ব পৃষ্ঠা ৯২
- Bengali Word বিসর্প ১ English definition [বিশর্পো] (বিশেষ্য) চর্মের প্রদাহ রোগ; ক্ষত বিষাক্ত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃপ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিসর্পণ, বিসর্প ২ English definition [বিশর্পোন্, বিশর্পো] (বিশেষ্য) ১ প্রসারণ; ব্যাপন। ২ ধীরে সঞ্চরণ বা চলাফেরা। ৩ বিস্তৃত বা প্রসারিত হওয়া। ৪ পিছানো; পিছিয়ে যাওয়া। বিসর্পিত (বিশেষণ) ধীরে সঞ্চারিত; বিস্তৃত; ছড়ানো (ঘর ভরে অন্ধকার বিসর্পিত-বুদ্ধদেব বসু)। বিসর্পী(-পিন্) (বিশেষণ) বিসর্পণশীল; বিসর্পণ করে এমন; ধীরে সঞ্চরণশীল। বিসর্পিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (বেণী বিসর্পিণী আধুনিকা-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) বি+সর্পণ, সর্প}
- Bengali Word বিসর্পিল English definition [বিশোর্পিল্] (বিশেষণ) আঁকাবাঁকা (জীবনের কত বিসর্পিল রূঢ় পথে-আতাউর রহমান)। {(তৎসম বা সংস্কৃত) বি+সর্পিল}
- Bengali Word বিসা (মধ্যযুগীয় বাংলা) English definition [বিশা] (বিশেষ্য) বিশ্বকর্মা (বিসার উপরে পরভুর-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বকর্মা>}
- Bengali Word বিসার (মধ্যযুগীয় বাংলা) English definition [বিশার্] (বিশেষ্য) ১ প্রসার; বিস্তার। ২ প্রবাহ। বিসারিত (বিশেষণ) ১ বিস্তারিত; প্রসারিত (এই প্রান্ত অবধি বিস্তারিত-মনোজ বসু)। ২ প্রবাহিত। বিসারী (বিশেষণ) বিস্তৃতিশীল; বিস্তারণশীল; প্রসারী। বিসারিণী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বিস্তার>}
- Bengali Word বিসূচিকা English definition [বিশুচিকা] (বিশেষ্য) কলেরা; ওলাউঠা নামক মারাত্মক সংক্রামক রোগ। {(তৎসম বা সংস্কৃত) বি+√সূচ্+ই(ইন্)+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word বিসৃত English definition [বিস্সৃতো] (বিশেষণ) ১ স্থানান্তরিত। ২ প্রসারিত; ব্যাপ্ত; বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃ+ত(ক্ত)}
- Bengali Word বিসৃষ্ট English definition [বিস্সৃশ্টো] (বিশেষণ) ১ পরিত্যক্ত; বিসর্জন দেওয়া হয়েছে এমন; বিসর্জিত। ২ নিক্ষিপ্ত। ৩ পাঠানো হয়েছে এমন; প্রেরিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃজ্+ত(ক্ত)}
- Bengali Word বিসেখী (ব্রজবুলি) English definition [বিশেখি] অসমাপিকা ক্রিয়া বিশেষ করে (গিধিনী শ্রবণে বিসেখী)। {(তৎসম বা সংস্কৃত) বিশেষ>}
- Bengali Word বিস্কুট English definition [বিস্কুট্] (বিশেষ্য) ময়দাদির দিয়ে প্রস্তুত পাতলা পিষ্টকজাতীয় খাদ্য। {(ইংরেজি) biscuit}
- Bengali Word বিস্ত English definition [বিশ্তো] (বিশেষ্য) মোহর বা এক ভরি স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √বিস্+ত(ক্ত)}
- Bengali Word বিস্তর English definition [বিস্তর্] (বিশেষণ) অনেক; খুব; ঢের; প্রচুর; দেদার (প্রত্যেক কামরার দেওয়ালে বিস্তর ফটো-শানা)। □ (বিশেষ্য) ১ বিশেষ বর্ণনা। ২ বর্ণনার আধিক্য। ৩ বাক্যসমূহ। ৪ বিস্তার; প্রসার। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্তৃ+অ(অচ্)}
- Bengali Word বিস্তার English definition [বিস্তার্] (বিশেষ্য) ১ চওড়া; প্রস্থ (টিনে ঘোড়া চারি আঙ্গুল বিস্তার দর্পণ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রসারণ। ৩ প্রসার; ব্যাপ্তি; বৃস্তিৃতি; পরিসর। বিস্তারিত, বিস্তৃত (বিশেষণ) ১ ব্যাপক। ২ প্রাসারিত। ৩ ছড়ানো; বিছানো। ৪ সবিশেষ। বিস্তার্য (বিশেষণ) ১ বিছাতে হবে এমন। ২ বিস্তারের যোগ্য। বিস্তীর্ণ (বিশেষণ) বিশাল; বিরাট। বিস্তৃতি (বিশেষ্য) বিস্তার; ব্যাপ্তি; প্রসার; বিসার। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্তৃ+অ(ঘঞ্)}
- Bengali Word বিস্তীর্ণ, বিস্তৃত, বিস্তৃতি English definition ⇒ বিস্তার
- Bengali Word বিস্ফার, বিস্ফারন English definition [বিশ্ফার্, বিশ্ফারোন্] (বিশেষ্য) ১ স্ফূর্তি। ২ কম্পন। ৩ বিস্তার। ৪ প্রসারণ। ৫ বিকাশন। বিস্ফারিত (বিশেষণ) ১ বিস্তারিত; প্রসারিত (মেয়েটি বিস্ফারিত চোখে তাহাকে নিরীক্ষণ করিতেছিল-শাখা)। ২ কম্পিত। ৩ বিকশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্ফুর্+অ(ঘঞ্)+অ(ল্যুট্)}
- Bengali Word বিস্ফারিত English definition ⇒ বিস্ফার
- Bengali Word বিস্ফুরণ English definition [বিশ্ফুরন্] (বিশেষ্য) ১ সঞ্চালন; কম্পন। ২ দীপ্তি পাওয়া; হঠাৎ প্রকাশিত বা প্রকটিত হওয়া। বিস্ফুরিত বিণ১ স্ফীত। ২ বর্ধিত। ৩ দীপ্ত। ৪ কম্পিত; বিকম্পিত। {(তৎসম বা সংস্কৃত) বি+স্ফুরণ}
- Bengali Word বিস্ফুরিত English definition ⇒ বিস্ফুরন
- Bengali Word বিস্ফুলিঙ্গ English definition [বিশ্ফুলিঙ্গো] (বিশেষ্য) অগ্নিকণা; স্ফুলিঙ্গ (ঘর্ষরিয়া রথচক্র নিমেষে উগরি বিস্ফুলিঙ্গ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+স্ফুলিঙ্গ}
- Bengali Word বিস্ফোট, বিস্ফোটক English definition [বিস্ফোট্, বিস্ফোটক্] (বিশেষ্য) ফোড়া; বিষফোড়া। {(তৎসম বা সংস্কৃত) বি+স্ফুট্+অ(ঘঞ্), +ক}