K পৃষ্ঠা ২
- English Word kayak Bengali definition [কাইঅ্যাক্] (noun) (এস্কিমোদের) সিলমাছের চামড়ায় আবৃত পাতলা কাঠের নৌকাবিশেষ।
- English Word kebab Bengali definition [কাব্যাব] (noun) কাবাব।
- English Word kedgeree Bengali definition [কেজারী] (noun) চাল ও ডালের মিশ্রণে তৈরি অন্নবিশেষ; খিচুড়ি।
- English Word keds Bengali definition [কেইড্স্] (noun) (plural) মোটা কাপড়ে তৈরি ফিতাওয়ালা এক ধরনের জুতা; কেডস।
- English Word keel Bengali definition [কীল্] (noun) জাহাজের তলি। (keep) on an even keel (জাহাজের) এদিকওদিক দুলুনি যাতে না-হয় সে জন্য জাহাজকে স্থির রাখা; (লাক্ষণিক) সুস্থির; শান্ত থাকা। □ (verb transitive), (verb intransitive) মেরামত করতে জাহাজকে একদিকে কাত করা।
- English Word keen 1 Bengali definition [কীন্] (adjective) (১) ধারালো: The knife has a keen edge; (লাক্ষণিক) তীক্ষ্ণ: keen sarcasm. (২) (কোনো বিষয়ে উৎসাহ বা অনুভব) তীব্র; গভীর: He took a keen interest in domestic affairs. keen on আগ্রহী; অনুরক্ত; উৎসুক: We are all very keen on getting through the exam. keenly (adverb). keenness (noun).
- English Word keen 2 Bengali definition [কীন্] (noun) আয়ারল্যান্ডে প্রচলিত শোকসংগীত, যা কোনো মৃতের জন্য উচ্চকিত কান্নার সুরে গাওয়া হয়। □ (verb intransitive), (verb transitive) শোকসংগীত গাওয়া; (এভাবে) শোক করা।
- English Word keep 1 Bengali definition [কীপ্] (verb transitive), (verb intransitive) (১) রাখা: I kept the books on the table. keep an eye on (কথ্য) নজর রাখা: keep an eye on your new servant. keep something in mind স্মরণ রাখা: keep it in mind that we have very little time at hand. (২) কোনো প্রক্রিয়া চালু রাখা; কোনো অবস্থা বজায় রাখা: He kept us waiting; keep the kettle boiling. (৩) keep somebody/something from doing something বাধা দেওয়া; বিরত রাখা: We must keep him from knowing the secret. (৪) keep something (from) অন্যের কাছ থেকে গোপন রাখা: He can keep nothing from his wife. keep your views to yourself, I have no time to hear them. keep one’s own counsel=counsel 1. (৫) (প্রতিশ্রুতি ইত্যাদি) রক্ষা করা: He failed to keep his promise. (৬) উদ্যাপন করা: keep one’s birthday. (৭) পাহারা দেওয়া; রক্ষা করা: keep goal =goal keeper; keep wicket =wicket keeper; May Allah keep you! (৮) সংরক্ষণ করা; নিজের কাছে রাখা; You can keep those books, I don’t need them. keep hold of ধরে রাখা; ছেড়ে না-দেওয়া: keep hold of the rope. (৯) পালন করা; ব্যয় নির্বাহ করা: He has a big family to keep. (১০) বিক্রির জন্য মজুত রাখা: The shop keeps good brands of cigars. (১১) keep house গৃহস্থালির কাজে দায়িত্ব পালন করা: You need to keep your house. (১২) মালিক হওয়া; চালানো: He keeps shop in the downtown. (১৩) shop-keeper দোকান মালিক; দোকানদার। keep accounts হিসাব রাখা। keep books =keep accounts. Book keeping হিসাব সংরক্ষণ। (১৪) কোনো বিশেষ অবস্থায় স্থিত থাকা: keep quiet; keep left when you are driving. (১৫) keep on doing something কোনো কাজ করতে থাকা: You should keep on studying. (১৬) (খাদ্য) ব্যবহারযোগ্য থাকা: Will this meat keep till tomorrow? (১৭) Adverbial particle সমন্বিত ব্যবহার: keep at something লেগে থাকা: Don’t leave your job, just keep at it. keep off দূরে থাকা: Please keep off that subject, say nothing about it. keep somebody/something off কাউকে; কোনো কিছুকে দূরে রাখা: Regular exercise can keep diseases off. keep on (doing something) কোনো কাজে রত থাকা; লেগে থাকা: He keeps on doing the same mistake. Keep on trying until you' succeed. keep out (of something) বাইরে থাকা; জড়িত না-হওয়া: keep out of politics. keep away (from something) দূরে থাকা: Keep away from an electric line. keep back পিছনে থাকা; পিছিয়ে থাকা। keep somebody down দমিয়ে রাখা। keep something down কোনো কিছু সংবরণ করা: He could not keep down his temper. keep in (বাতি আগুন প্রভৃতি) জ্বলতে থাকা; নিভে না যাওয়া। keep in with somebody সুসম্পর্ক/বন্ধুত্ব বজায় রেখে চলা। keep to অঙ্গীকার রক্ষা করা: One should one’s promise. keep up গতি বা উন্নতির স্তর বজায় রাখা: Keep up the present rate of production. keep up with তাল রাখা: You walk so fast that I can’t keep up with you. keep up with the joneses প্রতিবেশীর সঙ্গে তাল মিলিয়ে চলা (পোশাকআশাকে, সামাজিকতায়, সম্পদের প্রদর্শনে ইত্যাদি)। keep something up নিম্নগামী না-হতে দেওয়া: keep up your courage; পালন করা: keep up old customs.
- English Word keep 2 Bengali definition [কীপ্] (noun) খোরাক; খাবার: He cannot earn his keep.
- English Word keeper Bengali definition [কীপা(র্)] (noun) (১) প্রহরী; পালক; রক্ষক; তত্ত্বাবধায়ক। (২) বিশেষ দায়িত্বে নিযুক্ত ব্যক্তি: goal keeper, গোলরক্ষক; shop keeper, দোকানদার।
- English Word keeping Bengali definition [কীপিঙ্] (noun) (১) যত্ন। in safe keeping সযত্নে রক্ষিত: The ornaments are in safe keeping. (২) যত্নে পালন: The keeping of bees. in keeping with সঙ্গতিপূর্ণ: His dress is not in keeping with the occasion.
- English Word keepsake Bengali definition [কীপসেইক্] (noun) স্মৃতিস্বরূপ রক্ষিত কোনো কিছু: Please have this ring for a keepsake.
- English Word keg Bengali definition [কেগ্] (noun) ছোট পিপা (সাধারণত ১০ গ্যালনের কম ধারণক্ষমতাসম্পন্ন)।
- English Word kelp Bengali definition [কেল্প্] (noun) বৃহদাকৃতির সামুদ্রিক গুল্মাদি।
- English Word kelt Bengali definition [কেল্ট্] (noun) =celt.
- English Word kelvin Bengali definition [কেল্ভিন্] (noun), (adjective) আন্তর্জাতিকভাবে স্বীকৃত তাপ-পরিমাপকবিশেষ, যার ০°= -২৭৩.১৫ সেন্টিগ্রেড।
- English Word ken 1 Bengali definition [কেন্] (noun) [uncountable noun] beyond/outside my ken (কথ্য) জ্ঞানের পরিসীমার বাইরে; অজানা। ken 2 [কেন্] (verb transitive) (স্কটল্যান্ডীয়) জানা।
- English Word kennel Bengali definition [কেন্ল্] (noun) (১) কুকুর রাখার ঘর। (২) যে স্থানে কুকুরের যত্ন নেওয়া হয়। □ (verb transitive), (verb intransitive) কুকুর রাখার ঘরে রাখা; কুকুরের ঘরে বাস করা।
- English Word kerchief Bengali definition [কাচিফ্] (noun) [countable noun] (প্রাচীন প্রয়োগ) মহিলাদের মস্তকাবরণ হিসেবে ব্যবহৃত চৌকোনা কাপড়।
- English Word kernel Bengali definition [কান্ল্] (noun) [countable noun] ফলের ভিতরকার শাঁস; (লাক্ষণিক) কোনো বিষয়ের কেন্দ্রবস্তু; মর্মস্থল।