ভ পৃষ্ঠা ১২
- Bengali Word ভাণ English definition [ভান্] (বিশেষ্য) ১ এক অঙ্কে যে নাটক শেষ হয়; সংস্কৃত রূপক নাটিকা (সেটা নাটক কি রূপক কি ভাণ তা ঠিক বলতে পারব না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ছল; জ্ঞান; বোধ। ৩ ভাব; বাণী (ভণয়ে বিদ্যাপতি তখনক ভাণ-বিদ্যাপতি)। □(বিশেষণ) তুল্য; সদৃশ (গতি গজ রাজক ভাণে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভাণা English definition [ভানা] (ক্রিয়া) বলা (কবি বিদ্যাপতি ভাণ)। {(তৎসম বা সংস্কৃত) ভাণ+(বাংলা) আ}
- Bengali Word ভাণিকা English definition [ভানিকা] (বিশেষ্য) হাস্যরসাত্মক একাঙ্ক নাটিকা। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্+অ(ঘঞ্)+ক+আ}
- Bengali Word ভাণ্ড English definition [ভান্ডো] (বিশেষ্য) ১ পাত্র; ভাঁড়। ২ বাদ্যযন্ত্র। ৩ পুঁজি। ৪ দেহ (গুরু না ভজিলে ভাণ্ড শৃগালে না খায়-মানিক রাজান গান)। ৫ নাপিতের অস্ত্রাদি রাখবার ক্ষুদ্র পেটরা। ভাণ্ডপুট (বিশেষ্য) নাপিত; ক্ষৌরকার। ভাণ্ডাগার (বিশেষ্য) ধনাগার; ভাঁড়ার। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্ড্+অ(ঘঞ্)}
- Bengali Word ভাণ্ডানো English definition [ভান্ডানো] (ক্রিয়া) (মধ্যযুগীয় বাংলা) ভাঁড়ানো; প্রতারণা বা প্রবঞ্চনা করা; ঠকানো (কি বলিয়া ভাণ্ডাই সে সকল জনে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) √ভণ্ড্+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-ভাণ্ডাই, ভাণ্ডাও, ভাণ্ডায়, ভাণ্ডান; অসমপিকা ক্রিয়া-ভাণ্ডালে, ভাণ্ডাতে, ভাণ্ডিয়ে ইত্যাদি}
- Bengali Word ভাণ্ডার, ভাঁড়ার English definition [ভান্ডার্, ভাঁড়ার্] (বিশেষ্য) ১ ধন খাদ্য বা অন্য বস্তু যেখানে সঞ্চিত থাকে; ধনাগার; ভাঁড়ার (ভাঁড়ার ঘর; ভাণ্ডার দ্বার খুলেছে জননী অন্ন যেতেছে লুটিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুঁজি; কোষ। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডাগার>}
- Bengali Word ভাণ্ডারী(-রিন্), ভাঁড়ারি English definition [ভান্ডারি, ভাঁড়ারি] (বিশেষ্য) ১ ভাণ্ডার রক্ষক; ধনরক্ষক (হানিফের বাক্য শুনি চলিল ভাণ্ডারী-হেয়াত মাহমুদ; কখন খেটেল কখন ভাঁড়ারী-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভৃত্য; অনুচর। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডার+ইন্(ইনি),>}
- Bengali Word ভাণ্ডি English definition [ভান্ডি] (বিশেষ্য) তাড়া (তাগের ভাণ্ডি)। {(ইংরেজি) bundle}
- Bengali Word ভাণ্ডীর English definition [ভান্ডির্] (বিশেষ্য) ১ বটগাছ। ২ ভাঁট বা ঘেঁটুগাছ। {(তৎসম বা সংস্কৃত) ভাণ্ডীর}
- Bengali Word ভাত ১ English definition [ভাতো] (বিশেষণ) ১ আলোকিত; দীপ্ত; উদ্ভাসিত। ২ প্রকাশিত; প্রতিভাত। ভাতি (বিশেষ্য) দীপ্তি; প্রভা; দ্যুতি (‘নিশিথে প্রদীপ ভাতি’)। {(তৎসম বা সংস্কৃত) √ভা+ত(ক্ত)}
- Bengali Word ভাত ২ English definition [ভাত্] (বিশেষ্য) রাঁধা চাল; খাওয়ার যোগ্য সিদ্ধ করা চাল; অন্ন। ভাতকাপড় (বিশেষ্য) অন্ন-বস্ত্র; খাদ্য ও পরিধেয় বস্ত্র। ভাত ছড়ালে কাকের অভাব হয় না (প্রবচন) পয়সা থাকলে বা জোগাতে পারলে ভৃত্যের অভাব হয় না। ভাত বাড়া (ক্রিয়া) ভোজনপাত্রে অন্ন সাজিয়ে দেওয়া (ছোট্ট থালায় হয় নাকো ভাত বাড়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভাতুড়ে, ভাতুড়িয়া (বিশেষণ) পরের অন্নে পালিত; অন্নদাস; গলগ্রহ। ভেতো (বিশেষণ) ১ ভাতই প্রধান খাদ্য এমন; ভাত খেতে ভালোবাসে এমন; অন্নপ্রিয় (ভাত বিনে বাঁচিনে আমরা ভেতো বাঙ্গালী-ঈশ্বরচন্দ্র গুপ্ত)। ২ (আলঙ্কারিক) দুর্বল; ভিতু; ভীরু। ভাতে মারা (ক্রিয়া) (আলঙ্কারিক) অন্ন না দিয়ে বা জীবিকার উপায় বন্ধ করে জব্দ করা। ভাতে ধুনো দেওয়া (ক্রিয়া) প্রতারিত করা; ঠকানো। ভাতের কাঁড়ি (বিশেষ্য) এক রাশ অন্ন। {(তৎসম বা সংস্কৃত) ভক্ত>}
- Bengali Word ভাতা ১ English definition [ভাতা] (বিশেষ্য) ১ প্রতিভাত হওয়া; আলোকিত হওয়া; দীপ্তি পাওয়া। ২ প্রকাশ পাওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ভা+ত(ক্ত)=ভাত+(বাংলা) আ}
- Bengali Word ভাতা ২ English definition [ভাতা] (বিশেষ্য) অতিরিক্ত বেতন; বাড়তি বেতন; বৃত্তি; খাদ্যমূল্য বৃদ্ধি বা পরিদর্শনাদি কাজের কর্মচারীদের নিয়মিত বেতনের যে অর্থ দেওয়া হয়; allowance। {(তৎসম বা সংস্কৃত) ভৃতি>}
- Bengali Word ভাতার English definition [ভাতার্] (বিশেষ্য) স্বামী; পতি; ভরণ করায় যে; ভর্ত বা ভাত দেয় যে। ভাতার-কামড়া (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামীর উপর প্রতিপত্তিশালিনী; স্বামীকে আঁকড়িয়ে রাখে যে (তুই যে ভাতার কামড়া তুই আবার অন্য নোকলে দিবি-দীনবন্ধু মিত্র)। ভাতারখাকি, ভাতারখাগি (বিশেষণ), (বিশেষ্য) ১ (অশিষ্ট) স্বামীকে খেয়েছে এমন; রাঁড়। ২ বিবাহিতা নারীকে বিধবা বলে দেওয়া গালি। ভাতারি (বিশেষণ) ভাতার ধরে এমন; ভাতাররূপে গ্রহণকারিণী। {(তৎসম বা সংস্কৃত) ভর্ত্তৃ/ভর্তা?+(বাংলা) আর}
- Bengali Word ভাতাসি English definition [ভাতাশি] (বিশেষ্য) অবধি খাওয়ার ফলে খাদ্যে অরুচি; ক্রমাগত একই খাদ্য খাওয়ায় খেতে স্পৃহার অভাব; অরুচি (মারে কি তোর ভাতাসি লাগে না (অচিন্ত্যকুমার সেনগুপ্ত))। {ভাত+আ+সি}
- Bengali Word ভাতি English definition [ভাতি] (বিশেষ্য) ১ শোভা; দীপ্তি (বৃদ্ধের নয়নপল্লবে স্বর্গের ভাতি ফুটে উঠল-শেখ ফজলল করিম)। ২ প্রকার; রকম; সাদৃশ্য (নানা পক্ষী জলচর গড়ে নানা ভাতি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √ভা+তি(ক্তি)}
- Bengali Word ভাতিজা English definition [ভাতিজা] (বিশেষ্য) ভাইয়ের ছেলে; ভাইপো (গাড়ীতে ছিল ভাতিজা মামুন মিঞা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ভাতিজি, ভাতিজী (স্ত্রীলিঙ্গ) (ভাতিজি আমার নিজের কথা এড়িয়ে যাচ্ছে-আবু রুশ্দ্)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রাতৃজ>}
- Bengali Word ভাদর English definition [ভাদোর্] (বিশেষ্য) ভাদ্র মাস (ভরা বাদর মাহ ভাদর-বিদ্যাপতি; শাওনে যাহারে পেলে না তাহার কি ভাদরে পাইবে দেখা-কাজী নজরুল ইসলাম)। ভাদুরে (বিশেষণ) ভাদ্র মাস সম্বন্ধীয়; ভাদ্রমাসে উৎপন্ন। ভাদুরে তাল, ভাদ্দুরে তাল (বিশেষ্য) ১ ভাদ্র মাসের পাকা তাল। ২ (আলঙ্কারিক) পাকা তাল গাছ থেকে পড়লে যেমন শব্দ হয়, তেমনি শব্দযুক্ত কিল লাথি ইত্যাদি (পিঠের উপর মস্ত একটা লাথি মেরে বললাম-তাহলে এমনি করে তোর পিঠে ভাদুরে তাল ফেলাই-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>}
- Bengali Word ভাদাল English definition [ভাদাল্] (বিশেষ্য) গাঁদাল; গন্ধ-ভাদাল; এক প্রকার ঔষধি। {(তৎসম বা সংস্কৃত) গন্ধভদ্রা>গন্ধভাদাল>}
- Bengali Word ভাদোই English definition [ভাদোই] (বিশেষণ) ভাদ্র মাসের। □(বিশেষ্য) ভাদ্র মাসে উৎপন্ন ফসল (এবার চাসীরা ভাদোই খুব ভালই পেয়েছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভাদ্র>}