ভ পৃষ্ঠা ২৩
- Bengali Word ভুজা ৩ English definition [ভুজা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) বাহু; ভুজ (দশভুজা)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+আ(টাপ্)}
- Bengali Word ভুজালি, ভোজালি, ভোজলি English definition [ভুজালি, ভোজালি, ভোজোলি] (বিশেষ্য) এক প্রকার ছোট তরবারি, নেপালি খড়্গবিশেষ; কুকরি (ভোজলি হাতে কোন মারাঠা ডাকাত-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ভুজপালিকা>}
- Bengali Word ভুজিষ্য English definition [ভুজিশ্শো] (বিশেষ্য) চাকর। {(তৎসম বা সংস্কৃত) ভুজ্+ইষ্য(কিষ্যন্)}
- Bengali Word ভুজুং, ভুজুং ভাজুং English definition ⇒ ভোজং
- Bengali Word ভুঞা, ভুইঞা, ভূঞা English definition [ভূআঁ, ভুইআঁ, ভুআঁ] (বিশেষ্য) ১ অধিপতি, ভূস্বামী। ২ পদবি। ভুঞি, ভুই (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ভূমি; মাটি। ভুঞে-মাটিতে (তুলিয়া আছাড়ে ভুঞে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি>}
- Bengali Word ভুঞ্জন English definition [ভুন্জন্] (বিশেষ্য) উপভোগ (শুধু নীরবে ভুঞ্জন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √ভুঞ্জ+অন(ল্যুট্)}
- Bengali Word ভুঞ্জা English definition [ভুন্জা] (ক্রিয়া) ১ (পদ্যে ব্যবহৃত) ভোগ করা (ভুঞ্জিব অশেষ ক্লেশ না পাব জ্ঞানের লেশ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ (পদ্যে ব্যবহৃত) ভোজন বা আহার করা। ভুঞ্জানো (ক্রিয়া) উপভোগ করানো; ভোজন করানো (আর শান্ত ভুঞ্জান দুজনকেই-সত্যেন্দ্রনাথ দত্ত)। ভুঞ্জিত (বিশেষণ) ভুক্ত; ভোগ বা উপভোগ করা হয়েছে এরূপ; ভোজন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্>(প্রাকৃত) √ভুঞ্জ্+(বাংলা) আ}
- Bengali Word ভুটভাট, ভুটভুট English definition [ভুট্ভাট্, ভুট্ভুট্] (অব্যয়) অজীর্ণতার জন্য পেটের মধ্যে সৃষ্ট শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ভুটান English definition [ভুটান্] (বিশেষ্য) ভারতের উত্তর-পূর্বে অবস্থিত হিমালয়ের পাদদেশস্থ দেশবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ভোটাঙ্গ>}
- Bengali Word ভুটি, ভুটী English definition [ভুটি] (বিশেষ্য) কম্বল; মোটা কাপড়বিশেষ। {ভোট+ই, ঈ}
- Bengali Word ভুট্টা English definition [ভুট্টা] (বিশেষ্য) শস্যবিশেষ; মকাই; maize। {(তৎসম বা সংস্কৃত) বৃত্তক>}
- Bengali Word ভুত English definition ⇒ ভূত
- Bengali Word ভুতি, ভুতুড়ি English definition [ভুতি, ভুতুড়ি] (বিশেষ্য) ১ কাঁঠালের ভিতরে অখাদ্য অংশ যা কোষের সঙ্গে জড়িত থাকে (কতকগুলি খাসা খাজা কাঁঠাল, কতকগুলির বড় আটা, কতকগুলি কেবল ভুতুড়ি সার গরুর খাদ্য-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ নাড়িভুঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) বুস্ত>}
- Bengali Word ভুতুরে, ভুতুরে English definition [ভুতুড়ে, ভুতুরে] (বিশেষণ) ১ ভূতপ্রেতসংক্রান্ত (ভুতুড়ে গল্প)। ২ ভূত দ্বারা কৃত (ভুতুড়ে কাণ্ড)। □(বিশেষ্য) ভূত-প্রেত নিয়ে যে ব্যক্তির কারবার; ভূত নিয়ে যার কাণ্ডকারখানা; ভূতের ওঝা। {(তৎসম বা সংস্কৃত) ভূত+উড়িয়া>উড়ে}
- Bengali Word ভুনা English definition [ভুনা] (ক্রিয়া) ভাজা (কলিজা কাবাব সম ভুনে মরু রোদ্দুরে-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) ভাজা হয়েছে এমন (ভুনা মাছ)। {(হিন্দি) ভর্জন>}
- Bengali Word ভুনা-খিচুড়ি, ভুনি খিচুড়ি English definition [ভুনাখিচুড়ি, ভুনিখিচুড়ি] (বিশেষ্য) চাল ডাল দিয়ে অল্প ভেজে যে খিচুড়ি রান্না করা হয় (এমন বাদল দিনে ভূনাখিচুড়ী ও কোর্মার সারবত্তা ও উপকারিতা সম্বন্ধে কোমর বেঁধে অকাট্য যুক্তিতর্ক প্রদর্শন-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ভর্জন>ভুনা/ভুনি+খিচুড়ি}
- Bengali Word ভুবঃ ভুবর্লোক English definition [ভুবাহ্, ভুবোর্লোক্] (বিশেষ্য) ১ হিন্দু পুরোণোক্ত সপ্ত স্বর্গের একটি। ২ অন্তরীক্ষ। {(তৎসম বা সংস্কৃত) Öভূ+অস্(অসুন্)=ভুবঃ, +লোক}
- Bengali Word ভুবন English definition [ভুবন্] (বিশেষ্য) ১ বিশ্বজগৎ; হিন্দু পুরাণে কথিত সপ্ত স্বর্গ ও সপ্ত পাতাল; চতুর্দশ লোক। ২ পৃথিবী। ৩ আবাস (গেলা সবে যে যার ভুবন-বিজয় গুপ্ত)। ৪ দেশ (ছ’মাসের পরে যাবে গৌড় ভুবন-ঘনরাম চক্রবর্তী)। ভুবন-কানা (বিশেষণ) ১ অন্ধত্ব জগৎজোড়া এমন; সম্পূর্ণ অন্ধ। ২ অন্ধকারময় বিশ্বে এমন (সবাই বলে, সে গিয়েছে ভুবন-কানা তাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভুবনত্রয় (বিশেষ্য) ত্রিভুবন; হিন্দুমতে স্বর্গ, মর্ত্য ও পাতাল। ভুবন পাবন (বিশেষণ) জগতের পরিত্রাতা। ভুবনবিখ্যাত (বিশেষণ) বিশ্ব-বিখ্যাত; জগৎপ্রসিদ্ধ। ভুবনজয়ী (বিশেষণ) সমস্ত জগৎ জয় করেছে এমন; বিশ্ববিজয়ী। ভুবনমোহন (বিশেষণ) বিশ্বমুগ্ধকারী; সর্বজনমুগ্ধকর। ভুবনমোহিনী (স্ত্রীলিঙ্গ)। ভুবনেশ্বর (বিশেষ্য) ১ হিন্দুমতে ত্রিভুবনের অধিপতি; ঈশ্বর। ২ উড়িষ্যার অন্তর্গত হিন্দু তীর্থবিশেষ। ৩ হিন্দুদের উরিষ্যার তীর্থের শিবলিঙ্গ। ভুবনেশ্বরী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) হিন্দুমতে দশমহাবিদ্যার একজন। {(তৎসম বা সংস্কৃত) ভূ+অন(ক্যুন)}
- Bengali Word ভুবর্লোক English definition ⇒ ভুবঃ
- Bengali Word ভুর English definition [ভুর্] (বিশেষ্য) ১ ছল; বুজুরুকি; আড়ম্বর (ভাঙ্গা গেল যত ভুর চাতুরী হৈল চর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ভুল; ভ্রম (হায় কি হল দেশের দশা, রিপন রাজার ভুরে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৩ সম্ভ্রম; বুজুর্গি। ভুর করা (বিশেষণ) অবিন্যস্ত; আগোছালো (বিদিশার চল আজ বুকের উপর ভুর করা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ভুরভাঙ্গা, ভুরভাঙা (ক্রিয়া) ১ ভুল ভাঙা (পরিচয় দিলেই ভুর ভাঙ্গিয়া যাইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সম্ভ্রম নষ্ট হওয়া (খসে পড়ে শোলার শাঁখা ভেঙ্গে গেল ভুর-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>ভুর}