ব পৃষ্ঠা ৯৩
- Bengali Word বিস্ফোটিত English definition [বিস্ফোটিতো] (বিশেষণ) প্রস্ফুটিত (মেয়েটির ও কি বিস্ফোটিত স্বাস্থ্য-আবু রুশ্দ্)। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্ফুট্+ত(ক্ত)}
- Bengali Word বিস্ফোরক English definition ⇒ বিস্ফোরণ
- Bengali Word বিস্ফোরণ English definition [বিশ্ফোরোন্] (বিশেষ্য) হঠাৎ সশব্দে ফেটে যাওয়া; explosion। বিস্ফোরক (বিশেষণ) ১ সহজে জ্বলে ওঠে বা ফাটে এমন। ২ মারাত্মক ধ্বংসকারী দাহ্য পদার্থ দিয়ে তৈরি এমন; explosive। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্ফুর্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিস্বাদ English definition [বিশ্শাদ্] (বিশেষণ) ১ খেতে ভালো লাগে না এমন। ২ স্বাদশূন্য (বেদনা বিস্বাদ দিনে-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) বি+স্বাদ}
- Bengali Word বিস্মরণ English definition [বিশ্শঁরোন্] (বিশেষ্য) স্মৃতিনাশ; স্মৃতিলোপ; ভুলে যাওয়া; বিস্মৃতি (যেখানে ঘুম মানে বিস্মরণ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+স্মরণ}
- Bengali Word বিস্মাপন English definition [বিশ্শাঁপোন্] (বিশেষ্য) বিস্ময় সৃষ্টি বা উৎপাদন। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্মি+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিস্মিত English definition [বিশ্শিঁতো] (বিশেষণ) বিস্ময়াপন্ন; আশ্চর্যান্বিত; বিস্ময়যুক্ত; অবাক; চমৎকৃত। বিস্মিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√স্মি+ত(ক্ত)}
- Bengali Word বিস্মৃত English definition [বিস্সৃতো] (বিশেষণ) ১ বিস্মৃতিযুক্ত; ভুলে গেছে এমন। ২ মনে নেই এমন (কবিবর কবে কোন্ বিস্মৃত বরষে-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিস্মৃতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিস্মৃতি (বিশেষ্য) স্মৃতিলোপ; বিস্মরণ (যে গেছে সে চলে যাক বিস্মৃতির তীরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্মৃ+ত(ক্ত)}
- Bengali Word বিস্ময় English definition [বিশ্শঁয়্] (বিশেষ্য) ১ আশ্চর্য; চমৎকৃত ভাব। ২ সংশয়। বিস্ময়কর, বিস্ময়জনক, বিস্ময়াবহ (বিশেষণ) বিস্ময় উৎপাদন করে এমন; আশ্চর্যজনক। বিস্ময়বিহ্বলতা (বিশেষ্য) বিস্ময়ের দরুন অভিভূত হওয়ার ভাব (দৃষ্টিতে বিস্ময়-বিহ্বলতা-কবি মঈনুদ্দীন)। বিস্ময়ান্বিত, বিস্ময়াপন্ন (বিশেষণ) চমতৎকৃত; আশ্চর্যান্বিত; বিস্মিত (বিস্ময়াপন্ন হইয়া মনে মনে কহিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বিস্ময়াবিষ্ট; বিস্মায়াভিভূত বিন বিস্ময়ে বিহ্বল; বিস্ময়মগ্ন (তাহারা কবির দার্শনিকত্বে বিস্ময়াভিভূত না হইয়া থাকিতে পারে নাই-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্মি+অ(অচ্)}
- Bengali Word বিস্রংস, বিস্রংসন English definition [বিস্স্রোঙ্শো, বিস্স্রোঙ্শন্] (বিশেষ্য) ১ বিচ্যুতি; পতন; স্খলন (বিস্রংস শৈথিল্য দায়িত্বহীনতা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ক্ষরণ। বি্স্রংসী (-সিন্) (বিশেষণ) ১ পতিত হচ্ছে এমন; পতনশীল। ২ ক্ষরিত হচ্ছে এমন; ক্ষরণশীল। ৩ স্খলনশীল। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্রন্স্+ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word বিস্রস্ত English definition [বিশ্শ্রোস্তো] (বিশেষণ) ১ স্খলিত (বুকের পরে টেনে দিল বিস্রস্ত বসন-আশরাফ সিদ্দিকী)। ২ পতিত; ভ্রষ্ট; চ্যুত। ৩ ক্ষরিত। {(তৎসম বা সংস্কৃত) বি+স্রন্স্+ত(ক্ত)}
- Bengali Word বিস্রুত English definition [বিস্স্রুতো] (বিশেষণ) ১ প্রবাহিত। ২ স্খলিত; বিচ্যুত। ৩ ক্ষরিত; নিঃসৃত। ৩ পরিস্রুত। বিস্রুতি (বিশেষ্য) বিস্রুত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্রু+ত(ক্ত)}
- Bengali Word বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম English definition [বিহগ, বিহঙ্গ, বিহঙ্গম্] বিপক্ষী; পাখি (না গাহে বিহগ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) বাণ। বিহগী, বিহঙ্গী, বিহঙ্গমী১ (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিহায়স্+√গম্+অ(ড), অ(খচ্), ম্+মুম্)}
- Bengali Word বিহঙ্গমা, বিহঙ্গমী English definition [বিহঙ্গমা, বিহঙ্গোমি] (বিশেষ্য) ব্যাঙ্গমা; বাংলা রূপকথায় কথিত একপ্রকার কাল্পনিক পাখি (সাঁঝের বিহঙ্গমা-আশরাফ সিদ্দিকী)। বিহঙ্গমী, ব্যাঙ্গমী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিহঙ্গম+আ(টাপ্), ঈ(ঙীষ্)}
- Bengali Word বিহঙ্গিনী, বিহঙ্গিকা English definition [বিহঙ্গিনি, বিহঙ্গিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) পক্ষিণী; স্ত্রী পাখি। {(তৎসম বা সংস্কৃত) বিহঙ্গ+ইনী, বিহঙ্গী+ক+আ(টাপ্)}
- Bengali Word বিহত English definition [বিহতো] (বিশেষণ) ১ বিনষ্ট; বিনাশপ্রাপ্ত। ২ ব্যাহত; বাধাপ্রাপ্ত। ৩ ভগ্ন; খণ্ডিত; চূর্ণিত। □ (বিশেষ্য) নিহত; বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+হত}
- Bengali Word বিহন (মধ্যযুগীয় বাংলা) English definition [বিহন্] (ক্রিয়াবিশেষণ) বিহনে; ব্যতীত; ভিন্ন। {(তৎসম বা সংস্কৃত) বিহীন>}
- Bengali Word বিহনে English definition [বিহনে] (অব্যয়) ব্যতীত; অভাবে; বিনা। {(তৎসম বা সংস্কৃত) বিহীন>}
- Bengali Word বিহরণ English definition [বিহরণ] (বিশেষ্য) ১ ভ্রমণ; বিচরণ। ২ বিহার। ৩ অপহরণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word বিহরা English definition [বিহরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিহার করা। বিহরত, বিহরই (ক্রিয়া) ((মদ্যযুগীয় বাংলা) , পদ্যে ব্যবহৃত) বিহার করছে বা করে; সানন্দে বিচরণ করে; কেলি করে (বিহরই নওল কিশোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বি+√হৃ> (প্রাকৃত) ৱিহর>}