ভ পৃষ্ঠা ৩৪
- Bengali Word ভ্যাকান্সি English definition ⇒ ভেকান্সি
- Bengali Word ভ্যাজাল English definition ⇒ ভেজাল
- Bengali Word ভ্যাদা English definition ⇒ ভেদা
- Bengali Word ভ্যান ভ্যান, ভ্যাদ ভ্যাদ, ভ্যানর ভ্যানর English definition [ভ্যান্ভ্যান্, ভ্যাদ্ভ্যাদ্, ভ্যানোর্ভ্যানোর্] (অব্যয়) ১ মশামাছির একটানা বিরক্তিকর গুঞ্জন (মাছি ভ্যান ভ্যান করছিল-মও)। ২ ক্রমাগত অনভিপ্রেত অনুরোধ ধ্বনি (একশ বার কানের কাছে ভ্যান ভ্যান করছ কেন?)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভ্যানিটি ব্যাগ English definition [ভ্যানিটি ব্যাগ্] (বিশেষ্য) মেয়েদের হাতব্যাগ বা থলে (ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে আসে রেহানা-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) vanity bag}
- Bengali Word ভ্যাপসা English definition ⇒ ভাপ
- Bengali Word ভ্যাবলা English definition ⇒ হাবলা
- Bengali Word ভ্যাবা, ভ্যাবাগঙ্গারাম, ভ্যাবাচেকা English definition ⇒ ভেবা
- Bengali Word ভ্যালসা English definition ⇒ ভেলসা
- Bengali Word ভ্যালা English definition [ভ্যালা] (বিশেষণ) বিদ্রূপ বিরক্তি প্রশংসা প্রভৃতিতে ‘ভালো’ শব্দের বিৃকত রূপ; বলিহারী; ভালো; সাবাস; বেড়ে (ভ্যালা মোর ভাই)। {(তৎসম বা সংস্কৃত) ভদ্র>ভাল>}
- Bengali Word ভ্যাসকা English definition ⇒ ভসকা
- Bengali Word ভ্যাস্তা English definition ⇒ ভেস্তা
- Bengali Word ভ্রংশ English definition [ভ্রোঙ্শো] (বিশেষ্য) ১ নাশ; ধ্বংস (বুদ্ধিভ্রংশ)। ২ চ্যুতি; পতন; স্খলন (জাতিভ্রংশ)। ভ্রংশন (বিশেষ্য) ১ ভ্রংশ; চ্যুতি; পতন; স্খলন। ২ ভ্রষ্টকরণ। ভ্রংশিত (বিশেষণ) ১ বিচ্যুত; স্খলিত; অধ:পতিত। ২ বিনষ্ট; বিধ্বস্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রন্শ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভ্রম English definition [ভ্রোমো] (বিশেষ্য) ১ ভ্রান্তি; ভুল। ২ বিস্মৃতি। ৩ ঘূর্ণি; আবর্ত। ৪ মিথ্যাজ্ঞান; মায়া; ধাঁধা। ৫ ছুতোরের কুঁদ যন্ত্র। ৬ কুম্ভকারের চক্র। ভ্রমনিরসন (বিশেষ্য) ভুল সংশোধন বা অপনোদন। ভ্রমপ্রমাদ (বিশেষ্য) ভুলত্রুটি; দোষ; ভুল। ভ্রমবশত (ক্রিয়াবিশেষণ) ১ ভুল ধারণার বশবর্তী হয়ে। ২ ভুল করে; ভুল হেতু; ভুলের জন্য। ভ্রমসংকুল, ভ্রমসঙ্কুল (বিশেষ্য) ভুলে ভরা। {তৎসম বা সংস্কৃত √ভ্রম্+অ(ঘঞ্)}
- Bengali Word ভ্রমণ English definition [ভ্রোমোন্] (বিশেষ্য) ১ বেড়ানো; পর্যটন। ২ ঘূর্ণন। ভ্রমণকারী (বিশেষণ) ঘুরে বেড়ায় এমন; পরিব্রাজক; পর্যটক। ভ্রমণ বৃত্তান্ত (বিশেষ্য) পর্যটন কাহিনী। {√ভ্রম্+অন(ল্যুট্)}
- Bengali Word ভ্রমমাণ English definition [ভ্রোমোমান্] (বিশেষ্য), (বিশেষণ) পর্যটনশীল; যে বা যা ঘুরে বেড়াচ্ছে। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+মান(শানচ্)}
- Bengali Word ভ্রমর, ভোমরা, ভোমর English definition [ভ্রোমোর্, ভোম্রা, ভোমোর্] (বিশেষ্য) মৌমাছি; মধুপ; মধুকর; অলি; ভৃঙ্গ; ষট্পদ; দ্বিরেফ (ভোমরার পাখা পরাগে হলুদ আজ; অঙ্গে মধুমাখা-কাজী নজরুল ইসলাম)। ২ কামুক। ৩ কাঠ ছিদ্র করার যন্ত্র। ভ্রমরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। ভ্রমরকৃষ্ণ (বিশেষণ) ভ্রমরের মতো খুব গাঢ় ও উজ্জ্বল কৃষ্ণবর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+অর, >}
- Bengali Word ভ্রমরক English definition [ভ্রমরক্] (বিশেষ্য) ১ ললাটের চূর্ণকুন্তল বা অলকগুচ্ছ। ২ মৌমাছি; মধুকর। ৩ ভ্রমর। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+অর+ক(কন্)}
- Bengali Word ভ্রমসি (মধ্যযুগীয় বাংলা) English definition [ভ্রমসি] (ক্রিয়া) ভ্রমণ করছ (বনে ভ্রমসি সেই অভ্যাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্}
- Bengali Word ভ্রমাত্মক English definition [ভ্রোমাত্তঁক্] (বিশেষণ) ভ্রান্তিময়; ভুলে পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম+আত্মক; ৩ তৎপুরুষ সমাস}