ব পৃষ্ঠা ৭৯
- Bengali Word বিবমিষা English definition [বিবোমিশা] (বিশেষ্য) বমনেচ্ছা; বমন করার ইচ্ছা; বমির ভাব। বিবমিষু (বিশেষণ) বমনেচ্ছু। {(তৎসম বা সংস্কৃত) √বম্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিবর English definition [বিবর্] (বিশেষ্য) গর্ত; গহ্বর; ছিদ্র; রন্ধ্র; বিল (যারা বর্বর হেথা বাঁধে ঘর বিবরের ফণী লয়ে-কাজী নজরুল ইসলাম; সাপিনী তাপিনী তাপে বিবরে লুকায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃ+অ(অচ্)}
- Bengali Word বিবরণ ১ English definition [বিবরন্] (বিশেষ্য) ১ ব্যাখ্যান। ২ বৃত্তান্ত। □ (বিশেষণ) বর্ণনা; বিবৃতি। বিবরণী (বিশেষ্য) বিবরণপূর্ণ লিপি; বিবরণ সংবলিত পুস্তক। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃ+অন(ল্যুট্)}
- Bengali Word বিবরণ ২ English definition ⇒ বিবর্ণ
- Bengali Word বিবরা (পদ্যে ব্যবহৃত) English definition [বিবরা] (ক্রিয়া) বিবরণ দেওয়া; স্পষ্টভাবে ব্যাখ্যা করা (‘বল মোরে বিবরিয়া ছদ্মবেশ রাখি’-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বিবর+ (বাংলা) আ}
- Bengali Word বিবর্জন English definition [বিবর্জন্] (বিশেষ্য) পরিত্যাগ; বিসর্জন; সম্পূর্ণ বর্জন। বিবর্জিত (বিশেষণ) ১ সম্পূর্ণভাবে পরিত্যাগ করা হয়েছে এমন; পরিত্যক্ত; বিসর্জিত। ২ রহিত। বিবর্জিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+বর্জন}
- Bengali Word বিবর্ণ, বিবরণ English definition [বিবর্নো, বিবরোন্] (বিশেষণ) বর্ণ নষ্ট হয়েছে এমন; বর্ণহীন; মলিন; ফ্যাকাসে; বিকৃতবর্ণ। বিবর্ণা( স্ত্রীলিঙ্গ) । বিবর্ণতা (বিশেষ্য) বর্ণবিকৃতি; হীনবর্ণ (মানুষের কাছে থেকে মানবের হৃদয়ের বিবর্ণতা ভয় শেষ হবে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) বিবর্ণ(বি+বর্ণ)> (বাংলা) বিবরণ (স্বরাগমে)}
- Bengali Word বিবর্ত English definition [বিবর্তো] (বিশেষ্য) ১ ঘূর্ণন; আবর্তন। ২ পরিবর্ত; বদল। ৩ ভ্রমণ; পরিভ্রমণ। ৪ পরিবর্তিত অবস্থা; অবস্থান্তর প্রাপ্তি; পরিণতি; পরিণাম। ৫ বিশেষরূপে স্থিতি। ৬ (দর্শন.) এক বস্তুর অন্য বস্তুরূপে প্রতীয়মান হওয়া; মায়াময়রূপে স্থিতি। ৭ ভ্রম; ভুল। বিবর্তবাদ (বিশেষ্য) ১ হিন্দু দর্শনের মায়াবাদ। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃৎ+অ(ঘঞ্)}
- Bengali Word বিবর্তন English definition [বিবর্তন্] (বিশেষ্য) ১ পরিবর্তন; রূপান্তর; বদলানো। ২ ঘূর্ণন; আবর্তন। ৩ ভ্রমণ। ৪ প্রত্যাবর্তন; ফিরে আসা। বিবর্তনবাদ (বিশেষ্য) ক্রমবিকাশবাদ; Theory of Evolution। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word বিবর্তিত English definition [বিরোব্তিতো] (বিশেষণ) ১ ঘূর্ণিত; আবর্তিত। ২ পরিবর্তিত; রূপান্তরিত। ৩ ফিরিয়ে আনা হয়েছে এরূপ। ৪ প্রত্যাবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃৎ+ণিচ্(=বর্তি)+ক্ত)}
- Bengali Word বিবর্ধক English definition [বিবরধক্] (বিশেষণ) বৃদ্ধিসাধনকারী; বিবর্ধনকারী। {(তৎসম বা সংস্কৃত) বি+বর্ধক}
- Bengali Word বিবর্ধন English definition [বিবরধন্] (বিশেষ্য) বিশেষভাবে বৃদ্ধিসাধন; বাড়িয়ে তোলা; সম্যক বৃদ্ধিকরণ। বিবর্ধিত (বিশেষণ) ১ সম্যক বৃদ্ধিপ্রাপ্ত। ২ ছিন্ন; খণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) বি+বর্ধন}
- Bengali Word বিবর্ধিত English definition (বিশেষণ) ১ সম্যক বৃদ্ধিপ্রাপ্ত। ২ ছিন্ন; খণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃধ্+ত(ক্ত)}
- Bengali Word বিবশ English definition [বিবশ্] (বিশেষণ) ১ অবাধ্য; বশহীন; অবশ। ২ বিহ্বল; বিভোল; আত্মহারা (বসন্তের চুম্বনেতে বিবশ দশ দিক-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অচেতন; নিশ্চেষ্ট। বিবশা (স্ত্রীলিঙ্গ) (বরষণ লোভে বিবশা ধরণী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√বশ্+অ(চ্); বহুব্রীহি সমাস}
- Bengali Word বিবসন, বিবস্ত্র English definition [বিবশন্, বিবস্ত্রো] (বিশেষণ) উলঙ্গ; নগ্ন; বস্ত্রহীন (মুক্তবেণী বিবসনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিবসনা, বিবস্ত্রা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (বিশাল ভবের মাঝে বিবসনা বেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+বসন, বস্ত্র; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিবসিনী (মধ্যযুগীয় বাংলা) English definition [বিবোশিনি] (বিশেষণ) বিবসনা; নগ্না; বিবস্ত্রা; বসনহীনা (জনে বিবসিনী-গোআনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বি+বসন+ (বাংলা) ইনী; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিবস্বান English definition [বিবশ্শান্] (বিশেষ্য) সূর্য; রবি; ভাস্কর। {(তৎসম বা সংস্কৃত) বিবস্+বৎ(বতুপ্)}
- Bengali Word বিবা English definition [বিবা] (বিশেষ্য) বিয়ে; বিবাহ; পরিণয় (বিবা দেহ ত্রিলোচনে-রামেশ্বর ভট্টাচার্য; সাজুর সাথেই ঠিক কইরাছি ছেলের বিবা-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) বিবাহ>}
- Bengali Word বিবাগ English definition [বিবাগ্] (বিশেষ্য) ঔদাসীন্য। ২ ভোগ-বিলাসে বিমুখতা। ৩ সংসার ত্যাগ; প্রব্রজ্যা। ৪ বৈরাগ্য হেতু দেশত্যাগ। বিবাগী (বিশেষণ) ১ ঘরছাড়া; সংসারত্যাগী (বিবাগী কর্ অবাধ পানে পথ কেটে যাই অজানাদের দেশে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উদাসীন। ৩ দেশত্যাগী। ৪ ভোগবিলাসে বিমুখ। {(তৎসম বা সংস্কৃত) বি+রাগ>; (বাংলা) বাগ অর্থাৎ আয়ত্ত}
- Bengali Word বিবাদ English definition [বিবাদ্] (বিশেষ্য) ১ ঝগড়া; বিরোধ; কলহ। ২ নালিশ; মোকদ্দমা। ৩ তর্কাতর্কি; বিতণ্ডা। ৪ লড়াই; যুদ্ধ; মারামারি। বিবাদপ্রিয় (বিশেষণ) ঝগড়াটে; ঝগড়া করতে ভালোবাসে এমন; কলহপ্রিয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√বিদ্+অ(ঘঞ্)}