ব পৃষ্ঠা ৯১
- Bengali Word বিষ্ণু English definition [বিশ্নু] (বিশেষ্য) ১ হিন্দু ত্রিত্ববাদের ত্রয়ীর অন্যতম। ২ হিন্দু পুরান মতে জগতের পালনকর্তা নারায়ণ নামক দেবতা। বিষ্ণুপ্রিয়া (বিশেষ্য) ১ লক্ষ্মী। ২ শ্রীচৌতন্যের স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) √বিষ্+ণু}
- Bengali Word বিষ্য English definition [বিশ্শো] (বিশেষণ) বিষ প্রয়োগের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বিষ্+য}
- Bengali Word বিষয় English definition [বিশয়্] (বিশেষ্য) ১ ভোগ্য পদার্থ; যা ইন্দ্রিয়গণকে আকৃষ্ট করে (বিষয় বাসনা)। ২ ধন; সম্পত্তি (বিষয়-আশয়)। ৩ আলোচ্য বা বর্ণনীয় বস্তু (বক্তৃতার বিষয়)। ৪ বিস্তৃত অঞ্চল; জেলা। ৫ অধিকারভুক্ত জায়গা। বিষয়-আশয় (বিশেষ্য) ধনসম্পত্তি; অর্থসম্পদ। বিষয়ক (ক্রিয়াবিশেষণ) সংক্রান্ত; সম্বন্ধীয়; বিষয়ে। বিষয়কর্ম (বিশেষ্য) ১ সাংসারিক বা সম্পত্তিগত ব্যাপার। ২ জমিদারি রক্ষণাবেক্ষণ বা পরিচালনার কাজ। বিষয়তৃষ্ণা, বিষয়বাসনা, বিষয়লালসা (বিশেষ্য) ধনপিপাসা; সাংসারিক সুখভোগের অভিলাষ। বিষয়পরায়ণ, বিষয়াসক্ত (বিশেষণ) ১ ভোগ্যবস্তুরপ্রতি আসক্ত; ধনসম্পত্তির প্রতি অনুরক্ত। ২ অত্যন্ত সংসারী। ৩ মোহবিষ্ট; মোহাচ্ছন্ন। বিষয়বস্তু (বিশেষ্য) বর্ণনীয় বিষয়; subject matter। বিষয়তৃষ্ণা, বিষয়বৈরাগ্য (বিশেষ্য) ধনসম্পত্তিতে অনাসক্তি। বিষয়বুদ্ধি (বিশেষ্য) বৈষয়িক জ্ঞান; সাংসারিক জ্ঞান; সম্পত্তি পরিচালনায় কুটবুদ্ধি। বিষয়সূচি (বিশেষ্য) আলোচ্য ঘটনা বা বিষয়সমূহের ধারাবাহিক তালিকা। বিষয়ান্তর (বিশেষ্য) প্রসঙ্গান্তর; আলোচনার এক বিষয় থেকে অন্য বিষয়। বিষয়াসক্তি (বিশেষ্য) ধনসম্পত্তির প্রতি আকর্ষণ; বিষয়ানুরাগ; ভোগ্যবস্তুর প্রতি অনুরক্তি। বিষয়ী (বিশেষ্য) আত্মা; জ্ঞাতা; ইন্দ্রিয়। □ (বিশেষণ) ১ ধনী; সম্পত্তিশালী। ২ বিষয়াসক্ত। বিষয়ীভূত (বিশেষণ) আলোচনা সম্পর্কিত; বিষয়ের অন্তর্গত। {(তৎসম বা সংস্কৃত) বি+√সি+অ(অচ্)}
- Bengali Word বিষয়ী English definition ⇒ বিষয়
- Bengali Word বিস English definition [বিশ্] (বিশেষ্য) মৃণাল; পদ্মাদির ডাঁটা। {(তৎসম বা সংস্কৃত) বিষ> (প্রাকৃত) বিস>}
- Bengali Word বিসংকুল, বিসঙ্কুল English definition [বিশঙ্কুল্] (বিশেষ্য) জটিল; গোলমেলে (ঐকালে জনসমাজ ধর্ম ও দণ্ডনীতিবিষয়ক বিষম বিসংবাদ দ্বারা সাতিশয় বিসঙ্কুল ছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) বি+সংকুল}
- Bengali Word বিসংগত, বিসঙ্গত English definition [বিশঙ্গতো] (বিশেষণ) ১ সংগত নয় এমন; বেখাপ; অসংগত। ২ বেসুরা। {(তৎসম বা সংস্কৃত) বি+সংগত}
- Bengali Word বিসংবাদ, বিসম্বাদ English definition [বিশঙ্বাদ্] (বিশেষ্য) ১ বিরোধ; ঝগড়া; কলহ। ২ অমিল; বৈলক্ষণ্য। ৩ মতানৈক্য; মতভেদ। বিসংবাদিত (বিশেষণ) ১ বিবাদিত; বিরোচিত; বিসংবাদের বিষয়ীভূত। ২ বিতর্কিত। অবিসংবাদিত বিপরীতার্থক শব্দ। বিসংবাদী(-দিন্) (বিশেষণ) ১ বিবাদী; বিরোধী; বিরুদ্ধবাদী। ২ বিসংবাদপূর্ণ। অবিসংবাদী বিপরীতার্থক শব্দ। {(তৎসম বা সংস্কৃত) বি+সম্+বাদ}
- Bengali Word বিসকম্মা (মধ্যযুগীয় বাংলা) English definition [বিসকম্মা] (বিশেষ্য) বিশ্বকর্মা (বিসকম্মা ভোগর গুআ খাএ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিশ্বকর্মা>}
- Bengali Word বিসকুট, বিস্কুট English definition [বিস্কুট্] (বিশেষ্য) ময়দাদির দ্বারা প্রস্তুত পিষ্টকবিশেষ। {(ইংরেজি) biscuit}
- Bengali Word বিসঙ্কুল English definition ⇒ বিসংকুল
- Bengali Word বিসঙ্গত English definition ⇒ বিসংগত
- Bengali Word বিসদৃশ English definition [বিশোদৃশো] (বিশেষণ) ১ অন্যপ্রকার; অন্যরকম (সে কথাটা পদ্যে লিখতে লাগে একটু বিসদৃশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিপরীত; উল্টা। ৩ সামঞ্জস্যহীন (মালার কাছে এই সব কখনই খুব বিসদৃশ মনে হয় নাই-শাখা)। বিসদৃশতা (বিশেষ্য) সামঞ্জস্যহীনতা (এরই বিসদৃশতা আমার মনকে প্রথমেই প্রবল বেগে আকর্ষণ করলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বি+সদৃশ}
- Bengali Word বিসমিল্লা, বিসমিল্লাহ English definition [বিস্মিল্লাহ্] (বিশেষ্য) ১ আল্লাহর নামে; আল্লাহর নাম স্মরণ করে কার্যারম্ভ (মুসলমানের কর্মমন্ত্র বিস্মিল্লাহ-এয়াকুব আলী চৌধুরী)। ২ সূচনা; আরম্ভ; শুরু। বিসমিল্লায় গলদ (বিশেষ্য) গোড়ায় গলদ; শুরুতেই ভুল বা ত্রুটি। {(আরবি) বিস্মিল্লাহ্}
- Bengali Word বিসরণ ১ English definition [বিশরোন্] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার। ২ উদ্ভব। ৩ প্রবাহ। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃ+অন(ল্যুট্)}
- Bengali Word বিসরণ ২ English definition [বিশরা] ((ব্রজবুলি), (মদ্যযুগীয় বাংলা) ) (ক্রিয়া) বিস্তৃত করা বা হওয়া; বিস্মরণ করা; ভুলে যাওয়া। বিসরল ((মদ্যযুগীয় বাংলা) , (ব্রজবুলি)) (ক্রিয়া) বিস্মৃত হলো; ভুলে গেল। বিসরী, বিসরি অসমাপিকা ক্রিয়া ((ব্রজবুলি); (মদ্যযুগীয় বাংলা) ) বিস্মৃত হয়ে; ভুলে গিয়ে (তোহে বিসরি মন-বিদ্যাপতি)। বিসরান ((ব্রজবুলি); (মদ্যযুগীয় বাংলা) ) (ক্রিয়া) ভুলে যাওয়া; বিস্মৃত হওয়া। বিসোঁরিআ ((ব্রজবুলি); (মদ্যযুগীয় বাংলা) ) অসমাপিকা ক্রিয়া ভুলে গিয়ে (পাছু থাক বিসোঁরিআ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। বিসরিত (ব্রজবুলি) (বিশেষণ) বিস্মৃত (যত গুণ বিসরিত ভেলা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) বিস্মরণ>}
- Bengali Word বিসর্গ English definition [বিশর্গো] (বিশেষ্য) ১ বর্ণবিশেষ। ২ ত্যাগ; বিসর্জন। ৩ সৃষ্টি; জন্ম; উৎপত্তি; উদ্ভব। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word বিসর্জন English definition [বিশর্জোন্] (বিশেষ্য) ১ পরিত্যাগ; ত্যাগ। ২ হিন্দুদের পূজার শেষে প্রতিমা নদ্যাদিতে নিক্ষেপ। বিসর্জনীয় (বিশেষণ) ত্যাগের উপযোগী; বিসর্জনযোগ্য (যা কিছু জীর্ণ বিসর্জনীয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। বিসর্জিত (বিশেষণ) ত্যাগ করা বা বিসর্জন দেওয়া হয়েছে এমন। বিসর্জিতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃজ্+অন(ল্যুট্)}
- Bengali Word বিসর্জা English definition [বিশর্জা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) বিসর্জন করা; ত্যাগ করা। {(তৎসম বা সংস্কৃত) বি+√সৃজ্+ (বাংলা) আ}
- Bengali Word বিসর্জিত English definition ⇒ বিসর্জন