C পৃষ্ঠা ১৩
- English Word carnival Bengali definition [কা:নিভ্ল্] (noun) [uncountable noun, countable noun] বিশেষত রোমান ক্যাথলিক দেশসমূহে বসন্তকালে উদযাপিত সর্বজনীন আনন্দোৎসব ও পানাহার, সাধারণত বিচিত্র বেশভূষায় সজ্জিত হয়ে শোভাযাত্রা-সহকারে জনসাধারণ এই উৎসব উদযাপন করে; When are you going to start organizing next year’s carnival? প্রমোদোৎসব।
- English Word carnivore Bengali definition [কা:নিভো(র্)] (noun) carnivorous (adjective) মাংসাশী।
- English Word carol Bengali definition [ক্যারাল্] (noun) আনন্দ বা প্রশংসার গান, বিশেষত বড়দিনের স্তবগান; ভক্তিগীত: carol singers, যেসব গায়ক বড়দিনের সময়ে (সাধারণত অর্থসংগ্রহের উদ্দেশ্যে) উক্ত গান গেয়ে বাড়ি বাড়ি ঘোরে। □ (verb transitive),(verb intransitive) (carolled, carolling, carols, America(n) অপিচ caroled, caroling carols ) সহর্ষে গান গাওয়া; . ভক্তিগীতি গেয়ে গুণগান করা। caroler (noun) ক্যারলগায়ক।
- English Word carom Bengali definition [ক্যারাম্] (noun) carambole-এর সংক্ষিপ্ত রূপ; ক্যারম খেলাI
- English Word carotene Bengali definition [কারোউটীন্] (noun) উদ্ভিদে বিদ্যমান পীতলোহিত বর্ণের বিভিন্ন প্রকারের রঞ্জকদ্রব্য; ক্যারোটিন।
- English Word carotid Bengali definition [কারাটিড্] (noun) মস্তিষ্কে রক্তসরবরাহকারী (ঘাড়ের দুই পাশের) দুটি প্রধান ধমনির যেকোনো একটি; বৃহদ্ধমনি । □ (adjective) the carotid pulse বৃহদ্ধমনির স্পন্দন।
- English Word carousal Bengali definition [কারাউজ্ল্] (noun) পানোৎসব।
- English Word carouse Bengali definition [কারাউজ্] (verb transitive) (হৈ-হুল্লোড়পূর্ণ ভোজসভায়) প্রচুর মদ্যপান করে ফুর্তিতে মত্ত থাকা; পানোন্মত্ত হওয়া।
- English Word carp 1 Bengali definition [কা:প্] (noun) (plural অপরিবর্তিত) স্বাদু জলের বড় আকারের মাছবিশেষ; পোনামাছ।
- English Word carp 2 Bengali definition [কা:প্] (verb transitive) carp at (সামান্য কারণে) গঞ্জনা করা; খিটমিট করা; ছিদ্রান্বেষণ করা: a carping tongue; carping criticism.
- English Word carpal Bengali definition [কা:প্ল্] (adjective) (ব্যবচ্ছেদবিদ্যা) মণিবন্ধ বা প্রকোষ্ঠ সম্বন্ধীয়; প্রাকোষ্ঠিক। □ (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) প্রকোষ্ঠাস্থি; কবজির হাড়।
- English Word carpenter Bengali definition [কা:পিন্টা(র্)] (noun) সূত্রধর; ছুতার; কাঠমিস্ত্রি। দ্রষ্টব্যjoiner. carpentry [কা:পিন্ট্রি(র্)] (noun) [uncountable noun] ছুতারগিরি।
- English Word carpet Bengali definition [কা:পিট্] (noun) [Countable noun] (১) গালিচা; আস্তরণ। on the carpet তিরস্কৃত হচ্ছে এমন; ধোলাই হওয়ার অবস্থায়: The boss had me on the carpet over my expenses claim. sweep something under the carpet প্রতিকার বিলম্বিত করা; দোষ এড়ানো ইত্যাদি উদ্দেশ্যে কিছু লুকানো বা উপেক্ষা করা; কিছু গায়েব করা। carpet-bag (noun) (প্রাচীন প্রয়োগ) গালিচার তৈরি পর্যটনব্যাগ; পশমি থলে। carpetbagger (noun) (America(n)) আমেরিকান গৃহযুদ্ধের সময়ে (১৮৬১-৬৫) রাজনৈতিক ও আর্থিক লাভের আশায় যারা উত্তর থেকে দক্ষিণে চলে গিয়েছিল। carpet-knight (noun) যে সৈনিক কখনো প্রত্যক্ষ সংগ্রামে অংশ নেয়নি; ঘরকুনো বা গৃহজীবী সৈনিক; রমণী-আসক্ত পুরুষ; নারীষ্ঠ। carpet-slippers (noun) (plural) (প্রাচীন প্রয়োগ) পশমি কাপড়ের উপরিভাগযুক্ত নরম চটিবিশেষ; পশমি চটি। carpet-sweeper (noun) গালিচা, কম্বল ইত্যাদি ঝাঁট দিতে ঘূর্ণ্যমান ঝাঁটাযুক্ত যান্ত্রিক কৌশলবিশেষ; গালিচামার্জনী। (২) গালিচাসদৃশ বস্তু: a carpet of grass. □ (verb transitive) (১) গালিচা দিয়ে বা গালিচার মতো আবৃত করা: to carpet the floors, আস্তীর্ণ করা। (২) (অপশব্দ) তিরস্কার/ধোলাই করা: He is being carpeted by the master.
- English Word carriage Bengali definition [ক্যারিজ্] (noun) (১) [countable noun] বিশেষত যাত্রীবাহী, অশ্বচালিত চার চাকার বাহন; ঘোড়ার গাড়ি: a carriage and pair দুই ঘোড়ার গাড়ি। দ্রষ্টব্যcouch 1. carriageway (noun) যানবাহন চলাচলের রাস্তা বা রাস্তার অংশ। dual carriageway উভয়দিকে যানবাহন চলাচলের জন্য (পাঁচিল, শানবাঁধানো বা তৃণাচ্ছাদিত জমির ফালি দিয়ে) বিভক্ত সড়ক (America(n)=divided highway); বিভক্ত রাজপথ। (২) [countable noun] রেলগাড়িতে যাত্রীদের কামরা (America(n)= car); বগি: He always travels by first class carriage. (৩) [uncountable noun] একস্থান থেকে অন্যস্থানে পরিবহন (এর মাসুল); পণ্য পরিবহন; পরিবহন মাসুল। carriage forward প্রাপক-কর্তৃক প্রদেয় পরিবহন মাসুল। carriagefree/paid প্রেরক পরিশোধিত পরিবহন। (৪) [countable noun] কোনো ভারী বস্তুর (যেমন কামান) সঞ্চালনের জন্য উক্ত বস্তুর চাকাযুক্ত আলম্বন; বাহন: gun carriage; কোনো যন্ত্রের সচল অংশ (মুদ্রাক্ষরযন্ত্রের বর্তনী বা রোলার), যা অন্য অংশের অবস্থান পরিবর্তন করে; সঞ্চালক। (৫) (কেবল singular) হাঁটা, বসা বা দাঁড়ানোর সময়ে) মাথা বা শরীরের ভঙ্গি; দেহভঙ্গিমা: graceful carriage. দ্রষ্টব্যcarry (৮)।
- English Word carrier Bengali definition [ক্যারিআ(র্)] (noun) (১) অর্থের বিনিময়ে যেসব ব্যক্তি বা কোম্পানি পণ্য বা মানুষ পরিবহন করে; পরিবাহক। (২) সাইকেল, গাড়ি ইত্যাদিতে মালামাল বহনে সংযুক্ত অবলম্বন; বাহক। (৩) (রোগজীবাণুর) বাহন। (৪) সেনা, বিমান, ট্যাংক ইত্যাদি পরিবহনে ব্যবহৃত জাহাজ, যানবাহন ইত্যাদি; পরিবাহক। দ্রষ্টব্যaircraft carrier, troop carrier. (৫) carrier-bag (noun) দোকান থেকে সওদা কিনে নিয়ে যেতে মজবুত কাগজ বা প্লাস্টিকের হাতলওয়ালা থলে। carrierpigeon (noun) (সংবাদ আদান-প্রদানে ব্যবহৃত) বাহক-কপোত।
- English Word carrion Bengali definition [কারিআন্] (noun) [uncountable noun] গলিত শব বা মাংস; পূতিমাংস। carrion-crow পূতিমাংস ও ক্ষুদ্র প্রাণিভোজী কাক।
- English Word carrot Bengali definition [ক্যারাট্] (noun) গাজর। the stick and the carrot ভীতিপ্রদর্শন ও ঘুষ প্রদান। hold out/after a carrot to somebody সামনে ঝুলিয়ে রাখা। carroty (adjective) (বিশেষত চুল) পিঙ্গলবর্ণ।
- English Word carry 1 Bengali definition [ক্যারি] (Verb transitive), (verb intransitive) (past tense, past participle carried) (adverbial particle ও 'preps-সহ প্রয়োগের জন্য নিচে দ্রষ্টব্য (১১) (১) বহন করা; নিয়ে যাওয়া; বয়ে নেওয়া: He carried the parcel to the post office; Who carried the news to the parents?This amount of petrol will not carry you far. carry-cot (noun) শিশুদের বহন করার জন্য হাতলযুক্ত হালকা দোলনাবিশেষ; দোলা। (২) সঙ্গে রাখা; পরা; থাকা: He always carried a stick. He had to carry this blemish all through his life. বহন করতে হয়েছিল। (৩) (ভার) বহন করা; ধারণ করা; The foundation is too weak to carry the weight of the structure. (৪) জড়িত থাকা; কিছুর সঙ্গে অচ্ছেদ্যভাবে থাকা; অপরিহার্য ফলরূপে ঘটানো; বহন করা: Fahim’s voice did not carry much conviction. (বাংলায় অনেক সময়ে ক্রিয়াপদ উহ্য থাকে কিংবা ‘আছে’, ‘রয়েছে’ প্রভৃতি ক্রিয়াপদ ব্যবহৃত হয়)। (৫) (নল, তার ইত্যাদি সম্বন্ধে) বহন করা; নেওয়া: These pipes carry water to the village. (৬) দীর্ঘায়িত হওয়া; সম্প্রসারিত করা; (কোনো নির্দিষ্ট দিকে, নির্দিষ্ট বিন্দুতে) নিয়ে যাওয়া। carry a fence round a field; carry pipes under a river; carry a joke too far, যখন কৌতুক আর রস সৃষ্টি করে না। (৭) জয় করা; দখল করে নেওয়া; (অন্যের) বিশ্বাস জন্মানো; (কোনো কিছু) করতে সম্মত করা; (বিপদ ইত্যাদি) অতিক্রম করা/ কাটিয়ে ওঠা: The parartroops carried the rebels’ entrenchment; The motion was carried, সংখ্যাগরিষ্ঠের সম্মতিলাভ করেছে। carry the day জয়ী হওয়া। carry everything before one পূর্ণ সাফল্য অর্জন করা। carry one’s point নিজের বক্তব্য প্রতিষ্ঠা করা। (৮) নিজেকে/নিজের শরীর/মাথা একটি নির্দিষ্ট ভঙ্গিতে রাখা: He carried himself like an athlete, ক্রীড়াবিদের মতো হাঁটতেন এবং দাঁড়াতেন। (৯) (আগ্নেয়াস্ত্র সম্বন্ধে) গোলা ইত্যাদি একটি নির্দিষ্ট দূরত্বে নিক্ষেপ করা; (ক্ষেপণাস্ত্র, ধ্বনি, কণ্ঠস্বর ইত্যাদি) নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করার ক্ষমতা রাখা: His voice carries far enough. (১০) (সংবাদপত্র ইত্যাদি সম্বন্ধে) ছাপানো: This newspaper carries a special supplement. (১১) (adverbial particle ও preps- সহ) carry somebody/something away (ক) (সাধারণত passive) আত্মসংযম হারানোর কারণ হওয়া: She was carried away by her anger. (খ) (নৌচালনবিদ্যা) উড়ে যাওয়া; ভেঙে হারিয়ে যাওয়া: The roof of the boat was carried away during the tornado. carry somebody back স্মৃতিতে ফিরিয়ে নিয়ে যাওয়া: The smell carried me back to my childhood, মনে করিয়ে দিয়েছে। carry something forward (বাণিজ্য. হিসাব.) পরপৃষ্ঠায় জের টানা। carry something off জিতে নেওয়া: He carried off the most coveted prize. carry it/something off (well) কঠিন পরিস্থিতিতে সফল হওয়া; দোষ ইত্যাদি ঢাকা। carry (something) on (ক) চালানো; চালিয়ে যাওয়া; অব্যাহত রাখা; He could not carry on his father’s trade due to family disputes. (খ) অনর্গল বা নালিশের সুরে কথা বলা; উদ্ভট বা সন্দেহজনক আচরণ করা: Look! How they are carrying on! সুতরাং, carryings-on (noun) (plural) উদ্ভট বা সন্দেহজনক ব্যাপার: Do you find such queer carryings-on amusing? Carry on with (কোনো কিছু) করে/চালিয়ে যাওয়া: Whatever happens I will carry on my work. carry on (an aftair) (with) (প্রায়ই অননুমোদনসূচক) প্রেম/ফষ্টিনষ্টি করা। (something) to carry on with আপাতত চালিয়ে নেওয়ার মতো (কোনো কিছু) : It is a paltry sum, but it is something to carry on with . carry something out (ক) পালন/কার্যকর/সম্পন্ন করা: carry out a plan/threat/promise etc. (খ) চালানো/সম্পন্ন/নিষ্পন্ন করা: carry out experiments/tests. carry somebody/something through (ক) (বাধাবিপত্তির মধ্য দিয়ে) সাহায্য করা; সহায় হওয়া: His tenacity has carried him through; পূর্ণ/পালন করা: The contract must be carried through.
- English Word carry 2 Bengali definition [ক্যারি] (noun) (১) বন্দুক ইত্যাদির পাল্লা; ( গোলা ইত্যাদির) অতিক্রান্ত দূরত্ব। (২) বহন; ভারবহন; বহনব্যয়; ঢোলাই; নৌকা ইত্যাদি বহন, বিশেষত এক নদী/হ্রদ থেকে অন্য নদীতে/হ্রদে; যে স্থলে এই বহনের কাজ অপরিহার্য।
- English Word cart Bengali definition [কা:ট্] (noun) দুই চাকার ঘোড়ার গাড়ি; এক্কা। অপিচ hand cart. put the cart before the horse ঘোড়ার আগে গাড়ি জোড়া; কার্যকে কারণ বলে মনে করা; পারম্পর্যহীন কাজে যুক্ত হওয়া। turn cart-wheels পাশাপাশি ডিগবাজি খাওয়া। cart-horse (noun) পরিশ্রমের কাজের জন্য শক্তিশালী ঘোড়াবিশেষ। cart-load (noun) এক্কাগাড়ি: a cart-load of rice. cartroad/-rack (এবড়োথেবড়ো) কাঁচা রাস্তা। □ (verb transitive) (১) এক্কা গাড়িতে বহন করা/টানা। (২) (কথ্য) হাতে/কাঁধে করে বয়ে বেড়ানো: He has been carting these bags all the day. cartage [কা:টিজ্] (noun) [uncountable noun] গাড়িতে বহন; গাড়িখরচা। carter (noun) গাড়োয়ান। দ্রষ্টব্যcarrier (১)।