C পৃষ্ঠা ১১
- English Word carat Bengali definition [ক্যারাট্] (noun) রত্নাদির মাপের একক; (২০০ মি.গ্রা.)। দ্রষ্টব্য পরি. ৫। (২) (America(n) karat) সোনার বিশুদ্ধতার মাপ; বিশুদ্ধ সোনার ক্যারাট ২৪।
- English Word caravan Bengali definition [ক্যারাভ্যান্] (noun) (১) কাফেলা। (২) বসবাসের জন্য (যেমন জিপসি কিংবা অবকাশযাপনকারীরা করে থাকে), বিশেষত (অধুনা) মোটরযানের পিছনে সংলগ্ন, আবৃত গাড়িবিশেষ; কারাভাঁ। দ্রষ্টব্য trail( ১ ) ভুক্তিতে trailer. caravanning কারাভাঁয় অবকাশযাপন। caravansary, caravanserai [ক্যারাভ্যান্সারি, ক্যারাভ্যান্সারাই] (noun) কারাভাঁ-সরাই।
- English Word caraway Bengali definition [ক্যারাওয়েই] (noun) কারোয়া; শা-জিরা; কেওড়া।
- English Word carbide Bengali definition [কা:বাইড্] (noun) কার্বনের যৌগ। দ্রষ্টব্যcalcium.
- English Word carbine Bengali definition [কা:বাইন্] (noun) খাটো বন্দুকবিশেষ (আদিতে অশ্বারোহী সৈনিকদের জন্য); কার্বাইন।
- English Word carbohydrade Bengali definition [কা:বৌহাইড্রেইট্] (noun) [countable noun, uncountable noun] জৈবযৌগবিশেষ, শর্করা ও শ্বেতসার যার অন্তর্ভুক্ত; (plural) শ্বেতসারজাতীয় খাদ্য।
- English Word carbolic acid Bengali definition [কা: বলিক অ্যাসিড্] (noun) [uncountable noun] পূতিনিবারক ও জীবাণুনাশকরূপে ব্যবহৃত তীব্র গন্ধযুক্ত শক্তিশালী তরল পদার্থবিশেষ; কার্বলিক এসিড।
- English Word carbon Bengali definition [কা:বান্] (noun) (১) [uncountable noun] সব জীবশরীরে উপস্থিত অধাতব মৌল (প্রতীক C); অঙ্গারক। carbon black (noun) তেল, কাঠ ইত্যাদি আংশিকভাবে পুড়িয়ে প্রাপ্ত কালো চূর্ণ; অঙ্গারচূর্ণ। carbon dating অঙ্গারের তেজস্ক্রিয় আইসোটোপের ক্ষয়ের পরিমাণের ভিত্তিতে প্রাগৈতিহাসিক বস্তুর কালনির্ণয়-পদ্ধতি। (২) [countable noun] অর্ধবৃত্তাকার বৈদ্যুতিক বাতিতে ব্যবহৃত অঙ্গারের কাঠি বা পেনসিল। (৩) [countable noun] (অপিচ carbon-paper) কার্বন; কার্বন কাগজ। (৪) [countable noun] (অপিচ carbon copy) কার্বন প্রতিলিপি। (৫) carbon dioxide (noun) জীবশরীরে উৎপন্ন এবং ফুসফুস থেকে নিশ্বসিত গ্যাসবিশেষ (C0 2); পানীয়ের সঙ্গে মিশ্রিত কৃত্রিমভাবে উৎপন্ন উক্ত গ্যাস। carbon monoxide (noun) অঙ্গারদহনে উৎপন্ন বিষাক্ত গ্যাসবিশেষ (CO). carbonated [কা:বানেইটিড্] (adjective) কার্বন ডাই-অক্সাইডযুক্ত; অঙ্গারায়িত: carbonated beverages. carboniferous [কা:বানিফারাস্] (adjective) (ভূতত্ত্ব) আঙ্গার্য; carboninferous strata, আঙ্গার্যস্তর। carboize (verb transitive) (পুড়িয়ে) অঙ্গারিত করা। carbonization [কা:বানাইজেইশ্ন্ America(n) কা:বানিজেইশ্ন্] (noun) অঙ্গারীভবন; অঙ্গারীকরণ।
- English Word carbonic acid Bengali definition [কা:বনিক্ অ্যাসিড্] (noun) [uncountable noun] জলে দ্রবীভূত কার্বন ডাই-অক্সাইড (যেমন সোডা ওয়াটারের ঝাঁজালো স্বাদের কারণে উক্ত গ্যাসের উপস্থিতি); অঙ্গারাম্ল।
- English Word carbuncle Bengali definition [কা:বাঙ্ক্ল্] (noun) (১) রক্তবর্ণ মূল্যবান রত্নবিশেষ; স্বর্পমণি; শবচেরাগ। (২) বিস্ফোটক; দুষ্টব্রণ।
- English Word carburettor Bengali definition (America(n) carburetor) [কা:বিউরেটা(র্) America(n) কা:র্বারেইটার্] (noun) অন্তর্দাহ ইনজিনের যে অংশে বিস্ফোরক মিশ্রণ তৈরির জন্য পেট্রলের সঙ্গে বায়ু মেশানো হয়; অঙ্গারীকারক; কার্বিউরেটর।
- English Word carcass, carcase Bengali definition [কা:কাস্] (noun) (১) (বিশেষত টুকরো করে মাংসরূপে ভক্ষণের জন্য তৈরি পশুপাখির) মৃতদেহ: carcass meat, তাজা মাংস (টিনে সংরক্ষিত নয়)। (২) (অবজ্ঞাসূচক) ধড়; বপু। (৩) (অসমাপ্ত বাড়ি, জাহাজ ইত্যাদির) কাঠামো; খোলস।
- English Word carcinogen Bengali definition [কা:সিনাজেন্] (noun) (প্যাথলজি) যে বস্তু ক্যানসার উৎপাদন করে; ক্যানসারহেতু। carcinogenic (adjective) ক্যানসারজনক।
- English Word card 1 Bengali definition [কা:ড্] (noun) (১) কার্ড: visiting card (America(n) calling card), অভ্যাগম কার্ড; Christmas/New year/ Birthday cards, বড়দিনের/নববর্ষের/জন্মদিনের কার্ড; record card (তথ্য, টীকা-টিপ্পনী ইত্যাদি বাক্স বা দেরাজে সংরক্ষণের জন্য) লেখা কার্ড। card index (noun) কার্ডসূচি। card-carrying member (noun) (কোনো সমিতি, দল ইত্যাদির) নিবন্ধিত সদস্য। cardvote (noun) শ্রমিক সমিতির সভায় গৃহীত ভোট, যে সভার প্রত্যেক প্রতিনিধির হাতে কয়েকজন শ্রমিকের প্রতিনিধিত্বসূচক কার্ড থাকে; কার্ডভোট। (২) কোনো দৌড় প্রতিযোগিতা বা খেলাধুলার বিস্তারিত অনুষ্ঠানসূচি, যেখানে ফলাফল চিহ্নিত করতে শূন্যস্থানও থাকে: a score card, (যেমন ক্রিকেটে) বিগণনপত্র। (৩) তাস। have a card up one’s sleeve (প্রয়োজনে ব্যবহারের জন্য) কোনো গোপন পরিকল্পনা বা ফন্দি হাতে থাকা। hold/keep one’s cards close to one’s chest, দ্রষ্টব্যchest (২). make a card কার্ড দিয়ে এক দান জিতে নেওয়া। on the cards (তাসের সাহায্যে ভাগ্য গণনা থেকে) সম্ভবপর; সম্ভাবনীয়। one’s best/strongest card কারো মোক্ষম যুক্তি, কার্যসিদ্ধির প্রকৃষ্ট/মোক্ষম পন্থা। play one’s cards well নৈপুণ্য/বিচক্ষণতার সঙ্গে নিজ কর্তব্য করা। play a sure/safe/doubtful card নিশ্চিত/নিরাপদ/অনিশ্চিত পরিকল্পনা বা কৌশল প্রয়োগ করা। put one’s cards on the table উদ্দেশ্য, অভিপ্রায়, পরিকল্পনা খোলাখুলি বলা। card-sharper (noun) জুয়াচোর। (৪) (হাস্যরসাত্মক) অদ্ভুত বা মজার লোক।
- English Word card 2 Bengali definition [কা:ড্] (noun) শণ বা পশম আঁচড়ানোর চিরুনি; উর্ণামার্জনী। □ (verb transitive) এটা দিয়ে শণ বা পশম পরিষ্কার করা।
- English Word cardamom Bengali definition [কা:ডামাম্] (noun) [uncountable noun]/ cardamon এলাচ।
- English Word cardboard Bengali definition [কা:ড্বোড্] (noun) [uncountable noun] বাক্স তৈরি, বই বাঁধাই ইত্যাদি কাজে ব্যবহৃত মোটা, শক্ত কাগজ; পিচবোর্ড।
- English Word cardi(o)- Bengali definition [কা:ডিও] (noun) হৃদ্-। cardiograph [কা:ডিওগ্রা:ফ্] (noun) হৃদ্স্পন্দন লিপিবদ্ধের যন্ত্রবিশেষ; হৃল্লেখযন্ত্র। cardiology [কা:ডিওলাজি] (noun) হৃদ্বিজ্ঞান। cardiologist (noun) হৃদ্বিজ্ঞানী।
- English Word cardiac Bengali definition [কা:ডিঅ্যাক্] (adjective) হৃদ্সম্বন্ধীয়; হার্দ্য; হৃদ্য: cardiac muscle, হৃৎপেশি; cardiac symptoms, হৃদরোগের লক্ষণ।
- English Word cardigan Bengali definition [কা:ডিগান্] (noun) কলারবিহীন, আস্তিনওয়ালা, পশমের বোনা পোশাকবিশেষ, যার সামনের দিকে বোতাম লাগানো হয়; কার্ডিগান।