ব পৃষ্ঠা ৬৫
- Bengali Word বিঘ্ন English definition [বিঘ্নো] (বিশেষ্য) কর্মসিদ্ধির পথে প্রতিবন্ধক; ব্যাঘাত’ অন্তরায় (বাধা-বিঘ্ন)। বিঘ্নকর (বিশেষণ) বিঘ্ন সৃষ্টি করে এমন। বিঘ্ননাশন, বিনাশন, বিঘ্ননাশক, বিঘ্নহরিী (বিশেষণ) বিঘ্ন দূরকারী। বিঘ্নিত (বিশেষণ) প্রতিহত; ব্যাহত। {(তৎসম বা সংস্কৃত) বি+√হন্+অ (ঘঞর্থেক)}
- Bengali Word বিচ, বীচ English definition [বিচ্] (বিশেষ্য) মধ্যে। □ বিচ বিচ মে (ক্রিয়াবিশেষণ) মধ্যে মধ্যে; মধ্যস্থানে মাঝখানে (এরাও বিচ বিচ মে ও কাম করত-কেদারনাথ মজুমদার)। {(হিন্দি) বিচ}
- Bengali Word বিচক্ষণ English definition [বিচক্খোন্] (বিশেষণ) ১ সুবিবেচক। ২ জ্ঞানী; অভিজ্ঞ; বিদ্বান; পণ্ডিত (তিনি বিচক্ষণ লোক বটে)। ৩ দুরদর্শী; বিশদদর্শী। ৪ কুশল; দক্ষ (বিচক্ষণ কর্মচারী)। বিচক্ষণতা বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√চক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিচঞ্চল English definition [বিচন্চল্] (বিশেষণ) বিশেষভাবে চঞ্চল; অতিশয় অস্থির বা অধৈর্য; চঞ্চল (পাখি সম বিচঞ্চল মৃদুল বাতাসে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+চঞ্চল}
- Bengali Word বিচনী (মধ্যযুগীয় বাংলা) English definition [বিচোনি] (বিশেষণ) বেচুনি; বিক্রয়কারিণী; বিক্রেত্রী (খণ্ড বিচনীর কিবা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বিক্রেত্রী>}
- Bengali Word বিচরণ English definition [বিচরোন্] (বিশেষ্য) ইতস্তত ভ্রমণ; পর্যটন; চলাফেরা করা; ভ্রমণ করা; বেড়ানো (বিচরে সুখে)। বিচরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√চর্+অন(ল্যুট্)}
- Bengali Word বিচরা English definition [বিচরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিচরণ করা; চলাফেরা করা; ভ্রমণ করা; বেড়ানো (বিচরে সুখে)। {(তৎসম বা সংস্কৃত) বিচরণ>}
- Bengali Word বিচরানো, বিছরানো English definition [বিচ্রানো, বিছ্রানো] (বিশেষ্য) (আঞ্চলিক) খোঁজা; অনুসন্ধান করা। {(তৎসম বা সংস্কৃত) বিচরণ>}
- Bengali Word বিচর্চিকা English definition [বিচোর্চিকা] (বিশেষ্য) খোসপাঁচড়া প্রভৃতি চর্মরোগ। {(তৎসম বা সংস্কৃত) বি+চর্চিকা}
- Bengali Word বিচল English definition ⇒ বিচলিত
- Bengali Word বিচলিত, বিচল English definition [বিচোলিতো, বিচল্] (বিশেষণ) ১ চঞ্চল; অস্থির; অধীর; কম্পিত; আলোড়িত; চ্যুত (পিছল পথে বিচল গতি পারব এখন আটকাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উদ্বিগ্ন; ব্যাকুল (এত বিচলিত হলে চলবে কেন?) বিচলা, বিচলিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিচলন (বিশেষ্য) চঞ্চলতা; অস্থিরতা; অধৈর্য; আলোড়ন; উদ্বেগ; ব্যাকুলতা; স্খলন। {(তৎসম বা সংস্কৃত) বি+√চল্+ত(ক্ত), অ(অচ্)}
- Bengali Word বিচার English definition [বিচার্] (বিশেষ্য) ১ বিবেচনা; যুক্তিপ্রয়োগ; গবেষণা (এত বিচার করিতেছেন কেন?-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সিদ্ধান্তে উপনীত হওয়া; মীমাংসা; তত্ত্বনির্ণয়; নিষ্পত্তি। ৩ আলোচনা; তর্ক-বিতর্ক (পণ্ডিতে পণ্ডিতে বিচার)। ৪ দোষগুণ অপরাধ ইত্যাদি নির্ণয়; ন্যায়-অন্যায় স্থিরীকরণ (কাব্যবিচার); আসামির বিচার। বিচারক, বিচারকর্তা, বিচারপতি (বিশেষ্য) যিনি বিচার করেন; বিচারকারী; জজ; judge; ন্যায়ধীশ। বিচারক্ষম (বিশেষ্য), (বিশেষণ) যিনি সুবিচার করতে পারেন। বিচারণ, বিচারণা (বিশেষ্য) বিচার; বিচারকরণ; বিবেচনা। বিচারণীয়, বিচার্য (বিশেষণ) বিচারযোগ্য; বিচার করতে হবে এমন; বিবেচ্য; বিবেচনাযোগ্য। বিচার ফল (বিশেষ্য) বিচারকের মত, সিদ্ধান্ত বা রায়। বিচার বিহীন, বিচার শূন্য ;বিণ ন্যায়বিচার বিরহিত; অবিবেচক। বিচারাধীন (বিশেষণ) বিচার করা হচ্ছে এমন; বিবেচনাধীন; বিচার্য; বিচারণীয়। বিচারালয় (বিশেষ্য) বিচার করার স্থান; আদালত; ধর্মাধিকরণ; court। বিচারিত (বিশেষণ) বিচার করা হয়েছে এমন। বিচারী (-রিন্) (বিশেষণ) বিচারক; বিচারকারী (বিচারী যদ্যপি অবিচারে রত সেও পড়ে এই হ্রদে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√চর্+অ(অচ্)}
- Bengali Word বিচারা English definition [বিচারা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিচার বা বিবেচনা করা (বিচারিল মনে)। বিচারলু (ব্রজবুলি) বিচার করলাম। বিচারি (ব্রজবুলি) বিচার করলাম (কিয়ে জাত বিচারি-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিচার+(বাংলা) আ}
- Bengali Word বিচালি, বিচুলি English definition [বিচালি, বিচুলি] (বিশেষ্য) খড়; শস্যহীন শুষ্ক ধান গাছ (বিচালির অভাব গরুর জাবনা দেওয়া হয় নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+(তৎসম বা সংস্কৃত) তণ্ডুল>চালি, চুলি}
- Bengali Word বিচি English definition [চিবি] (বিশেষ্য) ১ চাপ (একটা চিবি দিয়ে তোর পেট গেলে দেবো-আবু ইসহাক)। ১ অসতর্কতার ফলে কোনো কিছুর জোড়ের চিবি লেগেছে-আবু ইসহাক)। ১ ফাটল; ফাঁক। ২ চর্বিত (পানের চিবি)। {(বাংলা) চাপ> চিবা>}
- Bengali Word বিচি, বীচি English definition [বিচি] (বিশেষ্য) ১ ফল বা শস্যাদির ক্ষুদ্র আঁটি; বীজ (কাঁঠালের বিচি)। ২ অণ্ডকোষ। ৩ ফোঁড়ার মধ্যকার গুটি (বিচি গালা)। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
- Bengali Word বিচিকিচ্ছি English definition ⇒ বিতিকিচ্ছি
- Bengali Word বিচিকিৎসা English definition [বিচিকিত্শা] (বিশেষ্য) সন্দেহ; সংশয়; ভ্রম; ভ্রান্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+চিকিৎসা+অ+আ(টাপ্)}
- Bengali Word বিচিত English definition [বিচিতো] (বিশেষ্য) ১ বিশেষভাবে চয়নকৃত; চয়িত; বিত; সংগৃহীত; সমাহ্রত। {(তৎসম বা সংস্কৃত) বি+√চি(চয়ন)+ত(ক্ত)}
- Bengali Word বিচিত্র English definition [বিচিত্ত্রো] (বিশেষণ) ১ বিভিন্ন বর্ণযুক্ত। ২ নানারূপে চিত্রিত; নকশাদার। ৩ বিবিধ বিষয়ুক্ত (বচিত্র জগৎ)। ৪ বিস্ময়কর; আশ্চর্যজনক (বিচিত্র লীলা)। ৫ মনোরম; মনোহর; সুন্দর; সৌন্দর্যময় (বিচিত্র দৃশ্য)। বিচিত্রা( স্ত্রীলিঙ্গ) । বিচিত্রতা (বিশেষ্য) নানা বর্ণরূপ (শূন্যে আমার নিয়ে রচ নিত্য বিচিত্রতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিচিত্রবর্ণ (বিশেষণ) নানা বর্ণযুক্ত (সাঁঝের পৃথিবীটা বিচিত্রবর্ণ ধারণ করলো)। বিচিত্রিত (বিশেষণ) নানা বর্ণে বিচিত। বিচিত্রতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+চিত্র}