D পৃষ্ঠা ১৫
- English Word deflower Bengali definition [ডীফ্লাউআ(র্)] (verb transitive) (সাহিত্য অথবা প্রাচীন প্রয়োগ) কুমারীত্ব/সতীত্ব হরণ করা; নষ্ট করা; বিলুপ্ত করা।
- English Word defoliate Bengali definition [ডীফোউলএইট্] (verb transitive) পত্রহীন/নিষ্পত্র করা। defoliated (participial adjective) হৃতপত্র; নষ্টপত্র: defoliated forests. defoliation [ডীফোউলিএইশ্ন্] (noun) নিষ্পত্রীকরণ; বিপত্রীকরণ। defoliant [ডীফোউলিআন্ট্] (noun) পত্রনাশক।
- English Word deforest Bengali definition [ডীফ্রিস্ট্ America(n) ডীফোরিস্ট্ ] (verb transitive) (বিশেষত America(n))=disafforest.
- English Word deform Bengali definition [ডীফোম্] (verb transitive) বিকৃত/বিকলাঙ্গ করা। deformed (participial adjective) (শরীর বা অঙ্গ সম্বন্ধে; লাক্ষণিক মন সম্বন্ধে) বিকৃত; বিকলাঙ্গ; কুগঠিত; অস্বাভাবিক; কদাকার: a deformed foot.
- English Word deformity Bengali definition [ডিফোমাটি] (noun) [uncountable noun] বিকৃতি; বৈকৃত্য; অঙ্গবৈকল্য; অঙ্গবিকৃতি; বিকলাঙ্গতা; [countable noun] (plural deformities) (বিশেষত শরীরের) বিকৃত অংশ; বিকৃতি।
- English Word defraud Bengali definition [ডিফ্রোড্] (verb transitive) defraud (of) ঠকিয়ে নেওয়া; প্রবঞ্চিত করা: defraud a person of his shares.
- English Word defray Bengali definition [ডিফ্রেই] (verb transitive) অর্থ জোগানো; ব্যয় বহন করা। defrayal [ডিফ্রে্ইআল্] (noun) defrayment (noun) ব্যয় বহন; অর্থ সরবরাহ।
- English Word defrock Bengali definition [ডীফ্রক্] (verb transitive)=unfrock.
- English Word defrost Bengali definition [ডীফ্রস্ট্ America(n) ডীফ্রোস্ট্] (verb transitive) (হিমায়নযন্ত্র, মোটরগাড়ির বাতাবরণ প্রভৃতিতে) তুষারকণা বা বরফ দূর করা; তুষারমুক্ত/হিমানীমুক্ত করা। defroster (noun) হিমানীনাশক।
- English Word deft Bengali definition [ডেফ্ট্] (adjective) ক্ষিপ্র ও চতুর (বিশেষত আঙুলের ব্যবহার নিয়ে) পটু; দক্ষ। deftly (adverb) সুপটুভাবে; দক্ষতার সঙ্গে। deftness (noun) পটুত্ব; দক্ষতা।
- English Word defunct Bengali definition [ডিফাঙ্ক্ট্] (adjective) (ব্যক্তি) মৃত; পরলোকগত; (বস্তু) বিলুপ্ত; বাতিলকৃত। the defunct (আইন সম্বন্ধীয়) (আলোচনার উপজীব্য) মৃতব্যক্তি।
- English Word defuse Bengali definition [ডীফিঊজ্] (verb transitive) (বোমা, গোলা, মাইন ইত্যাদির) ফুর্জক (ফিউজ) অপসারণ করা কিংবা অকেজো করে দেওয়া; বিফুর্জিত করা; (লাক্ষণিক) শান্ত/শমিত করা; উত্তেজনা কমানো; তীব্রতা লাঘব করা: defuse a situation/crisis.
- English Word defy Bengali definition [ডিফাই] (verb transitive) (past tense, past participle defied) (১) প্রকাশ্যে বিরোধিতা করা; যুদ্ধার্থে আহবান করা; স্পর্ধা দেখানো। (২) মান্য করতে কিংবা সম্মান দেখাতে অস্বীকার করা; উপেক্ষা/অমান্য করা; পরোয়া/গ্রাহ্য না করা: defying one’s elders. It was foolish of you to defy the law. (৩) অনতিক্রম্য বাধা সৃষ্টি করা; প্রতিহত করা: The problem defied solution. The message defied all efforts to decode it. (৪) defy somebody to do something কারো পক্ষে কোনোকিছু করা অসম্ভব জেনে তা করার আহ্বান করা: I defy you to prove your innocence.
- English Word degauss Bengali definition [ডীগাউস্] (verb transitive) চৌম্বকক্ষেত্র (যেমন টিভির পরদা) নিষ্ক্রিয় করে ফেলা; চুম্বকত্বহীন করা।
- English Word degenerate Bengali definition [ডিজেনারেইট্] (verb intransitive) degenerate (into) পর্যবসিত/অধপতিত/পরিভ্রষ্ট হওয়া: Do you think that these people are morally degenerating? □ (adjective) [ডিজেনারাট] অধঃপতিত; স্বধর্মচ্যুত; পরিভ্রষ্ট; অপজাত: a degenerate race. □ (noun) [ডিজেনারাট] অধঃপতিত ব্যক্তি বা প্রাণী; অপজাত। degeneracy [ডিজেনারাসি] (noun) [uncountable noun] অধঃপতন; ধর্মভ্রষ্টতা; আপজাত্য। degeneration [ডিজেনারেইশ্ন্] (noun) [uncountable noun] অধঃপতন; স্বধর্মচ্যুতি।
- English Word degrade Bengali definition [ডিগ্রেইড্] (verb transitive) (১) পদ বা মর্যাদাহানি করা; পদভ্রষ্ট/মর্যাদা লাঘব করা; অধিকারভ্রষ্ট করা। (২) (কাউকে) কম সদাচারী বা কম সম্মানার্হ করা; অশ্রদ্ধেয়/অধঃপাতিত করা: He degraded himself by restoring to deception. degradation [ডেগ্রাডেইশ্ন্] (noun) [uncountable noun] মর্যাদাহানি; অধিকারভ্রষ্টতা; পদভ্রষ্টতা; অধঃপাত; অপকৃষ্টতা: a family living in degrade, অমর্যাদাকর পরিবেশে থাকা, যেমন বস্তিতে।
- English Word degree Bengali definition [ডিগ্রী] (noun) (১) কোনো পরিমাপের একক; অংশ; ডিগ্রি: an angle of ninety degree; a degree of latitude, অক্ষাংশের ডিগ্রি (প্রায় ৬৯ মাইল)। (২) তাপমাত্রা: Water boils at hundred degree celcius. (৩) [countable noun, uncountable noun] কোনো মাপকাঠি বা প্রক্রিয়ার স্তর বা পর্যায়: The plants are at various degrees of development. by degrees ক্রমে ক্রমে; ক্রমশ। to a degree (কথ্য)=to the highest degree, উচ্চতম মাত্রায়; যারপরনাই: He is honest to a degree. to a high/highest degree অত্যধিক; অতিমাত্রায়; বেজায়: She is conceited to a high degree. to what degree কতটা; কী পরিমাণ; কতখানি: To what degree is he interested in Botany? first degree প্রবলতম; সবচেয়ে মারাত্মক: first degree burns; first degree murder. third degree তথ্য বা স্বীকারোক্তি আদায়ে (যেমন পুলিশ কর্তৃক) অভিযুক্ত ব্যক্তিকে দীর্ঘক্ষণ কঠোর জিজ্ঞাসাবাদ; The police used third degree methods to get information. (৪) [uncountable noun] সামাজিক মর্যাদা; পদ; পদবি: persons of high degree. (৫) (শিক্ষাজাগতিক) উপাধি; (কোনো পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত) উপাধি। দ্রষ্টব্যgraduate, undergraduate. (৬) (সংগীত) সাংকেতিক স্বরলিপিতে দুই স্বরের মধ্যবর্তী ব্যবধান; স্বরক্রম। (৭) (ব্যাকরণ) adjective বা adverb- এর তুলনায় তিনটি রূপের যেকোনো একটি; তারতম্য: ‘Bad’, ‘worse’ and ‘worst’ are the positive, comparative and superlative degrees of ‘bad’.
- English Word dehumanize, dehumanise Bengali definition [ডীহিঊমানাইজ্] (verb intransitive) মানবীয় গুণাবলি হরণ করা; অমানুষে পরিণত করা; মনুষ্যত্বহীন করা। dehumanization, dehumanisation (noun) অমানবিকীকরণ।
- English Word dehydrate Bengali definition [ডিহাইড্রেইট] (verb transitive) জলশূন্য/অর্দ্রতামুক্ত করা: dehydrated vegetables/fruits. dehydration [ডীহাইড্রেইশ্ন্] (noun) [uncountable noun] নির্জলীকরণ; নির্জলীভবন; Severe dehydration may cause death.
- English Word deify Bengali definition [ডীইফাই] (verb transitive) (past tense, past participle deified) দেবতায় পরিণত করা; দেবত্বজ্ঞানে পূজা করা; দেবত্বে অধিষ্ঠিত করা; দেবত্ব আরোপ/দেবত্ব দান করা। deified (participial adjective) দেবত্বপ্রাপ্ত। deification [ডীইফিকেইশ্ন্] (noun) [uncountable noun] দেবত্বারোপ; দেবত্বদান; দেবত্বপ্রাপ্তি: the deify of a national hero.