ব পৃষ্ঠা ৯০
- Bengali Word বিশ্লিষ্ট English definition ⇒ বিশ্লেষ
- Bengali Word বিশ্লেষ English definition [বিশ্শ্লেশ্] (বিশেষ্য) ১ বিয়োগ; বিচ্ছেদ; অসংযোগ। ২ পৃথক। ৩ বিভাগ। ৪ বিকাশ। বিশ্লিষ্ট (বিশেষণ) ১ দেহের অঙ্গপ্রত্যাঙ্গাদি পরস্পর পৃথক করে পর্যবেক্ষণ ও বিচার করা হয়েছে এমন। ২ বিযুক্ত; বিচ্ছিন্ন; অসংযুক্ত ৩ পৃথগীকৃত। বিশ্লেষণ (বিশেষ্য) পৃথককরণ; বিচ্ছেদকরণ; ব্যবচ্ছেদন; উপাদান স্থিরীকরণ। বিশ্লেষিত (বিশেষণ) যা বিশ্লিষ্ট করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) বি+√শ্লিষ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিষ ১ English definition ⇒ বিস
- Bengali Word বিষ ২ English definition [বিশ্] (বিশেষ্য) ১ গরল; হলাহল; যে পদার্থ দেহে প্রবেশ করলে অসুস্থতা ঘটে বা মরণ হয়। ২ দ্বেষ; হিংসা (মানুষের মনে বিষ যে কত সে তো দেখিলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অত্যন্ত বিরক্তিকর ব্যক্তি বা বস্তু (সে তার দুচোখের বিষ)। বিষকন্যা (বিশেষ্য) নিয়মিত সেবন দ্বারা অন্যের হত্যাকারীরূপে সৃষ্ট বালিকা। বিষকুম্ভ (বিশেষ্য) ১ গরলের কলসি; বিষপূর্ণ কলসি। ২ হিংসাপূর্ণ হৃদয়বিশিষ্ট ব্যক্তি (বিষকুম্ভ পয়োমুখ)। বিষক্রিয়া (বিশেষ্য) বিষের পরিণাম; বিষের প্রভাব; দেহে বিষের প্রতিক্রিয়ায় যে অসুস্থতা ঘটে বা মরণ হয়। বিষঘ্ন (বিশেষণ) বিষক্রিয়া নষ্টকারী (আছে সাথে বিষঘ্ন ঔষধি-মোহিতলাল মজুমদার)। বিষচক্ষে (ক্রিয়াবিশেষণ) কুনজরে (শশী বিষচক্ষে দেখিতেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিষজড়া কঠোর দণ্ড দিয়ে সংশোধন করা। বিষণ (বিশেষ্য) বিষপ্রয়োগ; বিষপ্রদান। বিষদ (বিশেষ্য) বিষদান করে যে; বিষদাতা। বিষদন্ত, বিষদাঁত (বিশেষ্য) ১ সাপের যে দন্তমূলে বিষের থলি থাকে। ২ তেজের বা অহঙ্কারের মূল কারণ। বিষদাঁত ভাঙা (ক্রিয়া) অনিষ্ট করার শক্তি নষ্ট করা। বিষদিগ্ধ (বিশেষণ) বিষে জর্জরিত; বিষমিশ্রিত (এই শোক ও ক্ষোভ বিষদিগ্ধ শল্যের ন্যায়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। বিষদিগ্ধা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিষদষ্ট (বিশেষণ) হলাহলপূর্ণ; বিষাক্ত। বিষদৃষ্টি, দৃষ্টিনয়ন (বিশেষ্য) ১ কুনজর। ২ অতিশয় বিদ্বেষ বা শত্রুতা। ৩ হিংসাপূর্ণ দৃষ্টি; হিংসা দৃষ্টি। বিষ নয়নে বা বিষ দৃষ্টিতে পড়া (ক্রিয়া) কুনজরে পড়া; বিরাগভাজন হওয়া। বিষ নাই তার কুলোপানা চক্কর, বিষ নাই কুলোপানা চক্র (আলঙ্কারিক) অক্ষম ব্যক্তির বৃথ আস্ফালন। বিষনাশক (বিশেষণ) বিষঘ্ন। বিষপ্রয়োগ (বিশেষ্য) হত্যা করার উদ্দেশ্যে দেহে বিষ প্রবেশ করানো। বিষফল (বিশেষ্য) যে বিষ থাকে; বিষাক্ত ফল। বিষবিদ্যা (বিশেষ্য) বিষের চিকিৎসাশাস্ত্র; দেহাদি হতে বিষ দূর করার বিদ্যা। বিষবৃক্ষ (বিশেষ্য) ১ যে বৃক্ষের ফল বিষময়। ২ যা লালন করলে নিজেরই সর্বনাশ হয়। ৩ যে আশ্রিত ব্যক্তি আশ্রয়দাতার সর্বনাশ সাধন করে। বিষবৈদ্য (বিশেষ্য) ওঝা; বিষক্রিয়ার চিকিৎসা জানে যে। বিষ মারা (ক্রিয়া) ১ বিষ নষ্ট করা। ২ তেজ খর্ব করা। বিষমুখ (বিশেষ্য) বিষযুক্ত মুখ। □ (বিশেষণ) কটুভাষী। বিষহর (বিশেষণ) বিষঘ্ন; বিষ নাশ করে এমন। বিষহরা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । বিষহরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুদেবী মনসা। {(তৎসম বা সংস্কৃত) √বিষ্+অ(ক)}
- Bengali Word বিষণ English definition ⇒ বিষাণ
- Bengali Word বিষণ্ন English definition [বিশন্নো] (বিশেষণ) ১ দুঃখিত; দুঃখপ্রাপ্ত; ক্ষুণ্ন। ২ ম্লান; মলিন (একাকী বিষণ্ন তরুচ্ছায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বিষাদযুক্ত; অপ্রসন্ন। বিষণ্না( স্ত্রীলিঙ্গ) । বিষণ্নতা (বিশেষ্য) ম্লানতা। {(তৎসম বা সংস্কৃত) বি+√সদ্+ত(ক্ত)}
- Bengali Word বিষধর English definition [বিশোধর্] (বিশেষ্য) সর্প; যে প্রাণীর বিষ আছে (সুর শুনে ছুটে এল পাতালতলের বিষধর বিষধরী রাশি রাশি-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) বিষ ধারণ করে এমন; সবিষ। {(তৎসম বা সংস্কৃত) বিষ+ধর}
- Bengali Word বিষফোঁড়া English definition [বিশ্ফোঁড়া] (বিশেষ্য) যন্ত্রণাদায়ক ফোঁড়াবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বিস্ফোটক>}
- Bengali Word বিষম English definition [বিশম্] (বিশেষ্য) খাদ্য বা পানি পেটে যাওয়ার সময়ে শ্বাসনালিতে প্রবেশ করলে হঠাৎ যে শ্বাসরোধ ও হিক্কা হয় (বিষম লাগা, বিষম খাওয়া)। □ (বিশেষণ) ১ দুঃসহ; দারুণ; খুব; অত্যন্ত; অতিশয়; বেজায় (তবে বলব বিষম বাহাদুর-মনোজ বসু)। ২ সাংঘাতিক; ভীষণ; উৎকট (ব্যাপারটা দাঁড়িয়েছে একটা বিষম তর্কে-প্রথম চৌধুরী)। ৩ অসমান; ছোট বড় (বিষম বস্তুদ্বয়)। ৪ বন্ধুর; তরঙ্গায়িত; অসমতল (বিষম পথ)। ৫ অযুগ্ম; অযুক্ত; বিজোড়; কঠিন (বিষম রাশি)। ৬ অত্যন্ত কঠিন; অতিশয় দুরূহ (বিষম সমস্যা)। বিষমজ্বর (বিশেষ্য) ১ দীর্ঘকাল স্থায়ী থাকে যে জ্বর। ২ অত্যন্ত বেশি জ্বর। {(তৎসম বা সংস্কৃত) বি+সম; বহুব্রীহি সমাস}
- Bengali Word বিষাক্ত English definition [বিশাক্তো] (বিশেষণ) গরলপূর্ণ; বিষমিশ্রিত; বিষযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বিষ+অক্ত, ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word বিষাণ English definition [বিশান্] (বিশেষ্য) ১ পশুর শিং। ২ পশুর শৃঙ্গের ন্যায় নির্মিত বাদ্যযন্ত্র; শিঙ্গা (আমার রচনা সেই সংগ্রামের অজেয় বিষাণ-আহসান হাবীব)। ৩ শূকর, হস্তী প্রভৃতির বৃহৎ দন্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিষ্+আন(শানঙ্)}
- Bengali Word বিষাদ English definition [বিশাদ্] (বিশেষ্য) ১ স্ফূর্তিশূন্যতা; বিষণ্নতা। ২ আশাভঙ্গের ক্ষোভ; খেদ। ৩ দুঃখ। বিষাদিত, বিষাদী (বিশেষণ) বিষাদবিশিষ্ট। বিষাদিতা, বিষাদিনী (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√সদ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিষানো, বিষনো English definition [বিশানো, বিশনো] (ক্রিয়া) ১ বিষাক্ত হওয়া। ২ অত্যন্ত যন্ত্রণাপূর্ণ হওয়া; টাটানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) বিষ+ (বাংলা) আনো; ক্রিয়ারূপ-বিষাই, বিষাও, বিষান, বিষায়; অসমাপিকা ক্রিয়া-বিষিয়ে, বিষালে, বিষাতে ইত্যাদি}
- Bengali Word বিষুব English definition [বিশুব্] (বিশেষ্য) যে সময়ে দিন ও রাত্রি সমান হয়। বিষুববৃত্ত (বিশেষ্য) নিরক্ষ বৃত্তের সমান্তরাল কাল্পনিক বৃত্ত; equinoctial। বিষুবরেখা (বিশেষ্য) মেরুদ্বয় থেকে সমদূরবর্তী ভূগোলক বেষ্টনকারী কল্পিত রেখা; equator। বিষুবলম্ব (বিশেষ্য) ক্রান্তি; বিষুববৃত্ত থেকে গ্রহ নক্ষত্রের কৌণিক দূরত্ব বা অন্তর। {(তৎসম বা সংস্কৃত) বিষু+ব}
- Bengali Word বিষ্কম্ভক English definition [বিশ্কম্ভক্] (বিশেষ্য) সংস্কৃত নাটকে কোনো অঙ্কের সূচনায় যে অংশ নাটকে প্রদর্শিত হয়নি এমন ঘটনা বর্ণিত হয়। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্কন্ভ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বিষ্টব্ধ English definition [বিশ্টব্ধো] (বিশেষণ) ১ ব্যাঘাতযুক্ত; বাধাযুক্ত। ২ জড়তাগ্রস্ত; জড়ীভূত। ৩ প্রতিরুদ্ধ; বাধাপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্তন্ভ্+ত(ক্ত)}
- Bengali Word বিষ্টম্ভ English definition [বিশ্টম্ভো] (বিশেষ্য) ১ রোধ; বাধা; প্রতিবন্ধ; আটক। ২ জড়তা। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্তন্ভ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিষ্টিভদ্রা English definition [বিশ্টিভদ্দ্রা] (বিশেষ্য) (জ্যোশা) হিন্দু জ্যোতিষশাস্ত্র মতে যাত্রা বা শুভকাজের জন্য একটি অশুভ যোগ। {(তৎসম বা সংস্কৃত) বিষ্টি+ভদ্রা}
- Bengali Word বিষ্টু (মধ্যযুগীয় বাংলা) English definition [বিশ্টু] (বিশেষ্য) বিষ্ণু (বম্ভা বিষ্টু ন ছিল-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিষ্ণু>}
- Bengali Word বিষ্ঠা English definition [বিশ্ঠা] (বিশেষ্য) মল; গু; পুরীষ। {(তৎসম বা সংস্কৃত) বি+√স্থা+অ(ক)+আ(টাপ্)}