ভ পৃষ্ঠা ৩৫
- Bengali Word ভ্রমান্ধ English definition [ভ্রোমান্ধো] (বিশেষণ) ভুলবশত দৃষ্টি আচ্ছন্ন হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম+অন্ধ; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word ভ্রমি ১, ভ্রমী English definition [ভ্রোমি] (বিশেষ্য) ঘূর্ণিজল; আবর্ত। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম্+ই(ইন্), ইন্(ঘিনুণ্)}
- Bengali Word ভ্রমি ২ English definition [ভ্রোমি] (বিশেষ্য) ভিরমি (রাজসভার শোভা দেখে ভ্রমি গিয়েছে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+ই(ইন্)}
- Bengali Word ভ্রমিক English definition [ভ্রোমিক] (বিশেষণ), (বিশেষ্য) ভ্রমণকারী; পর্যটক (ভ্রমিক মুখে শুনি প্রশংসা বহুল-খানবাহাদুর আবদুল হাকিম)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+ই+ক(কন্)}
- Bengali Word ভ্রমী English definition ⇒ ভ্রমি১
- Bengali Word ভ্রমো English definition [ভ্রোমো] (ক্রিয়া) ঘুরে বেড়ানো; ভ্রমণ করা; চলা (ভ্রমি আমি একাকিনী-মাইকেল মধুসূদন দত্ত)। ভ্রমানো (ক্রিয়া) ঘুরানো; ভ্রমণ করানো। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+(বাংলা) আ}
- Bengali Word ভ্রষ্ট English definition [ভ্রোশ্টো] (বিশেষণ) ১ পতিত। ২ চ্যুত; বিচ্যুত (ছিন্নমালার ভ্রষ্ট কুসুম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ধর্মবিরুদ্ধ। ৪ দোষযুক্ত। ৫ ব্যভিচারী; নষ্ট। ভ্রষ্টা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। ভ্রষ্টতা (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ভ্রষ্টাচারণ, ভ্রষ্টাচার (বিশেষ্য) ১ অধার্মিকতা। ২ পাপানুষ্ঠান। ভ্রষ্টাচারী (-রিন্) (বিশেষ্য) আচার বা ধর্ম থেকে ভ্রষ্ট। ভ্রষ্টাচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রন্শ্+ত(ক্ত)}
- Bengali Word ভ্রাতা English definition [ভ্রাত্তৃ] (বিশেষ্য) ১ ভাই; সহোদর বা বৈমাত্রেয় ভাই। ২ সহোদর স্থানীয় ব্যক্তি; ভাইয়ের তুল্য ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রাজ্+তৃ(তৃন্)}
- Bengali Word ভ্রাতুষ্টুত্র English definition [ভ্রাতুশ্পুত্ত্রো] (বিশেষ্য) ভাইয়ের ছেলে; ভাইপো। ভ্রাতুষ্পুত্রী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতুঃ+পুত্র}
- Bengali Word ভ্রাতৃ English definition [ভ্রাত্তৃ] (বিশেষ্য) ভাই। ভ্রাতৃজায়া, ভ্রাতৃবধূ (বিশেষ্য) ভাইয়ের স্ত্রী; বৌদী; ভাবী। ভ্রাতৃত্ব (বিশেষ্য) ভায়ের অধিকার; ভ্রাতৃভাব। ভ্রাতৃদ্বিতীয়া (বিশেষ্য) (হিন্দু সমাজে প্রচলিত) কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়াতে ভগ্নি কর্তৃক মঙ্গল কামনায় ভাইয়ের কপালে তিলক দান; ভাইফোঁটা। ভ্রাতৃপ্রেম, ভ্রাতৃস্নেহ (বিশেষ্য) ভাইয়ের প্রতি মমতা; ভাইয়ের প্রতি ভালবাসা। ভ্রাতৃব্য (বিশেষ্য) ভাইপো। ভ্রাতৃভাব (বিশেষ্য) ভাই ভাই ভাব; সোহার্দ্যের ভাব। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রাজ্+তৃ(তৃন্)}
- Bengali Word ভ্রান্ত English definition [ভ্রান্তো] (বিশেষণ) ভুল করেছে এমন; ভ্রমযুক্ত; ভুলযুক্ত; দিকভ্রান্ত; পথভ্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+ত(ক্ত)}
- Bengali Word ভ্রান্তি English definition [ভ্রান্তি] (বিশেষ্য) ১ মিথ্যা বা ভুল ধারণা। ২ ভ্রম; ভুল; error; delusion। ৩ বিস্মৃতি; বিস্মরণ। ভ্রান্তিজনক, ভ্রান্তিপদ (বিশেষণ) ভ্রমোৎপাদক; ভ্রম উৎপাদন করে এমন। ভ্রান্তিবশত (ক্রিয়াবিশেষণ) ভ্রমহেতু; ভ্রান্তির কারণে। ভ্রান্তিমান (বিশেষণ) ভ্রান্তিযুক্ত। □(বিশেষ্য) কাব্যের অর্থালঙ্কারবিশেষ। ভ্রান্তিমূলক (বিশেষণ) ভ্রমাত্মক। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+ তি(ক্তি)}
- Bengali Word ভ্রামক English definition [ভ্রামোক্] (বিশেষণ) চালক। ২ ভ্রমজনক; ভ্রান্তিযুক্ত। ১ ঘূর্ণয়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+অ(ঘঞ্)+অক(ণ্বুল্)}
- Bengali Word ভ্রামর English definition [ভ্রামোর্] (বিশেষ্য) ১ মধু। ২ চুম্বক পাথর; আয়স্কান্তমণি। □(বিশেষণ) ভ্রমরজাত; ভ্রমর থেকে উৎপন্ন। ২ ভ্রমরসংক্রান্ত। ভ্রমরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। ২ হিন্দুদের দেবী দুর্গা। ভ্রমর সম্পর্কীয়। ভ্রামরী মিত্রতা (বিশেষ্য) সম্পৎকালের বন্ধুত্ব; মধুযুক্ত পুষ্পের সঙ্গে ভ্রমরের মিত্রতাবৎ সম্পর্ক। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমর+অ(অণ্)}
- Bengali Word ভ্রাম্যমাণ English definition [ভ্রাম্মোমান্] (বিশেষণ) ১ ঘুরানো হচ্ছে এমন; ভ্রমণ করানো; ঘূর্ণ্যমান। ২ ভ্রমণশীল; ঘুরে বেড়ায় এমন; পথিক (ভ্রাম্যমাণ গ্রন্থাগার)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রম্+ণিচ্(=√ভ্রামি)+মান(শানচ্)}
- Bengali Word ভ্রু, ভ্রূ, ভুরু English definition [ভ্রু, ভ্রু, ভুরু] (বিশেষ্য) চক্ষুর উপরিস্থ ও কপালের নিম্নস্থ লোমসমূহ। ভ্রুকুঞ্চন, ভ্রূকুঞ্চন, ভ্রুকুটি, ভ্রূকুটি, ভ্রুভঙ্গ, ভ্রূভঙ্গ, ভ্রুভঙ্গি, ভ্রূভঙ্গি (বিশেষ্য) ক্রোধ; বিরক্তি ইত্যাদি প্রকাশের জন্য ভ্রুক্ষেপ, ভ্রূক্ষেপ (বিশেষ্য) ১ দৃষ্টিনিক্ষেপ; দৃষ্টিপাত। ২ গ্রাহ্যকরণ। ভ্রুবিলাস, ভ্রূবিলাস, ভ্রুবিভ্রম, ভ্রূবিভ্রম (বিশেষ্য) মনোহর বা সুন্দর ভ্রুভঙ্গি (ভ্রূবিলাস শেখে নাই কারা সেই নারী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভ্রুমধ্য, ভ্রূমধ্য (বিশেষ্য) দুই ভ্রুর মধ্যস্থল। ভ্রুলতা, ভ্রূলতা (বিশেষ্য) লতার মতো বক্র ও সুন্দর ভ্রু। ভ্রুলতা, ভ্রূলতা (বিশেষ্য) লতার মতো বক্র ও সুন্দর ভ্রু। ভ্রুসংকেত, ভ্রূসংকেত (বিশেষ্য) ভ্রুকুঞ্চন দ্বারা ইঙ্গিত; ভ্রুসংকোচন দ্বারা ইশারা। {তৎসম বা সংস্কৃত ভ্রম্+উ, ঊ(ডু); (তৎসম বা সংস্কৃত) ভ্রু>(বাংলা) ভুরু}
- Bengali Word ভ্রুকুণ্ডা, ভ্রূকুণ্ডা English definition [ভ্রুকুন্ডা] (বিশেষ্য) এক প্রকার তৃণ যার ছোট ছোট বীজ বস্ত্রাদিতে লেগে থাকে। {তৎসম বা সংস্কৃত ভ্রূ+কুণ্ডা}
- Bengali Word ভ্রূণ English definition [ভ্রুনো] (বিশেষ্য) গর্ভস্থ সন্তান। ভ্রূণঘ্ন, ভ্রূণহা (বিশেষণ) ভ্রূণ হত্যাকারী; সন্তানের ঘাতক বা বধকারী। ভ্রূণজীব (বিশেষ্য) গর্ভস্থ সন্তান (ভ্রূণজীব হত্যার সন্তাপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভ্রূণহত্যা (বিশেষ্য) গর্ভপাত; গর্ভস্থ সন্তানকে বধ; গর্ভ নষ্টকরণ। ভ্রূণায়মানতা (বিশেষ্য) সন্তান উৎপাদনের ক্ষমতা (বিদিশার মাঝে আছে সেই প্রতিশ্রুতি। সেই ভ্রূণায়মানতা- অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রূণি+অ(অচ্)}
- Bengali Word ভড় ১ English definition [ভড়্] (বিশেষ্য) মালবাহী বড় নৌকাবিশেষ (জগন্নাথের ঘাটে মহাজনের গাধাবোট ভড় ডিঙ্গি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>বহর্>}
- Bengali Word ভড় ২ English definition [ভড়্] (বিশেষ্য) ১ বর্ণসঙ্কর জাতিবিশেষ। ২ হিন্দুর উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভট>}