C পৃষ্ঠা ১২
- English Word cardinal Bengali definition [কা:ডিন্ল্] (adjective) প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য: the cardinal virtues. cardinalnumbers অঙ্কবাচক সংখ্যা (যেমন ১, ২, ৩…;) (তুলনীয় ordinal numbers). the cardinal points (কম্পাসের) দিকচতুষ্টয়। □ (noun) রোমান ক্যাথলিক ধর্মসংঘে পোপের নির্বাচনে অংশ নেওয়ার অধিকারী বিশপ; কার্ডিনাল।
- English Word care 1 Bengali definition [কেআ(র্)] (noun) (১) [uncountable noun] সতর্কতা; সাবধানতা; যত্ন: Take care not to spoil the book. (২) [uncountable noun] তত্ত্বাবধান; দায়িত্ব। Leave it in his care. care of (প্রায়ই C/O) প্রযত্নে। Child Care officer (British/Britain, তবে অধুনা অপ্রচলিত, বর্তমানে social worker নামে পরিচিত) গৃহহীন, অনাথ কিংবা মাতাপিতার অযত্নে লালিত শিশুদের তত্ত্বাবধানে নিযুক্ত কর্মকর্তা। take into care (উক্ত কর্মকর্তা সম্বন্ধে) উক্তরূপ শিশুদের কোনো প্রতিষ্ঠানে নিয়ে যাওয়া। take care of (কথ্য) ব্যবস্থা করা, ভার নেওয়া। care taker (noun) তত্ত্বাবধায়ক। (America(n)= janitor) caretaker Government তত্ত্বাবধায়ক সরকার। (৩) [uncountable noun] উদ্বেগ; দুশ্চিন্তা; দুর্ভাবনা: free from care. carefree (adjective) ভাবনাহীন; দুশ্চিন্তামুক্ত। careladen, careworn (adjective) চিন্তাকুল; দুর্ভাবনাপীড়িত; সন্তাপিত। (৪) [countable noun] (সাধারণত plural) দুঃখ ও উদ্বেগের কারণ; দুর্ভাবনা; দুশ্চিন্তা: He was rich and free from cares of every kind.
- English Word care 2 Bengali definition [কেআ(র্)] (verb intransitive) (১) (উপবাসের পূর্বে সাধারণত 'preposition(al) উহ্য থাকে) careabout আগ্রহ/উদ্বেগ/দুঃখ বোধ করা; আগ্রহান্বিত/উদ্বিগ্ন/দুঃখিত হওয়া; মাথাব্যথা/পরোয়া থাকা: He doesn’t care what happens next. Whatever you say, I don’t care. (২) care for চাওয়া; পেতে চাওয়া; উৎসাহ থাকা; আগ্রহান্বিত হওয়া: Do you care for the car? (৩) care for ভালোবাসা; পছন্দ করা; অভিরুচি থাকা: I don’t care for jazz. (৪) care for যত্ন নেওয়া; দেখাশোনা করা: A friend will care for the family during my absence. (৫) পছন্দ করা; আগ্রহী/ইচ্ছুক হওয়া (কেবল interrogative ও negative(ly): Would you care to attend the meeting?
- English Word careen Bengali definition [কারীন্] (verb transitive), (verb intransitive) (১) (মেরামত বা পরিষ্কার করতে জাহাজ) কাত করা। (২) (একদিকে) ঝোঁকা বা ঝোঁকানো।
- English Word career Bengali definition [কারিআ(র্)] (noun) (১) জীবনের পথে অগ্রগতি/অগ্রসরণ; দল/সূত্র ইত্যাদির বিকাশ ও অনুক্রমণ; জীবনায়ন; জীবনপ্রক্রম; বিকাশক্রম; বিকাশধারা: Careers of great men can teach us a great deal. (২) [countable noun] জীবিকা; পেশা; বৃত্তি: Which career do you prefer? (attributive(ly)) পেশাজীবী; পেশাদার: a career diplomat, a careergirl (বিশেষত যে বিবাহিত জীবনের চেয়ে পেশাকেই অধিক গুরুত্ব দেয়। (৩) [uncountable noun] প্রচণ্ড বা ত্বরিত সম্মুখগতি: in full career, পূর্ণ বেগে; stop (somebody) in mid career. □ (verb intransitive) careerabout/along/past/through, etc ঝড়ের বেগে ছুটে যাওয়া। careerist (noun) কর্মজীবনে ব্যক্তিগত উন্নতিই যার প্রধান লক্ষ্য; একনিষ্ঠ পেশাজীবী।
- English Word careful Bengali definition [কেআফ্ল্] (adjective) (১) (predicative(ly)) be careful (about/of) (ব্যক্তি) সতর্ক/হুঁশিয়ার/সাবধান/মনোযোগী/যত্নবান হওয়া: Be careful (about/of) what you say. Be careful of your money. (২) যত্নের সঙ্গে করা; সতর্ক: careful observation; a careful scrutiny of the details. carefuly [কেআফালি] (adverb) সযত্নে; সতর্কভাবে। carefulness (noun) সতর্কতা; সাবধানতা।
- English Word careless Bengali definition [কেআলিস্] (adjective) (১) (ব্যক্তি) যত্নহীন; অসাবধান; অসতর্ক; অমনোযোগী; অনবধান। (২) যত্ন ব্যতিরেকে করা; অযত্নপ্রসূত; অনবধানতাপ্রসূত: a careless mistake. (৩) (সাহিত্যিক) চপল; লঘুচিত্ত: careless little maids. (৪) careless of (সাহিত্যিক) নির্লিপ্ত; উদাসীন; নিস্পৃহ; নির্মোহ: She is careless of her good name. carelessly (adverb) অসাবধানে; অসতর্কভাবে। carelessness (noun) অসতর্কতা; অযত্ন: a piece of carelessness, অযত্নপ্রসূত কাজ।
- English Word caress Bengali definition [কারেস্] (noun) [countable noun] স্নেহস্পর্শ; প্রণয়স্পর্শ; আদর; সোহাগ। □ (verb transitive) সস্নেহে স্পর্শ করা বা হাত বুলানো; আদর/সোহাগ করা। caressing (adjective) প্রণয়স্পর্শযুক্ত; স্নেহস্পর্শযুক্ত; প্রেমময়; স্নেহময়; আদরপূর্ণ; সোহাগপূর্ণ। caressingly (adverb) আদরভরে; সোহাগভরে।
- English Word caret Bengali definition [ক্যারাট্] (noun) লেখায় বা ছাপায় কোনো কিছু যোগ করার নির্দেশসূচক চিহ্ন (^); কাকপদ।
- English Word cargo Bengali definition [কা:গোউ] (noun) (plural cargoes, America(n) অপিচ 'cargos' [কা:গোউজ্]) [countable noun, uncountable noun] জাহাজ বিমান ইত্যাদিতে বহিত পণ্য; মাল: a cargo ship/plane, পণ্যবাহী জাহাজ; বিমান। তুলনীয় goods/freight train.
- English Word caribou Bengali definition [ক্যারিবূ] (noun) (plural caribous, অথবা সমষ্টিবাচক (plural) caribou) উত্তর আমেরিকার বল্গাহরিণ।
- English Word caricature Bengali definition [ক্যারিকাটিওউআ(র্)] (noun) (১) [countable noun] কৌতুক বা পরিহাসের উদ্দেশ্যে কোনো কোনো বৈশিষ্ট্যের উপর অধিক গুরুত্ব দিয়ে কোনো বস্তু বা ব্যক্তির চিত্র কিংবা ব্যক্তিবিশেষের কণ্ঠ, আচরণ ইত্যাদির অনুকরণ; ব্যঙ্গচিত্রণ; ব্যঙ্গকরণ; ব্যঙ্গকৌতুক। (২) [uncountable noun] ঐরূপ অনুকরণের কৌশল; ব্যঙ্গচিত্রণ। □ (verb transitive) ব্যঙ্গকৌতুক করা। caricaturist (noun) ব্যঙ্গকার।
- English Word caries Bengali definition [কেআরীজ্] (noun) [uncountable noun] (চিকিৎসাশাস্ত্র) (অস্থি অথবা দাঁতের) ক্ষয়: dental caries, দন্তক্ষয়। carious [কেআরিআস্] (adjective) (অস্থি সম্বন্ধে) ক্ষয়াক্রান্ত।
- English Word carillon Bengali definition [কারিলিয়ান্ America(n) ক্যারালন্] (noun) মিনারের চূড়ায় অবস্থিত ঘণ্টামালা।
- English Word carjacking Bengali definition [কা:(র্)জ্যাকিং] (noun) (car আর 'hijacking' দিয়ে তৈরি) [countable noun] মোটরগাড়ি ছিনতাই; অস্ত্র অথবা হুমকি দিয়ে কোনো চালককে গাড়িসহ নির্দিষ্ট জায়গায় যেতে বাধ্য করা; The threat of carjackings and kidnappings keeps people locked inside their houses.
- English Word Carmelite Bengali definition [কা:মালাইট্] (noun) (adjective) ' ১১৫৫ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত একটি ধর্মসংঘভুক্ত তপস্বী বা তপস্বিনী; উক্ত ধর্মসংঘবিষয়ক; কার্মেলীয়।
- English Word carmine Bengali definition [কা:মাইন্] (noun), (adjective) গাঢ় লাল রং; রঞ্জক পদার্থবিশেষ; আলতা।
- English Word carnage Bengali definition [কা:নিজ্] (noun) [uncountable noun] (সাহিত্যিক) ব্যাপক হত্যাকাণ্ড; হত্যাযজ্ঞ; সংহার: a scene of carnage (যেমন) যুদ্ধক্ষেত্রে।
- English Word carnal Bengali definition [কা:ন্ল্] (adjective) (আনুষ্ঠানিক) শরীর বা রক্তমাংস সম্বন্ধীয়; ঐন্দ্রিয়িক (আত্মিকের বিপরীত); ইন্দ্রিয়াসক্ত; শিশ্নোদরপরায়ণ; দৈহিক। carnal desires, কাম; কামাসক্তি; ভোগবাসনা। carnally (adverb) দৈহিকভাবে ইত্যাদি। carnal knowdge (noun) [uncountable noun] (আইন ও আনুষ্ঠানিক) দৈহিক যৌনমিলন বা সহবাস।
- English Word carnation Bengali definition [কা:নেইশ্ন্] (noun) সাদা, গোলাপি কিংবা লাল রঙের সুগন্ধি পুষ্পবিশেষ এবং তার গাছ; কার্নেশান।