C পৃষ্ঠা ৩৪
- English Word chromatic Bengali definition [ক্রোউম্যাটিক্] (adjective) (১) রংবিষয়ক; রঙিন। (২) (সংগীত) পাশ্চাত্য সংগীত সুরের আরোহ বা অবরোহবিষয়ক।
- English Word chrome Bengali definition [ক্রোউম্] (noun) ক্রোমিয়ঘটিত লবণ থেকে উৎপাদিত রঙিন পদার্থ। chromesteel (noun) ক্রোমিয়াম ও ইস্পাতের মিশ্রণ।
- English Word chromium Bengali definition [ক্রোউমিআম্] (noun) [uncountable noun] ধাতব উপাদানবিশেষ (প্রতীক Cr)।
- English Word chromosome Bengali definition [ক্রোউমাসোউম্] (noun) [countable noun] (জীববিদ্যা) প্রাণী ও উদ্ভিদকোষের প্রতিটি কেন্দ্রে অবস্থিত অতি সূক্ষ্ম তন্তু; যা জিন (gene) বহন করে।
- English Word chronic Bengali definition [ক্রনিক্] (adjective) (১) (রোগ বা অবস্থা সম্বন্ধে) অবিরাম; দীর্ঘস্থায়ী: chronic fever. দ্রষ্টব্যacute (২)। (অপশব্দ) তীব্র; কঠিন chronically [ক্রনিক্লি] (adverb)
- English Word chronicle Bengali definition [ক্রনিক্ল্] (noun) [countable noun] কালানুক্রমিক ঘটনাপঞ্জি। (verb transitive) ঘটনাপঞ্জি রচনা করা; ঘটনাপঞ্জিতে লিপিবদ্ধ করা।
- English Word chronological Bengali definition [ক্রনালজিক্ল্] (adjective) কালানুক্রমে; কালানুক্রমিক। chronologically [ক্রনালজিক্লি] (adverb)
- English Word chronology Bengali definition [ক্রানলাজি] (noun) [uncountable noun] কালনিরূপণ বিজ্ঞান; [countable noun] ঘটনাপঞ্জির কালানুক্রমিক গ্রন্থনা; কালনির্ঘন্ট।
- English Word chronometre Bengali definition [ক্রানমিটা(র্)] (noun) সূক্ষ্ম সময়নিরূপক ঘড়িবিশেষ, সমুদ্রে দ্রাঘিমাংশ নিরূপণে যা ব্যবহৃত হয়।
- English Word chrysalis Bengali definition [ক্রিসালিস্] (noun) শুঁয়াপোকা; শুঁয়াপোকার আবরক কোষ।
- English Word chrysanthemum Bengali definition [ক্রিস্যান্থামাম্] (noun) হেমন্তে ও শীতে ফোটা উদ্যানশোভন ফুল; এই ফুলের গাছ।
- English Word chubby Bengali definition [চাবি] (adjective) নাদুসনুদুস; গোলগাল: a chubby child.
- English Word chuck 1 Bengali definition [চাক্] (verb transitive) (কথ্য) (১) ছুড়ে ফেলা; ফেলে দেওয়া: chuck away useless things. chucker-out (noun) (অপশব্দ) (সরাইখানা, রাজনৈতিক সভা ইত্যাদি থেকে) অবাঞ্ছিত লোকদের বের করে দেওয়া যে ব্যক্তির কাজ। (২) chuck (up) পরিত্যাগ করা; (বিতৃষ্ণাভরে) ছেড়ে দেওয়া: chuck up one’s job. Chuck it, (অপশব্দ) থামো; হয়েছে- আর নয়। chuck somebody under the chin খেলাচ্ছলে কারো থুতনি ধরে নাড়া দেওয়া। □ (noun) the chuck (অপশব্দ) চাকরি খোয়ানো; চাকরিচ্যুতি; get the chuck.
- English Word chuck 2 Bengali definition [চাক্] (noun) লেদমেশিন বা কুঁদ যন্ত্রের যে অংশ যন্ত্রে তোলা জিনিস আঁকড়ে ধরে রাখে।
- English Word chuckle Bengali definition [চাক্ল্] (noun) চাপা হাসি। (verb intransitive)মুখ টিপে হাসা।
- English Word chuffed Bengali definition [চাফড্] (adjective) (British/Britain কথ্য) আনন্দিত; নিজেকে নিয়ে গর্বিত: I was chuffed about something.
- English Word chug Bengali definition [চাগ্] (verb intransitive) (ধীর গতিতে চলাকালে তেলচালিত ইনজিনের) ভটভট শব্দ করা। (noun) এরূপ ভটভট শব্দ।
- English Word chukker Bengali definition [চাকা(র্)] (noun) (পোলো খেলার) পর্যায়বিশেষ।
- English Word chum Bengali definition [চাম্] (noun) (বিশেষত ছেলেদের মধ্যে) অন্তরঙ্গ বন্ধু; (অস্ট্রেলিয়ায়) new chum নবাগত; বসবাসের জন্য সম্প্রতি বিদেশাগত; (America(n)) একই কক্ষে বাসকারী সঙ্গী; রুমমেট। □ (verb intransitive) chum up (with somebody) বন্ধুতা করা। chummy (adjective) বন্ধুভাবাপন্ন; বন্ধুর মতো।
- English Word chump Bengali definition [চাম্প্] (noun) (১) কাঠের ছোট মোটা খণ্ড। (২) মাংসের পুরু টুকরা। (৩) (অপশব্দ) বোকা বা মাথামোটা লোক। (৪) (অপশব্দ) মাথা। off one’s chump উন্মাদ; মাথাখারাপ।