ভ পৃষ্ঠা ৩২
- Bengali Word ভোগ্য English definition [ভোগ্গো] (বিশেষণ) ভোগের উপযুক্ত; উপভোগের যোগ্য। ভোগ্যা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+য(ণ্যৎ)}
- Bengali Word ভোচকানি, ভুচকুনি English definition [ভোচ্কানি, ভুচ্কুনি] (বিশেষ্য) অত্যধিক ক্ষুধার ফলে সংজ্ঞাহারা অবস্থা; অবসন্নতা। {(তৎসম বা সংস্কৃত) বুভুক্ষা>ভুক্ষা>ভুক্>ভোচ+ক+আনি, উনি}
- Bengali Word ভোজ ১ English definition [ভোজ্] (বিশেষ্য) ভোজনোৎসব; বহুলোকের একত্রে আহার; জিয়াফত। ২ বিপুল আহার্য বস্তুর সমাবেশ (এ যে দেখছি রীতিমত ভোজ); ভোজনকারী। {(তৎসম বা সংস্কৃত) ভোজ্য>}
- Bengali Word ভোজ ২ English definition [ভোজ্] (বিশেষ্য) ১ প্রাচীন ভারতের মালব দেশের অন্তর্গত রাজ্য; ঐ দেশের জনৈক ইন্দ্রজালবিদ্যায় পারদর্শী রাজা। ভোজবাজি, ভোজবাজী, ভোজবিদ্যা (বিশেষ্য) জাদুর ভেলা; ইন্দ্রজাল (নানারকম ভোজবাজিতে বিশ্বাস কবিদের রচনায় সুস্টষ্টভাবে প্রকাশ পেয়েছে-আনিঅ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভোজং, ভুজুং, ভাজুং English definition [ভোজঙ্, ভুজুঙ্, ভাজুঙ্] (বিশেষ্য) কুমন্ত্রণা; কুপরামর্শ। {বুঝন>}
- Bengali Word ভোজন English definition [ভোজোন্] (বিশেষ্য) ১ ভক্ষণ; আহার। ২ ভোজ; জিয়াফত (বনভোজন)। ৩ খাওয়ানো (কাঙ্গালি ভোজন)। ৪ ভোজ্য দ্রব্য। ভোজনপটু (বিশেষণ) অত্যধিক আহার্য গ্রহণে বা অধিক ভোজনে সমর্থ; ভোজনবিশারদ। ভোজনপাত্র (বিশেষ্য) খাবার থালা; বরতন; প্লেট; বাসন। ভোজনবিলাসী (বিশেষণ) খাদ্য বা খাওয়ার ব্যাপারে শৌখিন; পেটুক। ভোজনশালা, ভোজনাগার (বিশেষ্য) খাবার ঘর; হোটেল; যে স্থানে আহার্য গ্রহণ করা হয়। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+অন(ল্যুট্)}
- Bengali Word ভোজপুরি, ভোজপুরী English definition [ভোজ্পুরি] (বিশেষণ) ১ ভোজপুর নামক স্থানে উৎপন্ন। ২ ভোজপুরের অধিবাসী বা বাসিন্দা; ভোজপুর থেকে আগত (ভোজপুরি দারোয়ান)। {(তৎসম বা সংস্কৃত) ভোজপুর+বা ই, ঈ}
- Bengali Word ভোজবাজি, ভোজবাজী English definition ⇒ ভোজ২
- Bengali Word ভোজবিদ্যা English definition [ভোজ্বিদ্দা] (বিশেষ্য) ইন্দ্রজাল; ভেলকি; জাদুর খেলা; ম্যাজিক। {(তৎসম বা সংস্কৃত) ভোজ+বিদ্যা}
- Bengali Word ভোজরি English definition [ভোজ্রি] (বিশেষ্য) স্বর্ণকারের বেঁধনযন্ত্র। {ভুজালি>}
- Bengali Word ভোজলি, ভোজালি English definition ⇒ ভুজালি
- Bengali Word ভোজী (-জিন্) English definition [ভোজি] (বিশেষণ) খায় এমন; ভোজনকারী (তৃণভোজী)। ভোজিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+ইন্(ণিনি)}
- Bengali Word ভোজ্য English definition [ভোজ্জো] (বিশেষ্য), (বিশেষণ) ১ ভোজনযোগ্য খাদ্য; খাবার। ২ হিন্দু সমাজে মৃত পিতৃপুরুষের তৃপ্তির জন্য দেয় অন্নাদি। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+য(ণ্যৎ)}
- Bengali Word ভোজয়িতা English definition [ভোজোয়িতা] (বিশেষণ) খাওয়ায় এমন; আহার্য প্রদানকারী। ভোজয়িত্রী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ভুজ্+ণিচ্+তৃ(তৃচ্)}
- Bengali Word ভোট ১ English definition [ভোট্] (বিশেষ্য) ভূটান দেশ। □(বিশেষণ) ভুটান দেশীয় (ভোট কম্বল)। ভোটকম্বল (বিশেষ্য) ভুটানি বা তিব্বতি কম্বল (মন্ত্রীর গলায় রাজার দেওয়া কন্ঠমালা পণ্ডিতের গায়ে রাণীর দেওয়া ভোটকম্বল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভোট}
- Bengali Word ভোট ২ English definition [ভোট্] (বিশেষ্য) নির্বাচনে জ্ঞাপিত মত। ভোটার (বিশেষ্য) ভোটদাতা। ভোটাভুটি (বিশেষ্য) ভোটদানের ব্যাপার। {(ইংরেজি) vote}
- Bengali Word ভোতা English definition ⇒ ভোঁতা
- Bengali Word ভোদা English definition [ভোদা] (অশিষ্ট) (বিশেষ্য) যোনি; স্ত্রীযৌনাঙ্গ। {(আরবি) বুদয়াহ}
- Bengali Word ভোম, ভোঁ English definition [ভোম্, ভোঁ] (বিশেষণ) বিহ্বল; চুর; মাতোয়ারা; মাতাল; মত্ত (মদ খেয়ে ভোম হয়ে আছে)। {(তৎসম বা সংস্কৃত) ভ্রম>}
- Bengali Word ভোমর ১ English definition [ভোমোর্] (বিশেষ্য) কাঠ ছিদ্র করবার যন্ত্রবিশেষ; তুরপুন; drill। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমরক>}