ব পৃষ্ঠা ৮০
- Bengali Word বিবাদী ১(দিন্) English definition [বিবাদি] (বিশেষ্য) ১ মামলা-মোকদ্দমায় প্রতিপক্ষ। ২ সঙ্গীতে রাগ বা রাগিণী বিশেষের বর্জনীয় সুর। □ (বিশেষণ) ১ বিরোধী। ২ বিবাদ বা ঝগড়ার কারণ ঘটায় এমন; বিবাদকারী। বিবাদিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিবাধ (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) বিবাদ (কুটুম্ব বিবাধ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√বদ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিবাদী ২ English definition [বিবাদি] (বিশেষ্য), (বিশেষণ) বিবাদের বস্তু; বিবাদের বিষয়; কলহবিষয়ক; বিতর্কিত (বিবাদী এলাকা)। {(তৎসম বা সংস্কৃত) বিবাদ+ইন্(ণিনি)}
- Bengali Word বিবাধ English definition ⇒ বিবাদ
- Bengali Word বিবাস English definition ⇒ বিবাসন
- Bengali Word বিবাসন, বিবাস English definition [বিবাশোন্, বিবাশ্] (বিশেষ্য) ১ দেশান্তর; প্রবাস (বিদেশ বিবাসে যদি পুত্র মারা যায়-ময়মনসিংহ গীতিকা)। ২ নির্বাসন; স্বদেশ থেকে বহিষ্করণ। বিবাসিত (বিশেষণ) নির্বাসিত; দেশান্তরিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√বস্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিবাহ English definition [বিবাহো] (বিশেষ্য) দারপরিগ্রহ; পরিণয়; পাণিগ্রহণ। বিবাহিত (বিশেষণ) বিবাহ করেছেন এমন; পরিণীত। বিবাহিতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√বহ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিবি English definition [বিবি] (বিশেষ্য) ১ মুসলমান মহিলার সাধারণ পদবি। ২ স্ত্রী; বধূ; পত্নী (অমুকের বিবি)। ৩ ইউরোপীয় রমণী (সাহেব-বিবি)। ৪ কর্ত্রী। ৫ রমণীমূর্তি চিহ্নিত তাসবিশেষ। □ (বিশেষণ) সাজসজ্জা ও আরামপ্রিয়; বিলাসিনী (বিবি সাজা)। বিবিজান (বিশেষ্য) বধূর প্রতি প্রিয় সম্ভাষণ; প্রেয়সী নারী (বিবিজান চলে যান লবেজান করে-ঈশ্বর গুপ্ত)। বিবিয়ানা (বিশেষ্য) বিলাসিতা বা সাজসজ্জা। {(ফারসি) বীৱী}
- Bengali Word বিবিক্ত English definition [বিবিক্তো] (বিশেষণ) ১ জনহীন; গোপন; নিভৃত। ২ স্বতন্ত্র; আলাদা; পৃথক। ৩ একাকী; অসম্পৃক্ত; একা; নিঃসঙ্গ। ৪ একাগ্র; তন্ময়; একনিষ্ঠ। ৫ বিশুদ্ধ; অবিমিশ্র;খাঁটি। বিবিক্তসেবী(-বিন্) (বিশেষণ) বিজনে বা নির্জনে বাস করেন এমন; নির্জন স্থানে বাসকারী। {(তৎসম বা সংস্কৃত) বি+√বিচ্+ত(ক্ত)}
- Bengali Word বিবিক্ষা English definition [বিবিক্খা] (বিশেষ্য) প্রবেশ করার ইচ্ছা। বিবিক্ষু (বিশেষণ) প্রবেশ করতে ইচ্ছুক; প্রবেশেচ্ছু (জয়ের নেশায় রক্তগোলাপ দেখে তুমি বিবিক্ষু একেল বিসংবাদে-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্+স(সন্)+অ+আ(টাপ্)}
- Bengali Word বিবিধ English definition [বিবিধো] (বিশেষণ) নানা প্রকার; বহুবিধ; হরেক রকম। {(তৎসম বা সংস্কৃত) বি+বিধ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিবুধ English definition [বিবুধো] (বিশেষ্য) ১ পণ্ডিত; জ্ঞানী; বিদ্বান। ২ দেব; দেবতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√বুধ্+অ(ক)}
- Bengali Word বিবৃত English definition [বিব্বৃতো] (বিশেষণ) ১ বর্ণিত। ২ প্রসারিত; বিস্তৃত। ৩ প্রকটিত; প্রকাশিত। ৪ ব্যাখ্যাত; বিশদীকৃত। ৫ উন্মুক্ত; খোলা। বিবৃতাক্ষ (বিশেষণ) আয়তলোচন। বিবৃতি (বিশেষ্য) ১ বিবরণ; বর্ণনা। ২ মতামত প্রকাশ। ৩ ব্যাখ্যা। ৪ উন্মোচন। ৫ বিস্তার; প্রসারণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃ+ত(ক্ত)}
- Bengali Word বিবৃদ্ধি English definition [বিবৃদ্ধি] (বিশেষ্য) বিশেষরূপে বৃদ্ধি। বিবৃদ্ধ বিণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√বৃধ্+তি(ক্তি)}
- Bengali Word বিবেক English definition [বিবেক্] (বিশেষ্য) ১ মানুষের অন্তর্নিহিত শক্তি-যার দ্বারা ন্যায়-অন্যায়, ভালোমন্দ, ধর্মাধর্ম বিচার করা যায়। ২ ন্যায়-অন্যায়ের বোধ; বিবেচনা; বিচার। ৩ ঔদাসীন্য; বৈরাগ্য। ৪ তত্ত্বজ্ঞান; পরমজ্ঞান। বিবেকবুদ্ধি (বিশেষ্য) ন্যায়-অন্যায় বিষয়ক বিচার; বিবেক অনুমোদিত বুদ্ধি। বিবেকহীন (বিশেষণ) বিবেক নেই এমন; হিতাহিত জ্ঞানশূন্য। বিবেকী (-কিন্) (বিশেষণ) হিতাহিত জ্ঞান আছে এমন; ন্যায়-অন্যায়ের বোধ আছে এমন; বিবেকযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√বিচ্+ অ(ঘঞ্)}
- Bengali Word বিবেচক English definition ⇒ বিবেচনা
- Bengali Word বিবেচনা English definition [বিবেচনা] (বিশেষ্য) ১ বিশেষভাবে বিচার; বিশেষভাবে চিন্তা করে বিচার। ২ বিচক্ষণতা। ৩ অন্যের সুখ-সুবিধার প্রতি লক্ষ্য। বিবেচক (বিশেষণ) উৎকৃষ্ট বিচারক্ষম; বুদ্ধি বিবেচনার গুণসম্পন্ন। বিবেচনীয়, বিবেচ্য (বিশেষণ) বিবেচনার যোগ্য; বিচার্য। বিবেচিত (বিশেষণ) বিবেচনা বা বিচার করা হয়েছে এমন; চিন্তা-ভাবনার দ্বারা নিরূপিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√বিচ্+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word বিব্রত English definition [বিব্ব্রোতো] (বিশেষণ) ১ দিশেহারা; ব্যতিব্যস্ত। ২ বিপন্ন; বিপদগ্রস্ত (আমরা একটু বিব্রত বোধ করছি-আ.ন.ম. বজলুর রশীদ )। {(তৎসম বা সংস্কৃত) বি+ব্রত)}
- Bengali Word বিবৎসা ১ English definition (বিশেষ্য) বাস করার ইচ্ছা। {(তৎসম বা সংস্কৃত) √বি+বৎস+আ(টাপ্)}
- Bengali Word বিবৎসা ২ English definition (বিশেষ্য), (বিশেষণ) বৎসহীনা। {(তৎসম বা সংস্কৃত) বি+বৎস+আ(টাপ্)}
- Bengali Word বিভক্ত English definition [বিভক্তো] (বিশেষণ) ১ ভাগ করা হয়েছে এমন; বণ্টিত। ২ বিভিন্ন; খণ্ডিত; পৃথক্কৃত; বিশ্লিষ্ট। বিভক্তি (বিশেষ্য) ১ বিভাগ; বিভাজন; বন্টন। ২ (ব্যাকরণ) পুরুষ, কারক, বচন, কাল প্রভৃতি সূচক প্রত্যয়; যা দিয়ে সংখ্যা ও কারক বোঝায়। {(তৎসম বা সংস্কৃত) বি+√ভজ্+ত(ক্ত)}