ব পৃষ্ঠা ৬৯
- Bengali Word বিটমাক্ষিক English definition [বিট্মাক্খিক্] (বিশেষ্য) উপধাতুবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বিটমাক্ষিক}
- Bengali Word বিটলা English definition ⇒ বিটলে
- Bengali Word বিটলে, বিটলা, বিটেল English definition [বিট্লে, বিট্লা, বিটেল্] (বিশেষণ) ভণ্ড; ধড়িবাজ; প্রবঞ্চক; পাজি; দুষ্ট (কেন শাপ দিলি ওর বিটলা বামন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভক্তবিটলে (বিশেষণ) ভণ্ড বা কপট ভক্ত। {(তৎসম বা সংস্কৃত) বিট্(বঞ্চনা করা)>}
- Bengali Word বিটি English definition [বিটি] (বিশেষ্য) কন্যা; মেয়ে; কন্যাস্থানীয়া স্ত্রীরোক। {(প্রাকৃত) বিটী>; (তুলনীয়) (হিন্দি) বিটিয়া}
- Bengali Word বিটেল English definition ⇒ বিটলে
- Bengali Word বিণ ভ্রমণ English definition (বিদেশ পরিক্রমা)। □ (বিশেষ্য) ১ তীর্থস্থান-প্রদক্ষিণ। ২ (আলঙ্কারিক) পর্যালোচনা (সাহিত্য পরিক্রমা)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ক্রম্+আ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিতং English definition [বিতঙ্] (বিশেষ্য) বিশদ বা বিস্তৃত বিবরণ। {(তৎসম বা সংস্কৃত) বিস্তারিতং>}
- Bengali Word বিতংস, বীতংস English definition [বিতঙ্শো] (বিশেষ্য) পশুপাখি প্রভৃতি ধরার ফাঁদ, জাল, খাঁচা ইত্যাদি। (কেশরীর রাজপদ কার সাধ্য বাঁধে বীতংসে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√তন্স্+অ(ঘঞ্)}
- Bengali Word বিতণ্ডা English definition [বিতন্ডা] (বিশেষ্য) ১ ভিত্তিহীন বিচার; বাজে বিতর্ক। ২ নিজের মত প্রতিষ্ঠিত করার চেষ্টা না করে অন্যের মত খণ্ডনার্থ যে বাগাড়ম্বর। {(তৎসম বা সংস্কৃত) √তণ্ড্+অ+আ(টাপ্)}
- Bengali Word বিতত English definition [বিততো] (বিশেষণ) প্রসারিত; ছড়ানো; বিস্তৃত; বিস্তারিত; ব্যাপ্ত (বেশবাস বিথান বিতত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√তন্+ত(ক্ত)}
- Bengali Word বিতথ, বিতথ্য English definition [বিতথো, বিতোত্থো] (বিশেষণ) অসত্য; অলীক; বৃথা; তথ্যহীন; মিথ্যা। {(তৎসম বা সংস্কৃত) বি+তদ্+থ(থল্), তথা+য(যৎ); বহুব্রীহি সমাস}
- Bengali Word বিতদ্রু English definition [বিতোদ্রু] (বিশেষ্য) প্রাচীন পাঞ্জাবের একটি নদীর নাম। {(তৎসম বা সংস্কৃত) বিতদ্রু}
- Bengali Word বিতনু English definition [বিতোনু] (বিশেষণ) ১ বিশীর্ণ তনু্ এমন; ক্ষীণ। ২ রোগা। ৩ কমনীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+তনু; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিতন্ত্রী English definition [বিতোন্ত্রি] (বিশেষ্য) তারহীন বেসুরো বীণা। {(তৎসম বা সংস্কৃত) বি+তন্ত্রী; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিতরণ English definition [বিতরোন্] (বিশেষ্য) ভাগকরণ; বন্টন; বিলানো। ২ বহু মানুষকে যে দান (খাদ্য বিতরণ করা)। {(তৎসম বা সংস্কৃত) বি+√তৃ+অন(ল্যুট্)}
- Bengali Word বিতরা English definition [বিতরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) দান করা; বিলানো; বিতরণ করা। {(তৎসম বা সংস্কৃত) বি+√তৃ+(বাংলা) আ}
- Bengali Word বিতরিত English definition [বিতোরিতো] (বিশেষণ) বন্টন করা হয়েছে এমন; বন্টিত; বিলানো দ্রব্য। {(তৎসম বা সংস্কৃত) বিতীর্ণ>}
- Bengali Word বিতর্ক English definition [বিতর্কো] (বিশেষ্য) ১ তর্ক; আলোচনা; বাদানুবাদ। ২ বিচার। ৩ সন্দেহ; সংশয়। ৪ অনুমান। বিতর্কিকা (বিশেষ্য) ১ কোনো বিষয়ের উপর আলোচনা বা অল্প পরিমাণ তর্কাতর্কি। ২ তর্ক-বিতর্কের সভা বা আসর বা মজলিস। ৩ সাময়িকপত্রে আলোচনা বা বাদানুবাদ প্রকাশের স্থান। বিতর্কিত (বিশেষণ) ১ বিতর্ক হওয়ার সম্ভাবনা আছে এমন; আলোচনা বা বিচার করা হয়েছে এমন; আলোচিত; বিচারিত। ২ সন্দিগ্ধ; অনুমিত। ৩ বিতর্ক আছে এমন (বিতর্কিত ব্যক্তি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√তর্ক্+অ(ঘঞ্)}
- Bengali Word বিতল English definition [বিতল্] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত দ্বিতীয় পাতাল। {(তৎসম বা সংস্কৃত) বি+√তল্+অ(ঘঞর্থে ক); প্রাদি.}
- Bengali Word বিতস্তা English definition [বিতস্তা] (বিশেষ্য) পাঞ্জাবের বর্তমান ঝিলম নদীর প্রাচীন নাম। {(তৎসম বা সংস্কৃত) বি+√তস্+তা}