ব পৃষ্ঠা ৫৫
- Bengali Word বালা ১ English definition [বালা] (বিশেষ্য) ১ বালিকা; ষোলো বৎসরের অনধিক বয়সের নারী। ২ কিশোর; তরুণী। ৩ কন্যা। ৪ যুবতী। {(তৎসম বা সংস্কৃত) বালক>বাল+আ}
- Bengali Word বালা ২ English definition [বালা] (বিশেষ্য) বলয়; হাতের অলঙ্কার (সোনা লতায় গড়ব বালা তোমার দু’খান সোনার হাতের-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বলয়>}
- Bengali Word বালাই English definition [বালাই্] (বিশেষ্য) আপদ-বিপদ; অমঙ্গল; উৎপাত; দুর্দৈব; সংকট (আপদ-বালাই দূর হয়ে যাক)। ২ প্রয়োজন (দিলে দিলে আজ বন্ধকী দেনা নাই দলিল-কবুলিয়তের নাই বালাই-কাজী নজরুল ইসলাম)। □ (অব্যয়) অকল্যাণকর উক্তির খণ্ডনবাচক শব্দ। বালাইষাট (অব্যয়) অকল্যাণকর উক্তি বা অমঙ্গল খণ্ডনার্থ উচ্চারিত শব্দ। বালামুসিবত (বিশেষ্য) বিপদ-আপদ; দুর্যোগ (বালা-মুসিবতের তাবিজকবজ, তুকতাক ইত্যাদি অনেক গুণ কেরামাত হাসিল করেছিলেন তিনি-আবু ইসহাক)। আপদ-বালাই (বিশেষ্য) বিঘ্ন; অকল্যাণ; বিপদ। আলাই আপদ (বিশেষ্য) ব্যাধি, অমঙ্গল, আপদ, বিপদ দূর হয়ে যাক (আলাই বালাই এমন কথা বলতে নেই)। রোগ বালাই (বিশেষ্য) ব্যাধি; অমঙ্গল ইত্যাদি। {(আরবি) বালা}
- Bengali Word বালাখানা English definition [বালাখানা] (বিশেষ্য) ১ উচ্চ অট্টালিকা; প্রাসাদ (কুঁড়েঘরই গরিবের বালাখানা)। ২ দোতলা বা তদুর্ধ্ব তলার ঘর (সম্মুখে দেখেন কে চাঁদনীসুন্দর নৌবত বাজিয়ে বালাখানার উপর-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(ফারসি) বালাখানাহ্}
- Bengali Word বালাঞ্চি, বালামচি English definition [বালান্চি, বালাম্চি] (বিশেষ্য) গরু বা ঘোড়ার লেজের চুল; ঘোড়ার কাঁধের লোম বা চুল। {(ফারসি) দুমচী; অনুকরণে}
- Bengali Word বালাতপ English definition [বালাতপ্] (বিশেষ্য) বালসূর্যের কিরণ। {(তৎসম বা সংস্কৃত) বাল+আতপ}
- Bengali Word বালাপোশ, বালাপোষ English definition [বালাপোশ্] (বিশেষ্য) পাতলা লেপের মতো গায়ে দেওয়ার এক ধরনের বস্ত্র (পেটে মোর ভরিয়া তুলো বালাপোষ করগো আমায়-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) বালাপোশ}
- Bengali Word বালাম ১ English definition [বালাম্] (বিশেষ্য) ১ এক জাতীয় সরু ধান। ২ চাউল বহন করার নৌকার সাধারণ নাম। {(ফারসি) বলন্দ(উঁচু)>}
- Bengali Word বালাম ২ English definition [বালাম্] (বিশেষ্য) পুস্তকের খণ্ড-যাতে আদালতের দলিলাদি লেখা হয়। {(ইংরেজি) Volume>}
- Bengali Word বালার্ক English definition (বিশেষ্য) নবোদিত সূর্য; অরুণ (অই সাগর ভেদিয়া উঠিছে বালার্ক-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) বাল+অর্ক; কর্মধারয় সমাস}
- Bengali Word বালি ১ English definition [বালি] (বিশেষ্য) বালু; বালুকা। বালুর বাঁধ (বিশেষ্য) অত্যন্ত অল্পক্ষণ স্থায়ী বস্তু বা ব্যাপার (বড়র পিরীতি বালির বাঁধ-ভারতচন্দ্র রায়গুণাকর)। চোখের বালি ⇒ চোখ। {(তৎসম বা সংস্কৃত) বালুকা>}
- Bengali Word বালি ২ (ব্রজবুলি) English definition [বালি] (বিশেষ্য), (বিশেষণ) অল্পবয়সী নারী; বালিকা; কিশোরী (বালি বিলাসিনী-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বালিকা>}
- Bengali Word বালিকা English definition [বালিকা] (বিশেষ্য) ১ শিশুকন্যা; ছোট মেয়ে; অনধিক ষোলো বৎসরের নারী; কিশোরী। ২ অনভিজ্ঞা; অল্পবয়স্কা তরুণী (তুমি এখনও বালিকা, বুঝলে না)। {(তৎসম বা সংস্কৃত) বাল+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word বালিশ English definition [বালিশ্] (বিশেষ্য) উপাধান; শয়নকালে যে আধারে মাথা রাখা হয়। কোল বালিশ, পাশ বালিশ (বিশেষ্য) যে উপাধানে মাথা ছাড়া দেহের অন্য অংশকে আরাম দেওয়ার জন্য রাখা হয়; পাশ্বস্থিত লম্বা আকৃতির বালিশ (একটা প্রকাণ্ড পাশবালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) বালিশ}
- Bengali Word বালুকা English definition [বালুকা] (বিশেষ্য) বালি। বালুচর (বিশেষ্য) বালির পলিতে উৎপন্ন চর। {(তৎসম বা সংস্কৃত) √বল্+উক(উকন্)}
- Bengali Word বালেন্দু English definition [বালেন্দু] (বিশেষ্য) শুক্লা প্রতিপদের চাঁদ (সে বালেন্দু জ্যোতির ন্যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বাল+ইন্দু; কর্মধারয় সমাস}
- Bengali Word বাল্মীকি, বাল্মীক English definition [বাল্মিকি, বাল্মিক্] (বিশেষ্য) সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকরি। বল্মীক (বিশেষ্য) উইয়ের ঢিবি। {(তৎসম বা সংস্কৃত) বল্মীক+অ(অণ্)+ই(ইঞ্), বল্মীক+অ(অণ্)}
- Bengali Word বাল্য English definition [বাল্লো] (বিশেষ্য) শৈশব; ছেলেবেলা; বালক বয়স; ষোলো বৎসর বয়স পূর্ণ না হওয়া পর্যন্ত সময় (বাল্য জীবনটা কত সুখের ছিল)। বাল্যকাল (বিশেষ্য) বালক বয়স। বাল্যপ্রণয়, বাল্যপ্রেম (বিশেষ্য) অপ্রাপ্ত বয়সের ভালোবাসা। বাল্যবন্ধু, বাল্যসখা, বাল্যসুহৃদ (বিশেষ্য) শৈশব থেকে যার সঙ্গে বন্ধুত্ব আছে। বাল্য বিবাহ (বিশেষ্য) শৈশবে সংঘটিত বিবাহ, অপরিণত বয়সে কৃত পরিণয়। বাল্যশিক্ষা (বিশেষ্য) বালক বয়সের শিক্ষা; প্রাথমিক শিক্ষা। বাল্যসঙ্গী, বাল্যসহচর (বিশেষ্য) শৈশবের সাথি। {(তৎসম বা সংস্কৃত) বাল+য(যক্)}
- Bengali Word বাল্ব English definition [বাল্ব্] (বিশেষ্য) কন্দাকৃতি বৈদ্যতিক বাতি বিশেষ। {(ইংরেজি) Bulb}
- Bengali Word বাশিন্দা, বাসিন্দা, বাশেন্দা English definition [বাশিন্দা, বাশিন্দা, বাশেন্দা] (বিশেষ্য) অধিবাসী (আমি এই দেশেরই একজন বাসেন্দা-আকবরউদ্দীন)। {(ফারসি) বাশিনদহ)। ⇒ বাসিন্দা