ব পৃষ্ঠা ১২
- Bengali Word বধ English definition [বধ্] (বিশেষ্য) হত্যা; হনন (তোমারে লাগিবে মোর বধ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। বধক, বধী (বিশেষণ) হত্যাকারী; ঘাতক (আমি ত বধক তুমি সে সাধক-সৈয়দ আলাওল)। বধয়ে (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়া) বধ করে (বদনে বদন দিয়া বধয়ে পরাণ-বিদ্যাপতি)। বধার্থ (বিশেষণ), (ক্রিয়াবিশেষণ) বধের নিমিত্ত। বধোদ্যত (বিশেষণ) হত্যা করতে উদ্যত। বধোদ্যতা( স্ত্রীলিঙ্গ) । বধ্য, বধার্হ (বিশেষণ) বধের যোগ্য এমন; হত্যার উপযুক্ত এমন। বধ্যভূমি, বধস্থলী, বধস্থান (বিশেষ্য) বধ করার স্থান। {(তৎসম বা সংস্কৃত) √হন্+অ(অপ্)}
- Bengali Word বধওঁ English definition [বধওঁ] (ক্রিয়া) বধ বা হত্যা করি (যবেঁ আন করোঁ তাক বধওঁ ব্রাহ্মণ-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বধ(নামধাতু)+প্রা(বাংলা) ওঁ}
- Bengali Word বধির English definition [বোধির্] (বিশেষণ) কালা; শুনতে পায় না এমন। বধিরতা, বধিরত্ব বি। বধিরা (স্ত্রীলিঙ্গ) (হে নিষ্ঠুর বধিরা উর্বশী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বধ+ইর(কিরচ্)}
- Bengali Word বধূ English definition [বোধু] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পত্নী; স্ত্রী; বনিতা। ২ নতুন বৌ; কনে; নব বিবাহিতা (স্ত্রীলিঙ্গ) ছেলে বা তৎস্থানীয়ের পত্নী। ৩ কুলবালা (গৃহবধূ)। ৪ মহিলা। বধূজন (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বিবাহিতা যুবতী নারী। ২ সধবা নারী। ৩ যুবতী বা নারীগণ (গোপ-বধূজন বিকশিত যৌবন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+উ}
- Bengali Word বধূটী English definition [বোধুটি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অল্পবয়স্কা বধূ; বউড়ি; বালিকা-বধূ। {স.বধূ+(বাংলা) টী}
- Bengali Word বধূৎসব English definition [বোধুত্শব্] (বিশেষ্য) পুষ্পোৎসব; বধূর প্রথম রজোদর্শহেতু উৎসব। বধূধন (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) স্ত্রীধন। বধূপক্ষ (বিশেষ্য) কন্যাপক্ষ। বধূমাতা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বউমা; পুত্র বা তত্তুল্য আত্মীয়ের বধূ। {(তৎসম বা সংস্কৃত) বধূ+উৎসব}
- Bengali Word বধোদ্যত, বধোদ্যতা, বধ্য, বধ্যভূমি English definition ⇒বধ
- Bengali Word বন English definition [বন্, বোন্, সমাসবদ্ধ পদে কখনো কখনো ‘বনো’ (যেমন-বনোগোচর, বনোচর্)] (বিশেষ্য) অরণ্য; জঙ্গল; কানন; কুঞ্জ; গহন; বিপিন। বনকদলী (বিশেষ্য) কাঠকলা। বনকন্দ (বিশেষ্য) বুনো ওল। বনকপোত (বিশেষ্য) ঘুঘু। বনকর (বিশেষ্য) অরণ্যাদি থেকে প্রাপ্ত সরকারের রাজস্ব। বনকার্পাসী, বনকাপাসি (বিশেষ্য) বনে জাত কার্পাস। □ (বিশেষণ) বন্য কার্পাসের মতো (বন-কাপাসী হাসি কুড়াইয়া টানা দিতই তাঁতে দিন রাতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। বনকুক্কুট, বনমোরগ (বিশেষ্য) যে মোরগ গৃহপালিত নয় এবং বনে বিচরণ করে। বনখণ্ড (বিশেষ্য) ১ বনভূমি (বনখণ্ডে থাকে অলি কমলেত বশ-সৈয়দ আলাওল)। বনগহন (বিশেষ্য) নিবিড় ঘন বন। বনগোচর [বনোগোচর্] (বিশেষ্য) ১ অরণ্যচারী ব্যাধ। ২ অরণ্যবাসী; অসভ্য লোক। বনচর, বনেচর [বনোচর্, বনেচর্] (বিশেষ্য) ১ বনে বিচরণ করে যে (আমি বনচর ছিলাম, আবার বনচর হইব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ বন্যজন্তু; ব্যাধ ইত্যাদি। বনচাঁড়াল (বিশেষ্য) গুল্মবিশেষ। বনচাষী (-রিন্) [বনোচারি] (বিশেষ্য) যে অরণ্যে বিচরণ করে বা বাস করে। বনজ, বনজাত (বিশেষণ) বনে জাত বা উৎপন্ন বা উদ্ভূত (বনজ সম্পদ)। বনজঙ্গল (বিশেষ্য) ঝোপঝাড়পূর্ণ স্থান। বনদেবী [বনোদেবি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বনের অধিষ্ঠাত্রী দেবী। বননিবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বনে বসবাস করে এমন (বননিবাসিনী দাসী নমে রাজপদে-মাইকেল মধুসূদন দত্ত)। বনপথ [বনোপথ্] (বিশেষ্য) বনের অভ্যন্তরস্থ পথ। বনপাল [বনোপাল্] (বিশেষ্য) বনের রক্ষক বা তত্ত্বাবধায়ক। বনফুল [বনোফুল্] (বিশেষ্য) বনে জাত ফুল; স্বভাবজাত ফুল। বনবরা (বিশেষ্য) বুনো শূকর (ভয়ে ধরে বনবরা, ভল্লু, হরিণ-ঘনরাম চক্রবর্তী)। বনবাদাড় (বিশেষ্য) ঝোপ-ঝাড়; ক্ষুদ্র বন ও বনসদৃশ ঝোপ। বনবাস [বনোবাশ্] (বিশেষ্য) ১ অরণ্যে বসবাস। ২ অরণ্যে নির্বাসন। বনবাসী [বনোবাশি] (বিশেষণ) অরণ্যে বাস করে এমন। বনবাসিনী( স্ত্রীলিঙ্গ) । বনবিড়াল (বিশেষ্য) যে বিড়াল বনে বাস করে; খাটাশ। বনবিবি (বিশেষ্য) বনদেবী। বনবিহারী [বনোবিহারি] (বিশেষণ) অরণ্যে বিচরণ করে এমন। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ। বনভূঁই [বনোভুঁই] (বিশেষ্য) বনভূমি; অলণ্য এলাকা (এসেছিলি পাখী এ বনভূঁই-কাজী নজরুল ইসলাম)। বনভোজ, বনভোজন (বিশেষ্য) চড়ুইভাতি; সঙ্ঘবদ্ধভাব বনে বা রম্যস্থানে গিয়ে রন্ধন ও প্রীতিভোজন; picnic। বনমল্লিকা [বনো-মোল্লিকা] (বিশেষ্য) কাঠমল্লিকা নামক লতা; পুষ্পবিশেষ। বনমানুষ (বিশেষ্য) অরণ্যচর নরাকৃতি লাঙ্গুলহীন বানরবিশেষ; গরিলা, শিল্পাঞ্জি ইত্যাদি। বনমালা [বনোমালা] (বিশেষ্য) ১ বনফুলে গাঁথা মালা (বাসি হল বনমালা-গিরিশ চন্দ্র সেন)। ২ বিবিধ কুসুমে গাঁথা আজানুলম্বিত মালা (উড়ে বনমালা বায়ুচঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। বনমালী [বনোমালি] (বিশেষ্য), (বিশেষণ) বনমালা ধারণকারী (বিশ্বের বনমালী আপনাতে ছিল আপনি মগন-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণ (মধুর মুরলী পূরে বনমালী রাধা রাধা বলি গান-চণ্ডীদাস)। বনরাজি, বনরাজী (বিশেষ্য) বনানী; বনশ্রেণি। বনশোভিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ কুসুম; পুষ্প (কেনে লো হরিলি ভূষণ লতার বনশোভিনী?-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বনের শোভাবর্ধকারিণী; বনের ভূষণস্বরূপিণী (হিমানীতে যথা কুসুম রতনহীন বনশোভিনী লতা-মাইকেল মধুসূদন দত্ত) বনস্থ (বিশেষ্য) ১ বনে অবস্থিত। ২ বনে জাত। ৩ বানপ্রস্থ ধর্মাবলম্বী (বনস্থ বলিতে নাহি লয় চিতে কৈলাস নামেতে ঘর-ভারতচন্দ্র রায়গুণাকর)। বনস্পতি [বনোস্পোতি] (বিশেষ্য) ১ যে বৃক্ষে ফুল ধরে না অথচ ফল হয়; অশ্বত্থ বট ইত্যাদি বৃক্ষ (বনস্পতি গঙ্গাজলে ছিন্নমূল ভেসে চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রকাণ্ড গাছ; অশ্বত্থ বট প্রভৃতি। বনীকরণ (পরি.) বনে পরিণত করা; বনসৃষ্টি; বনায়ন। {(তৎসম বা সংস্কৃত) √বন্+অ(ঘ)}
- Bengali Word বনতি English definition [বোন্তি] (বিশেষ্য) মনের মিল। (তুলনীয়) বনিবনা (মনের ও মতের মিল)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) তি}
- Bengali Word বনদা English definition [বন্দা] (বিশেষ্য) বন্ধন (দ্বিজবর গ্রন্থি বনদা করে-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) বন্ধন>}
- Bengali Word বনবন ১ English definition [বন্বন্] (অব্যয়) দ্রুত ঘূর্ণণের ভাবপ্রকাশ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বনবন ২ English definition [বন্বন্] (বিশেষ্য) কৃমি দমনকারী সুমিষ্ট ঔষধবিশেষ। {(ইংরেজি) Bonbon}
- Bengali Word বনসাই English definition [বন্সাই] (বিশেষ্য) চীনদেশে উদ্ভূত এবং জাপানে বিকশিত এক ধরনের শোভাবর্ধক উদ্ভিদ, যা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন প্রজাতির বৃক্ষকে ক্ষুদ্র আকারের মধ্যে রেখে টবে পালন করা হয়। {চী. পুংসাই; (ইংরেজি) Bonsai}
- Bengali Word বনা English definition [বনা] (বিশেষ্য) ১ মনের ও মতের মিল হওয়া (যাহাতে যাহাতে বনে-চণ্ডীদাস)। ২ পরিণত হওয়া; পরিগণিত হওয়া; সাদৃশ্য হওয়া (দণ্ড কমণ্ডলু ধরে যে হুবহু দণ্ডী বনে যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) আ; (তুলনীয়) (হিন্দি) বন্না}
- Bengali Word বনাত English definition [বনাত্] (বিশেষ্য) পশমি কাপড় (শ্রীমন্তর মাথায় বনাতের ভাঁজ-করা কাল টুপী-মাহবুব-উল-আলম)। বনাতওয়ালা, বোনাতওয়ালা (বিশেষণ) রেশমি বস্ত্র পরেছে এমন (ফোটা রাঙ্গা বোনাতওয়ালা টুলো ভট্টাচার্য্য দেখলেই তক্ক কর্ত্তে যাইকালীপ্রসন্ন সিংহ)। {(হিন্দি) বনাৎ}
- Bengali Word বনানী English definition [বনানি] (বিশেষ্য) বিশাল বন; মহাবন; সুবিস্তৃত অরণ্য (স্তব্ধ শরৎ দুপুরের ঘন বনানীর মধ্যে ঘুঘুর ডাক শুনিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) বন+(বাংলা) আনী, সংস্কৃত অরণ্যানী-র অনুকরণে}
- Bengali Word বনানো ১, বনান ১ English definition [বনানো] (ক্রিয়া) ১ নির্মাণ করা; প্রস্তুত করা (আদমীতে বনাইয়া জীউ দেয় জারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। (তুলনীয়) বোনা (বয়ন)। ২ রচনা করা (বেণী বনাই চঁচার কেশে-বিদ্যাপতি)। বনায়ত (প্রাচীন বাংলা) (ক্রিয়া) বিন্যাস করে সাজিয়ে দেওয়া (সহচরী মেলি বনায়ত বেশ-বিদ্যাপতি)। বনায়ল (প্রাচীন বাংলা) (ক্রিয়া) রচনা করলো; সজ্জিত করলো (বেনী বনায়ল চাঁচর কেশে-বিদ্যাপতি)। {(তুলনীয়) (হিন্দি) বনানা}
- Bengali Word বনানো ২, বনান ২ English definition [বনানো] (ক্রিয়া) সদ্ভাব বজায় রাখা; মিল করা; মতে বা চালচলনে খাপ খাওয়ানো (বনিয়ে চলা)। {বনা+আনো}
- Bengali Word বনান্ত English definition [বনান্তো] (বিশেষ্য) বনের প্রান্তভাগ। □ (বিশেষ্য) পড়ন্ত (জানাইয়া দিল মোরে বসুধার বনান্ত বেলায়-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বন+অন্ত; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বনান্তর English definition [বনান্তর্] (বিশেষ্য) অন্য বন। {(তৎসম বা সংস্কৃত) বন+অন্তর; নিত্য সমাস}