K পৃষ্ঠা ৫
- English Word kinship Bengali definition [কিন্শিপ্] (noun) জ্ঞাতিত্ব; রক্তের সম্পর্ক; চরিত্র বা স্বভাবগত সাযুজ্য।
- English Word kiosk Bengali definition [কীঅস্ক্] (noun) (১) সংবাদপত্র, মিষ্টি, সিগারেট ইত্যাদি বিক্রির ছোট, সামনে খোলা দোকান; কখনো কখনো (পার্কে) শামিয়ানা ঢাকা গোল ছোট দোকান। (২) জনসাধারণের ব্যবহার্য টেলিফোনের ছোট্ট ঘর।
- English Word kip Bengali definition [কিপ্] (noun) (১) (অশিষ্ট) (British/Britain) যে বাসাবাড়িতে ঘুমানোর ভাড়া দেওয়া হয়। (২) ঘুম। □ (verb intransitive) ঘুমাতে যাওয়া: It’s time to kip down.
- English Word kipper Bengali definition [কীপা(র্)] (noun) শুকনা অথবা ধূমায়িত, লবণ দেওয়া শুঁটকিমাছ।
- English Word kirk Bengali definition [কার্ক] (noun) (স্কটল্যান্ডীয়) গির্জা।
- English Word kirsch Bengali definition [কিআশ্] (noun) বুনো চেরিফল থেকে তৈরি বর্ণহীন পানীয়বিশেষ (মদ)।
- English Word kismet Bengali definition [কিজ্মেট্] (noun) ভাগ্য; নিয়তি; কিসমত।
- English Word kiss Bengali definition [কিস্] (verb transitive), (verb intransitive) চুমু খাওয়া; ঠোঁটে বা গালে ঠোঁট স্পর্শ করে আদর জানানো বা স্বাগত জানানো। kiss the book বাইবেলে চুমু খেয়ে শপথ করা। kiss the dust বিজয়ীর কাছে ধুলায় লুটিয়ে আত্মসমর্পণ করা; নিহত হওয়া। kiss hands/ kiss the Queen’s hands (British/Britain) সরকারি পদে নিযুক্ত হওয়ার পর রাজা/রানির হস্তচুম্বন করা। kiss of life জলে ডোবা মানুষের শ্বাসপ্রশ্বাস ফিরিয়ে আনতে মুখে মুখ লাগিয়ে শ্বাস দেওয়ার পদ্ধতি। □ (noun) চুম্বন; চুমু। kisser (noun) (অশিষ্ট) মুখ।
- English Word kit Bengali definition [কিট্] (noun) (১) সৈনিক, নাবিক বা ভ্রমণকারীর ব্যবহৃত ঝোলা যার ভিতর জিনিসপত্র, কাপড়চোপড় বহন করা হয়। kitbag (noun) মোটা কাপড়ের তৈরি থলে। (২)। কোনো মিস্ত্রি বা কারিগরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি: an electrician’s kit. (৩) খেলা বা কোনো বিশেষ কাজের জন্য ব্যবহার্য যন্ত্রপাতি ও পোশাক: golfing kit.
- English Word kitchen Bengali definition [কিচিন্] (noun) রান্নাঘর। kitchen garden সবজি বাগান। kitchen sink, দ্রষ্টব্যsink. kitchenette (noun) রান্নার কাজে ব্যবহৃত চিলেকোঠা বা ছোট্ট ঘর।
- English Word kite Bengali definition [কাইট্] (noun) (১) চিল। (২) ঘুড়ি। (৩) লোভী ব্যক্তি। fly a kite জনমতের হাওয়া কোনদিকে তা বোঝার জন্য গুজব ইত্যাদি ছড়িয়ে দেওয়া।
- English Word kith Bengali definition [কিথ্] (কেবল kith and kin-এ ব্যবহৃত) (noun) আত্মীয়স্বজন।
- English Word kitsch Bengali definition [কিচ্] (noun), (adjective) (চিত্রকলা, ডিজাইন) অগভীর, ভানপূর্ণ ও অসার।
- English Word kitten Bengali definition [কিট্ন্] (noun) বিড়ালছানা। (২) লঘুচিত্ত ও চপল তরুণী। kittenish (adjective) বিড়ালছানার মতো; চপল।
- English Word kitty Bengali definition [কিটি] (noun) (১) (তাস) বাজির পরিমাণ। (২) বিড়ালছানার আদুরে নাম।
- English Word kiwi Bengali definition [কীউঈ] (noun) নিউজিল্যান্ডের পাখিবিশেষ; (অপশব্দ) নিউজিল্যান্ডবাসী।
- English Word klaxon Bengali definition [ক্ল্যোক্স্ন্] noun মোটরগাড়ির বিদ্যুৎচালিত হর্ন বা ভেঁপু।
- English Word kleptocracy Bengali definition [ক্লেপ্টোক্রাসি] (noun) (অপিচ 'cleptocracy' বা 'kleptarchy') ‘ক্লিপটোক্রেসি’, চোরের শাসন, লুটপাটতন্ত্র, গণতন্ত্রের নামে চৌর্যশাসন; রাজনৈতিক ও সরকারি দুর্নীতি; (সততার ভান করে) জনশোষণ; Five ruling leaders accused of running a corporate kleptocracy. □ (noun) kleptocrat [ক্লেপ্টোক্রেট্] যে শাসক বা নেতা ক্ষমতার অপব্যবহার ঘটিয়ে দেশের সম্পদ লুট করেন: Africa’s problem is one of despots and kleptocracys. □ (adjective) kleptocratic [ক্লেপ্টোক্রেটিক্] এই ধরনের চুরি বা লুট সংক্রান্ত।
- English Word kleptomania Bengali definition [ক্লেপটামেইনিআ] (noun) মানসিক ব্যাধি, যার ফলে চুরি করার প্রবণতা সৃষ্টি হয়; চৌর্যোন্মাদ। kleptomaniac (noun) (মানসিক ব্যাধি) চুরির স্বভাব আছে এমন ব্যক্তি।
- English Word knack Bengali definition [ন্যাক্] (noun) দক্ষতা; কৌশল।