ব পৃষ্ঠা ৬৭
- Bengali Word বিছরণ English definition ⇒ বিছুরন
- Bengali Word বিজন English definition [বিজন্] (বিশেষ্য) নির্জন; জনশূন্য; নিভৃত; গোপন (নির্জন নিদাঘ বেলা বিজন ছায়ার ছিলুম-মহীউদ্দিন)। □ (বিশেষণ) জনশূন্য স্থান (নিঃসঙ্গ বিপুল তোমার হৃদয় বিজন-সত্যেন্দ্রনাথ দত্ত)। বিজলতা (বিশেষ্য) জনহীনতা (পাষাণ প্রাসাদের বিজনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি(বিরল)+জন; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজনন English definition [বিজনোন্] (বিশেষ্য) জন্মদান; জন্ম; প্রসব; উৎপত্তি; সৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জন্+অন(ল্যুট্)}
- Bengali Word বিজন্মা (-মন্) English definition [বিজন্মা] (বিশেষ্য), (বিশেষণ) জারজ; বেজন্মা; অবৈধ সন্তান। ⇒ বেজন্মা। {(তৎসম বা সংস্কৃত) বি+জন্ম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজবিজ English definition [বিজ্বিজ্] (অব্যয়) প্রচুর কীটের একত্র অবস্থানের ভাবসূচক; গিজগিজ; থিকথিক; ঘন সমাবেশের ভাব-প্রকাশক (রিদয় দেখছে কেবল হাঁস আর পালক বিজবিজ করছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বিজর English definition [বিজর্] (বিশেষণ) বার্ধক্যহীন; জরাশূন্য; চির নবীন। {(তৎসম বা সংস্কৃত) বি+জরা; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজল, বিজলা English definition [বিজল্] (বিশেষ্য) পিচ্ছিল রসাদি। □ (বিশেষণ) লালা বা শ্লেষ্মার মতো পিছল। {(তৎসম বা সংস্কৃত) পিচ্ছিল>}
- Bengali Word বিজলী, বিজলী, বিজুলি, বিজুলী, বিজুরি, বিজুরী English definition [বিজ্লি, বিজ্লি, বিজুলি, বিজুলি, বিজুরি, বিজুরি] (বিশেষ্য) ১ বিদ্যুৎ; তড়িৎ; চঞ্চলা; চপলা; সৌদামিনী (থির বিজুরী ঝলসে যেন মনে-মনির)। ২ পুষ্পবিশেষ (আটচালার চারিদিকে বাগান, নানাবিধ রঙ্গবিরঙ্গ ফুলের গাছ…গোলসর্ব বিজলী কড়কের জীবন্ত ফুটন্ত অনন্ত বাহার-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ>(প্রাকৃত) বিজ্জলিয়া>}
- Bengali Word বিজল্প English definition [বিজল্পো] (বিশেষ্য) ১ জল্পনা; হালকা আলাপ-আলোচনা। ২ অসূয়াপূর্ণ ও কটাক্ষমূলক উক্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জল্প্+অ(ঘঞ্)}
- Bengali Word বিজাত, বেজাত English definition [বিজাত, বেজাত] (বিশেষণ) ১ জারজ; বেজন্মা; অবৈধভাবে জাত। ২ ভিন্ন জাত বা জাতি (তোদের জাত ভগীরথ এনেছে জাত/জাতবিজাতের জুতা ধোয়া-কাজী নজরুল ইসলাম)। ⇒ বেজাত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জন+ত(ক্ত)}
- Bengali Word বিজাতি English definition [বিজাতি] (বিশেষ্য) ভিন্ন জাতি; ভিন্ন দেশ বা ধর্মের লোক (বিজাতি-বিদ্বেষ)। বিজাতীয় (বিশেষণ) ১ ভিন্ন জাতি সম্পর্কীয় (বিজাতীয় বেশভূষা)। ২ ভীষণ; উৎকট (বিজাতীয় ঘৃণা)। বিজাতীয়তা বি। বিজাতীয় ভেদ (বিশেষ্য) পরস্পর ভিন্ন জাতির মধ্যকার পার্থক্য। {(তৎসম বা সংস্কৃত) বি+জাতি}
- Bengali Word বিজারক English definition [বিজারোক্] (বিশেষ্য), (বিশেষণ) যে জিনিসটি অন্য অবস্থায় আনতে পারে, reducing agent (যে বস্তুটি অক্সিজেন সরাইয়া আনে তাকে বলা হয় বিজারক-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। বিজারণ (বিশেষ্য) অন্য অবস্থায় আনয়ন (কোন বস্তু হইতে অক্সিজেন সরাইয়া লওয়াকে বিজারণ বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বি+জারক}
- Bengali Word বিজিগীষা English definition [বিজিগিশা] (বিশেষ্য) জয়লাভের ইচ্ছা। বিজিগীষু (বিশেষণ) জয়লাভের ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) বি+√জি+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিজিত English definition ⇒ বিজয়
- Bengali Word বিজুত, বেজুত English definition [বিজুত্, বেজুত্] (বিশেষ্য) অসুবিধা; অনভিপ্রেত অবস্থা। □ (বিশেষণ) অসুস্থ এমন ভাব। {(তৎসম বা সংস্কৃত) (বিশেষ্য), (ফারসি) বে+(বাংলা) জুত}
- Bengali Word বিজুরি রেহা (ব্রজবুলি) English definition [বিজুরি রেহা] (বিশেষ্য) বিদ্যুতের রেখা (নবজালধর বিজুরি রেহা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিদ্যুৎ রেখা>}
- Bengali Word বিজুরি, বিজুরী, বিজুলি, বিজুলী English definition ⇒ বিজলি
- Bengali Word বিজৃম্ভণ English definition [বিজৃম্ভন্] (বিশেষ্য) ১ হাই তোলা। ২ আশা; ইচ্ছা। ৩ প্রসার; বিকাশ; বিস্তার। বিজৃম্ভিত (বিশেষণ) বিকশিত; প্রসারিত; বিস্তারিত ব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জৃম্ভ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিজেতা, বিজেয় English definition ⇒ বিজয়
- Bengali Word বিজোড় English definition [বিজোড়্] (বিশেষণ) ১ জোড়া নয় এমন; জোড়হীন; অযগ্ম; দুই দিয়ে বিভাজ্য নয় এমন সংখ্যা। ২ বিষম। {(তৎসম বা সংস্কৃত) বি+(যোজিত>(প্রাকৃত) জোডিঅ>)(বাংলা) জোড়)}