ভ পৃষ্ঠা ১১
- Bengali Word ভাজ English definition ⇒ ভাইজ
- Bengali Word ভাজক English definition [ভাজোক্] (বিশেষণ) (গণিত.) ভাগকারী। □(বিশেষ্য) (গণিত.) যে রাশি দিয়ে ভাগ করা যায়; divisor। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+অক(ণ্বুল্)}
- Bengali Word ভাজন ১ English definition [ভাজোন্] (বিশেষ্য) ১ পাত্র; ব্যক্তি (ভক্তিভাজন)। ২ ভাগকরণ; বিভাজন; খণ্ড খণ্ড করণ। ৩ আশ্রয় (কৈল দৈব দুঃখের ভাজন-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+অন(ল্যুট্)}
- Bengali Word ভাজনা English definition [ভাজ্না] (বিশেষ্য), (বিশেষণ) যাতে ভাজা হয় (ভাজনা খোলা)। {√ভাজ্+না}
- Bengali Word ভাজা English definition [ভাজা] (ক্রিয়া) গরম তেলে বা ঘিয়ে রান্না করা; বালির সাহায্যে বা কেবল উত্তাপে পাক করা (মাছ লুচি মুড়ি বেগুন প্রভৃতি ভাজা)। □(বিশেষণ) ভাজা হয়েছে এমন; ভর্জিত (ভাজা মাছ)। ভাজা ভাজা (বিশেষণ) ১ প্রায় ভাজা হয়েছে এমন; ভর্জিত প্রায়। ২ (আলঙ্কারিক) সন্তপ্ত (নানান শোকে কলিজা ভাজা)। ভাজাভুজি ভাজা ভুনা সুস্বাদু খাদ্যদ্রব্য (ভাজাভুজি হত পাঁচটা ছটা-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভাজা মাছ উলটে খেতে জানে না-অতি সরল ও নেহাত নিরীহ প্রকৃতির ব্যক্তি সম্বন্ধে করা উক্তি; কপট ও ধূর্তলোক সম্পর্কেও বলা হয়। তেলে ভাজা (বিশেষ্য) বেসম দিয়ে প্রস্তুত তেলে ভাজা খাবারবিশেষ। হাড়ভাজা ভাজা হওয়া (ক্রিয়া) অত্যন্ত সন্তপ্ত বা জ্বালাতন হওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রস্জ্>(প্রাকৃত) ভজ্জ>(বাংলা) √ভাজ্+আ}
- Bengali Word ভাজাং English definition ⇒ ভুজং
- Bengali Word ভাজি English definition [ভাজি] (বিশেষ্য) ভাজা তরকারি। {√ভাজ্+ই}
- Bengali Word ভাজিত English definition [ভাজিতো] (বিশেষণ) ভাগ করা হয়েছে এমন; বিভক্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভজ্+ণিচ্(=√ভাজি)+ত(ক্ত)}
- Bengali Word ভাজ্য English definition [ভাজ্জো] (বিশেষণ) ১ ভাগার্হ; বিভাগযোগ্য; divisible। ২ (গণিত.) যে রাশিকে অন্য রাশি দিয়ে ভাগ করা হয়; divisible। {(তৎসম বা সংস্কৃত) √ভাজ্+ণিচ্(=√ভাজি)+য(যৎ)}
- Bengali Word ভাট English definition [ভাট্] (বিশেষ্য) ১ একটি জাতি বা সম্প্রদায়। ২ বিবাহাদির ব্যাপারে যারা বংশচরিত কীর্তন করে (শেষে পাঠলী দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ স্তুতিপাঠক (ভাটের দিল গজ ঘোড়া-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ স্তুতি বা বন্দনাকারী। ৫ চারণকবি। ভাট-শালিক (বিশেষ্য) গুয়েশালিক। ভাটকবিতা (বিশেষ্য) চারণ-কবিদের ছড়া। {(তৎসম বা সংস্কৃত) ভট্ট>}
- Bengali Word ভাটক English definition [ভাটোক্] (বিশেষ্য) বাড়া; কেরায়া (যে গৃহে তাঁহার বিপণি ছিল, তাহার ভাটকদানে অসমর্থ হওয়াতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √ভট্+অক(ণ্বুল্)}
- Bengali Word ভাটা, ভাঁটা English definition [ভাটা, ভাঁটা] (বিশেষ্য) ১ সমুদ্র বা নদীতে চন্দ্রসূর্যের আকর্ষণজনিত সাধারণ জলস্ফীতির বা বৃদ্ধির হ্রাস; জোয়ারের বিপরীত; edd-tide। ২ (আলঙ্কারিক) অবনতি; হ্রাস; কমতি; ক্রমপতনশীল; পতনের দিকে গতি (বয়সে ভাটা পড়া; আয়ে ভাটা পড়া)। {(তুলনীয়) (অহমিয়া/অসমিয়া) ভাটী}
- Bengali Word ভাটানো English definition [ভাটানো] (ক্রিয়া) ১ ভাটা পড়া (যখন আসবে জোয়ার উজিয়ে যাবে ভাটিয়ে যাবে ভাটার বেলা-রামরাম বসুরাম বসু)। ২ শেষ হয়ে আসা বা যাওয়া। □(বিশেষ্য) কমের দিকে যাওয়া (বেলা ভাটিয়ে গেল)। {ভাটা+আনো}
- Bengali Word ভাটি গাঙ English definition (বিশেষ্য) যে নদীতে ভাটা পড়েছে। ভাটি দেওয়া (ক্রিয়া) ভাটার অনুকূলে অর্থাৎ ভাটার টানের সঙ্গে সঙ্গে নৌকা বাইতে দেওয়া (ভাটে দিয়ে বলে বাটে চলিবে সত্বর-ঘনরাম চক্রবর্তী)। ভাটি পড়া (ক্রিয়া) যৌবনের পর পৌঢ় অবস্থায় উপনীত হওয়া (যদিও এখন জমিরের বয়সে ভাটি পড়িয়াছে-কাজী আবদুল ওদুদ)। ভাটিবেলা (বিশেষ্য) বৈকাল বেলা। উজান ভাটি (বিশেষ্য) ১ পানির হ্রাস-বৃদ্ধি; জোয়ার-ভাঁটা। ২ উন্নতি-অবনতি (জীবনের উজান-ভাঁটি)। {(তুলনীয়) (অহমিয়া/অসমিয়া) ভাটী}
- Bengali Word ভাটি ১, ভাঁটি ১ English definition [ভাটি, ভাঁটি] (বিশেষ্য) ১ ইট চুন ইত্যাদি পোড়াবার চুলা। ২ ধোপার কাপড় সিদ্ধ করার বড় হাঁড়ি (ভাটি দেওয়া)। ৩ মদ চোলাই করার পাত্র বা স্থান (যখন করেছ মানা বন্ধুরা সব আসলে ভাঁটি-কাজী নজরুল ইসলাম)। ভাটিখানা (বিশেষ্য) মদ প্রস্তুত করবার ঘর বা স্থান; মদ চোলাই করার কারখানা, মদের দোকান (বেরিয়ে ভাঁটিখানা থেকে বলল হেঁকে বৃদ্ধ পীর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাষ্ট>(প্রাকৃত) ভট্ঠ>}
- Bengali Word ভাটি ২, ভাঁটি ২ English definition [ভাটি, ভাঁটি] (বিশেষ্য) ১ নদী প্রভৃতির ক্ষয়িষ্ণু জলের স্রোতের দিক বা নিম্নগতি। ২ অবনতি; নিচু দিকে গতি। ৩ অবসান; পড়ন্ত বেলা (হইল দুপুর ভাটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ হ্রাস (জোয়ারের পানি যে নারীর বয়স যাবৎ না পড়ে ভাটি ভুঞ্জ রতি রস-কাজী দৌলত)। ৫ পরাজয়। □(বিশেষণ) ১ গত; অপসৃত (এখন সারথি ভাটি-পাগলা কানাই)। ২ অল্প; মৃদু (ক্ষীর রান্ধে জ্বাল দিয়া ভাটি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ দক্ষিণ (ভাটি অঞ্চল)। ৪ নিম্নদিক।
- Bengali Word ভাটিয়াল ১ English definition [ভাটিয়াল্] (বিশেষণ) দক্ষিণ দেশীয় (ভটিয়াল সুর)। {ভাটি+আল}
- Bengali Word ভাটিয়াল ২ English definition ⇒ ভেটেল
- Bengali Word ভাটিয়ালি, ভাটিয়ালী, ভাটিয়ারী English definition [ভাটিয়ালি, ভাটিয়ালি, ভাটিয়ারি] (বিশেষ্য) ১ লোকসঙ্গীতের সুরবিশেষ। ২ উক্ত সুরে গাওয়া গান; ভাটার টানে নৌকা চলাকালীন মাঝিরা যে সুরে গান গায় (উজান বাওয়ার গান এবার গাসনে ভাটিয়ালি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভর্তৃহারিকা>ভাটিয়ারি>}
- Bengali Word ভাটুয়া English definition [ভাটুয়া] (বিশেষ্য) বাট; ঘটক (কন্যার বিয়ার ল্যাগা ভাটুয়া পাঠাইল-মেগী)। {ভাট+উয়া}