ব পৃষ্ঠা ৫৪
- Bengali Word বার্ত্তাকু English definition ⇒ বার্তাকু
- Bengali Word বার্ধক্য, বার্দ্ধক্য English definition [বার্ধোক্কো] (বিশেষ্য) পৌঢ়ত্বের পরবর্তী বয়স; বৃদ্ধাবস্থা; জরা (অকালবার্ধক্য)। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+অক(বুঞ্)+য(ষ্যঞ্)}
- Bengali Word বার্ধ্রীণস English definition [বার্ধ্রিনস্] (বিশেষণ) নাক ফোড়ানো হয়েছে এমন (বাধ্রীণস অশ্ব)। {বৃদ্ধি+নাসিকা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বার্নিস, বার্ণিস, বার্ণিশ English definition [বার্নিশ্] (বিশেষ্য) কাঠ, লোহা প্রভৃতি চকচকে করার জন্য বিভিন্ন ধরনের যে রঙের লেপ দেওয়া হয় (টেবিল-চেয়ার গুলো ভালো করে বার্নিশ করা হয়েছে)। {(ইংরেজি) Varnish}
- Bengali Word বার্য ১ English definition [বার্জো] (বিশেষণ) নিবারণীয়; নিবারণযোগ্য; নিষেধ বা বারণ করা উচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+ণিচ্+য(যৎ)}
- Bengali Word বার্য ২ English definition [বার্জো] (বিশেষণ) পানি সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) বারি+য(যৎ)}
- Bengali Word বার্যমান English definition [বার্জোমান্] (বিশেষণ) নিবারণ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বার্য+মান(শানচ্)}
- Bengali Word বার্লি English definition [বার্লি] (বিশেষ্য) যব; যবের গুঁড়া; যবচূর্ণ। {(ইংরেজি) Barley}
- Bengali Word বার্ষিক ১ English definition [বার্শিক্] (বিশেষণ) ১ বর্ষ সংক্রান্ত; বাৎসরিক। ২ প্রতি বৎসরে অনুষ্ঠানযোগ্য বা দেয় (বার্ষিক উৎসব বা চাঁদা, বার্ষিক পরীক্ষা)। বার্ষিকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ প্রতি বৎসরে অনুষ্ঠেয় উৎসবাদি (জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, প্রতিষ্ঠাবার্ষিকী)। ২ বৎসরে করণীয় অনুষ্ঠানসমূহ। ৩ প্রতি বৎসর ঘটে বা প্রকাশিত হয় এমন; বাৎসরিক। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ+ইক(ঠঞ্)}
- Bengali Word বার্ষিক ২ English definition [বার্শিক্] (বিশেষণ) বর্ষাকালীন; বর্ষা ঋতুতে অনুষ্ঠিত। বার্ষিকী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বর্ষা+ইক(ঠঞ্)}
- Bengali Word বার্হস্পত্য English definition [বার্হোশ্পোত্তো] (বিশেষ্য) বৃহস্পতি রচিত শাস্ত্র; নীতিশাস্ত্র; বৌদ্ধশাস্ত্র; চার্বাক ঋষি প্রণীত শাস্ত্র। □ (বিশেষণ) বৃহস্পতি সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বৃহস্পতি+য(ণ্য)}
- Bengali Word বারয়িতা (-তৃ) English definition [বারোয়িতা] (বিশেষণ) নিষেধ বা বারণ করে এমন; বারক; নিবারণকারী। বারয়িত্রী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বারি+তৃ(তৃন্)}
- Bengali Word বার৭ English definition [বার্] (বিশেষ্য) ভার; বোঝা। বারবরদার (বিশেষ্য) মুটে; কুলি; মিন্তি; তল্পিবাহক। বারবরদারি, বারবরদারী (বিশেষ্য) ১ তল্পিবাহক বা মুটের কাজ; মুটের কাজের জন্য ব্যয়। ২ কর্মচারীদের ভ্রমণের আনুষঙ্গিক ব্যয় (খোরাকি দিতাম, বারবরদারী দিতাম-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) বার}
- Bengali Word বাল ১ English definition [বাল্/বালো] (বিশেষ্য) বালক; শিশু (বালসুলভ)। বালক্রীড়া (বিশেষ্য) ছেলেখেলা; শিশুকালের খেলা। বালখিল্য (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত ষাট হাজার অঙ্গুষ্ঠপ্রমাণ ঋষি। □ (বিশেষণ) শিশুজনোচিত (বালখিল্য স্বভাব)। বাল গর্ভিণী (বিশেষ্য) প্রথম গর্ভধারিণী গাভী। বালগোপাল (বিশেষ্য) বালক কৃষ্ণ। বালঘ্ন (বিশেষ্য) বালকহন্তা। বালচর্যা (বিশেষ্য) শিশু সন্তানের পালন। বালচাপল্য (বিশেষ্য) বালসুলভ বা শিশুসুলভ চাঞ্চল্য। বালবাচ্চা (বিশেষ্য) ছেলেপুলে; সন্তান। বালবিধবা (বিশেষ্য) যে মেয়ে বালিকা অবস্থায় বিধবা হয়েছে। বালবৈধব্য (বিশেষ্য) বাল্যকালে বিধবার অবস্থা। বালরোগ (বিশেষ্য) শিশুদের রোগ। বালশশী (বিশেষ্য) শুক্লপক্ষের দ্বিতীয়ার চাঁদ। বালসন্ধ্যা (বিশেষ্য) উষার নবোদিত সূর্য; বালার্ক। বালসুলভ (বিশেষণ) বালকের পক্ষে স্বাভাবিক। বালসূর্য (বিশেষ্য) উষার নবোদিত সূর্য; বালরবি। বালা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √বল্+অ(ণ)}
- Bengali Word বালক English definition [বালোক্] (বিশেষ্য) ১ ছোট ছেলে; শিশু, অল্প বয়সী পুরুষ; তরুণ কিশোর; ষোলো বৎসরের অনধিক ব্যক্তি। ২ অর্বাচীন; নির্বোধ; অপক্ব; অভিজ্ঞতাশূন্য ব্যক্তি। বালসুলভ, বালকোচিত (বিশেষণ) বালকের পক্ষে স্বাভাবিক; বালক দ্বারা আরণীয়। বালিকা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বাল+ক(কন্)}
- Bengali Word বালতি ১ English definition [বাল্তি] (বিশেষ্য) টবের আকৃতির হাতলবিশিষ্ট জলপাত্র বা জলাধার (ঘরের সামনে এক বালতি পানি রেখে দিও)। {পর্তুগিজ Balde}
- Bengali Word বালতি ২, বালতি English definition [বাল্তি] (বিশেষ্য) বহু সন্তানবতী; দরিদ্র স্ত্রীলোক; দুঃখিনী নারী। {(তৎসম বা সংস্কৃত) বালপত্রিকা>}
- Bengali Word বালদো English definition [বাল্দো] (বিশেষ্য) তাল, নারকেল, কলা প্রভৃতি গাছের বৃন্তযুক্ত পাতা বা বাইল। {(তৎসম বা সংস্কৃত) পালি>পাইল>বাইল>}
- Bengali Word বালম English definition ⇒ বালম২
- Bengali Word বালসা, বালশা English definition [বাল্শা] (বিশেষ্য) শিশুরোগ; জ্বর ইত্যাদি। বালসানো, বালশানো (ক্রিয়া) শিশুর রোগাক্রান্ত হওয়া (খোকা আমার দুদিন ধরে বালসেছে)। {(তৎসম বা সংস্কৃত) বাল+সার(উদরাময়)>}