D পৃষ্ঠা ১৬
- English Word deign Bengali definition [ডেইন্] (verb intransitive) deign to do something কৃপাবশত কিছু করা; নিজের মর্যাদার সঙ্গে সংগতিপূর্ণ না হলেও দয়া বা সৌজন্যবশত কিছু করা: She deigned to cast a look on me, সে আমার প্রতি কৃপাদৃষ্টি নিক্ষেপ করেছে।
- English Word deism Bengali definition [ডীইজ্ম্] (noun) ঐশী প্রত্যাদেশ বা ধর্মীয় বিধিবিধানে আস্থা ব্যতিরেকে এক পরমসত্তার অস্তিত্বে বিশ্বাস; আস্তিক্য; একাত্মবাদ। deist [ডীইস্ট্] (noun) একাত্মবাদী।
- English Word deity Bengali definition [ডীইটি] (noun) (১) [uncountable noun] দেবত্ব। (২) [countable noun] (plural deities) দেব; দেবতা; দেবী। the Deity ঈশ্বর; পরমেশ্বর।
- English Word déja vu Bengali definition [ডেইজা ভিউ্য] (noun) [uncountable noun] (ফরাসি) যে ঘটনার অভিজ্ঞতা নেই কিংবা যে দৃশ্য আগে দেখা হয়নি, তা মনে পড়ে যাওয়ার একটা অনুভূতি; (কথ্য) কোনোকিছু খুব ঘন ঘন দেখা বা শোনা হয়েছে এ রকম একটা অনুভূতি; পূর্বদৃষ্ট।
- English Word deject Bengali definition [ডিজেক্ট্] (verb transitive) (সাধারণত past participle) বিষণ্ণ/বিমর্ষ/বিমনা/নিরানন্দ করা। dejected (participial adjective) মনমরা; বিমর্ষ; বিমনা: He looks dejected. dejectedly (adverb) সবিষাদে; বিষণ্ণভাবে। dejection [ডিজেক্শ্ন্] (noun) [uncountable noun] বিষণ্ণতা; বিমর্ষতা।
- English Word dejure Bengali definition [ডেইজুআরি] (adjective), (adverb) (লাতিন) ন্যায়সম্মতভাবে; ন্যায়ত; আইনসম্মতভাবে; আইনত: the dejure king; king dejure. দ্রষ্টব্যde facto.
- English Word dekko Bengali definition [ডেকোউ] (noun) (অপশব্দ) have a dekko এক নজর দেখা বা (কোনোকিছুর প্রতি) এক নজর তাকানো।
- English Word delay Bengali definition [ডিলেই] (verb transitive), (verb intransitive) (১) বিলম্ব/দেরি করা; বিলম্ব/দেরি করানো; কালক্ষেপ করা: Don’t delay. The journey was delayed (for) three hours. (২) স্থগিত/মুলতবি করা; Why has she delayed going to dentist? □ (noun) (১) [uncountable noun] বিলম্ব; দেরি; কালক্ষেপণ: Please answer with delay. (২) [countable noun] বিলম্বের দৃষ্টান্ত; যতোটা সময় বিলম্ব করা হয়েছে; বিলম্ব; দেরি: after a delay of two months. delayed-action (adjective), (noun) কিছু সময় পার হলে কাজ করে এমন; বিলম্বিত; স্থগিত: a delayed-action bomb, এক ধরনের বিলম্বিত বোমা; বিলম্বিত তৎপরতা; বিলম্বন; কালক্ষেপণ।
- English Word delectable Bengali definition [ডিলেকটাব্ল্] (adjective) (সাহিত্যিক) আনন্দদায়ক; রমণীয়; মনোহর; সুখকর।
- English Word delectation Bengali definition [ডীলেক্টেইশ্ন্] (noun) [uncountable noun] (সাহিত্যিক, বক্রোক্তি) আমোদ; আহ্লাদ; বিনোদন; উপভোগ: He writes for the delectation of half witted adolescents.
- English Word delegacy Bengali definition [ডেলিগাসি] (noun) (plural delegacies) প্রতিনিধিত্বের ব্যবস্থা; প্রতিনিধিবর্গ।
- English Word delegate 1 Bengali definition [ডেলিগাট্] (noun) প্রতিনিধি; প্রতিভূ।
- English Word delegate 2 Bengali definition [ডেলিগেইট্] (verb transitive) delegate (to) (কাউকে) প্রতিনিধিরূপে পাঠানো; (কাউকে দায়িত্ব, অধিকার ইত্যাদি) অর্পণ করা: to delegate somebody to attend a meeting; to delegate powers to a subordinate.
- English Word delegation Bengali definition [ডেলিগেইশ্ন্] (noun) (১) [uncountable noun] নিয়োজন; প্রতিনিধিরূপে প্রেরণ; প্রতিনিধিত্ব; দায়িত্ব/ক্ষমতা অর্পণ। (২) [countable noun] প্রতিনিধিবর্গ।
- English Word delete Bengali definition [ডিলীট্] (verb transitive) delete (from) লিখিত বা মুদ্রিত কোনোকিছু কেটে/তুলে দেওয়া: to delete a word/line. deletion [ডিলীশ্ন্] (noun) [uncountable noun] মোচন; বিলোপন; [countable noun] যা মোছা হয়েছে বা কেটে দেওয়া হয়েছে; কাটা (বর্ণ, শব্দ ইত্যাদি)।
- English Word deleterious Bengali definition [ডেলিটিআরিআস্] (adjective) (আনুষ্ঠানিক) (শরীর বা মনের পক্ষে) ক্ষতিকর; ক্ষতিকারক; অপকারক।
- English Word delft Bengali definition [ডেল্ফ্ট্] (delf [ডেল্ফ্] অথবা delftware) (noun) [uncountable noun] মূলত হল্যান্ডের ডেলফট শহরে উৎপাদিত; সাধারণত নীল নকশা কিংবা অলংকরণসমৃদ্ধ; কাচাম্বিত মৃৎভাণ্ডাদি; ডেলফ-সামগ্রী।
- English Word deliberate 1 Bengali definition [ডিলিবারাট্] (adjective) (১) ইচ্ছাকৃত; উদ্দেশ্যপ্রণোদিত; সুচিন্তিত: a deliberate lie/injury. (২) (কথাবার্তা, কাজকর্ম ইত্যাদিতে) ধীর ও সতর্ক; অপ্রমত্ত; অত্বরিত; সুমিত: a deliberate speech. She walked with deliberate steps, মৃদু পাদনিক্ষেপে; ধীর পায়ে। deliberately (adverb) উদ্দেশ্যপ্রণোদিতভাবে; সুচিন্তিতভাবে; অত্যন্ত সতর্কতার সঙ্গে।
- English Word deliberate 2 Bengali definition [ডিলিবারেইট্] (verb transitive), (verb intransitive) deliberate (over/on/upon) সযত্নে বিবেচনা করা; বিচার/বিবেচনা/যন্ত্রণা/পরামর্শ করা: They are deliberating whether to appoint a new secretary. deliberative [ডিলিবারাটিভ্ America(n) ডিলিবারেইটিভ] (adjective) বিচারবিবেচনা, পরামর্শ বা মন্ত্রণার উদ্দেশ্যে গঠিত; মন্ত্রণা; পরামর্শ: a deliberate assembly পরামর্শসভা; মন্ত্রণাসভা।
- English Word deliberation Bengali definition [ডেলিবারেইশ্ন্] (noun) (১) [countable noun, uncountable noun] বিচারবিবেচনা; মন্ত্রণা; পরামর্শ; বিতর্ক: Their deliberations are still on. (২) [uncountable noun] সতর্কতা; সুবিবেচনা; বিচক্ষণতা; ধীরতা; মৃদু পাদবিক্ষেপ; মন্থরগতি: to speak/enter a room with deliberation.