ব পৃষ্ঠা ৭৮
- Bengali Word বিপিন English definition [বিপিন্] (বিশেষ্য) অরণ্য; বন; বিটপী (দেখেছিলা দিগন্তের তমাল বিপিনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিপিনবিহারী (-রিন্) (বিশেষণ) ১ বনে ভ্রমণকারী। ২ (বিশেষ্যার্থে) বৃন্দাবনবিহারী শ্রীকৃষ্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বেপ্+ইন(ইনন্)}
- Bengali Word বিপুল English definition [বিপুল্] (বিশেষণ) ১ সুবৃহৎ; বিশাল; অতি বড়। ২ খুব; অনেক; অতিশয় (বিপুল চেষ্টায় হাসিকে কান্নায় পরিণত করিল-রাজশেখর বসু (পরশু))। ৩ গভীর; অগাধ (বিপুল প্রেম)। ৪ প্রশস্ত; চওড়া (বিপুল সাগর)। ৫ মহৎ; উদার; মহান (বিপুল হৃদয়)। বিপুলা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিপুলতা (বিশেষ্য) বিশালতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√পুল্+অ(ক)}
- Bengali Word বিপ্র English definition [বিপ্প্রো] (বিশেষ্য) ব্রাহ্মণ; বিদ্বান ব্রাহ্মণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√প্রা+অ(ড)}
- Bengali Word বিপ্রকর্ষ English definition [বিপ্প্রোকর্শো] (বিশেষ্য) ১ দূরত্ব; ব্যবধান। ২ দুরবর্তী হওয়া। ৩ (ব্যাকরণ) স্বরভক্তি; উচ্চারণের সুবিধার জন্য যুক্ত ব্যঞ্জনবর্ণের মধ্যে স্বরধ্বনি আনয়ন। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিপ্রকর্ষণ English definition [বিপ্প্রোকর্শোন্] (বিশেষ্য) আকর্ষণের উল্টা; দূরে সরানো; দূরে ঠেলা; বিকর্ষণ। বিপ্রকৃষ্ট (বিশেষণ) বিপরীত আকর্ষণ করা হয়েছে এমন; দূরবর্তী। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√কৃষ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিপ্রকৃষ্ট English definition [বিপ্রোকৃশ্টো] (বিশেষণ) ১ বিপরীত দিকে আকৃষ্ট। ২ দূরবর্তী; দুরস্থিত। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√কৃষ্+ত(ক্ত)}
- Bengali Word বিপ্রতিপত্তি English definition [বিপ্প্রোতিপোত্তি] (বিশেষ্য) ১ বিরোধ; শত্রুতা। ২ বিরুদ্ধ জ্ঞান; বৈসাদৃশ্য (এই উপপাত্ততে দুটি বিপ্রতিপত্তি উপস্থিত হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ সন্দেহ; সংশয়। ৪ বেদ; পার্থক্য। বিপ্রতিপন্ন (বিশেষণ) ১ পৃথক; ভিন্ন; পার্থক্যযুক্ত। ২ সন্দিগ্ধ; সংশয়পূর্ণ। ৩ বিরুদ্ধ জ্ঞানপূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) বি+প্রতিপত্তি}
- Bengali Word বিপ্রতীপ English definition [বিপ্প্রোতিপ্] (বিশেষণ) প্রতিকূল; সম্পূর্ণ উল্টা বা বিপরীত। {(তৎসম বা সংস্কৃত) বি+প্রতীপ}
- Bengali Word বিপ্রযুক্ত English definition [বিপ্প্রোজুক্তো] (বিশেষ্য) সংযোগশূন্য; বিযুক্ত; বিশ্লিষ্ট; বিচ্ছিন্ন। বিপ্রয়োগ; (বিশেষ্য) ১ বিয়োগ; বিশ্লেষ। ২ বিবাদ; বিরোধ। ৩ ভিন্নভাব; পার্থক্য। ৪ বিরহ; বিচ্ছেদ। {(তৎসম বা সংস্কৃত) বি+প্রযুক্ত}
- Bengali Word বিপ্রলব্ধ English definition [বিপ্প্রোলব্ধো] (বিশেষণ) ঠকানো হয়েছে এমন; প্রতারিত; বঞ্চিত; চলিত (থাকুক সে বিপ্রলব্ধ অনন্ত বিয়োগ-সুধীন্দ্রনাথ দত্ত)। বিপ্রলব্ধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রতারিতা; বঞ্চিতা। □ (বিশেষ্য) (আলঙ্কারিক) সংকেত-স্থানে নায়কের সাক্ষাৎ লাভে বঞ্চিতা নায়িকা। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√লভ্+ত(ক্ত)}
- Bengali Word বিপ্রলম্ভ English definition [বিপ্প্রোলম্ভো] (বিশেষ্য) ১ বিবাদ; কলহ। ২ প্রতারণা; ছলনা। ৩ বিরহ; বিচ্ছেদ। ৪ নায়ক-নায়িকার বিচ্ছেদ বা মিলনাভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+প্র+√লভ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিপ্রলাপ English definition [বিপ্প্রোলাপ্] (বিশেষ্য) ১ বিরুদ্ধবাক্য; বিসংবাদ; মতভেদ নির্মিত্ত বিরোধ। ২ অনর্থক ঝগড়া; নিরর্থক কথন। {(তৎসম বা সংস্কৃত) বি+প্রলাপ}
- Bengali Word বিপ্রসাৎ English definition [বিপ্প্রোশাত্] (বিশেষণ) ১ ব্রাহ্মণকে দান করতে হবে এমন; বিপ্রকে দেওয়া হয়েছে এমন। ২ ব্রাহ্মণায়ত্ত; ব্রাহ্মণাধীন। {(তৎসম বা সংস্কৃত) বিপ্র+সাৎ}
- Bengali Word বিপ্লব English definition [বিপপ্লব] (বিশেষ্য) দেশের শাসনব্যবস্থা বা সমাজব্যবস্থায় দ্রুত ও আমূল পরিবর্তন। ২ বিদ্রোহ; revolution। ৩ উপদ্রব। ৪ ব্যাপক ধ্বংস বা বিনাশ। বিপ্লবী (-বিন্) (বিশেষ্য), (বিশেষণ) ১ বিপ্লব করেন যিনি; বিপ্লব সংঘটনের চেষ্টিত বা ইচ্ছুক। ২ বিপ্লবের সমর্থক বা সংঘটক। {(তৎসম বা সংস্কৃত) বি+√প্লু+অ(অপ্)}
- Bengali Word বিপ্লাবন English definition [বিপ্প্লাবোন্] (বিশেষ্য) ক্ষতি; হানি (পামরেরা বুদ্ধি ও বিদ্যার অহঙ্কারে প্রতিকূল তর্ক দ্বারা ধর্মমূল সনাতন বেদশাস্ত্রের বিপ্লাবনে উদ্যত হইয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ বিপর্যয়; নাশ; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) বি+প্লাবন}
- Bengali Word বিপ্লুত English definition [বিপ্প্লুতো] (বিশেষণ) ১ উপদ্রুত। ২ বিপর্যস্ত। ৩ নষ্ট; দূষিত। ৪ বিহবল; ব্যাকুর (ভয়বিপ্লুত)। ৫ প্লাবিত; জলব্যাপ্ত (বাষ্পবিপ্লুত নয়ন)। {(তৎসম বা সংস্কৃত) বি+√প্লু+ত(ক্ত)}
- Bengali Word বিপৎ English definition ⇒ বিপদ
- Bengali Word বিফল English definition [বিফল্] (বিশেষণ) নিরর্থক; বৃথা; ব্যর্থ; নিষ্ফল; অসিদ্ধ; অকৃতকার্য। বিফলতা (বিশেষ্য) ব্যর্থতা; নিষ্ফলতা; অকৃতকার্যতা (হেথা যারে মনে হয় শুধু বিফলতায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+ফল; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিবক্ষা English definition [বিবোক্খা] (বিশেষ্য) ১ বলবার বাসনা; বলবার ইচ্ছা। ২ বাসনা; অভিলাষ। বিবক্ষিত (বিশেষণ) ১ বলতে ইচ্ছা করে এমন। ২ বক্তব্য; উদ্দিষ্ট। বিবক্ষু (বিশেষণ) বলতে ইচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত) √বচ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিবদমান English definition [বিবদোমান্] (বিশেষণ) বিবাদরত; বিবাদ করছে এমন; বিবাদকারী; কলহকারী। বিবদমানা( স্ত্রীলিঙ্গ) । {স.বি+√বদ্+মান(শানচ্)}