ভ পৃষ্ঠা ২০
- Bengali Word ভিলেন English definition [ভিলেন্] (বিশেষ্য) (নাটকাদিতে) খলনায়ক। (বিপরীতার্থক শব্দ) হিরো; hero। {(ইংরেজি) Villain}
- Bengali Word ভিষক English definition [ভিশক্] (বিশেষ্য) চিকিৎসক; বৈদ্য। ভিষকপ্রিয়া (বিশেষ্য) গুলঞ্চলতা; গুড়ুচি। {(তৎসম বা সংস্কৃত) √ভিষ্জ্+ক্বিপ্=ভিষজ্ ১মা একবচন}
- Bengali Word ভিসা English definition [ভিসা] (বিশেষ্য) ভিন্ন রাষ্ট্রের নাগরিককে স্বরাষ্ট্রে প্রবেশের ও স্বল্পকাল অবস্থানের অনুমতিপত্র। {(ইংরেজি) visa}
- Bengali Word ভিস্ত English definition [ভিস্তো] (বিশেষ্য) বেহেশ্ত; স্বর্গ (নবীর সাফাত পায় অনন্তকালে ভিস্তে যায় যদি পড়ে মনস্তাপ করি-হেয়াত মাহমুদ)। {(ফারসি) বিহিশ্ত্}
- Bengali Word ভিস্তি, ভিস্তী English definition [ভিস্তি] (বিশেষ্য) ১ মশক; পানি বহনের জন্য চর্মনির্মিত এক প্রকার থলি। ২ মশকে করে পানি বহনকারী; মশকে পানি সরবরাহকারী; ভিস্তিওয়ালা। {(ফারসি) বিহিশ্তী}
- Bengali Word ভিড় English definition [ভিড়্] (বিশেষ্য) ১ বহুলোকের বিশৃঙ্খলভাবে একত্র সমাবেশ; নিবিড় লোকসমাগম; জনতা (ভিড় জমিয়েছে)। ২ বহু ব্যাপারের একত্র সমাবেশ বা অবস্থিত (কাজের ভিড়)। ভিড়ভাড় (বিশেষ্য) অত্যধিক ভিড়। ভিড় ভাঙা (ক্রিয়া) জনতা অতিক্রম করা (খেলার নেশায় ভিড় ভাঙো মাঠ চষে-বিষ্ণু দে)। ভিড়ন (বিশেষ্য) দল; জামাত; সঙ্ঘ (যাহার ভিড়নে রহে ষোল শত তাজি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মিল>}
- Bengali Word ভিড়া, ভেড়া English definition [ভিড়া, ভেড়া] (ক্রিয়া) ১ লগ্ন হওয়া; নৌকা প্রকৃতি তীরে লাগা (কূলে ভেড়া)। ২ নিকটে আসা; ঘেঁষা (সে কাছেই ভেড়ে না)। ৩ মিলিত হওয়া (দলে ভেড়া)। ৪ দলে যোগ দেওয়া (মন্দ কাজে ভিড়ে যেয়ো না)। ভিড়ানো, ভোড়ানো (ক্রিয়া) লগ্ন করা (ঘাটে নৌকা ভিড়ানো)। ২ মিলিত করানো; মিশানো (দলে ভিড়ানো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তুলনীয়) (হিন্দি) ভিড়্না}
- Bengali Word ভিড়ি (মধ্যযুগীয় বাংলা) English definition [ভিড়ি] (অসমাপিকা ক্রিয়া) ঘিরে; বেষ্টন করে (বাহু ভিড়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বেষ্টন>বেষ্ট>বেড়>ভিড়+ই}
- Bengali Word ভিয়ান, ভিয়েন English definition [ভিয়ান্, ভিয়েন্] (বিশেষ্য) ১ তৈরি; মনে মনে গড়ন; কল্পনা (মন যদি মোর ভিয়ান করিস-রামরাম বসুপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ২ মিষ্টান্নাদি পাক (রসগোল্লা ভিয়ান করা)। ৩ ছোঁয়া; স্পর্শ (নীলাম্বরীর বাহার দেখে রঙের ভিয়ান লাগল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ভর্জন>}
- Bengali Word ভিয়োলা English definition [ভিয়োলা] (বিশেষ্য) বেহালার মতো এক প্রকার বৃহৎ বাদ্যযন্ত্রবিশেষ (ভিয়োলার শব্দ স্রোত কেঁপে গেলো স্থির মৌন ঘরে-বিষ্ণু দে)। {(ইংরেজি) viola}
- Bengali Word ভীত English definition [ভিতো] (বিশেষণ) ভয় পেয়েছে এমন; ভয়প্রাপ্ত; ত্রস্ত; শঙ্কিত। থীতা (স্ত্রীলিঙ্গ)। ভীতচিত্ত (বিশেষণ) ভয়ে আবিষ্ট চিত্ত; চিত্তে ভয়জাত বিহ্বলতা। {তৎসম বা সংস্কৃত √ভী+ত(ক্ত)}
- Bengali Word ভীতি English definition [ভিতি] (বিশেষ্য) ১ ভয়; শঙ্কা; ত্রাস। ২ আশঙ্কা। ভীতিকর, ভীতিজনক, ভীতিপ্রদ (বিশেষণ) শঙ্কাজনক; ভয় উৎপাদক। ভীতিগ্রস্ত, ভীতিবিহ্বল (বিশেষণ) ভয়ে অভিভূত; ভয়ে কাতর। {(তৎসম বা সংস্কৃত) √ভী+তি(ক্তি)}
- Bengali Word ভীতু English definition ⇒ ভিতু
- Bengali Word ভীনে (মধ্যযুগীয় বাংলা) English definition [ভিনে] (অব্যয়) ভিন্নভাবে। ভীনে ভীনে (মধ্যযুগীয় বাংলা) (অব্যয়) পৃথক পৃথক; ভিন্ন ভিন্ন (হাটের বাটের দান চাহে ভীনে ভীনে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভিন্ন>}
- Bengali Word ভীম English definition [ভিম্] (বিশেষণ) ভীষণ; ভয়ঙ্কর; প্রচণ্ড (ভীম বিক্রম)। □(বিশেষ্য) ১ শিব; রুদ্র (ধূমাবতী দেখে ভীম সভয় হইল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ দ্বিতীয় পাণ্ডব। ৩ দয়মন্তীর পিতা ভীমসেন। ৪ দানবিশেষ। ৫ গন্ধর্ববিশেষ। ভীমা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (পরাক্রমে ভীমা ভীমা সমা-মাইকেল মধুসূদন দত্ত)। ভীমা, ভীমকর্মা (বিশেষ্য) অতি কর্মী; কর্মবীর। ভীমকান্ত (বিশেষণ) একই সঙ্গে ভীষণ ও চিত্তাকর্ষক। ভীমখণ্ডা (বিশেষ্য) ভাষণ খাঁড়া (ভীম খণ্ডা হাতে বাহিরেন হুহু্ঙ্কারে-মাইকেল মধুসূদন দত্ত)। ভীমদর্শন (বিশেষণ) দেখতে ভীষণ: দেখে ভয়ের উদ্রেক হয় এমন। ভীমনাদ (বিশেষ্য) ভীষণ শব্দ; হুঙ্কার (ভীমনাদে কাঁপে তিভুবন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ভীমপরাক্রমে, ভীমবিক্রম (বিশেষণ) অতি বলশালী। ভীমপলশ্রী, ভীমপলাশি (বিশেষ্য) একটি রাগিণী (নৌবতে বাজিবে গো ভীমপলাশী-কাজী নজরুল ইসলাম)। ভীমশাসন, ভীমশাসক (বিশেষণ) জবরদস্ত শাসক। □(বিশেষ্য) যম; মৃত্যুদূত {(তৎসম বা সংস্কৃত) √ভী+ম(মক্)}
- Bengali Word ভীমরতি, ভীমরথী English definition [ভিম্রোতি, ভিম্রোথি] (বিশেষ্য) ১ বয়স সাতাত্তর বছর সাতমাস সাতরাত পূর্ণ হওয়ার অবস্থা। ২ অতিশয় বার্ধক্যবশত বুদ্ধি- ভ্রংশতা; datage (বুড়োর ভীমরতি ধরা)। {(তৎসম বা সংস্কৃত) ভীমরাত্রী>}
- Bengali Word ভীমরুল English definition ⇒ ভিমরুল
- Bengali Word ভীমা English definition ⇒ ভীম
- Bengali Word ভীর (মধ্যযুগীয় বাংলা) English definition [ভির্] (বিশেষণ) ভীরু; কাপুরুষ। {(তৎসম বা সংস্কৃত) ভীরু>}
- Bengali Word ভীরু English definition [ভিরু] (বিশেষণ) ১ ভীত স্বভাব; ভিতু; ভয়শীল; সহজে ভয় পায় এমন। ২ দুর্বল; কাপুরুষ; সাহসশূন্য। ভীরুতা (বিশেষ্য)। ভীরুক (বিশেষণ) ভয়শীল; ভীরু। {(তৎসম বা সংস্কৃত) ভী+রু(ক্রু)}