ব পৃষ্ঠা ৭৭
- Bengali Word বিপক্ষ English definition [বিপোক্খো] (বিশেষ্য) প্রতিপক্ষ; শত্রু; বিরুদ্ধপক্ষ; অনিষ্টকারী। বিপক্ষতা (বিশেষ্য) বৈরিতা; শত্রুতা; প্রতিকূলতা। বিপক্ষীয় (বিশেষণ) ১ বিপক্ষভূক্ত। ২ বিপক্ষসম্পর্কীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√পক্ষ্+অ(অচ্)}
- Bengali Word বিপণ English definition [বিপন্] (বিশেষ্য) বিক্রয়; বেচা। বিপণন (বিশেষ্য) পণ্য বিক্রয় ব্যবস্থা; পণ্যের বাজার সৃষ্টি; বিক্রয়ের জন্যে পণ্য বাজারে তোলা ও সাজিয়ে রাখা। {স.বি+√পণ্+অ(অপ্)}
- Bengali Word বিপণি, বিপণী English definition [বিপোনি] (বিশেষ্য) ১ দোকান; পণ্যশালা (সুপ্রসর রাজপথ দুধারে বিপণি-কায়কোবাদকোবাদ)। ২ হাট; বাজার। {(তৎসম বা সংস্কৃত) বিপণ+ই(ইন্)}
- Bengali Word বিপতি (মধ্যযুগীয় বাংলা) English definition [বিপোতি] (বিশেষ্য) বিপদে (বিপতি পড়ল রাধা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিপত্তি>}
- Bengali Word বিপত্তি English definition [বিপোত্তি] (বিশেষ্য) ১ আপদ; বিপদ; সঙ্কট। ২ ঝামেলা; ঝঞ্ঝাট। ৩ দুর্দশা; দুরবস্থা। {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্+তি(ক্তি)}
- Bengali Word বিপত্নীক English definition [বিপোত্নিক্] (বিশেষণ) স্ত্রী মারা গেছে এমন; মৃতদার। {(তৎসম বা সংস্কৃত) বি(বিগত)+পত্নী; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিপথ English definition [বিপথ্] (বিশেষ্য) কুপথ; মন্দ পথ; ভুল পথ; অসৎ জীবনযাত্রা প্রণালি। বিপথগামী (বিশেষ্য), (বিশেষণ) কুপথগামী; অসৎ পথাবলম্বী। বিপথগামিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+পথ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিপদ, বিপৎ English definition [বিপদ্, বিপত্] (বিশেষ্য) আপদ; বিপত্তি। ২ দুর্দশা; দুরবস্থা। ৩ দুর্ঘটনা। ৪ ঝঞ্ঝাট। বিপৎকাল, বিপদকাল (বিশেষ্য) বিপদপূর্ণ সময়; বিপত্তিপূর্ণ সময়। বিপদ্গর্ভ (বিশেষণ) বিপদপূর্ণ; বিপত্তিময়। বিপদপ্রাজ্ঞ (বিশেষণ) বিপদ সম্বন্ধে জ্ঞানী (তুমি কখনও বিপদ্প্রাজ্ঞ নও-সুধীন্দ্রনাথ দত্ত)। বিপদবহুল (বিশেষণ) বিপত্তিময়; বিপদপূর্ণ। বিপদভঞ্জন (বিশেষ্য), (বিশেষণ) যে বিপদ নাশ করে; বিপদ দূরকারী; আপদ মোচনকারী। বিপৎসংকুল, বিপদসংকুল (বিশেষণ) বিপদ-বহুল; সংকটাপন্ন। বিপদাত্মক (বিশেষণ) বিপদ আছে এমন; বিপজ্জনক। বিপদাপদ (বিশেষ্য) সঙ্কট; আপদ-বিপদ; নানা রকম বিপদ। বিপদাপন্ন (বিশেষণ) সংকটাপন্ন; আপদগ্রস্ত; বিপন্ন। বিপদুদ্ধার (বিশেষ্য) সংকটমোচন; বিপদ থেকে নিষ্কৃতি। {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্+ক্বিপ্}
- Bengali Word বিপন্ন English definition [বিপন্নো] (বিশেষণ) ১ সংকটাপন্ন; বিপদগ্রস্ত; বিপর্যয়। ২ উল্টা। ৩ উৎকট; উগ্র; বিষম; অস্বাভাবিক। বিপন্না (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√পদ্+ত(ক্ত)}
- Bengali Word বিপরিণত English definition [বিপোরিণতো] (বিশেষণ) ১ উলটপালট হয়েছে এমন; বিপর্যস্ত। ২ পরিবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) বি+পরি+√নম্+ত(ক্ত)}
- Bengali Word বিপরিণাম English definition [বিপোরিনাম্] (বিশেষ্য) ১ বিপর্যয়। পরিবর্তন। বিপরিণামী (-মিন্) (বিশেষণ) ১ বিপরীত পরিণাম পেয়েছে এমন। ২ পরিবর্তনশীল। ৩ দুর্ভোগগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+পরি+√নম্+অ(ঘঞ্)}
- Bengali Word বিপরিবর্তন English definition [বিপোরিবর্তোন্] (বিশেষ্য) বিশেষ পরিবর্তন; বদলানো; ঘুরানো; ফিরানো। {(তৎসম বা সংস্কৃত) বি+পরিবর্তন}
- Bengali Word বিপরীত English definition [বিপোরিত্] (বিশেষণ) ১ বিরুদ্ধ; প্রতিকূল; বিপর্যয়। ২ উল্টা। ৩ উৎকট; উগ্র; বিষম; অস্বাভাবিক (বিপরীত ব্যাপার)। বিপরীতা (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অসতী; কামুকী। {(তৎসম বা সংস্কৃত)বি+পরি+√ই+ত(ক্ত)}
- Bengali Word বিপর্যয়, বিপর্যায়, বিপর্যাস English definition [বিপর্জয়, বিপর্জায়, বিপর্জাশ্] (বিশেষ্য) ১ উলট-পালট; নিদারুণ বিশৃঙ্খলা; বিপ্লব (বিপুল বিপর্যাস-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিশৃঙ্খল বা বৈপ্লবিক পরিবর্তনমূলক অবস্থা। ৩ বৈপরীত্য; বিরুদ্ধতা। ৪ বিনাশ; ধ্বংস; দুর্দৈব। ৫ সম্পূর্ণ পরিবর্তন; ব্যতিক্রম। বিপর্যস্ত (বিশেষণ) ১ বিপর্যয়প্রাপ্ত; উলট-পালট বা নিদারুণ বিশৃঙ্খল অবস্থাপ্রাপ্ত। ২ ছত্রভঙ্গ। ৩ সম্পূর্ণ পরিবর্তিত; ব্যতিক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+পরি+√ই+অ(অচ্), √অয়্+অ(ঘঞ্), √অস্+অ(ঘঞ্)}
- Bengali Word বিপল English definition [বিপল্] (বিশেষ্য) কালের সূ্ক্ষ্ম অংশ; এক পলের ষাট ভাগের এক ভাগ;এক সেকেণ্ডের পাঁচ ভাগের দুই ভাগ পরিমাণ সময়। {(তৎসম বা সংস্কৃত) বি+পল}
- Bengali Word বিপশ্চিৎ English definition [বিপোশ্চিত্] (বিশেষণ) বিদ্বান; পণ্ডিত; জ্ঞানী। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√চি+ক্বিপ; বি+√পশ্+চিৎ}
- Bengali Word বিপাক English definition [বিপাক্] (বিশেষ্য) ১ দুর্গতি; বিড়ম্বনা; দুর্ভোগ; বিপত্তি (বিষম বিপাক-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ মন্দ পরিমাণ। ৩ বিসদৃশ কর্মফল। ৪ জীর্ণতা। ৫ পরিপাক। ৬ শরীরে খাদ্যের পরিমাণ; metabolism। ৭ রন্ধন। বিপাকীয় (বিশেষণ) বিপাক সংক্রান্ত; metabolic। [(তৎসম বা সংস্কৃত) বি+√পচ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিপাকিয়া, বিপাক্যা English definition [বিপাকিয়া, বিপাক্কিয়া] (বিশেষণ) বিপত্তি কারক (এমন বিপাক্য বাঘ বিশ্বে নাহি দেখি-রামেশ্বর ভট্টাচার্য)। {(তৎসম বা সংস্কৃত) বিপাক+ইয়া>বিপাকিয়া, বিপাক্যা}
- Bengali Word বিপাশা English definition [বিপাশা] (বিশেষ্য) পাঞ্জাবের বর্তমান বিয়াস নদীর প্রাচীন নাম; the Beas। {(তৎসম বা সংস্কৃত) √বিপাশি+অ(অচ্)}
- Bengali Word বিপিতা (-তৃ) English definition [বিপিতা] (বিশেষ্য) জন্মদাতা পিতা ভিন্ন মায়ের অন্য স্বামী; সৎবাপ। {(তৎসম বা সংস্কৃত) বি+পিতা}