ভ পৃষ্ঠা ১৪
- Bengali Word ভাবাত্মক, ভাবান্তর, ভাবাবেশ, ভাবাভাস, ভাবার্থ English definition ⇒ ভাব
- Bengali Word ভাবালু English definition [ভাবালু] (বিশেষণ) ভাব বা কল্পনাবিলাসী; ভাবপ্রবণ; কল্পনাপ্রবণ বা প্রিয়; sentimental (কৃপালু, দয়ালূ ইত্যাদির অনুকরণে গঠিত)। ভাবালুতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) ভাব+আলু(আলুচ্)}
- Bengali Word ভাবি English definition ⇒ ভাবী২
- Bengali Word ভাবিক English definition [ভাবিক্] (বিশেষণ) ১ উদ্দীপক; প্রেরণাদায়ক। ২ প্রাকৃতিক; স্বাভাবিক। ৩ ভাবযুক্ত; ভাববিশিষ্ট। ৪ ভাবী; ভবিষ্যৎকালিক। {(তৎসম বা সংস্কৃত) ভাব+ই(ঠক্)}
- Bengali Word ভাবিজি English definition ⇒ ভাবীজান
- Bengali Word ভাবিত English definition [ভাবিতো] (বিশেষণ) ১ চিন্তিত; চিন্তাগ্রস্ত। ২ উদ্বিগ্ন; উদ্বেগাকুল (ভাবিত হওয়া; মহাভাবিত হয়ে বসে আছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ঘটিত। ৪ পবিত্রীকৃত। ৫ বাসিত; যুক্ত। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ণিচ্জ(=Öভাবি)+ত(ক্ত)}
- Bengali Word ভাবিনী ১ English definition [ভাবিনি] (বিশেষ্য) ১ ভাবময়ী নারী; হাবভাববিশিষ্টা নারী (বিবহার্থী ব্রাহ্মণকুমাররাও ভাবিনী ভার্যার আদর্শনবার্ত্তা শ্রবণগোচর করিয়া ম্লান বদনে তথায় উপস্থিত হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রেমিকা। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ইন(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word ভাবিনী ২ English definition ⇒ ভাবী১
- Bengali Word ভাবী ১ (-বিন্) English definition [ভাবি] (বিশেষণ) ১ ভবিষ্যৎ; আগামী (ভাবী কাল; নিশীথের গর্ভে ভাবী ঊষার ন্যায়-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ হবু; ভবিষ্যতে হবে এমন (ভাবী ভগ্নিপতি)। ভাবিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+ইন(ইনি)}
- Bengali Word ভাবী ২, ভাবি English definition [ভবি] (বিশেষ্য) বড় ভাইয়ের স্ত্রী; ভাতৃজায়া; বৌদি। {(হিন্দি) ভাবী}
- Bengali Word ভাবীজান, ভাবিজি, ভাবিজী English definition [ভাবিজান্, ভাবিজি, ভাবিজি] (বিশেষ্য) সম্মানিতা ভ্রাতৃবধূ (সময় কাটবে বলে ভাবিজীর কাছ হতে দু’চারটে বই আর মাসিকপত্র এনেছি-কাজী নজরুল ইসলাম)। {(হিন্দি) ভাবীজী}
- Bengali Word ভাবুক English definition [ভাবুক্] (বিশেষণ) ১ চিন্তা করে বোঝার ক্ষমতা আছে এমন; চিন্তাশীল। ২ কল্পনাপ্রবণ; ভাবপ্রবণ। ভাবুকতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+উক(উকঞ্)}
- Bengali Word ভাবুনে English definition [ভাবুনে] (বিশেষণ) ১ যে সাজগোজ করতে খুব ভালোবাসে এমন; প্রসাধনপ্রিয় (ঢের দেখেছি, তোর মত এমন ভাবুনে দেখিনি-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ রঙ্গরসপ্রিয়া; কৌতুকপ্রিয়। ৩ কপটতাপ্রিয়; ভাবগোপনকারী। ভাবুনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভাবন+(বাংলা) ইয়া>এ}
- Bengali Word ভাবোচ্ছ্বাস, ভাবোদয়, ভাবোদ্দীপক, ভাবোদ্দীপন, ভাবোন্মত্ত, ভাবোন্মাদ, ভাবোন্মেষ English definition ⇒ ভাব
- Bengali Word ভাব্য English definition [ভাব্বো] (বিশেষণ) ১ অবশ্যম্ভাবী; ভবিতব্য; অনিবার্য। ২ চিন্তনীয়; ভাবনাযোগ্য। ৩ সাধ্য; নিষ্পাদ্য। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+য(ণ্যৎ)}
- Bengali Word ভাব্যমান English definition [ভাব্বোমান্] (বিশেষণ) ক্ষমতাবান (দেখি এ ভাব্যমান, কাছে ছিল হনুমান-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+য(ণ্যৎ)+মান(শানচ্)}
- Bengali Word ভাম English definition [ভাম্] (বিশেষ্য) ১ খাটাশজাতীয় জন্তু; এক ধরণের বনবিড়াল। ২ দীপ্তি। ৩ কিরণ। ৪ কোপ (মানিনী ভামিনী কি হে ভামের গুমরে পাখরূপ ঘোমটায় ঢেকেছে বদনে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) Öভাম্+অ(ঘঞ্)}
- Bengali Word ভামিনী, ভামী English definition [ভামিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কোপনস্বভাবা স্ত্রীলোক; কোপনা নারী। ২ নারী (অনেক ভামিনী রূপের গৌরবে পা মাটিতে দেন না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) Öভাম্ (ক্রুদ্ধ অর্থে)+ইন্(ণিনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word ভামুর English definition [ভামুর্] (বিশেষণ) বাঁকা (সেই কেমন দুই হাতে ভামুর করে আনা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {ভাঁজ>}
- Bengali Word ভার English definition [ভার্] (বিশেষ্য) ১ ওজন (গুরুভার)। ২ বোঝা (ভারবাহক)। ৩ উদ্বেগ; উৎকন্ঠা; চাপ (ঋণের ভার, বেদনার ভার)। ৪ দায়িত্ব; দায় (ভারপ্রাপ্ত কর্মচারী)। ৫ পুঞ্জ; সমূহ; রাশি (কুসুমভার, কেশভার)। ৬ ভারযষ্টি; বাঁক (খেজুর রসের ভার কাঁধে ছিল তার)। ৭ ভারী বোঝাবিশিষ্ট; অধিক ওজনযুক্ত (বইগুলো বড্ড ভার মনে হচ্ছে)। ৮ রুগ্ন; অসুস্থ। □(বিশেষণ) ১ দুঃসহ; দুর্বহ (জীবন ভার হয়ে উঠেছে)। ২ অপ্রসন্ন; বেজার (মুখ ভার করে থাকা)। ৩ রুগ্ণ; অসুস্থ (শরীরটা ভাল ভার লাগা)। ৪ দুঃসাধ্য; কঠিন (সংসার চালানো ভার, তাকে চেনা ভার)। ভারকেন্দ্র (বিশেষ্য) (পদার্থবিদ্যা) বস্তুর ভারের মধ্যবিন্দু; centre of gravity। ভারগ্রস্ত (বিশেষণ) ভারাক্রান্ত (এই ভারগ্রস্ত ভাঙা সংসারটিকে চারাইবার-রবীন্দ্রনাথ ঠাকুর))। ভারবাহ, ভারবাহক, ভারবাহী (বিশেষণ), (বিশেষ্য) যে বোঝা বহন করে; বোঝা বহনকারী; ভারী। ভারযষ্টি (বিশেষ্য) ভার বহনের বাঁক। ভারসহ (বিশেষণ) ভার সইতে পারে এমন। ভারসাম্য (বিশেষ্য) দুই দিকের ভাবের সমতামূলক সামঞ্জস্য; balance। ভারহীন (বিশেষণ) হালকা; ওজনহীন। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+অ(ঘঞ্)}