ভ পৃষ্ঠা ২৬
- Bengali Word ভূমি, ভূমী (বিরল) English definition [ভুমি] (বিশেষ্য) ১ পৃথিবী। ২ ভূ-পৃষ্ঠ; মাটি। ৩ মেঝে (ভূমিশয্যা)। ৪ জমি; ক্ষেত্র (রণভূমি)। ৫ দেশ। ৬ আকর; আধার। ৭ ত্রিভুজের অধোরেখা; শীর্ষবিন্দুর বিপরীত দিকের বাহু; base of a triangle। ভূমিকম্প (বিশেষ্য) ভূকম্প; ভূমির আর্দোলন। ভূমিকুষ্মাণ্ড (বিশেষ্য) ভুঁইকুমড়া। ভূমিগর্ভ (বিশেষ্য) ভূপৃষ্ঠের ভিতরে বা তলের স্থান; পৃথিবীর অভ্যন্তর। ভূমিজা (বিশেষণ) ভূজাত; মাটিতে বা ক্ষেতে উৎপন্ন। ভূমিজীবী (বিশেষ্য) কৃষক। ভূমিপিশাচ (বিশেষ্য) তালগাছ। ভূমিরুহ, ভূমীরুহ (বিশেষ্য) বৃক্ষ। ভূমিশয্যা (বিশেষ্য) মাটিতে শয্যা; মেঝেতে বিছানা; অনাদৃত ভূমিতলে পতন বা শয্যা গ্রহণ। ভূমিসাৎ (অব্যয়) (বিশেষণ) ভূপাতিত; ভূমিতে পতিত। ভূমিসাৎ করা (ক্রিয়া) মাটির সাথে মিশানো। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+মি}
- Bengali Word ভূমিকা English definition [ভুমিকা] (বিশেষ্য) ১ গ্রন্থাদির মুখবন্ধ; সূচনা; পূর্বাভাস; অবতরণিকা। ২ অভিনয়ে অংশ; যে চরিত্রের অভিনয় করতে হবে; role; part (শাহজাহানের ভূমিকায় শিশির ভাদুড়ী)। ৩ ক্ষেত্র; তল। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word ভূমিষ্ঠ English definition [ভুমিশ্ঠো] (বিশেষণ) ১ প্রসূত (তার একটি পুত্রসন্তান ভূমিষ্ঠ হয়েছে)। ২ ভূলুন্ঠিত; ভূপাতিত। ভূমিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+√স্থা+অ(ক)}
- Bengali Word ভূমী English definition ⇒ ভূমি
- Bengali Word ভূমীন্দ্র English definition [ভুমিন্দ্রো] (বিশেষ্য) রাজা; ভূপতি। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+ইন্দ্র}
- Bengali Word ভূম্যধিকারী(-রিন্) English definition [ভূম্মোধিকারি] (বিশেষ্য) জমিদার; ভূস্বামী। ভূম্যধিকারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ভূমি+অধিকারী}
- Bengali Word ভূরি English definition [ভুরি] (বিশেষণ) অনেক; প্রচুর; অতিশয়; অত্যধিক (ভূরি ভূরি প্রমাণ)। ভূরিভোজন (বিশেষ্য) ১ গুরুতর আহার (ইহার কর্তৃপক্ষ আমাকে শুধু ভূরিভোজনে পরিতৃপ্ত করিতেন তাহা নহে-শেখ হাবিবর রহমান সাহিত্যরত্ন)। ২ বহু লোককে খাওয়ানো। ভূরিশ (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) প্রচুর; অনেক বার। {(তৎসম বা সংস্কৃত) √ভূ+রি+(ক্রিন্)}
- Bengali Word ভূর্জ English definition [ভুর্জো] (বিশেষ্য) এক প্রকার কোমল বল্কলবিশিষ্ট গাছ। ভূর্জপত্র (বিশেষ্য) উক্ত গাছের বাকল (প্রাচীনকালে যা কাগজের পরিবর্তে ব্যবহৃত হতো)। ভূর্জপাত (বিশেষ্য) ভূর্জ বৃক্ষের বাকল (ভূর্জপাতে কাজল মসী দিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত); (তুলনীয়) (জর্মন) bircha; (তুলনীয়) (ইংরেজি) birch}
- Bengali Word ভূর্লোক English definition [ভুর্লোক্] (বিশেষ্য) মর্ত্যলোক; ভূলোক। {(তৎসম বা সংস্কৃত) ভূ+লোক}
- Bengali Word ভূশণ্ডি, ভূষণ্ড, ভূষণ্ডি English definition ⇒ ভুশণ্ডি
- Bengali Word ভূষ (মধ্যযুগীয় বাংলা) English definition [ভুশ্] (বিশেষণ) বিফল; বৃথা; নষ্ট; বিনষ্ট (আমি না করিলে সকলি হয় ভূষ-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ভস্ম>}
- Bengali Word ভূষণ, ভূষা English definition [ভুশন্, ভুশা] (বিশেষ্য) ১ অলঙ্কার; গহনা; গয়না; সাজ-সজ্জা (দিনু আজি হার ভূষা, রত্ন আভরণ যা আছে আমার-কায়কোবাদকোবাদ)। ২ শোভা; সৌন্দর্য। ৩ অলঙ্কৃতকরণ। ভূষণপ্রিয় (বিশেষণ) অলঙ্কার ভালবাসে এমন; সাজসজ্জা করতে পছন্দ করে এমন। ভূষিত (বিশেষণ) অলঙ্কৃত; সজ্জিত;পরিশোধিত। ভূষিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভূষ্+অন(যুচ্), অ(অচ্)}
- Bengali Word ভূষণাই English definition [ভুশনাই্] (বিশেষ্য) ভূষণা পরগনায় প্রস্তুত দামি কাপড়বিশেষ (বনাত মখমল পটু ভূষণাই খাসা-রামরাম বসুপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {ভূষণা+আই}
- Bengali Word ভূষা English definition ⇒ ভূষণ
- Bengali Word ভূয়ঃ English definition [ভুয়োহ্] (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন। □(বিশেষ্য) প্রাচুর্য; বাহুল্য; আধিক্য। ভূয়সী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রচুর; বহুল; অনেক (ভূয়সী প্রশংসা)। ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা (বিশেষ্য) প্রচুর দেখা শোনার মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা। ভূয়োভূয়, ভূয়োভূয়ঃ (অব্যয়), (ক্রিয়াবিশেষণ) পুনঃপুন; বারবার (অপর পক্ষের ভয়োভূয়ঃ আপত্তিতেও কর্ণপাত করিত না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বহু+ঈয়স্}
- Bengali Word ভূয়িষ্ঠ English definition [ভুয়িশ্ঠো] (বিশেষণ) প্রচুর; অনেক; প্রভূত; বহুল; বহু; অতিশয়; অত্যধিক। {(তৎসম বা সংস্কৃত) বহু+ইষ্ঠ(ইষ্ঠন্)}
- Bengali Word ভূয়োদর্শন, ভূয়োদর্শিতা, ভূয়োভূয়ঃ English definition ⇒ ভূয়ঃ
- Bengali Word ভৃকুটি, ভৃকুটী English definition ⇒ ভ্রু
- Bengali Word ভৃগু English definition [ভৃগু] (বিশেষ্য) ১ পর্বতের উপরিস্থ সমতলভূমি। ২ অতি উচ্চ খাড়া পাহাড়। ৩ অতিউচ্চ স্থান। ৪ প্রপাত। ৫ হিন্দু পুরোণোক্ত জণৈক মুরি। ভৃগুপতি (বিশেষ্য) ভৃগুবংশের সর্বশ্রেষ্ঠ; পরশুরাম। ভৃগুপদচিহ্ন (বিশেষ্য) (হিন্দু পুরাণে বর্ণিত) বিষ্ণুর বক্ষস্থ ভৃগু মুনির পদাঘাতের চিহ্ন। ভৃগুমান (বিশেষ্য) সানুদেশ বিশিষ্ট (কৈলাস শিখর-শিরে ভীষণ শিখর ভৃগুমান-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ভ্রস্জ্+উ(কু)}
- Bengali Word ভৃঙ্গ English definition [ভৃঙ্গো] (বিশেষ্য) ১ ভ্রমর (গুরু ভৃঙ্গতুল্য, শিষ্য পতঙ্গ সমান-সৈয়দ আলাওল)। ২ ফিঙে পাখি। ৩ লম্পট। ৪ বৃক্ষবিশেষ। ভৃঙ্গপ্রিয়া (বিশেষ্য) মাধবীলতা। ভৃঙ্গরাজ (বিশেষ্য) ১ ভ্রমরশ্রেষ্ঠ। ২ ভীমরাজ পাখি। ৩ কেশের হিতকর শাকবিশেষ (ভৃঙ্গরাজ তৈল)। ভৃঙ্গরোল (বিশেষ্য) ভিমরুল। {(তৎসম বা সংস্কৃত) √ভৃ+গ(গন্)}