C পৃষ্ঠা ৪৮
- English Word cocker 2 Bengali definition [ককা(র্)] (verb transitive) আদর দেওয়া; লাই দেওয়া।
- English Word cockerel Bengali definition [ককারাল্] (noun) এক বছরের কম বয়সের বাচ্চা মোরগ।
- English Word cockeyed Bengali definition [কক্আইড্] (adjective) (অপশব্দ) (১) বাঁকা; তেরছা চাহনি বিশিষ্ট; ট্যারা। (২) অসংগতিপূর্ণ; উদ্ভট।
- English Word cockhorse Bengali definition [কক্হোস্] (noun) (ছোটদের জন্য কাঠের তৈরি) দোলনা-ঘোড়া।
- English Word cockle Bengali definition [ককল্] (noun) (১) ভোজ্য গেঁড়িশামুক; (অপিচ cockle-shell) এই শামুকের খোলা। (২) ডিঙি নৌকা। (৩) warm/delight the cockles of one’s heart মনপ্রাণ প্রফুল্ল করা।
- English Word cockney Bengali definition [কক্নি] (noun) লন্ডনের পূর্বপ্রান্তের অধিবাসী; খাস লন্ডনবাসী। (adjective) খাস লন্ডনবাসীর বৈশিষ্ট্যপূর্ণ: a cockney accent.
- English Word cockpit Bengali definition [কক্পিট্] (noun) (১) মোরগের লড়াইয়ের জন্য ঘেরা জায়গা; প্রায়ই যুদ্ধ সংঘটিত হয়েছে এরূপ জায়গা। (২) এরোপ্লেন ইত্যাদিতে বিমানচালকের কক্ষ।
- English Word cockroach Bengali definition [কক্রোউচ্] (noun) আরশোলা; তেলাপোকা।
- English Word cockscomb Bengali definition (অপিচ coxcomb) [কক্স্কোউম্] (noun) (১) মোরগের লাল চূড়া; মোরগচুড়া। (২) ভাঁড়ের টুপি। (৩) মোরগচূড়া ফুলগাছ।
- English Word cocksure Bengali definition [ককশূআ] (adjective) কোনো বিষয়ে অতি নিশ্চিত; অতি আস্থাবান।
- English Word cocktail Bengali definition [কক্টেইল] (noun) (১) বিভিন্ন মদের মিশ্রণে প্রস্তুত পানীয়বিশেষ। (২) ফলের রস; মসলাযুক্ত টমেটো-রস ইত্যাদির মিশ্রণে তৈরি পানীয়। (৩) বিভিন্ন ফলের কুচির মিশ্রণে তৈরি সালাদ।
- English Word cocky Bengali definition [ককি] (adjective) (cockier, cockiest) (কথ্য) অতি নিশ্চিত; অতিশয় আত্মগর্বসম্পন্ন।
- English Word coco Bengali definition [কোউকোউ] (noun) (অপিচ cocopalm, coconut palm) নারিকেল গাছ। coconut [কৌকানাট্] (noun) নারিকেল। coconut matting নারিকেল ছোবড়ার তৈরি মাদুর।
- English Word cocoa Bengali definition [কোউকোউ] (noun) [uncountable noun] কোকোগাছের বীজ বা ফল; কোকোবীজের গুঁড়ার সঙ্গে পানি বা দুধ মিলিয়ে প্রস্তুত গরম পানীয় কোকো।
- English Word cocoon Bengali definition [কাকূন্] (noun) রেশমগুটি। (verb transitive) সম্পূর্ণ আবৃত্তকরণের মাধ্যমে রক্ষা করা।
- English Word cod 1 Bengali definition [কড্] (noun) (১) [countable noun] (plural অপরিবর্তিত) (অপিচ codfish) বৃহদাকার সামুদ্রিক মৎস্যবিশেষ; কডমাছ। (২) [uncountable noun] খাদ্য হিসেবে পরিবেশিত কডমাছ। cod-liver oil (noun) [uncountable noun] ওষুধ হিসেবে ব্যবহৃত কডলিভার তেল।
- English Word cod 2 Bengali definition [কড্] (verb transitive), (verb intransitive) (কথ্য) বোকা বানানো; ধোঁকা দেওয়া।
- English Word coda Bengali definition [কোউডা] (noun) সংগীতের সমাপ্তি অংশ।
- English Word coddle Bengali definition [কড্ল্] (verb transitive) (১) অত্যধিক আদরযত্নে লালনপালন করা; অতিরিক্ত প্রশ্রয় বা লাই দেওয়া। (২) স্ফুটনাঙ্কের নিচের তাপমাত্রায় পানিতে সিদ্ধ করা।
- English Word code Bengali definition [কোউড্] (noun) [countable noun] (১) আইনের সংকলনগ্রন্থ; সংহিতা। (২) কোনো সমাজ বা মানবগোষ্ঠী কর্তৃক গৃহীত নীতিমালা ও নিয়মাবলি। (৩) [uncountable noun] গোপনীয়তা, সংক্ষেপ ইত্যাদি প্রয়োজনে ব্যবহৃত সংকেতাদি; সংকেতলিপি; গূঢ়লেখ। break a code সংকেতলিপির পাঠ উদ্ধার করা। (verb transitive) সংকলনভুক্ত করা; সংকেতলিপির সাহায্যে লেখা বা বলা।