C পৃষ্ঠা ৩১
- English Word chip 2 Bengali definition [চিপ্] (noun) (১) (অপশব্দ) টাকা অথবা রুপি।
- English Word chipmunk Bengali definition [চিপ্মাঙ্ক্] (noun) উত্তর আমেরিকার ছোট ডোরাকাটা কাঠবিড়ালসদৃশ ইঁদুরজাতীয় প্রাণী।
- English Word chippendale Bengali definition [চিপান্ডেইল্] (noun) (অষ্টাদশ শতকের ইংল্যান্ডে) বৈঠকখানার জন্য হালকা ধাঁচের আসবাবপত্র।
- English Word chips Bengali definition [চিপ্স্] (noun) (British/Britain কথ্য) ফ্রেঞ্চ ফ্রাই; আলুকে আয়তকার করে ফালি বানিয়ে গরম তেলে ভাজা; চিপস: He always enjoyed fish and chips.
- English Word chiropodist Bengali definition [কিরপাডিস্ট্] (noun) পায়ের পাতা ও পায়ের নখসংক্রান্ত রোগের চিকিৎসক। chiropody [কিরপাডি] (noun) উল্লিখিত রোগের চিকিৎসা।
- English Word chiropractor Bengali definition [কাইআরোউপ্র্যাকটা(র্)] (noun) অস্থিসন্ধিতে (বিশেষত মেরুদণ্ডের) নিপুণ করসঞ্চালন দ্বারা রোগ-চিকিৎসায় বিশেষজ্ঞ ব্যক্তি।
- English Word chirp Bengali definition [চাপ্] (verb intransitive), (verb transitive) (ছোট পাখি বা পতঙ্গ) কিচিরমিচির শব্দ করা; কিচিরমিচির করে বলা। (noun) কিচিরমিচিরি শব্দ।
- English Word chirpy Bengali definition [চাপি] (adjective) (কথ্য) প্রাণবন্ত; হাসিখুশি। chirpily [চাপিলি] (adverb) chirpiness (noun)
- English Word chirrup Bengali definition [চিরাপ্](verb transitive),(verb intransitive), (noun) টানা কিচিরমিচির শব্দ করা।
- English Word chisel Bengali definition [চিজ্ল্] (noun) বাটালি। (verb transitive) (১) বাটালি দিয়ে কাটা বা খোদাই করা। chiseled features (কারো চেহারা সম্বন্ধে) তীক্ষ্ণ; ধারালো; কাটা কাটা। (২) (কথ্য) ঠকানো; প্রতারণা করা। chiseler [চিজালা(র্)] (noun) প্রতারক; ঠগবাজ।
- English Word chit 1 Bengali definition [চিট্] (noun) শিশু; (অবজ্ঞায়) ক্ষীণকায় তরুণী; ছুকরি।
- English Word chit 2 Bengali definition [চিট্] (noun) হাতচিঠি; চিরকুট; (হোটেলে খাবার জন্য) দেয় টাকার চিরকুট।
- English Word chitchat Bengali definition [চিট্চ্যাট্] (noun) [uncountable noun] হালকা আলাপ; বিশ্রম্ভালাপ: We spent the afternoon in idle chitchat.
- English Word chivalry Bengali definition [শিভ্ল্রি] (noun) [uncountable noun] মধ্যযুগীয় ইউরোপে নাইটদের আচরিত রীতিনীতি; বীরব্রত; বীরধর্ম (তুলনীয় ক্ষাত্রধর্ম); নাইটসুলভ (ক্ষাত্রীয়) গুণাবলি, যথা সাহস; মর্যাদা; সৌজন্য; আনুগত্য; দুর্বল ও অসহায়ের প্রতি সহানুভূতি; নারীসেবা। chivalrous [শিভ্ল্রাস্] (adjective) বীর্যবত্তার যুগবিষয়ক; মধ্যযুগীয় বীরব্রতী নাইটকুলসম্পর্কিত; মর্যাদাবান।
- English Word chive Bengali definition [চাইভ্] (noun) [countable noun] পেঁয়াজ জাতীয় গাছ, যার সরু পাতা সালাদ প্রভৃতিতে মুখরোচক হিসেবে ব্যবহার করা হয়।
- English Word chivy, chivvy Bengali definition [চিভি] (verb transitive) (কথ্য)chivy somebody about/along/up জ্বালাতন করা; পিছে তাড়া করা; খ্যাদানো; হয়রানি করা।
- English Word chloride Bengali definition [ক্লোরাইড্] (noun) [uncountable noun] (রসায়ন) ধাতু ও ক্লোরিনের রাসায়নিক মিশ্রণের নাম।
- English Word chlorine Bengali definition [ক্লোরীন্] (noun) [uncountable noun] (রসায়ন) সবুজাভ-হলুদ কটুগন্ধযুক্ত বিষাক্ত গ্যাস (প্রতীক Cl)- সাধারণ লবণ থেকে প্রাপ্ত এই গ্যাস জীবাণুমুক্ত করার কাজে ও শিল্পোৎপাদনে ব্যবহৃত হয়। chlorinate [ক্লোরিনেইট্] (verb transitive) ক্লোরিন মেশানো, ক্লোরিন দ্বারা জীবাণুমুক্ত করা: chlorinated water, ক্লোরিনের সাহায্যে জীবাণুমুক্ত পানি। chlorination [ক্লোরিনেইশ্ন্] (noun)
- English Word chloroform Bengali definition [ক্লরাফোম্ America(n) ক্লোরাফোম্] (noun) [uncountable noun] পাতলা বর্ণহীন তরল পদার্থবিশেষ- অস্ত্রোপচারকালে রোগীকে অচেতন করার জন্য এক সময় প্রয়োগ করা হতো।
- English Word chlorophyll Bengali definition [ক্লরাফিল্ America(n) ক্লোরাফিল্] (noun) [uncountable noun] (উদ্ভিদ) পাতায় যে উপাদানের ক্রিয়ায় পাতা সবুজ হয়; পত্রহরিৎ।