D পৃষ্ঠা ১৭
- English Word delicacy Bengali definition [ডেলিকাসি] (noun) (plural delicacies) [uncountable noun] কমনীয়তা; কোমলতা; পেলবতা; মৃদুতা; সূক্ষ্মতা; ভঙ্গুরতা; তনুতা; লঘুতা; ক্ষীণতা; কৃষতা; উপাদেয়তা; রোচকতা; স্বাদুতা; লাবণ্য; লালিত্য; সৌকুমার্য; শিষ্টতা; শালীনতা; সহৃদয়তা: The delicacy of her features makes her unusually attractive. The boy’s delicacy is a constant source of anxiety to his parents, নাজুক স্বাস্থ্য। The delicacy of her skin compels her to be very cautious about cosmetics. The situation is one of the great delicacy, নাজুক পরিস্থিতি। The canvas shows great delicacy of touch. [countable noun] উপাদেয়/রসনারোচক/সুস্বাদু খাদ্য; সুখাদ্য: The restaurant offers many delicacies, but they are expensive. দ্রষ্টব্য delicate(৮)।
- English Word delicate Bengali definition [ডেলিকাট্] (adjective) (১) সুকুমার; পেলব; কোমল; কমনীয়: the delicate skin of a child. Silk is a delicate material. (২) সূক্ষ্ম; সুকুমার; articles of delicate craftsmanship. (৩) ভঙ্গুর; নাজুক; সুকুমার: delicate health; delicate plants. (৪) সতর্ক পরিচর্যা বা দক্ষ পরিচালনার প্রয়োজন হয় এমন; সূক্ষ্ম; নাজুক: a delicate experiment; a delicate situation. (৫) (বর্ণ) কোমল; অনুগ্র; হালকা: a delicate shade of blue. (৬) (ইন্দ্রিয়বোধে, যন্ত্রপাতি) অতি সামান্য পরিবর্তন বা তারতম্য নির্দেশ বা নিরূপণ করতে সক্ষম; সূক্ষ্ম: delicate instruments; a delicate sense of smell. (৭) শিষ্টাচারবিরোধী না হওয়ার এবং অন্যের অনুভূতিকে আহত না করার ঐকান্তিক প্রযত্নপ্রসূত; সূক্ষ্ম অনুভূতিসম্পৃক্ত; সহৃদয়: a delicate speech. (৮) (খাদ্য ও খাদ্যের স্বাদ) অনুগ্র স্বাদযুক্ত অথচ রুচিকর; সুস্বাদু; উপাদেয়; সুপাচ্য: Patients should be served delicate food. delicately (adverb) সূক্ষ্মভাবে ইত্যাদি।
- English Word delicatessen Bengali definition [ডেলিকাটেস্ন্] (noun) [countable noun, uncountable noun] (১) সদ্য পরিবেশনযোগ্য খাবার (বিশেষত রান্না করা মাংস, ধূমশোষিত মাছ, সংরক্ষিত সবজি); প্রস্তুত খাবার; প্রস্তুত খাবারের দোকান। (২) যে দোকানে উন্নতমানের বিদেশি খাবার বিক্রি করা হয়।
- English Word delicious Bengali definition [ডিলিশাস্] (adjective) (বিশেষত স্বাদ, গন্ধ ও কৌতুকবোধের পক্ষে) আনন্দদায়ক; তৃপ্তিদায়ক; রসনারোচক; মধুর; সরস; উপাদেয়: a delicious dish; a joke! The dessert smells delicious. deliciously (adverb) তৃপ্তিকরভাবে; উপাদেয়ভাবে; আনন্দদায়করূপে।
- English Word delight 1 Bengali definition [ডিলাইট্] (noun) (১) [uncountable noun] (পরম) আনন্দ; হর্ষ; উল্লাস; পুলক: to give delight to somebody. take delight in (কোনোকিছুতে) আনন্দ পাওয়া; পুলক বোধ করা: He takes delight in pulling the cat’s tail. (২) [countable noun] (পরম) আনন্দের বস্তু/উৎস; আনন্দ: Reading is his chief delight. delightful [ডিলাইট্ফ্ল্] (adjective) আনন্দদায়ক; আনন্দকর; delightful evening. delightfully [ডিলাইট্ফালি] (adverb) আনন্দদায়কভাবে।
- English Word delight 2 Bengali definition [ডিলাইট্] (verb transitive), (verb intransitive) (১) (পরম) আনন্দ দেওয়া; হর্ষোৎফুল্ল/উল্লসিত করা: His superb performance delighted the audience. (২) (passive) be delighted (পরম) আনন্দিত হওয়া; প্রীত হওয়া। (৩) delight (in) আনন্দ পাওয়া/বোধ করা:She delights in poking fun at her friends.
- English Word delimit Bengali definition [ডীলিমিট্], delimitate [ডীলিমিটেইট্] (verb transitive) সীমানির্দেশ/চিহ্নিত করা। delimitation [ডীলিমিটেইশ্ন্] (noun) [countable noun, uncountable noun] সীমানির্দেশকরণ; সীমানির্ণয়।
- English Word delineate Bengali definition [ডিলিনিএইট্] (verb transitive) (আনুষ্ঠানিক) চিত্র বা বর্ণনার সাহায্যে দেখানো; চিত্রিত/বর্ণিত/অঙ্কন করা। delineation [ডিলিনিএইশন্] (noun) [countable noun, uncountable noun] চিত্রণ; অঙ্কন; আলেখন।
- English Word delink Bengali definition [ডিলিঙ্ক্] (verb transitive) সংযোগচ্যুত/বিচ্ছিন্ন করা।
- English Word delinquency Bengali definition [ডিলিঙ্কোয়ান্সি] (noun) (১) [uncountable noun] দুষ্কৃতি; অপচার; অপকর্ম; কর্মবিমুখতা: the problem of juvenile delinquency, কিশোর অপরাধ। (২) [countable noun] (plural delinquencies) উক্ত কর্মের বিশেষ দৃষ্টান্ত; দুষ্ক্রিয়া; দুষ্কৃত।
- English Word delinquent Bengali definition [ডিলিঙ্কোয়ান্ট্] (noun), (adjective) (ব্যক্তি) দুষ্কৃতি; কৃতাপরাধ; কর্তব্যবিমুখ; কর্তব্যপরান্মুখ।
- English Word deliquescent Bengali definition [ডেলিকোয়েস্ন্ট্] (adjective) (রসায়ন) (আর্দ্রতা শোষণ করে) বাতাসে গলে যায় এমন; উদগ্রাহী।
- English Word delirious Bengali definition [ডিলিরিআস্] (adjective) ভ্রান্তচিত্ত; প্রলাপকারী; বিকারগ্রস্ত; নষ্টচেতন; উন্মত্ত: The patient’s temperature went up and he became delirious. The audience was delirious with excitement. (২) চিত্তবৈকল্য; জ্বরবিকার; প্রবল উত্তেজনা ইত্যাদির পরিচয়বহ; উন্মত্ত: delirious speech, উন্মত্ত প্রলাপ। deliriously (adverb) বিকারবশত; উন্মত্তভাবে।
- English Word delirium Bengali definition [ডিলিরিআম্] (noun) [uncountable noun] রোগের প্রকোপে, বিশেষত জ্বরের ঘোরে অনেক সময় প্রলাপসহ প্রচণ্ড মানসিক বিকার; চিত্তবৈকল্য; চিত্তবিভ্রম; প্রলাপ। delirium tremens [ডিলিরিআম্ ট্রীমেন্জ্] (সাধারণত dt(s) [ডীটী(জ)]) অত্যধিক পানাসক্তিহেতু চিত্তবিকার; উল্লল চিত্তবৈকল্য।
- English Word deliver Bengali definition [ডিলিভা(র্)] (verb transitive) (১) (চিঠিপত্র, পারসেল, পণ্য ইত্যাদি) বিলি করা; সরবরাহ করা; পৌঁছে দেওয়া; নিবেদন করা। deliver the goods (লাক্ষণিক) যথোচিত ব্যবস্থা নেওয়া; বিহিত করা। (২) deliver (from) (প্রাচীন প্রয়োগ) মুক্ত/উদ্ধার/রক্ষা/ত্রাণ/নিস্তার করা। (৩) (বক্তৃতা, ভাষণ ইত্যাদি) দেওয়া; উচ্চারণ করা। (৪) (ধাত্রী, শুশ্রূষাকারী) প্রসব করানো: to be delivered of a child. (৫) (up/over) (to) ফেরত দেওয়া; প্রত্যর্পণ/অর্পণ/হস্তান্তর করা। (৬) (আঘাত ইত্যাদি) হানা: to deliver a blow. deliverer (noun) ত্রাতা; ত্রাণকর্তা; মুক্তিদাতা; তারক।
- English Word deliverence Bengali definition [ডেলিভারান্স্] (noun) [uncountable noun] deliverence (from) মুক্তি; ত্রাণ; পরিত্রাণ; নিস্তার।
- English Word delivery Bengali definition [ডেলিভারি] (noun) (১) [uncountable noun] (চিঠিপত্র, পারসেল, পণ্য ইত্যাদি); বিলি; বিতরণ; [countable noun] (plural deliveries) নির্দিষ্ট সময়ান্তর বিতরণ; বিলি: Prompt delivery is assured. There are five deliveries a week in this locality. on delivery বিতরণের সময়ে। take delivery of প্রতিগ্রহণ করা; সংগ্রহ করা: Please take delivery of your new suit. delivery-note (noun) প্রাপকের প্রাপ্তিস্বীকারের জন্য পণ্যের সঙ্গে প্রেরিত সাধারণত দুই প্রস্থ দাবিপত্র; আদানপত্র। delivery truck (noun) (America(n)) পরিবহণ ভ্যান। (২) (কেবল singular) বাচনভঙ্গি: brilliant/poor delivery. (৩) (সন্তান) প্রসব: an easy/a difficult delivery.
- English Word dell Bengali definition [ডেল্] (noun) সাধারণত বৃক্ষশোভিত ছোট উপত্যকা/ঢালু জায়গা।
- English Word delouse Bengali definition [ডীলাউস্] (verb transitive) উকুনমুক্ত করা।
- English Word delphinium Bengali definition [ডেল্ফিনিআম্] (noun) সাধারণত নীল পুষ্পশোভিত দীর্ঘ শিষযুক্ত কয়েক ধরনের উদ্যান-উদ্ভিদ; ভরতকণ্টক।