকৃত। □ (ক্রিয়াবিশেষণ) প্রকৃতপক্ষে। {(তৎসম বা সংস্কৃত) বস্তু+অ(অণ্)}
- Bengali Word বাস্তব্য English definition [বাস্তোব্বো] (বিশেষ্য) বসবাসের উপযুক্ত; বাস করা যায় এমন; বাসযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) √বস্+ণিচ্+তব্য(তব্যৎ)}
- Bengali Word বাস্তু English definition [বাস্তু] (বিশেষ্য) বাসস্থান; বহুকালের বসতভূমি; পুরুষানুক্রমে যে বাড়িতে বাস করা হয়। বাস্তুকর্ম (বিশেষ্য) বাসগৃহ নির্মাণ। বাস্তুকার (বিশেষ্য) বাসগৃহ প্রভৃতির নির্মাতা; civil engineer। বাস্তুকলাবিদ (বিশেষ্য) স্থপতি। বাস্তু ঘুঘু (বিশেষ্য) সুদীর্ঘকাল থেকে গৃহে বসবাসকারী যে দুষ্ট ব্যক্তিকে দুল করা দূরুহ; ঘনিষ্ঠ অথচ দুষ্ট ও সর্বনাশা ব্যক্তি। বাস্তুদেবতা, বাস্তুপুরুষ (বিশেষ্য) গৃহদেবতা বা বংশের অধিদেবতা; পুরুষানুক্রমে অর্চিত দেবতা। বাস্তুবিদ্যা (বিশেষ্য) স্থাপত্যবিদ্যা। বাস্তুভিটা (বিশেষ্য) যে ভূমির উপর পুরুষানুক্রমিক বাসগৃহ নির্মিত বা প্রতিষ্ঠিত। বাস্তুসাপ (বিশেষ্য) দীর্ঘকাল যাবৎ বাস্তুভিটায় বাসকারী সাপ-যে গৃহস্থের ক্ষতি করে না। {(তৎসম বা সংস্কৃত) √বস্+তু(তুণ্)}
- Bengali Word বাস্তুক English definition [বাস্তুক্] (বিশেষ্য) বেতুয়া নামক শাক গাছ। {(তৎসম বা সংস্কৃত) বাস্তু+ক(কন্)}
- Bengali Word বাহ ২ English definition [বাহো] (বিশেষ্য) অশ্বাদি ভারবাহী পশু। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+অ(অণ্)}
- Bengali Word বাহক English definition [বাহোক] (বিশেষণ) ১ বহন করে এমন। ২ সারথি। বাহিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বহ্+অক(ণ্বুল্); √বাহি+অক(ণ্বুল্)}
- Bengali Word বাহন English definition [বাহোন্] (বিশেষ্য) ১ যে বহন করে অথবা যা দিয়ে বহন করা হয়; অশ্ব, হস্তী, শিবিকা, রথ ইত্যাদি (ঐরাবত ইন্দ্রের বাহন)। ২ যানবাহন (ভগ্নবাহন)। ৩ মাধ্যম (মাতৃভাষাই শিক্ষার বাহন)। ৪ অনুচর; স্তাবক (ভাগ্নে, ছিল মামার বাহন)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্ √ণিচ্ (=√বাহি)+অন(ল্যুট্)}
- Bengali Word বাহবা, বাহা ১ English definition [বাহোবা, বাহা] (অব্যয়) প্রশংসাসূচক উক্তি; বিস্ময়, উপহাস প্রভৃতি সূচক উক্তি। বাহা বাহা (অব্যয়) চমৎকার (অনেক সময়ে, ব্যঙ্গার্থে)। {(ফারসি) বাহ}
- Bengali Word বাহবাস্ফোট English definition [বাওভাস্ফোটো/বাওভাস্ফোট্] (বিশেষ্য) বাহুতে বা দেহে চাপড় মেরে আস্ফালন বা দম্ভ প্রকাশ; মালসাট। {(তৎসম বা সংস্কৃত) বাহু+আস্ফোট}