C পৃষ্ঠা ৩২
- English Word chock Bengali definition [চক্] (noun) (চাকা, পিপা, দরজার পাল্লা প্রভৃতির) গতিরোধে ব্যবহৃত কীলক বা খিল; কাঠের গুঁড়ি। □ (verb transitive), chock (up) (১) কীলকের সাহায্যে ঠেকা দেওয়া; কীলক জুড়ে দিয়ে (চাকা ইত্যাদির) গতিরোধ করা। (২) (কথ্য) ঠেসে ভরা; a trunk chocked up with books. chock full (of); chock-a-block (with); chock-a-blockftull (of) (adjective) কানায় কানায় পূর্ণ।
- English Word chocolate Bengali definition [চক্লাট্] (noun) (১) [uncountable noun] কোকো গুঁড়া করে তৈরি মণ্ড; এরূপ মণ্ড গরম পানি বা দুধে মিশিয়ে তৈরি পানীয়; (কথ্য সংক্ষেপ choc [চক্]) এই মণ্ড থেকে তৈরি মিঠাইবিশেষ; চকোলেট; (attributive(ly) chocolate biscuit চকোলেটের আস্তরণ-দেওয়া বিস্কুট। (২) চকোলেট মণ্ডের রং, গাঢ় বাদামি। chocice [চক্আইস্] (noun) চকোলেটের আস্তরণ-দেওয়া আইসক্রিম।
- English Word choice Bengali definition [চয়স্] (noun) (১) বাছাই; পছন্দ। (২) বেছে নেওয়ার অধিকার বা সম্ভাবনা; You have no choice in the matter. for choice পছন্দ অনুসারে; বেছে নিতে হলে: I should go for this one for choice. Hobson’s choice পছন্দের অবকাশ আদৌ নেই কারণ একটিমাত্র জিনিস নেওয়ার বা করার আছে। (৩) বেছে নেওয়া যায় এমন বৈচিত্র্যের সম্ভার: a shop with a wide choice of clothes. (৪) পছন্দ করা ব্যক্তি বা বস্তু: Bushra is my choice.(adjective) সযত্নে বা সতর্কতার সঙ্গে নির্বাচিত; অসাধারণভাবে ভালো: choice food.
- English Word choir Bengali definition [কোয়াইআ(র্)] (noun) (১) বিশেষত গির্জার ঐকতানবদ্ধ ধর্মসংগীতে নেতৃত্বদানকারী গায়কবৃন্দ। (২) এরূপ গায়কবৃন্দের জন্য গির্জার নির্ধারিত অংশ। choir-school (noun) ধর্মসংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত বালকদের জন্য গির্জাসংশ্লিষ্ট গ্রামার স্কুল।
- English Word choke 1 Bengali definition [চোউক্] (verb intransitive), (verb transitive) (১) শ্বাসরুদ্ধ হওয়া বা শ্বাসরোধ করা। (২) choke (with) শ্বাসরোধ করা: The dust almost choked me. (৩) choke (up) (with) কোনো পরিষ্কার পথ, স্থান ইত্যাদিকে আংশিক বা সম্পূর্ণ ভরে ফেলা: a lane choked (up) with garbage. (৪) choke something back/down: কোনো কিছু চেপে রাখা; দমন করা: back one’s tears; choke down one’s anger. Choke somebody off (কথ্য) কাউকে (কোনো কিছু করা থেকে) নিরুৎসাহিত করা; কাউকে অন্যায় করার জন্য তিরস্কার করা: I got choked off for being late. choke damp (noun) কয়লাখনিতে বিস্ফোরণের পর জমে-থাকা কার্বন ডাই-অক্সাইড গ্যাস।
- English Word choke 2 Bengali definition [চোউক্] (noun) বায়ুগ্রহণ নিয়ন্ত্রণে পেট্রলচালিত ইঞ্জিনের ভাল্ভ বা যন্ত্রাংশবিশেষ।
- English Word choker Bengali definition [চোউকা(র্)] (noun) (১) (hum) জামার খাড়া উঁচু কলার বা গলবন্ধনী; ধর্মযাজকীয় গলাবন্ধনী। (২) আঁট করে তৈরি করা গলার হার বা আঁটসাঁট স্কার্ফ।
- English Word cholera Bengali definition [কলারা] (noun) [uncountable noun] ওলাওঠা; কলেরা।
- English Word choleric Bengali definition [কলারিক্] (adjective) খিটখিটে; বদমেজাজি।
- English Word cholesterol Bengali definition [কলেস্টারাল্] (noun) [uncountable noun] প্রাণিদেহের রক্তে ও কোষে বিদ্যমান চর্বিজাতীয় পদার্থ। cholesterol level (noun) রক্তে এই পদার্থের পরিমাণের মাপ: high cholesterol level.
- English Word choose Bengali definition [চূজ্] (verb transitive), (verb intransitive) (১) choose (from/out of/between) বেছে নেওয়া; পছন্দ করা: There is nothing/not much/little to choose between (two or more people or things), (প্রায় একই রকম), (কাজেই) বেছে নেওয়ার/পছন্দ করার একেবারেই/তেমন কিছু নেই। (২) মনঃস্থির করা; যেমন ইচ্ছা করা; সংকল্পবদ্ধ হওয়া: He chose to be a doctor. Do as you choose. cannot choose but (সাহিত্যিক) অবশ্যই: I cannot choose but do his bidding.
- English Word choosy, choosey Bengali definition [চূজি] (adjective) (কথ্য, ব্যক্তি সম্বন্ধে) খুঁতখুঁতে; সহজে তুষ্ট হয় না এমন।
- English Word chop 1 Bengali definition [চপ্] (verb transitive), (verb intransitive) (১) chop (up) (into) (দা, কুড়াল ইত্যাকার ধারালো অস্ত্র দিয়ে) টুকরা টুকরা করে কাটা; কুচিয়ে কাটা; কোপানো: chop ping wood; chop a branch off a tree; chop meat up into pieces. chop at something কোপ দিতে উদ্যত হওয়া; কোপ তোলা।
- English Word chop 2 Bengali definition [চপ্] (noun) (১) কোপ। (২) একজনের জন্য রান্না করা হাড়সহ মাংসের পুরু ফালি; মাংসের বড়া; চপ। (৩) be for/get the chop মরণের মুখে পা দেওয়া/মারা পড়া বা চাকরি খোয়ানো। (৪) (মুষ্টিযুদ্ধে) এক ধরনের মুষ্ট্যাঘাত।
- English Word chop 3 Bengali definition [চপ্] (verb intransitive) (১) chop and change ক্রমাগত মত/মন পালটানো; অসঙ্গত বা স্ববিরোধী হওয়া: I am not one to chop and change. (২) chop about (বায়ুপ্রবাহ) গতি বা দিকপরিবর্তন করা।
- English Word chop 4 Bengali definition [চপ্] (noun) দ্রষ্টব্য chap 2
- English Word chopper 1 Bengali definition [চপা(র্)] (noun) মাংস, কাঠ ইত্যাদি টুকরা টুকরা করার ভারী ধারালো অস্ত্র; কাটারি।
- English Word chopper 2 Bengali definition [চপা(র্)] (noun) (কথ্য) হেলিকপটার।
- English Word choppy Bengali definition [চপি] (adjective) (সমুদ্র) ছোট এলোমেলো ঢেউয়ের আকারে প্রবাহিত; (বায়ুপ্রবাহ) ক্রমাগত পরিবর্তনশীল; এলোমেলো।
- English Word chopsticks Bengali definition [চপ্স্টিক্স্] (noun) চীনা ও জাপানিরা যে জোড়াকাঠি দিয়ে মুখে খাবার তোলে।