ব পৃষ্ঠা ৮১
- Bengali Word বিভঙ্গ English definition [বিভঙ্গো] (বিশেষ্য) ১ রচনা; বিন্যাস। ২ খণ্ড; ছেদ। ৩ রকম; ভঙ্গি। ৪ ভেঙ্গেছে এমন বস্তু; ভাঙ্গন। বিভঙ্গি, বিভঙ্গী (বিশেষ্য) ১ হাবভাব; ভঙ্গি (বিভঙ্গি বিলাস-বিদ্যাপতি)। ২ রকম; প্রকার। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভন্জ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিভজনীয় English definition [বিভজোনিয়ো] (বিশেষণ) বিভাগযোগ্য; বণ্টনীয়; বিভাজ্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভজ্+ভজ্+অনীয়(অনীয়র্)}
- Bengali Word বিভজ্যমান English definition [বিভোজ্জোমান্] (বিশেষণ) ভাগ করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভজ্+য(যৎ)+মান(শানচ্)}
- Bengali Word বিভব English definition [বিভব্] (বিশেষ্য) ১ ধন; সম্পত্তি; ঐশ্বর্য (নিষ্প্রভ আজি করেছে তাহারে তোমার বিভব-কাজী নজরুল ইসলাম)। ২ প্রভুত্ব; ক্ষমতা। ৩ মহত্ত্ব; মহৎ ভাব। ৪ ঔদার্য; উদারতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভূ+অ(অপ্)}
- Bengali Word বিভা English definition [বিভা] (বিশেষ্য) ১ আলোক; কিরণ; প্রভা; দীপ্তি। ২ সৌন্দর্য। বিভাকর, বিভাবসু (বিশেষ্য) ১ সূর্য; ভাস্কর। ২ অগ্নি। □ (বিশেষণ) প্রভাকর; দীপ্তিজনক। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভা+ক্বিপ্}
- Bengali Word বিভাগ English definition [বিভাগ্] (বিশেষ্য) ১ বন্টন। ২ কোনো বৃহৎ প্রতিষ্ঠানের প্রধান অংশ; department (শিক্ষাবিভাগ)। ৩ কোনো দেশের জেলা সমষ্টি; division (ঢাকা বিভাগ)। □ (বিশেষণ) অংশ; খণ্ড। বিভাগীয় (বিশেষণ) ১ বিভাগ সম্পর্কিত। ২ কোনো প্রতিষ্ঠান বা দেশের বিশেষ বিভাগে নিযুক্ত; বিভাগস্থ; departmental; divisional। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভজ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিভাজক English definition ⇒ বিভাজন
- Bengali Word বিভাজন English definition [বিভাজোন্] (বিশেষ্য) ভাগকরণ; অংশ নিরূপণ। বিভাজক (বিশেষণ) ১ ভাগ করেন এমন; ভাগকারী। ২ ভাজক। □ (বিশেষ্য) যে সংখ্যা দ্বারা ভাগ করা হয়; divisor। বিভাজিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিভাজ্য (বিশেষণ) ১ ভাগযোগ্য; ভাগ করা যায় এমন; বন্টনীয়; ভাগ করতে হবে এমন। ২ (গণিত.) নির্দিষ্ট কোনো রাশি দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে না এমন। (বিশেষণ) বিভাজ্যতা। {(তৎসম বা সংস্কৃত) বি+ভাজন}
- Bengali Word বিভাব English definition [বিভাব্] (বিশেষ্য) অলঙ্কারশাস্ত্রে যে বিষয়ের সন্নিবেশ-হেতু রসের উৎপত্তি হয় (কিন্তু মেয়ের রং ও ফুলের রং ক্ষণস্থায়ী, প্রকৃতিরও সকল রূপরঙ্গ তার বিভাব ও অনুভাব মাত্র-প্রথম চৌধুরী)। বিভাবক (বিশেষণ) উদ্ভাবক। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভাবি+অ(অচ্)}
- Bengali Word বিভাবন, বিভাবনা ১ English definition [বিভাবোন্, বিভাবোনা] (বিশেষ্য) ১ বিবেচনা; চিন্তন। ২ অনুভবকরণ। ৩ অবধারণ; নিরূপণ; নির্ধারণ। ৪ প্রকাশন; প্রকাশকরণ; প্রকটন; খ্যাপন। বিভাবনীয়, বিভাব্য (বিশেষণ) চিন্তনীয়; বিভাবনযোগ্য। বিভাবিত (বিশেষণ) ১ বিশেষরূপে চিন্তিত; বিবেচিত। ২ অনুভূত; অবধারিত; নিরূপিত। ৩ বিশেষভাবে অভিনিবিষ্ট বা তদ্গত ভাবাবিষ্ট (কৃষ্ণভাবে বিভাবিত)। {(তৎসম বা সংস্কৃত) বি+ভাবন, ভাবনা}
- Bengali Word বিভাবনা ২ English definition (বিশেষ্য) ১ বিভাবন। ২ অলঙ্কারবিশেষ-কারণ বিনা কার্যোৎপত্তি বুঝলে এই অলঙ্কার হয় (যেমন-বিনা মেঘে বজ্রপাত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভূ+ণিচ্+অন(যুচ্)+আ(টাপ্)}
- Bengali Word বিভাবনীয় English definition ⇒ বিভাবন
- Bengali Word বিভাবরী English definition [বিভাবোরি] (বিশেষ্য) রাত্রি; শর্বরী (গোপন স্বপন লয়ে কাটে বিভাবরী-রবীন্দ্রনাথ ঠাকুর; হেরিবে মোদের সে মধু মিলন মহাকাল বিভাবরী-আবদুল কাদির)। {(তৎসম বা সংস্কৃত) বিভা(দীপ্তি)+আবরী (আবরণ করে যে); ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিভাবসু English definition ⇒ বিভা
- Bengali Word বিভাবিত, বিভাব্য English definition ⇒ বিভাবন
- Bengali Word বিভাষা English definition [বিভাশা] (বিশেষ্য) ১ ভিন্নদেশীয় ভাষা। ২ সংস্কৃত ব্যাকরণে বিকল্প (alternative) অর্থে প্রযুক্তপদ। {(তৎসম বা সংস্কৃত) বি+ভাষা}
- Bengali Word বিভাস English definition [বিভাশ্] (বিশেষ্য) একটি রাগিণীর নাম (হৃদয় আমার বিভাস রাগে কি গান ধরেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভাস্+অ(অচ্)}
- Bengali Word বিভাসা English definition [বিভাশা] (বিশেষ্য) দীপ্তি; আলোক। {(তৎসম বা সংস্কৃত) বি+ভাস+আ(টাপ্)}
- Bengali Word বিভাসিত English definition [বিভাশিতো] (বিশেষণ) উদ্ভাসিত; আলোকিত; প্রকাশিত (চারিদিকে এখন রোদে বিভাসিত-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভাস্+ত(ক্ত)}
- Bengali Word বিভিন্ন English definition [বিভিন্নো] (বিশেষণ) ১ নানাপ্রকার; হরেক রকম। ২ অন্য রকম; ভিন্নপ্রকার। ৩ বিভক্ত। বিভিন্নতা (বিশেষ্য) ভিন্ন রকম। {(তৎসম বা সংস্কৃত) বি+ভিদ্+ত(ক্ত)}