ব পৃষ্ঠা ৫৬
- Bengali Word বাশুলী, বাসুলী English definition [বাশুলি] (বিশেষ্য) বৌদ্ধতন্ত্রে লেখা এবং চণ্ডীদাস পূজিত দেবী। {(তৎসম বা সংস্কৃত) বিশালাক্ষী>}
- Bengali Word বাষট্টি English definition [বাশোট্টি] (বিশেষ্য), (বিশেষণ) ৬২ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বিষট্টি>(প্রাকৃত) বাসট্টি>}
- Bengali Word বাষ্প, বাস্প English definition [বাশ্পো] (বিশেষ্য) ১ উত্তাপের ফলে তরল পদার্থের বায়বীয় অবস্থা। ২ ধোঁয়া; তাপ। ৩ চোখের জল; অশ্রু (বাষ্পপূর্ণ নয়নে)। ৪ আভাস; অষ্পষ্ট প্রকাশ; ইঙ্গিত (ব্যাপারটির বাষ্পও জানতামনা)। বাষ্পপরিপ্লুত (বিশেষ্য) অশ্রুপূর্ণ (সীতা বাষ্পপরিপ্লুত লোচনে করুণ বচনে বলিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বাষ্পপোত (বিশেষ্য) বাষ্পচালিত জাহাজ; স্টিমার। বাষ্পযান, বাস্পরথ, বাষ্পশকট (বিশেষ্য) বাষ্পচালিত গাড়ি; রেলগাড়ি। বাষ্পসলিল (বিশেষ্য) অশ্রু; চোখের জল (জয়নাবের চক্ষু দুটি বাষ্পসলিলে পরিপূর্ণ হইল-মীর মশাররফ হোসেন)। বাষ্পস্তব্ধ (বিশেষণ) অশ্রুরুদ্ধ (জন্মদাতা পিতার বাষ্পস্তব্ধ; চোখ দুটোকে এক বার মনে করো-হাসান হাফিজুর রহমান)। বাষ্পস্নান (বিশেষ্য) সর্বাঙ্গে গরম ধোঁয়া বা ভাপ প্রয়োগ; (প্রধানত রোগ প্রতিকারক কল্পে) অবগাহন। বাষ্পাকুল (বিশেষণ) অশ্রুসজল; অশ্রুপূর্ণ। বাষ্পীয় (বিশেষণ) বাষ্প সম্বন্ধীয়; বাষ্পের সাহায্যে চালিত। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+য, অথবা, √বা+প, স আগম}
- Bengali Word বাস ১ English definition [বাশ্] (বিশেষ্য) গন্ধ; সৌরভ; সুগন্ধ (ভাণ্ডের গায় মদ্য চোয়ার মিঠা মিঠা বাস তার-সত্যেন্দ্রনাথ দত্ত)। বাসযোগ (বিশেষ্য) নানা সুগন্ধ দ্রব্যের চূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অ(অচ্)}
- Bengali Word বাস ২ English definition [বাশ্] (বিশেষ্য) বস্ত্র; কাপড়; বসন (বিরহী নারীর নয়নের জলে ভিজিল বুকের বাস-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অ(ঘঞ্)}
- Bengali Word বাস ৩ English definition [বাশ্] (বিশেষ্য) ১ বাসস্থান (আদিবাস)। ২ অবস্থান (ইংলন্ডে বাস)। ৩ গৃহ; আশ্রয়। {(তৎসম বা সংস্কৃত) √বস্+অ(ঘঞ্)}
- Bengali Word বাস ৪ English definition [বাশ্] (বিশেষ্য) যে মোটরগাড়ি অনেক যাত্রী বহন করে। {(ইংরেজি) Bus}
- Bengali Word বাস ৫ English definition ⇒ বঁস
- Bengali Word বাস ৬ English definition ⇒ বাইস
- Bengali Word বাসক ১ English definition [বাশোক্] (বিশেষ্য) ১ পুষ্পবিশেষ (সুদর্শন কুজা রূপ মঞ্জরী বাসক-সৈয়দ আলাওল)। ২ ঔষধে ব্যবহৃত এক প্রকার ছোট গাছ; বাসক গাছ। ৩ সৌরভকারী; সুগন্ধকারক। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অক(ণ্বুল্)}
- Bengali Word বাসক ২ English definition [বাশোক্] (বিশেষ্য) শয্যাগৃহ; শয়নকক্ষ (বাসক শয়ন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বাসকসজ্জা, বাসসজ্জা (বিশেষ্য) নায়কের আগমন প্রত্যাশায় যে নারী স্বীয় দেহ ও বাসগৃহ সাজিয়ে প্রতীক্ষা করে। {(তৎসম বা সংস্কৃত) বাস+ক(কন্)}
- Bengali Word বাসন ১ English definition [বাশোন্] (বিশেষ্য) ১ সুগন্ধকরণ; সুবাসিতকরণ; ধূপন। ২ বস্ত্র; বাসস্থান; পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অন(ল্যুট্)}
- Bengali Word বাসন ২ English definition [বাশোন্] (বিশেষ্য) ১ গৃহস্থালীর কাজে, বিশেষত, বাত খাওয়ার কাজে ব্যবহৃত মাটি বা ধাতব পাত্রবিশেষ; থালা; জলপাত্র। {পর্তুগিজ Bacia}
- Bengali Word বাসনা ১ English definition [বাশোনা] (বিশেষ্য) প্রত্যাশা; কামনা; অভিলাষ; আকাঙ্খা (তোমাকে দেখিতে বাসনা করি)। বাসনাকুল (বিশেষণ) কামনায় অধীর। {(তৎসম বা সংস্কৃত) √বাস্+অন(যুচ্)+আ(টাপ্)}
- Bengali Word বাসনা ২ English definition [বাশ্না] (বিশেষ্য) ১ কলাগাছের শুকনা পাতা বা বাকল। ২ সুগন্ধ; সৌরভ (বিয়েন গাঁথিয়া বাঁধিয়াছে খোঁপা বাসনা দিয়েছে চুলেবন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) বাসন>}
- Bengali Word বাসন্ত, বাসন্তিক English definition [বাশোন্তো, বাশোন্তিক্] (বিশেষ্য) ১ বসন্ত ঋতু সম্বন্ধীয়; বসন্তকালীন (বাসন্ত সমীর চির বহিছে সম্বনে-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষণ) বসন্তকালে জন্মে এমন। {(তৎসম বা সংস্কৃত) বসন্ত+অ(অণ্), +ইক(ঠঞ্)}
- Bengali Word বাসন্তী English definition [বাশোন্তি] (বিশেষণ) বসন্ত সংক্রান্ত; কমলালেবুর বর্ণযুক্ত (সুরলা তাদের সঙ্গে মিশিয়া উৎসবের বাসন্তী বেশি সজ্জিত হইয়া-ইসমাইল হোসেন শিরাজী)। বাসন্তী পূজা (বিশেষ্য) বসন্তকালে অনুষ্ঠিত হিন্দুদের দুর্গাপূজা। বাসন্তী রং (বিশেষ্য) বসন্তের শুকনা পাতার রং; হলদে বা কমলা রং। {(তৎসম বা সংস্কৃত) বসন্ত+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word বাসব English definition [বাশোব্] (বিশেষ্য) দেবরাজ ইন্দ্র (বাসব যাহার করেন পীড়ন সহায় শরণ তুমিই তাহার-সত্যেন্দ্রনাথ দত্ত)। বাসবদত্তা (বিশেষ্য) সুবন্ধুকৃত সংস্কৃত গদ্যকাব্যের নায়িকার নাম। {(তৎসম বা সংস্কৃত) বসু+অ(অণ্)}
- Bengali Word বাসমতী English definition [বাশ্মোতি] (বিশেষ্য) এক প্রকার সুগন্ধি চাল। {(তৎসম বা সংস্কৃত) বাস১+মতী(মৎ+ঈ)}
- Bengali Word বাসর ১, বাসরঘর English definition [বাশোর্, বাসঘর্] (বিশেষ্য) ১ বরকন্যার বিবাহরাত্রি যাপনের সুসজ্জিত কক্ষ (বাসরে কুসুমশয্যা ত্যজি লজ্জাশীলা কুলবধূ, গৃহকার্য উঠিলা সাধিতে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সভা (বিবাহ-বাসর)। ৩ বাসর। বাসরজাগানি (বিশেষ্য) বাসরে রাত জাগরণ হেতু বরপক্ষের নিকট কন্যাপক্ষের প্রাপ্য অর্থ। {(তৎসম বা সংস্কৃত) বাসগৃহ>}