ব পৃষ্ঠা ৬৬
- Bengali Word বিচিত্রবীর্য English definition [বিচিত্ত্রোবির্জো] (বিশেষণ) ১ আশ্চর্যজনক বীরত্ব বা বিক্রমযুক্ত। ২ মহাভারতে শান্তনু রাজার পুত্র। {(তৎসম বা সংস্কৃত) বিচিত্র+বীর্য; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিচিন্তন English definition [বিচিন্তন্] (ক্রিয়া) নানাভাবে বিবেচনা করা। {(তৎসম বা সংস্কৃত) বি+√চিন্ত্+অন(ল্যুট্)}
- Bengali Word বিচিন্তা English definition [বিচিন্তা] (বিশেষ্য) নানাভাবে চিন্তন। {(তৎসম বা সংস্কৃত) বি+চিন্তা}
- Bengali Word বিচিন্তিত English definition [বিচিন্তিতো] (বিশেষণ) নানাভাবে বিন্তিত; সুচিন্তিত; বিশেষভাবে ভাবনা বা বিবেচনা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√চিন্ত্+ত(ক্ত)}
- Bengali Word বিচিন্ত্য English definition [বিচিন্তো] (বিশেষণ) বিশেষভাবে চিন্তনীয়; বিবেচ্য। বিচিন্ত্যমান (বিশেষণ) চিন্তার বা বিবেচনার বিষয়। {(তৎসম বা সংস্কৃত) বিচিন্ত+য(যৎ)}
- Bengali Word বিচূর্ণ, বিচূর্ণিত English definition [বিচুর্নো, বিচুর্নিতো] (বিশেষ্য) গুঁড়া; যা বিশেষভাবে বা সম্যকরূপে গুঁড়া করা হয়েছে। বিচূর্ণন (বিশেষ্য) বিশেষভাবে বা উত্তমরূপে বা সম্যকভাবে চূর্ণকরণ; trituration। {(তৎসম বা সংস্কৃত) বি+চূর্ণ/চূর্ণিত}
- Bengali Word বিচেতন English definition [বিচতন্] (বিশেষণ) অচেতন; চেতনাহীন; সংজ্ঞাহীন; বিবেকহীন (প্রাকৃতজনেরাই শোকে মোহে বিচেতন হইয়া থাকে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+চেতন; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিচেষ্ট, বিচেষ্টিত ১ English definition [বিচেশ্টো, বিচেশ্টিতো] (বিশেষণ) ১ চেষ্টাহীন; উদ্যমশূন্য; নিশ্চেষ্ট। ২ অলস। {(তৎসম বা সংস্কৃত) বি+চেষ্ট, চেষ্টিত}
- Bengali Word বিচেষ্টিত ২ English definition [বিচেশ্টিতো] (বিশেষ্য) বিশেষভাবে চেষ্টা। □ (বিশেষণ) অন্বেষিত। {(তৎসম বা সংস্কৃত) বি+চেষ্টিত}
- Bengali Word বিচ্ছায় English definition [বিচ্ছায়্] (বিশেষ্য) ১ ছায়াশূন্যতা। □ (বিশেষণ) ছায়াশূন্য। {(তৎসম বা সংস্কৃত) বি+ছায়; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিচ্ছিত্তি English definition [বিচ্ছিত্তি] (বিশেষ্য) ১ বিচ্ছেদ; বিনাশ; ধ্বংস; শেষ। ২ বিশিষ্টতা; বিচিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছিদ্+তি(ক্তি)}
- Bengali Word বিচ্ছিন্ন English definition [বিচ্ছিন্নো] (বিশেষণ) ১ সম্পূর্ণ বা সম্যক ছিন্ন; পৃথককৃত (দেশ থেকে বিচ্ছিন্ন)। ২ বিযুক্ত; বিভক্ত; খণ্ডিত। বিচ্ছিন্ন)। ২ বিযুক্ত; বিভক্ত; খণ্ডিত। বিচ্ছিন্না( স্ত্রীলিঙ্গ) । বিচ্ছিন্নতা বি। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য) +ছিদ্+ত(ক্ত)}
- Bengali Word বিচ্ছিরি, বিচ্ছিরী English definition [বিচ্ছিরি] (বিশেষ্য) বিশ্রী; কদর্য; কুৎসিত; অশোভন; লজ্জাজনক; জঘন্য; ঘৃণ্য (বিচ্ছিরি ব্যাপার)। {(তৎসম বা সংস্কৃত) বিশ্রী>}
- Bengali Word বিচ্ছু English definition [বিচ্ছু] (বিশেষ্য) ১ কাঁকড়া বিছা; বৃশ্চিক; বিষাক্ত কীটবিশেষ। ২ বিচ্ছুর মতো ক্ষুদ্র কিন্তু ভয়ঙ্কর; ক্ষুদ্র কিন্তু তীব্র আঘাতদানে সক্ষম। ৩ (আলঙ্কারিক) অত্যন্ত ধূর্ত ও সর্বনাশা লোক। {(তৎসম বা সংস্কৃত) বৃশ্চিক>}
- Bengali Word বিচ্ছুরণ English definition [বিচ্ছুরন্] (বিশেষ্য) ১ অনুলেপন; অনুরঞ্জন। ২ (ত্রিপার্শ্ব কাচ ইত্যাদি দ্বারা) আলোকরশ্মির নানা বর্ণে বিশ্লেষণ; আলোক রশ্মির বিকিরণ; dispersion। বিচ্ছুরিত (বিশেষণ) অনুলেপিত; রঞ্জিত; বিকীর্ণ; বিচিত্র বর্ণে বিশ্লিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছুর্+অন(ল্যুট্)}
- Bengali Word বিচ্ছেদ English definition [বিচে্ছেদ্] (বিশেষ্য) ১ বিয়োগ; ভেদ; বিভেদ; বিভাগ (বিচ্ছদ চিহ্ন)। ২ বিরহ (প্রিয় বিচ্ছেদ বেদনা)। ৩ মনান্তর; ছাড়াছাড়ি (এই নিয়ে শেষ বিচ্ছেদ ঘটে নাকি?)। ৪ বিরতি; বিরাম; বিশ্রাম। বিচ্ছেদন (বিশেষ্য) কর্তন; প্রথক্করণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√ছিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিচ্যুত English definition [বিচ্চুতো] (বিশেষণ) ১ স্খলিত; পতিত। ২ বিচ্ছিন্ন; ভ্রষ্ট। বিচ্যুতা( স্ত্রীলিঙ্গ) । বিচ্যুতি (বিশেষ্য) ১ স্খলন; পতন। ২ ভ্রংশ; বিচ্ছিন্নতা (ক্রুটিবিচ্যুতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√চ্যু+ত(ক্ত)}
- Bengali Word বিচয়ন, বিচয় English definition [বিচয়োন্, বিচয়্] (বিশেষ্য) ১ একত্রীকরণ; সংগ্রহ; তুলে একত্র করা; অনুসন্ধান। ২ পুষ্পাদি চয়ন। বিচিত (বিশেষণ) একত্রীকৃত; সংগৃহীত; অনুসন্ধিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√চি+অন(ল্যুট্), অ(অচ্)}
- Bengali Word বিছন, বেছন English definition [বিছোন্, বেছোন্] (বিশেষ্য) ধ্যান্যাদির বীজ। বিছনরাখা (ক্রিয়া) ভাল বীজ পাবার জন্য পুষ্ট করা (কুমড়ার বিছন রাখা)। {(তৎসম বা সংস্কৃত) বীজ>}
- Bengali Word বিছর (ব্রজবুলি) English definition [বিছর] (বিশেষণ) বিস্মৃত; বিগত স্মৃতি (যত বিছরিয়ে তত বিছরন যাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিস্মরণ> (তুলনীয়) (হিন্দি) বিসর্না}