ভ পৃষ্ঠা ২৯
- Bengali Word ভেন্ডার, ভেণ্ডার English definition [ভেন্ডার্] (বিশেষ্য) পণ্য বিক্রেতা; ফেরিওয়ালা। {(ইংরেজি) vendor}
- Bengali Word ভেপসা English definition ⇒ ভাপ
- Bengali Word ভেবা, ভ্যাবা English definition [ভ্যাবা] (বিশেষণ) ১ হাবলা; বোকা। ২ বিহ্বল; হতভম্ব। ভেবা গঙ্গারাম (বিশেষ্য) সম্পূর্ণ নির্বোধ লোক; হাঁদা। ভেবাচেকা (বিশেষ্য) হতবুদ্ধিতা; হতবুদ্ধি বা বিহ্বল অবস্থা। ভেবাচেকা খাওয়া/লাগা (ক্রিয়া) কিংকর্তব্যবিমূঢ় হওয়া; বিমূঢ় হওয়া; হতভম্ব হওয়া। ভেবান (বিশেষ্য) ছাগল ভেড়ার ডাক। {ধ্বন্যাত্মক হাবা>ভ্যাবা}
- Bengali Word ভেরন, ভেরেণ্ডা, ভ্যারেণ্ডা English definition [ভেরন্, ভ্যারেনডা, ভ্যারেনডা,] (বিশেষ্য) ভেরেণ্ডা গাছ; রেড়ি গাছ। {(তৎসম বা সংস্কৃত) এরণ্ড>}
- Bengali Word ভেরুয়া English definition [ভেড়ুয়া] (বিশেষ্য) ভেলা (কষ্টের ভেরুয়া বান্দি সমুদ্দে ভাসিনু-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) ভেল+(বাংলা) উয়া>}
- Bengali Word ভেরে আসা English definition [ভেরে আশা] (ক্রিয়া) ভার হয়ে আসা; জড়িয়ে আসা; ভারী হয়ে ওঠা (চোখ ঘুমে ভেরে আসা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভেরে যাওয়া (ক্রিয়া) ভারী হয়ে যাওয়া; ভারী হওয়ায় ক্লান্তিবোধ (মায়ের হাত ভেরে যায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ভার=√ভূ+অ(ঘঞ্)}
- Bengali Word ভেরেণ্ডা English definition [ভ্যারেন্ডা] (বিশেষ্য) এরণ্ড গাছ; রেড়ি গাছ (কাঁচের মতন পাখা এ ঘাসের গায়ে ভেরেণ্ডা ফুলের নীল বুলাতেছে-জীবনানন্দ দাশ)। ভেরেণ্ডা ভাজা (ক্রিয়া) ১ নিরর্থক তাজে সময় কাটানো (আমরা বসে বসে কি ভেরেণ্ডা ভাজব-বজলু)। ২ বেকার থাকা; কিছু উপার্জন না করা। {(তৎসম বা সংস্কৃত) এরণ্ড>}
- Bengali Word ভেল ১. ভেলি English definition [ভেল, ভেলি] (ক্রিয়া) হলো (সকলি গরল ভেল-চণ্ডীদাস)। ভেলি (স্ত্রীলিঙ্গ) (ধনি মন্দির বাহির ভেলি)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ> (ব্রজবুলি) অতীত কালে প্রথম (পুংলিঙ্গ) (একবচন)}
- Bengali Word ভেল ২ English definition [ভেল্] (বিশেষণ) কৃত্রিম; ভেজাল (ভেল দুধ)। □(বিশেষ্য), (বিশেষণ) মিশ্রিত (পিপুল পাতের পানে খিলি বানাইল, এলাচ লবঙ্গ গুয়া ভেল করে দিল-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) মেল>}
- Bengali Word ভেলক English definition [ভেলক্] (বিশেষ্য) ভেলা; ডোংগা। {(তৎসম বা সংস্কৃত) √ভী+র(রন্)+ক(কন্), (র>ল)}
- Bengali Word ভেলকি, ভেল্কি, ভেল্কী English definition [ভেল্কি] (বিশেষ্য) ১ জাদু; বোজবাজি; ইন্দ্রজাল; magic (শাস্ত্রকে ডিঙ্গিয়ে গেল তার ভেলকি-রবীন্দ্রনাথ ঠাকুর); চেয়ে রবে ফেলফেল ভেল্কীর প্রায়-ভারতচন্দ্র রায়গুণাকর; লাগ ভেলকি লাগ, চোখে মুখে লাগ)। ২ ধোঁকা। ভেলকিবাজি (বিশেষ্য) জাদুরখেলা; ভোজবাজি; ম্যাজিক। ভেলকি লাগা (ক্রিয়া) ভেলকি দেখে অবাক হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভ্রমকৃতি>}
- Bengali Word ভেলভেল, ভ্যালভ্যাল English definition [ভ্যাল্ভ্যাল্] (বিশেষণ) শূন্যদৃষ্টি; ফ্যালফ্যাল দৃষ্টি; নির্নিমেষ দৃষ্টি; বিস্ময় বা বিমূঢ় দৃষ্টি (বীরগণ চায় ভেলভেল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {ফ্যালফ্যাল>}
- Bengali Word ভেলসা, ভ্যালসা English definition [ভ্যাল্শা] (বিশেষণ) নরম; নানাদ্রব্য মিশ্রিত করে নরম করা হয়েছে এমন (ভেলসা তামাক; যেমন গাঁজার ভ্যালসা-দীনবন্ধু মিত্র; মিঠে কড়া ভ্যালসা অম্বরি-কালীপ্রসন্ন সিংহ)। {ভেল(কৃত্রিম)+সা(সাদৃশ)}
- Bengali Word ভেলা ১ English definition [ভ্যালা] (বিশেষ্য) কলাগাছ কাঠ ইত্যাদি একত্র বেঁধে প্রস্তুত জলযান (অকূল মাঝে ভাসিবে কে গো ভেলার ভরসায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ভেলায় সাগর পার হওয়া (ক্রিয়া) সাধ্যাতীত কাজে সফল হওয়া। {(তৎসম বা সংস্কৃত) ভেল, ভেলক>}
- Bengali Word ভেলা ২ English definition [ভ্যালা] (বিশেষ্য) একপ্রকার ফল বা তার বীজ, যার রসে কাপড় চিহ্নিত করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ভল্লাতক>}
- Bengali Word ভেলি, ভেলী English definition [ভেলি] (বিশেষ্য) মিছরির মতো পিণ্ডাকার গুড়; ঝোলা নয় এমন গুড়; ভেলি গুড়। {বালুয়া>বেলে>}
- Bengali Word ভেল্কি, ভেল্কী English definition ⇒ ভেলকি
- Bengali Word ভেশ (মধ্যযুগীয় বাংলা) English definition [ভেশ্] (বিশেষ্য) বেশ; পোশাক; সাজসজ্জা (যাহার যেমত যোগ্য সাজিল বিশেষ নানা রঙ্গ অঙ্গরাগ পরিধান ভেশ-কাজী দৌলত)। {(তৎসম বা সংস্কৃত) বেশ>}
- Bengali Word ভেষজ English definition [ভেশজ্] (বিশেষ্য) ওষুধ; রোগনাশক গাছ-গাছড়া (গ্রীক পণ্ডিতদের চিকিৎসা ও ভেষজ গ্রন্থগুলি আরবীতে অনূদিত হয়-আবদুল মওদুদ)। ভেষজ দ্রব্য (বিশেষ্য) যেসব গাছ-গাছড়া ও লতাপাতা থেকে ওষুধ তৈরি হয়। ভেষজাঙ্গ (বিশেষ্য) ওষুধের অনুপান। {(তৎসম বা সংস্কৃত) ভেষ+√জি+অ(ড)}
- Bengali Word ভেসকা English definition ⇒ ভসকা