ভ পৃষ্ঠা ২৮
- Bengali Word ভেকুয়া, ভেকো English definition ⇒ ভেকা
- Bengali Word ভেখ English definition ⇒ ভেক১
- Bengali Word ভেঙানো, ভেঙ্গানো English definition [ভ্যাঙানো, ভ্যাঙ্গানো] (ক্রিয়া) মুখভঙ্গি করা; ভেংচানো (বক্তৃতায় কিছু কিচমিচ করিতে হয়, কিছু লম্ফঝম্ফ করিতে হয়, দুই একবার মুখ ভেঙ্গাইতে হয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ভঙ্গি+(বাংলা) আনো; ক্রিয়ারূপ-ভেঙ্গাই, ভেঙ্গাই, ভেঙাও, ভেঙ্গাও, ভেঙায়, ভেঙ্গায়, ভেঙান, ভেঙ্গান, ভেঙাস, ভেঙ্গাস; অসমাপিকা ক্রিয়া-ভেুঙিয়ে, ভেঙ্গিয়ে, ভেঙালে, ভেঙ্গালে, ভেঙাতে, ভেঙ্গাতে ইত্যাদি}
- Bengali Word ভেজা English definition ⇒ ভিজা১ ও ভিজা২
- Bengali Word ভেজানো ২, ভেজান ২ English definition [ভ্যাজানো] (ক্রিয়া) (কপাট দুয়ার প্রভৃতি) খিল না দিয়ে বন্ধ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। □(বিশেষ্য) প্রবেশ করানো; লাগানো। {(বাংলা) ভেজা+আনো; ভেজাই, ভেজাও, ভেজায়, ভেজান, ভেজাস; অসমাপিকা ক্রিয়া-ভেজাতে, ভেজালে, ভেজিয়ে ইত্যাদি}
- Bengali Word ভেজানো ১ English definition [ভেজানো] (ক্রিয়া) ১ সিক্ত করা; আর্দ্র করা। ২ কোমল বা নরম করা; দয়ার্দ্র বা করুণাপরবশ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(বাংলা) ভেজা+আনো; ভেজাই, ভেজাও, ভেজায়, ভেজান, ভেজাস; অসমাপিকা ক্রিয়া-ভেজাতে, ভেজালে, ভেজিয়ে ইত্যাদি}
- Bengali Word ভেজাল English definition [ভ্যাজাল্] (বিশেষণ) ১ মিশ্রিত; মেকি; খাঁটি নয় এমন (ভেজাল দুধ, ভেজাল ঘি)। □(বিশেষ্য) ১ উৎকৃষ্ট দ্রব্যের সঙ্গে নিকৃষ্ট দ্রব্যের মিশ্রণ (ভেজাল দেওয়া)। ২ ঝামেলা; উৎপাত; উপদ্রব; বিশৃঙ্খলা (কী ভেজালে পড়ে গেলাম)।{(হিন্দি) মেলজোল}
- Bengali Word ভেট English definition [ভেট্] (বিশেষ্য) ১ সওগাত; নজরানা; উপঢৌকন; উপহার (ঘৃত মধু ক্ষীর দধি ভেট পাহ নিরবধি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ সাক্ষাৎ; মিলন; দর্শন; মোলাকাত (হুসেন থমেক দিয়া করি আইলা ভেট-হেয়াত মাহমুদ)। {(হিন্দি) ভেট, ভেট্না}
- Bengali Word ভেট ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [ভেটা] (বিশেষ্য) ভাঁটা; খেলার বল (গড়ায়া দিব সোনার ভেটা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) বৃত্ত>}
- Bengali Word ভেটকানো, ভ্যাটকানো English definition [ভ্যাট্কানো] (ক্রিয়া) ভেটকি মাছের মতো দাঁত বের করে বিদ্রূপের বা নির্বোধের হাসি হাসা। {(তৎসম বা সংস্কৃত) ভেকট>ভেটক+আনো}
- Bengali Word ভেটকি English definition [ভেট্কি] (বিশেষ্য) মাছবিশেষ (ভেটকি মাছের মত চেহারা-কাজী নজরুল ইসলাম)। ভেটকি মাছের মতো মুখ করা (ক্রিয়া) মুখ বিকৃত করা। {(তৎসম বা সংস্কৃত) ভেকট>(বর্ণবিপর্যয়ে)ভেটকি}
- Bengali Word ভেটা ১ English definition [ভেটা] (ক্রিয়া) ১ সাক্ষাৎ করা; মিরিত হওয়া; মোলাকাত করা (হুসেনের শিশু কন্যাকে লেইল লুটি। ঝাটে করি আনি দেহ রাজা গিয়া ভেটি-হেয়াত মাহমুদ)। ২ ভেট বা উপঢৌকন পাঠানো (পঞ্চশ্লোক ভেটিলাম রাজা গৌড়েশ্বরে-কৃত্তিবাস ওঝা)। □(বিশেষ্য) উক্ত অর্থে। {ভেট+আ}
- Bengali Word ভেটেরা, ভাট্টারি English definition [ভেটেরা, ভাট্টারি] (বিশেষণ) সরইরক্ষক; ভাতের তথা আহার্যের দোকানদার। ভেটেরাখানা (বিশেষ্য) ১ সরাই; চটি। ২ হোটেল; ভাতের বা খাদ্যের দোকান। {(হিন্দি) ভাটিয়ারা>}
- Bengali Word ভেটেল, ভাটিয়াল English definition [ভেটেল্, ভাটিয়াল্] (বিশেষণ) যে নৌকা ভাটার মুখে যায় (ভেটেল পানসি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {ভাটিআল>ভাটিয়াল,> ভেটেল}
- Bengali Word ভেণ্ডার English definition ⇒ ভেন্ডার
- Bengali Word ভেতো English definition ⇒ ভাত২
- Bengali Word ভেত্তা English definition [ভেত্তা] (বিশেষ্য), (বিশেষণ) ভেদক; ভেদকারী; ভেকারক; ছিদ্রকারী। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+তৃ(তৃচ্)}
- Bengali Word ভেদ English definition [ভেদ্] (বিশেষ্য) বিদারণ; ছেদন (লক্ষ্যভেদ)। ২ পার্থক্য; ফারাক; বিরোধ (মতভেদ, বেদবুদ্ধি)। ৩ বিচ্ছেদ; মনোভঙ্গ; মনান্তর (ভেদ সৃষ্টি করা)। ৪ স্বাতন্ত্র্য (ভেদজাল)। ৫ রাজনৈতিক উপায়; ভিন্ন ভিন্ন দলের মধ্যে কলহ সৃষ্টি (ভেদনীতি)। ৬ প্রকাশ (রহস্য ভেদ করা)। ৭ ব্যাখ্যান (অর্থভেদ)। ৮ পরিবর্তন; বদল (বুদ্ধিভেদ)। ৯ বিশেষ; প্রকার; রকম; ধরন (রূপভেদ, অর্থভেদ)। ১০ দাস্ত; রেচন (ভেদবমি)। ১১ ভিতরের কথা; রহস্য (সে ভেদ আমি পিতার স্থানে পাইয়াছিলাম তাহা এক্ষণে তোমাদিগকে জ্ঞাত করা উপযুক্ত-তারিণীচরণ মিত্র)। ভেদক, ভেদী (বিশেষ্য), (বিশেষণ) বিদারক; ছিদ্রকারী; উদ্ঘাটক; তত্ত্বাবিষ্কারক; তাত্ত্বিক। ভেদজ্ঞান, ভেদবুদ্ধি (বিশেষ্য) স্বতন্ত্র্যজ্ঞান; পার্থক্যবোধ; বৈষম্যবোধ; সমদর্শিতার অভাব। ভেদন (বিশেষ্য) বিদারণ; ভেকরণ। ভেদনীয়, ভেদ্য (বিশেষণ) ভেদনযোগ্য; ভেদনসাধ্য। ভেদ প্রত্যয় (বিশেষ্য) জাগতিক পদার্থসমূহ পৃথক এই জ্ঞান। ভেদ-বিসংবাদ (বিশেষ্য) ঝগড়া- বিবাদ (হৃত স্বাধীনতা পুনরুদ্ধারের জন্য ভেদ-বিসস্বাদ ভুলিয়া-মোঃ ওয়ালিউল্লাহ)। ভেদাভেদ (বিশেষ্য) বৈষম্য। ভেদিত (বিশেষণ) ভেদ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভিদ্+অ(ঘঞ্)}
- Bengali Word ভেদবমি English definition [ভেদ্বোমি] (বিশেষ্য) ওলাওঠা; বিসূচিকা; কলেরা রোগ। {ভেদ+বমি}
- Bengali Word ভেদা, ভ্যাদা English definition [ভ্যাদা] (বিশেষ্য) ১ মেনি মাছ; রয়না মাছ। ২ নির্বোধ প্রকৃতির লোক। {(তৎসম বা সংস্কৃত) ভদ্র>}