C পৃষ্ঠা ২৯
- English Word chestnut Bengali definition [চেস্নাট্] (noun) (১) [countable noun, uncountable noun] একপ্রকার বাদাম; বাদামগাছবিশেষ; এই গাছের কাঠ। (২) বাদামি রং। (৩) বাদামি রঙের ঘোড়া। (৪) (কথ্য.) অতি-পুরানো বা অতি-পরিচিত গল্প বা ঠাট্টা-তামাশা।
- English Word cheval glass Bengali definition [শাভ্যাল্ গ্লা:স্ America(n) শাভ্যাল্গ্ল্যাস্] খাড়া দণ্ডের সঙ্গে যুক্ত কাত বা সোজা করা যায় এমন পূর্ণদৈর্ঘ্য আয়না।
- English Word chevron Bengali definition [শেভরান্] (noun) সৈনিক, পুলিশ ইত্যাদির পোশাকের হাতায় আঁটা V-আকারের পদমর্যাদাসূচক ফিতা।
- English Word chew Bengali definition [চূ] (verb transitive), (verb intransitive) চিবানো। chewing-gum (noun) [uncountable noun] ক্রমাগত চিবাতে হয় এমন লজেন্স। chew something over; chew (up) on something (কথ্য) (কোনো কিছু নিয়ে) মাথা ঘামানো। chew the fat/ rag (অনানুষ্ঠানিক) বিভিন্ন বিষয় নিয়ে বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা। (noun) চর্বণ; চর্বিতব্য বস্তু: a chew of tobacco, খইনি।
- English Word Chianti Bengali definition [কিঅ্যান্টি] (noun) [uncountable noun] ইতালীয় মদবিশেষ।
- English Word chiaroscuro Bengali definition [কিআ:রাস্কুআরোউ] (noun) (বিশেষত চিত্রাঙ্কনে) আলো আঁধারের সম্পাত।
- English Word chic Bengali definition [শীক্] (noun) [uncountable noun] (বেশভূষায়) মার্জিত ধরন বা শৈলী। (adjective) শৈলীময়।
- English Word chicanery Bengali definition [শিকেইনারি] (noun) [uncountable noun] প্রতারণা; বৈধ চাতুরী; এর ব্যবহার; [countable noun] চোরা যুক্তি।
- English Word chichi Bengali definition [শীশী] (adjective) (কথ্য) দাম্ভিক; ধৃষ্ট; ভণিতাপূর্ণ; ঠাঁটসর্বস্ব; অমার্জিত।
- English Word chick Bengali definition [চিক্] (noun) (১) পাখির (বিশেষত হাঁসমুরগির) ছানা। chickpea (noun) [countable noun] এক জাতের ভোজ্য হলুদ মটরদানা; এই দানাবহনকারী উদ্ভিদ। chickweed (noun) [uncountable noun] ছোট আগাছা, যার পাতা ও বীজ পাখিরা খায়। (২) ছোট শিশু; খোকা বা খুকু (অপশব্দ) মেয়ে।
- English Word chick lit Bengali definition [চিক্ লিট্] (noun) ললনা সাহিত্য; সাধারণত সমসাময়িক থিম ও ইস্যু নিয়ে নারীবিষয়ক লেখা, যা তরুণ বয়সী নারীদের আকৃষ্ট করে: We have chosen the genres of chick lit. (আমেরিকার স্ল্যাং chick মানে তরুণী; আর literature- এর সংক্ষেপ lit নিয়ে টার্মটি তৈরি হয়েছে)।
- English Word chicken Bengali definition [চিকিন্] (noun) (১) পাখির (বিশেষত মুরগির) ছানা। (লাক্ষণিক অপশব্দ) তরুণী; কাঁচা-বয়সী: Rehana is no chicken, রেহানা এখন আর খুকিটি নয়। (Don’t) count one’s chickens before they are hatched সাফল্যের সম্ভাবনা নিয়ে অতিরিক্ত আশাবাদী হওয়া (না-হওয়া)। chickenfeed (noun) (লাক্ষণিক অপশব্দ) তুচ্ছ বস্তু। chicken hearted [চিকিন্হা:টিড্] (adjective) ভীরু। chickenpox (noun) [uncountable noun] জলবসন্ত। chickenrun (noun) হাঁসমুরগির ছানার বিচরণের জন্য জাল বা বেড়া দিয়ে ঘেরা জায়গা। (২) [uncountable noun] মুরগির মাংস। □ (predicatively adjective) (অপশব্দ) ভীরু স্বভাবের।
- English Word chicle Bengali definition [চিক্ল্] (noun) [uncountable noun] লজেন্স তৈরির মূল উপাদান।
- English Word chicory Bengali definition [চিকারি] (noun) সবজি ও সালাদ হিসেবে ভোজ্য উদ্ভিদবিশেষ; এর শিকড় ভেজে গুঁড়া করে কফির সঙ্গে মিশিয়ে বা কফির পরিবর্তে খাওয়া হয়।
- English Word chide Bengali definition [চাইড্] (verb transitive), (verb intransitive) বকুনি দেওয়া; তিরস্কার করা।
- English Word chief Bengali definition [চীফ্] (noun) (১) নেতা বা শাসক। (২) বিভাগীয় প্রধান; সর্বোচ্চ কর্মকর্তা: Chief of Staff, প্রধান স্টাফ অফিসার। in chief প্রধানত, বিশেষত: For many reasons, and this one in chief. chief-in-chief সর্বময়; সর্বপ্রধান: the Commander-in- chief, সর্বাধিনায়ক। □ (adjective) (শুধু attributively; comparative বা superlative নয়) (১) প্রধান; সবচেয়ে গুরুত্বপূর্ণ; the chief rivers of Bangladesh. (২) পদমর্যাদায় প্রথম: the Chief Justice. chiefly (adverb) (১) সবার উপরে; প্রথমত। (২) মুখ্যত; প্রধানত: We are chiefly concerned with...
- English Word chieftain Bengali definition [চীফ্টান্] (noun) উপজাতীয় সর্দার; গোষ্ঠীপতি; (দল, গোষ্ঠী) প্রধান। chieftaincy [চীফ্টান্সি] (noun) সর্দার, গোষ্ঠীপতি, দলপ্রধান ইত্যাদির পদ।
- English Word chiffon Bengali definition [শিফন্ America(n) শিফন্] (noun) [uncountable noun] মিহি স্বচ্ছ সিল্কজাতীয় কাপড়বিশেষ।
- English Word chiffonier Bengali definition [শিফানিআ(র্)] (noun) (১) (British/Britain) উপরিভাগকে টেবিল হিসেবে ব্যবহার করা যায় এমন নিচু চালনযোগ্য আলমারি। (২) [uncountable noun] দেরাজওয়ালা উঁচু আলমারি।
- English Word chignon Bengali definition [শীনিঅন্] (noun) (ফরাসি) চুলের জটা বা চুলের গোছা।