C পৃষ্ঠা ১৪
- English Word carte blanche Bengali definition [কা:টব্লন্শ্] (noun) (ফরাসি) (কোনো বিষয়ে নিজের বিচারবুদ্ধি প্রয়োগের) পূর্ণ অধিকার ও স্বাধীনতা; নিরঙ্কুশ ক্ষমতা: They gave him a carte blanche to publish his proposals.
- English Word cartel Bengali definition [কা:টেল্] (noun) (বাণিজ্য.) উৎপাদন, বিপণন, মূল্য ইত্যাদি নিয়ন্ত্রণ করতে ব্যবসায়ী, উৎপাদনকারী প্রভৃতির জোট; বাণিজ্যজোট।
- English Word cartilage Bengali definition [কা:টিলিজ্] (noun) [countable noun, uncountable noun] জীবদেহে অস্থিসন্ধির সঙ্গে সংযুক্ত দৃঢ়, শুভ্র, তন্তুময় গঠন বা তার অংশবিশেষ; উপাস্থি। cartilaginous [কা:টিল্যাজিনাস্] (adjective) উপাস্থিক।
- English Word cartographer Bengali definition [কা:ট্গ্রাফা(র্)] (noun) মানচিত্রকর।
- English Word cartography Bengali definition [কা:টগ্রাফি] (noun) মানচিত্রাঙ্কন বিদ্যা।
- English Word carton Bengali definition [কা:টন্] (noun) পিচবোর্ডের বাক্স; কার্টন।
- English Word cartoon Bengali definition [কা;টূন্] (noun) (১) সাম্প্রতিক (বিশেষত রাজনৈতিক) প্রসঙ্গাদি নিয়ে কৌতুকাত্মক বা ব্যঙ্গাত্মক চিত্রাঙ্কন; ব্যঙ্গচিত্র। (২) চিত্রপট, চিত্রযবনিকা, মোজাইক (পচ্চীকারী) ইত্যাদির আদর্শস্বরূপ ব্যবহৃত, কাগজে অঙ্কিত পূর্ণদৈর্ঘ্য প্রাথমিক আলেখ্য; আলেখ্যাদর্শ। (৩) (=animated cartoon) চিত্রপরম্পরার আলোকচিত্র গ্রহণের মাধ্যমে নির্মিত চলচ্চিত্রবিশেষ; রঙ্গচিত্র; কার্টুন। cartoonist (noun) ব্যঙ্গচিত্রী; ব্যঙ্গরচয়িত্রী।
- English Word cartridge Bengali definition [কা:ট্রিজ্] (noun) (১) (বিস্ফোরণের জন্য) শুধু বিস্ফোরকপূর্ণ কিংবা (রাইফেল বা বন্দুক থেকে বর্ষণের জন্য) বুলেট বা গুলিসহ বিস্ফোরকপূর্ণ (ধাতু, পিচবোর্ড ইত্যাদির) আধার; টোটা; কারতুজ। দ্রষ্টব্যblank (noun)(৪)। cartridge-belt (noun) কারতুজবেল্ট। cartridge-paper (ক) টোটার খোলস তৈরিতে ব্যবহৃত কাগজবিশেষ; কারতুজ-কাগজ। (খ) পেনসিল ও কালিতে ছবি আঁকার মোটা, সাদা কাগজবিশেষ। (২) ( রেকর্ড প্লেয়ারে) শব্দগ্রাহক যন্ত্রাংশের বিয়োজনযোগ্য শীর্ষ, যার মধ্যে কুর্চিকা (স্টাইলাস) থাকে; সম্পুটক। (৩) (America(n)) ক্যাসেট।
- English Word carve Bengali definition [কা:ভ্] (verb transitive), (verb intransitive) (১) কাঠ অথবা পাথর কেটে কোনো কিছু তৈরি করা; (লাক্ষণিক) বিপুল প্রয়াস দ্বারা কোনো কিছু অর্জন করা: carve out a career for oneself. (২) খোদাই করা। (৩) (রান্নার মাংস) কেটে টুকরো করা। carving-knife/ carving-fork (noun) মাংস কাটার ছুরি। carver (noun) মাংস-কাটা ছুরি; যে ব্যক্তি মাংস টুকরো করে। (plural) মাংস-কাটা ছুরি ও কাঁটাচামচ। carving (noun) ভাস্কর্য। দ্রষ্টব্যsculptor, দ্রষ্টব্যsculpture.
- English Word caryatid Bengali definition [ক্যারিঅ্যাটিড্] (noun) (স্থাপত্য) অট্টালিকায় স্তম্ভরূপে ব্যবহৃত আচ্ছাদিত নারীমূর্তি।
- English Word cascade Bengali definition [ক্যাস্কেইড্] (noun) জলপ্রপাত; বৃহৎ, ভগ্ন জলপ্রপাতের একাংশ; ফিতা, ঝালর ইত্যাদির তরঙ্গিত পতন। □ (verb intransitive) জলপ্রপাতের মতো নেমে আসা।
- English Word case 1 Bengali definition [কেইস্] (noun) (১) ঘটনা; প্রকৃত অবস্থা; ব্যাপার; কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে সম্পর্কিত বিশেষ পরিস্থিতি: Is it the case (= এটা কি সত্য) that you have lost all your money? If that is the case (= পরিস্থিতি যদি এমনই হয়) you will have to work much harder. I can’t make an exception in your case (= তোমার ব্যাপারে) । Such being the case (= এমতাবস্থায়) you can’t go away. (২) (চিকিৎসাশাস্ত্র) রোগী; রুগ্ণ অবস্থা: There were five cases of cholera (= কলেরা-আক্রান্ত পাঁচ ব্যক্তি)। (৩) মামলা; মোকদ্দমা। a case in point, দ্রষ্টব্যpoint 1 (৯)। in case ঘটনাচক্রে। in case of এমন ঘটলে; এমতাবস্থায়। in any case যা-ই ঘটুক না কেন। in no case কোনো অবস্থাতেই না। in this/that case এমন/তেমন অবস্থায়; এমন/তেমন ঘটলে। make out a case (for) কোনো ব্যক্তি বা কাজের পক্ষে যুক্তি দেখানো। make out one’s case আত্মপক্ষ সমর্থন করা। (৪) (ব্যাকরণ) কারক।
- English Word case 2 Bengali definition [কেইস্] (noun) (১) বাক্স; খাপ; কোষ; আধার; আবরণ। case-hardened (adjective) (লাক্ষণিক) অভিজ্ঞতার চাপে কঠিন হয়ে যাওয়া মানুষ। (২) (মুদ্রণ) upper case বড় হাতের অক্ষর। lower case ছোট হাতের অক্ষর। □ (verb transitive) বাক্সবন্দি করা; কোষবদ্ধ করা।
- English Word casein Bengali definition [কেইসীন্] (noun) [uncountable noun] দেহগঠনকারী দুগ্ধজাত খাদ্য (প্রোটিন); ননি; পনিরের মৌলিক উপাদান।
- English Word casement Bengali definition [কেইস্মান্ট্] (noun) যে জানালা দরজার মতো বাইরের কিংবা ভেতরের দিকে খোলা যায়, কিন্তু নিচ থেকে উপরে বা উপর থেকে নিচের দিকে খোলা যায় না। দ্রষ্টব্যsash window; (কাব্যিক) জানালা।
- English Word cash Bengali definition [ক্যাশ্] (noun) [uncountable noun] (১) মুদ্রায় বা নোটে বিনিময়যোগ্য নগদ অর্থ; নগদ টাকা: I have no cash with me, আমার কাছে নগদ টাকা নেই। cash crops (noun) বিক্রির জন্য উৎপাদিত শস্য (যেমন, পাট, সরিষা ইত্যাদি)। cash desk (দোকান ইত্যাদিতে) নগদ প্রদানে ব্যবহৃত কাউন্টার। cash dispenser (কোনো কোনো ব্যাংকের বহির্ভাগে স্থাপিত) যন্ত্রবিশেষ যা ব্যক্তিগত সাংকেতিক কার্ড ব্যবহার করে নগদ অর্থ দেয়। cashflow (বেচাকেনার সূত্রে) ব্যবসায়ে অর্থের প্রবাহ। cash on delivery মাল সরবরাহমাত্র দাম দেওয়া। দ্রষ্টব্যcredit 1 (১)। cashprice (noun) তাৎক্ষণিকভাবে দেয় মূল্য; নগদ দাম। cashregister (noun) গৃহীত নগদ অর্থ রাখার বাক্স; জমাখরচের খাতা। cash and carry store (noun) (সাধারণত অপেক্ষাকৃত কম দামে) যেখানে নগদ অর্থের বিনিময়ে মালপত্র বিক্রি করা হয়। (২) অর্থ; টাকা: be rolling in cash, টাকায় গড়াগড়ি যাওয়া; out of cash, টাকা না-থাকা। □ (verb transitive), (verb intransitive) (১) (কোনো কিছুর বিনিময়ে) নগদ অর্থ গ্রহণ বা প্রদান করা: Can you cash this cheque for me? আমার হয়ে/জন্য এই চেকটি ভাঙাতে পারো? (২) cash in (on) সুযোগ নেওয়া; লাভ করা: Shopkeepers often cash in on shortages by putting up prices, দোকানদারেরা অনেক সময়ে ঘাটতির সুযোগ নিয়ে দাম বাড়িয়ে লাভ করে। cashable [ক্যাশাব্ল্] (adjective) নগদ অর্থে রূপান্তরযোগ্য।
- English Word cashew Bengali definition [ক্যাশূ] (noun) কাজুবাদাম; কাজুবাদামের গাছ।
- English Word cashier 1 Bengali definition [ক্যাশিআ(র্)] (noun) ব্যাংক, দোকান, হোটেল, রেস্তোরাঁ ইত্যাদিতে যে ব্যক্তি নগদ অর্থ দেওয়া-নেওয়া করে; কোষাধ্যক্ষ; খাজাঞ্চি; ক্যাশিয়ার।
- English Word cashier 2 Bengali definition [কাশিআ(র্)] (verb transitive) (কোনো কর্মকর্তাকে) অপমানপূর্বক বরখাস্ত করা।
- English Word cashing Bengali definition [কেইসিঙ্] (noun) আবরণ; আচ্ছাদন: a cashing of rubber.