ব পৃষ্ঠা ৬৮
- Bengali Word বিজ্ঞ English definition [বিগ্গো] (বিশেষণ) ১ জ্ঞানযুক্ত; জ্ঞানী, পণ্ডিত। ২ অভিজ্ঞতাসম্পন্ন; অভিজ্ঞ; বিচক্ষণ। বিজ্ঞা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজ্ঞতা, বিজ্ঞত্ব বি। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+অ(ক)}
- Bengali Word বিজ্ঞপ্তি English definition ⇒ বিজ্ঞাপন
- Bengali Word বিজ্ঞাত English definition [বিগ্গ্যাঁতো] (বিশেষণ) ১ সম্যক বিদিত বা অবগত। ২ বিখ্যাত; প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+ত(ক্ত)}
- Bengali Word বিজ্ঞান English definition [বিগ্গ্যাঁন্, বিগ্গাঁন] (বিশেষ্য) ১ বিশেষ জ্ঞান। ২ ধারাবাহিক পর্যবেক্ষণ ও গবেষণার ফলে কোনো বিষয়ে প্রাপ্ত ব্যাপক ও বিশেষ জ্ঞান; পরীক্ষা, প্রমাণ প্রভৃতি দ্বারা নিরূপিত শৃঙ্খলাবদ্ধ জ্ঞান; science (পদার্থ বিজ্ঞান)। ৩ তত্ত্বজ্ঞান। ৪ সঙ্গীতশিল্পাদি শাস্ত্র (সঙ্গীতবিজ্ঞান)। বিজ্ঞানী (বিশেষ্য) বিজ্ঞানবিদ; বৈজ্ঞানিক। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+অন(ল্যুট্)}
- Bengali Word বিজ্ঞাপন English definition [বিগ্গাঁপোন্, বিগ্গ্যাঁপোন্] (বিশেষ্য) ১ বিজ্ঞপ্তি; নিবেদন; বিশেষভাবে জ্ঞাপন; ঘোষণা (সর্বশেষে সমস্ত বিজ্ঞাপন করিলে তিনি তৎক্ষণাৎ সম্মত হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ জনসাধারণকে জানাবার জন্য ঘোষণা বা লেখন। বিজ্ঞপ্তি (বিশেষ্য) বিজ্ঞাপন। ২ আরম্ভ; সূচনা। ৩ নিবেদন; জ্ঞাপন। বিজ্ঞাপনসূচক (বিশেষণ) সম্মতি জ্ঞাপক (শেষ কথাগুলো শ্রবণ করিয়া মহিষী অনুকূলভাবে বিজ্ঞাপনসূচক মস্তক সঞ্চালন করিলেন-মীর মশাররফ হোসেন)। বিজ্ঞাপনী (বিশেষ্য) বিজ্ঞাপন; নোটিশ; ইশতিহার। বিজ্ঞাপনীয় (বিশেষণ) বিজ্ঞাপনের উপযুক্ত; বিজ্ঞাপন দ্বারা ঘোষণা বা প্রচার করতে হবে এমন। বিজ্ঞাপিত (বিশেষণ) বিজ্ঞপ্তি দিয়ে প্রচারিত (বিজ্ঞাপন চিত্রে বিজ্ঞাপিত বস্তুর স্থান ক্রমশ কমিয়ে আনছেন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+জ্ঞাপন}
- Bengali Word বিজ্ঞেয় English definition [বিগ্গেঁয়ো] (বিশেষণ) বিশেষভাবে জানতে হবে এমন; বিশেষভাবে জ্ঞাপতব্য বা জানার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√জ্ঞা+ য(যৎ)}
- Bengali Word বিজ্বর English definition [বিজর্] (বিশেষণ) জ্বর থেকে মুক্ত (একবারে বিজ্বর হইলাম না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+জ্বর; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিজয় English definition [বিজয়্] (বিশেষ্য) ১ জয়; জিত; পরাজিতকরণ বা দমিতকরণ। ২ গমন; প্রস্থান; চলে যাওয়া (‘গঙ্গাতীরে দেবী করিল বিজয়’)। ৩ প্রাধান্য (ধর্মের বিজয়)। ৪ মৃত্যু। বিজয় কৃঞ্জর (বিশেষ্য) যে হাতি রাজার বাহনরূপে ব্যবহৃত হয়। বিজয় গর্ব (বিশেষ্য) জয় লাভের জন্য গর্ব (সে বিজয়গর্বে মেতে উঠল)। বিজয় দুন্দুভি, বিজয় মর্দল (বিশেষ্য) জয়ঢাক। বিজয় দৃপ্ত (বিশেষণ) জয়লাভে অহঙ্কৃত। বিজয়লক্ষ্মী (বিশেষ্য) জয়ের অধিষ্ঠাত্রী দেবী। বিজয়াবহ (বিশেষণ) জয়সূচক। বিজয়ী, বিজেতা (বিশেষণ) জয়লাভকারী; জয়ী। বিজয়িনী, বিজেত্রী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজয়োৎসব (বিশেষণ) বিজয় লাভ হেতু উৎসব; বিজয়া দশমীর উৎসব। বিজয়োন্মত্ত (বিশেষণ) বিজয়লাভের জন্য আনন্দে উন্মত্তপ্রায়। বিজিত (বিশেষণ) ১ পরাজিত (বিজিত শত্রু)। ২ জয়কৃত; জয় করা হয়েছে এরূপ (বিজিত দেশ)। বিজিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিজেয় (বিশেষণ) জয়সাধ্য; জয়যোগ; জয়ের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√জি+অ(অচ্)}
- Bengali Word বিজয় দিবস English definition [বিজয়্দিবস্] (বিশেষ্য) ১ যুদ্ধে জয়লাভের দিন এবং ঐ দিনকে স্মরণ করে অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠান। ২ ১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বর ঢাকার সোহ্রাওয়ার্দি উদ্যানে পরাজিত পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ ও বাংলাদেশের বিজয় অর্জনের স্মারক দিবস। {(তৎসম বা সংস্কৃত) বিজয়+দিবস; কর্মধারয় সমাস}
- Bengali Word বিজয়া English definition [বিজয়া] (বিশেষ্য) ১ দুর্গাদেবী; দুর্গাদেবীর সখী বা কন্যা। ২ সিদ্ধি; ভাং। ৩ যুদ্ধ জয়ের জন্য যাত্রা। ৪ বিসর্জন; হিন্দুদের পূজান্তে প্রতিমা বিসর্জন। বিজয়া দশমী (বিশেষ্য) যে তিথিতে দুর্গা প্রতিমার বিসর্জন দেওয়া হয়। বিজয়া সঙ্গীত (বিশেষ্য) আশ্বিন মাসে পিতৃগৃহ থেকে যাত্রার বেদনাকে অবলম্বন করে রচিত গান। {(তৎসম বা সংস্কৃত) বিজয়+আ(টাপ্)}
- Bengali Word বিজয়াধূম English definition [বিজয়াধুম্] (বিশেষ্য) গাঁজা। {(তৎসম বা সংস্কৃত) বিজয়া+ধূম}
- Bengali Word বিজয়ী English definition ⇒ বিজয়
- Bengali Word বিট ১ English definition [বিট্] (বিশেষ্য) ১ ধূর্ত ব্যক্তি; শঠ লোক (বিট বিদূষক ভেড়ুয়া পাচক বামুন বলেই মানব বড়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ লবণ বিশেষ (বিট লবণ)। ৩ মূষিক। ৪ কামশাস্ত্রে নিপুণ; কামুক; লম্পট। ৫ নারঙ্গ বৃক্ষ। ৬ পর্বতবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বিট্+অ(ক)}
- Bengali Word বিট ২ English definition [বিট্] (বিশেষ্য) এক প্রকার কন্দ। বিট পালং, বিট পালম (বিশেষ্য) পালংশাক; বিট। {(ইংরেজি) Beet}
- Bengali Word বিট ৩ English definition [বিট্] (বিশেষ্য) পুলিশ বা অন্য কর্মচারীর পাহারা দেওয়ার এলাকা। {(ইংরেজি) Beat; (তুলনীয়) বিটপুলিশ}
- Bengali Word বিট ৪ English definition [বিট্] (বিশেষ্য) মল; বিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) √বিষ্+অ(ক্বিপ্)}
- Bengali Word বিটকাল English definition ⇒ বিটকেল
- Bengali Word বিটকের, বিটকাল English definition [বিট্কেল্, বিট্কাল্] (বিশেষণ) ১ কদর্য; কুৎসিত; বিকট (এত বিটকেলে গন্ধের মধ্যে থাকলে শরীর নষ্ট হয়ে যাবে যে-শেখ ফজলল করিম)। ২ পাজি; বদ। {(তৎসম বা সংস্কৃত) বিকট>বর্ণবিপর্যয়ে বিটক+(বাংলা) এল, আল}
- Bengali Word বিটঙ্ক English definition [বিটঙ্কো] (বিশেষ্য) ১ পায়রা প্রভৃতির থাকার খোপ; বাঁশের মাথায বাঁধা উঁচু মাচা। ২ পাকি ধরার ফাঁদ। {(তৎসম বা সংস্কৃত) বি+√টঙ্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word বিটপ English definition [বিটপ্] (বিশেষ্য) বৃক্ষাদির শাখা, ডাল বা পল্লব। বিটপী (-পিন্) (বিশেষ্য) বৃক্ষ; তরু; গাছ( বিটপীতলে কন্টক শয়নে-কায়কোবাদকোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √বিট্+অপ(কপন্)}